নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন যুদ্ধ এখন গা\'সহা পর্যায়ে এসে গেছে।

২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪১



ম্যাপ: বিবিসি'র পাবলিক ডোমেইন

মে মাসের ৯ তারিখে পুটিন রাশিয়ার পক্ষ থেকে 'বিজয়' ঘোষণা করবে; তার আগে ইউক্রেনের পুর্বান্চলে আনুমানিক গড়ে ১৫০ মাইল প্রস্হ (পুর্ব-পশ্চিম ) নিয়ে একটি এলাকা দখলে নিয়ে নেবে।

ইউক্রেনের যুদ্ধ এখন গা'সহা পর্যায়ে এসেছে, যুদ্ধ আগের থেকে সংগঠিতভাবে চলছে, যুদ্ধ নিয়ে চীৎকার কমছে; ব্লগে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা তেমন নেই; এমনি কি বিবিসি, সিএনএনও তাদের নিয়মিত অনুষ্ঠানগুলো আবার প্রচার শুরু করছে, মানুষ যুদ্ধকে আফগান যুদ্ধ, সিরিয়ার যুদ্ধের মত চলমান প্রসেস হিসেবে নেয়ার শুরু করেছে।

যুদ্ধের নতুন বিশেষ কোন খবর নেই; রাশিয়া ইউক্রেনের পুর্বান্চলকে পুরোপুরিভাবে দখলে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে; ডনবাস এলাকা, মারিওপোল, খেরসন এখন রাশিয়ানদের দখলে; যেসব এলাকায় রাশিয়ান সৈন্য নেই, ইউক্রেন সেসব এলাকাকে নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে বলে দাবী করছে; তবে, এসব দাবীতে প্রচারণা ছাড়া তেমন কিছু নেই; সেসব এলাকা থেকে ইউক্রেনের সৈন্যেরা পিছু হটছে।

যুদ্ধে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে কি প্রভাব ফেলেছে, জানা কঠিন; কারণ, রাশিয়া থেকে বিদেশী সাংবাদিকদের বের করে দেয়া হয়েছে; বিবিসি আছে, কিন্তু সংবাদ প্রচারের আগে রাশিয়ানদের দেখানো হয় কি প্রচার হবে।

কোভিডের পর, এই যুদ্ধ আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করছে বেশ বড় আকারে; ১২ মিলিয়ন কাজের লোকের দরকার, কিন্তু মানুষ কাজে যোগদানের জন্য তেমন ইচ্ছা প্রকাশ করছে না। জ্বালানি তেলের বাজার কন্ট্রোলে রাখার জন্য, রিজার্ভ থেকে দৈনিক ১ মিলিয়ন ব্যারেল করে তেল ছাড়ার পরও, তেলের দাম গড়ে ৫ ডলার গ্যালন। ষ্টক-মার্কেট ভয়ংকর গতিতে নীচের দিকে যাচ্ছে।

৯ তারিখের পর, ইউরোপ বুঝতে পারবে আসল অবস্হা কি! এদিকে ফ্রান্সের ভোট সম্পন্ন হয়েছে, এখন ইউরোপ ফ্রান্সের দিক থেকে কোন নেতৃত্ব আসে কিনা, সেটার জন্য অপেক্ষা করবে। মার্কেলের অনুপস্হিতিতে জার্মানী নেতৃত্ব দিতে পারেনি ইউরোপকে। আমেরিকা যতই সাহস দিক, পশ্চিম ইউরোপ বাইডেনের উপর ভরসা রাখছেনা।









মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

ভবিষ্যৎ'এ রাশিয়া কি নর্থ কোরিয়া হবে)?;কেউ কিছু জানতে পারবে না।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



রাশিয়া একটি সভ্য জাতি, দানব পুটিনের হাতে বন্দী; ইহার অবসান হবে; ওরা ভালো করবে।

২| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ফ্রান্সে কে বিজয়ী হচ্ছে?

