নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্যুরোক্রেটরা আওয়ামী লীগকে রাজনীতির কষ্ট থেকে মুক্তি দিয়েছে?

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:১৬



**** কোন এক মগজহীন পোষ্টটাকে রিফ্রেশ করছে, মনে হয়।*****

রাজনীতি করা সব সময় কষ্টকর ছিলো, শেখ সাহেবর মতো মানুষকে প্রান দিতে হয়েছে, মওলানা ভাসানীকেও অনেকবার জেলে যেতে হয়েছে, নেতাজী সুনাস বসু বাতাসে মিশে গেছেন, ভুট্টোর ফাঁসী হলো, ইন্দিরা গান্ধীকে অগ্রিম স্বর্গবাসী হতে হয়েছে। এখন বাংলাদেশের কোন রাজনীতিবিদ ব্লগারদর ভোট পাবেন? আমার ধারণা, কেহ পাবেন না; ব্লগার নুরু সাহবের ভোট পেতে হলে, হয়তো, আমাকেই ভোটেই দাঁড়াতে হবে; গণনা শেষে দেখা যাবে যে, ১ ভোট পেয়েছি।

শেখ সাহেব যে ১৯৭০ সালে ভোট পেয়েছিলেন, উহা সহজ ব্যাপার ছিলো না, তখন তিনি দিনের পর দিন, মাসের পর মাস, সারা দেশ চষে বেড়ায়েছেন: আজকে কক্সবাজার, পরেরদিন রংপুর, এরপরের দিন ভোলা; অবশ্য, সেই সময়ে ভোট পাওয়াটা উনার জন্য কিছুটা সহজ হয়েছিলো, মানুষ উনাকে ভোট দিতে চেয়েছিলেন; মানুষ তখন পাকিস্তান-বিরোধী, মুসলিম লীগ ও মোল্লা-বিরোধী ছিলেন। আপনি পারতেন এসব? এগুলো কষ্টকর কাজ।

বাংগালীরা মনপ্রাণ থেকে ১ জনকে ভোট দিতে দেখেছি আমি, উনি হলেন, বেগম খালেদা জিয়া; ৫ সীটে দাঁড়ায়েও ভোট পেয়েছেন; শেখ হাসিনার সৌভাগ্য যে, বেগম জিয়া ৩০০ সীটে দাঁড়াননি; দাঁড়ালে খবর হয়ে যেতো; শেখািনা তো শেখ হাসিনা, উনার বাবার কি অবস্হা হতো, সেটা দেখার ব্যাপার হয়ে যেতো।

আওয়ামী লীগের নেতা সবগুলোকে তো আপনারা চেনেন, এরা মানুষ থেকে ভোট নিতে পারবে? আজকে তোফায়েল আহমেদ ভোলা গিয়ে দেখুক, ভোটপাবে? ভোটের বদলে শুধু ঢিল পড়বে। ড: হাছানের নিজ এলাকা বলে কিছু আছে নাকি? আসলে, আওয়ামী লীগে যদি নতুন কোন নবীর জন্ম হয়, তিনিও ভোট পাবেন না, হয়তো।

বাংলাদেশে রাজনীতি বিশ্বের সব এলাকা থেকেই কঠিন; এখানে রাজনীতি করে ভোট পাওয়া মোটামুটি অসম্ভব; সেইজন্যই জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ ভোট নিয়ে মাথা ঘামাননি। বিএনপি'র অবস্হা দেখে মনে হয়, এখন দেশের জেনারেলরাও হতাশ। এখন ভোটের দায়িত্ব নিয়েছেন ব্যুরোক্রেটরা, উনারা এমন ব্যবস্হা চালু করেছেন যে, রাজনীতি করা লাগবে না, মানুষকে এত কষ্ট করতে হবে না, ভোট আপনা আপনি বাক্সে এসে যাবে; ভোট না'এলেও অসুবিধা নেই, রেজাল্ট ঠিক থাকবে।


মন্তব্য ৫২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:২৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রাতের কথিত ভোটের কথা বললেন নাকি ?

