নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সখি ভালবাসা কারে কয়...

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!!

সোনাবালি'র আপন ভুবন

জানি, কোনদিন মিলবে না এই সমান্তরাল পথ; তবু হাতে হাত রেখে হেঁটে চলি অজানায়, নিশ্চিন্ত নির্ভরতায় !!

সোনাবালি'র আপন ভুবন › বিস্তারিত পোস্টঃ

এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না; শুধু সুখ চলে যায়।

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪



এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না।

শুধু সুখ চলে যায়।

এমনি মায়ার ছলনা।



এরা ভুলে যায় , কারে ছেড়ে কারে চায়।

তাই কেঁদে কাটে নিশি , তাই দহে প্রাণ ,

তাই মান অভিমান।

তাই এত হায় - হায়।



প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।



সখী , চলো , গেল নিশি , স্বপন ফুরালো ,

মিছে আর কেন বলো।

শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।

সখী , চলো।



প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান।

এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।।





এরা সুখের লাগি চাহে প্রেম , প্রেম মেলে না; শুধু সুখ চলে যায়---



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এমপি থ্রি লিঙ্কু নাই?

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

সোনাবালি'র আপন ভুবন বলেছেন: http://www.raaga.com/play/?id=354692

২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০২

টানিম বলেছেন: হুম । গভীর ।

৩| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

যোগী বলেছেন: স্লামালিকুম! কেমন আছেন?

৪| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ছবিটাও বেশ সুন্দর।

৫| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

বংশী নদীর পাড়ে বলেছেন: গানটি বার বার শুনেও একবারও বিরক্ত হইনি...শুধু শুনতেই মন চায়....

৬| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১৫

অদৃশ্য বলেছেন:




বেশতো...



শুভকামনা...

৭| ১০ ই মার্চ, ২০১৯ রাত ১:১১

ছদ্মবেশী ভূত বলেছেন: সুন্দর একটি গান। ধন্যবাদ লিরিক্স শেয়ারের জন্য। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.