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



ম্যাক্রন, ভোটের আগের দিন আমি একটি পোষ্ট দিয়েছিলাম।

৩| ২৫ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৭

শাহ আজিজ বলেছেন: আমিও একই বিষয় ভাবছিলাম , আমারও কেমন গা সহা হয়ে গেছে । তবে এতো টুকুন জায়গার জন্য যে পরিমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুতিন তাতে তার বিচার হওয়া উচিত ।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



রাশিয়ার ভেতরে পুটিনের জনপ্রিয়তা বেড়ে গেছে ন্যাটোর কারণে; তবে, সে বুঝতে পেরেছে যে, তার সৈন্য বাহিনী ও মিশরের সৈন্য বাহিনীর মাঝে পার্থক্য নেই।

৪| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৩

গেঁয়ো ভূত বলেছেন: গোপনে রাশিয়ার তেল কিনছে ইউরোপের দেশগুলো বিষয়টিকে কিভাবে দেখেন আপনি ?

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



ওদের অন্য উপায় নেই; আগামী ৫ বছর পর, তেলের ব্যবহার কিছু কমে আসবে, তখন রাশিয়া বিপদে পড়বে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬

গেঁয়ো ভূত বলেছেন: Click This Link

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



দেখছি।

৬| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


জিলেন্যাস্কি আর কয়টা পার্লামেন্টে ভাষণ দেয়ার বাকি আছে?

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



বানরের নাচের সময় চলে গেছে, এখন এগুলো গা'সহা হয়ে গেছে। ইউক্রেনের লোকজন অবস্হা বুঝার শুরু করেছে।

৭| ২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: আমি গোয়েবলসের আয়নায় আজ জিলেন্যাস্কি কে দেখেছি
ঐ হাঙ্গরের দাত পুরনো, তাতে পোকা লেগে আছে জেনেছি।

২৫ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



তার ধারণা, সে ভালো অভিনয় করছে।

৮| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৩

গরল বলেছেন: ইইউ নতুন ডিজিটাল সার্ভিস অ্যাক্ট DSA ও ডিগিটাল মার্কেটিং অ্যাক্ট পাশ করেছে। DMA তে বলা হয়েছে কোন Harmful, Disinformation ও Religion নিয়ে কোন advertisement দেওয়া যাবে না GAFAM (Google, Amazon, Facebook, Apple, Microsoft) তে। এখানে religion আসল কেন বুঝলাম না, আপনি বুঝেছেন কিছু?

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:




আমি ঠিক জানি না, আমি আপনার থেকেই শুনলাম।

৯| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গা সহা হলেও
তেলের দাম বৃদ্ধির কারনে
আমার গাত্রদাহ হচ্ছে।
তেল পাচ্ছিনা দোকানে!

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ লাগলে, অনেক দেশ তাদের খাবার দ্রব্য রপ্তানী বন্ধ করে দেয়, ডিষ্ট্রবিউটারেরা অ্ন্যায়ভাবে দাম বাড়িয়ে দেয়; এতে দুর্ভিক্ষ হলেও, সেদিকে কারো নজর থাকে না; ২ মাস যুদ্ধে সেটাই ঘটছে। আমাদের জাতি এসব অনুমান করতে পারে না; ২/১ বছরের ভোজ্য তেল, রান্নার গ্যাস, খাবার পানি মওজুদ রাখতে হয়।

১০| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব মজুদদারীতো বিশাল অপরাধ।
এম্নিতে সিন্ডিকেট তার পরে আবার উস্কে
দিচ্ছেন মজুদ করতে!

২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৫৩

সোনাগাজী বলেছেন:




যারা বিলিয়ন ডলারের, ট্রিলিয়ন ডলারের মওজুদ করে, তারা দাম বাড়ায়।

১১| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেলেনস্কির জন্য সাধারণ জনগনের আজ এতো দূর্ভোগ; জনগনের উচিত ছিল আগে ভাঁড়টাকে খ্যাদানো।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের বয়স্ক জেনারেশন ন্যাটো-বিরোধী ছিলো, তাদের কথা শোনেনি জিলেনস্কির জেনারেশন।

১২| ২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০০

আখেনাটেন বলেছেন: বিশ্ব মনে হচ্ছে ২০০৮'র পর আরেকটা মন্দাবস্থার দিকে এগুচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বাজেট ব্যবস্থাপনায় চরম ঝুঁকির মধ্যে পড়বে। কৃচ্ছ্রসাধন করেও হয়ত অনেকে পার পাবে না।

২৬ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:


করোনায় চীন ব্যতিত বাকী বড় অর্থনীতিগুলো ভয়ংকর অবস্হায় আছে; এর মাঝে ন্যাটো (আমেরিকা ) ও রাশিয়া এই যুদ্ধ শুরু করে ৩য় বিশ্বের সাধারণ মানুষকে দীর্ঘ মন্দার ভেতর টেনে নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.