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:




না।

২| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা ভোট এখন এমন সিস্টেম করেছেন, আমরা ভোট না দিলেও উনি নির্বাচনে হয়ী হবেন। আজব এক টেকনিক শেখ হাসিনা আবিস্কার করেছেন।

তোফায়েল আহমেদ এখন অনেক অসুস্থ। তিনি হাসপাতালে ভরতি। এদিকে বিএনপির মির্জা আব্বাসও অসুস্থ তিনি সিঙ্গাপুরে গেছেন চিকিৎসার জন্য।

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



মির্জা আব্বাসকে দেশে ফেরত আসত না দেয়া উচিত, একটা ডাকাত কমবে।

শেখ হাসিনা মানুষকে রাজনীতি থেকে সরায়ে দিয়ে, নিজের দলের মানুষদের গর্দভে পরিণত করেছেন, ইহা জাতির প্রতি উনার বড় অবদান।

৩| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩০

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশে এরশাদ অ খালেদা জিয়া ৫ সিটে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।

ব্লগে নির্বাচন হলে আপনি আপনার ভোট সহ ৫ টি ভোট পাবেন বলে মনে হয়। :)

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া ৫ সীটে ভোট পাওয়ায়, ব্যুরোক্রেটরা মানুষের ভোটের ক্ষমতা কেড়ে নিয়েছে ।

৪| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

শাহ আজিজ বলেছেন: এই পুরাতন বিচিপাকা নেতাদের অপসারন চাই । কিন্তু কাদের চাইব তাদের বদলে ? সবাই লুটপাট শিখেছে নিপুনভাবে । নতুন নেতৃত্ব স্রেফ লুটপাট করে রাষ্ট্রটাকে হজম করে ফেলবে। নুরু ভাই আপনাকে সিকি ভোটও দেবেনা ।

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



নুরু ভাই ভোট দিলে তো ভোটের সংখ্যা ২টি হতো ( ১টা আমার নিজের ভোট )। মানুষকে রাজনীতি থেকে সরায়ে দেয়াতে, রাজনৈতিক দলের লোকেরা রাজনীতি করার সুযোগ পাচ্ছে না।

৫| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আওয়ামীলোগের স্বরাষ্ট্র মন্ত্রী- হিসেবে কেউ টিকতে পারতেছিলো না।
সাহারা খাতুন, মখা আলমগীর, টুকু এরা কেহ দীর্ঘদিন টিকে থাকতে পারে নাই। কিন্তু আসাদুজ্জামান খান কামাল কিভাবে যেন অনেক দিন টিকে গেলো!!

২৮ শে মে, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



আসাদুজ্জামান খান কামাল হয়তো র‌্যাব ও পুলিশকে আরো বেশী সুযোগ দিচ্ছে।

৬| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিনিময়ে আওয়ামীলীগও দুই হাত উজার করে আমলাদের খুশি করেছে। সময়ই বলে দিবে এই লেনদেনের পরিণতি কি।

২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:




আমাদের ব্যুরোক্রেটদের কইছু দিতে হয় না, উহারা নিতে জানে।

সময় তো বলছে, ইহা আফগানিস্তান হবে।

৭| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ মানে শেখ মুজিব। বাংলাদেশ মানে এখন শেখ হাসিনা।
দেশের স্বার্থে যে কোনো মূল্যে আওয়ামী লীগকেই দেশের ক্ষমতায় রাখতে হবে। দেশ রক্ষায় এর কোনো বিকল্প নেই।

২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগ আবারো নির্বাচিত হবে, তবে তারা রাজনীতি থেকে দুরে সরে গেছে, মানুষকে রাজনীতি থেকে সরায়ে দিয়েছে; তবে, দেশের মালিক ওরা নয়, দেশের মালিক ব্যুরোক্রেটরা, আমাদের ব্যুরোক্রেটরা ভয়ংকর দুর্নীতিবাজ।

৮| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র জন্মপরিচয় হীন নিষিদ্ধ পল্লিতে জন্ম নেয়া কুলাঙ্গাররা পোষ্ট রিফ্রেশ করে।আমারও হয়েছে। এদের জন্মের ঠিক নেই।

২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



অনেক ডোডো লোকজন ব্লগে নাম লিখায়েছে।

৯| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: এ আমি কি শোন লাম? না এটা হতে পারেনা।

২৮ শে মে, ২০২২ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:



ডোডো এক ধরণের বুদ্ধিমান পাখী।

১০| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


বৈশ্বিক রাজনীতির দৃষ্টিতে উপমহাদেশের রাজনীতির বিবর্তন কোন স্তরে আছে এখন? রাজনৈতিক হত্যাকান্ড মুক্ত দেশ ছিলো কখনো? বা এখন কমিয়ে এনেছে।

২৮ শে মে, ২০২২ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কিছু উদাহরণ স্হাপন করায়, অবস্হা একটু ভালো হয়েছে; তবে, ইহা স্হায়ী সমাধান নয়, ইহা ভয়ের কারণে ঘটছে; পরে আবার শুরু হবে।

১১| ২৮ শে মে, ২০২২ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: একটা অনুরোধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে বর্তমান অবস্থা টা লিখুন।

অনেকে বলছেন, গোপনে গোপনে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। আমেরিকা চুপ কেন?

২৮ শে মে, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



লিখবো, যুদ্ধ চলছে আমেরিকায়; ভয়ে বড় বড় কর্পরেশন গুলো বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে

১২| ২৮ শে মে, ২০২২ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: খালেদা জিয়াকে কি আপনি ৩০০ আসনে নিরঙ্কুশ জয়ী হবার মত তেমন নেত্রী ভাবেন?

২৮ শে মে, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:




অবশ্যই, জাতির ৭০ ভাগই লিলিপুটিয়ান।

১৩| ২৮ শে মে, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কোন এক মগজহীন পোষ্টটাকে রিফ্রেশ করছে, মনে হয়।

এই জিনিসটা কি করে করে?
করে তাদের লাভ কি হয়?

২৯ শে মে, ২০২২ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:


অন্যদর করে হেয় করার জন্য; আমার পোষ্ট রিফ্রেশ করে লাভ নই, আমার কিছু পা ঠক সব সময় আছে।

উদাহরণ, কোন লেখায় যদি ২টি মন্তব্য, আর ১৫০০বার দেখা হয়েছ, উহা কেমন দেখায়?

১৪| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৩৭

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগও জানে এবার তারা, ১৪-১৮ স্টাইলে নির্বাচন করতে পারবে না। ইভিএম দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। এরশাদ পতনের স্টাইলে আন্দোলন না করলে আওয়ামীলিগ কে সরানো সম্ভব না। তবে আয়ামীলিগ ক্ষমতা হারালে ইহা কয়েকটা টুকরা হয়ে যাবে। দেশে অন্যরকম রাজনীতি তৈরী হবে। আওয়ামীলিগের যারা এতদিন লুটপাট করেছে তারা পলায়বো। মাঝারী মানের নেতারা মানিকার চিপায় পড়বে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:



আন্দোলনের শক্তি হলো আওয়ামী লীগ।

১৫| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৪২

নূর আলম হিরণ বলেছেন: সরকারি কর্মচারীরা তাদের সর্বনিম্ন বেতন ২৫হাজার করার জন্য দাবি জানিয়েছে। নির্বাচন এলে তারা এমন দাবি নিয়ে রাজনৈতিক দল গুলোর কাছে হাজির হয়।

২৯ শে মে, ২০২২ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



সেক্রেটারী লেভেল, ডাইরেক্টার লেভেলের সরকারী কর্মচারীদের থেকে সরকার যদি মাসে ২ লাখ করে টাকা আদায় কর, সবাই সানন্দে দিবে ও চাকুরীর ক্সমেয়াদ বাড়াতে চাইবে।

১৬| ২৯ শে মে, ২০২২ রাত ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:


কোন লেখায় যদি ২টি মন্তব্য, আর ১৫০০বার দেখা হয়েছ, উহা কেমন দেখায়?
হুম, আমি আসলেই টিউবলাইট। এই সহজ জিনিসটা আমার মাথায় আসে নাই। আমি বরং ভাবছিলাম ডান পাশের আলোচিত ব্লগের পোস্টগুলোতে ফ্রী ফ্রী এন্টি পেয়ে যাচ্ছেন, খারাপ কি!

২৯ শে মে, ২০২২ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



কিছু কিছু ব্লগার নিজর পোষ্টকে আলোচিত পাতায় আনার জন্য এসব লিলিপুটিয়ান কাজ করে থাকেন।

১৭| ২৯ শে মে, ২০২২ রাত ২:২৭

কালো যাদুকর বলেছেন: বাংলাদেশে সত্যিই একটি নিরপেক্ষ নির্বাচন দরকার। তা না হলে এই দেশে গনতন্ত্র টিকবে না।

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:


মিলিটারীর সৃষ্ট ২টি দল ও স্বাধীনতা-বিরোধী জামাতকে নির্বাচনের বাহিরে রেখে, সঠিক নির্বাচন করা সম্ভব ও উচিত।

১৮| ২৯ শে মে, ২০২২ ভোর ৪:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: উস্তাদ জোকস লিলহেন আরেকটা। ১ তরফা দাখিলা পদ্ধতি সংক্রান্ত।
মন্তব্য পড়ে ডিলিট দিন।

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



১ তরফা দাখিলা পদ্ধতিটা কি?

১৯| ২৯ শে মে, ২০২২ সকাল ৯:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুঝতে পারছিনা বিষয় কি? আপনার পোস্ট ২ দিনে সাড়ে ৯ হাজার বার দেখা হলো ওদিকে ব্লগার গোফরান সাহেবের পোস্ট ২ দিনে ১০ হাজার বারেরও বেশি দেখা হলো বিষয়টা ক্যামন লাগেনা?

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



কেহ বা কয়েকজন মিলে পোষ্টকে রিফ্রেশ করেছে, এগুলো ক্রিমিনালদের কাজ।

২০| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০২

রানার ব্লগ বলেছেন: এখন আর রাজনিতীবিদ নাই আছে ধান্দানিতীবিদ !!!! বর্তমানে দেশে এক্মাত্র উপায় সরকার পরিবর্তনের তা হলো সামরিক বাহিনী যদি আবার ক্যু করে কিন্তু পরিস্থিতি বলে তা আপাতত সম্ভব নয় । আওমিলীগ কে বাদ দিয়ে কাকে আনবেন বিএনপি ?? আপনার কি ধারনা বিএনপি এলে দেশে সুশাসনের বেহেস্তি বাতাস ভরে যাবে? দেশ আরো রসাতলে যাবে। মৌলবাদ শক্তি মাথা চাড়া দেবে । তারেক তার নিজের জেদ পুরনের জন্য দেশে রক্তের হলি খেলবে ।

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



বিএনপি ও জাপা ছিলো কেন্টনমেন্টে তৈরি বেআইনী রাজনৈতিক দল; জামাত হলো গণহত্যার দল, এদের রজিষ্ট্রেশন বন্ধ করে দেয়া উচিত।

২১| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:১৩

সাজিদ! বলেছেন: চুক্তিভিত্তিক সরকারি চাকরি এশিয়ান দেশগুলোতে ( ভারত, বাংলাদেশ, পাকিস্তান) সময়ের চাহিদা। এই টেকনোলজির যুগে ব্রিটিশ বুরোক্রেসির চর্চা ব্যাকডেটেড। আর উইথ প্রপার ট্রেনিং এই চাকরিগুলো যে কেউই করতে পারে এইগুলোতে হাই স্কিল, ব্রেন ওয়ার্কের তেমন ডিমান্ড নাই।

২৯ শে মে, ২০২২ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:




এই চাকুরীগুলো নতুন গ্রেজুয়েটরা করতে পারবে খুব সহজেই।

২২| ২৯ শে মে, ২০২২ দুপুর ১২:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রধান নির্বাচন কমিশন বলেছেন এখন আর রাতে ভোট হবেনা; দিনে ভোট দিনেই হবে!! হয়তো নতুন কোন পদ্ধতি আবিস্কার হয়েছে। আপনার ধারনা কি?

২৯ শে মে, ২০২২ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



যারা বাংলাদেশ চেয়েছিলেন, শেখ হাসিনা হয়তো তাদেরকে ভোটে অংশ নিতে দেবেন।

২৩| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:২২

অক্পটে বলেছেন: বিএনপি জামাত জাপা এদের রজিষ্ট্রেশন বন্ধ করে দিলে যা বাকি থাকে তারাইত দেশ চালাচ্ছে। আমি মনে করি আর নির্বাচনের দরকারই বা কি।

৩০ শে মে, ২০২২ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগ বড় দল, উহাতে ভালো, খারাপ, দক্ষ, অদক্ষ, সব ধরণের লোকজন আছে; ভালোদের হাতে ক্ষমতা দয়ার জন্য নির্বাচনের দরকার।

২৪| ৩০ শে মে, ২০২২ রাত ৮:২১

অক্পটে বলেছেন: হ্যা আপনার ভাবনা পরিস্কার বোঝা গেল।

৩০ শে মে, ২০২২ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, সময়ের সাথে ব্যুরোক্রেটরা শেখ হাসিনাকেও বেগম জিয়াতে পরিণত করেছে।

২৫| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯

অদ্ভুত১৩ বলেছেন: আপনার আশা একটি নিরেট হতাশা

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



কোন ব্যুরোক্রেটের নাম শুনেছেন, যিনি দেশের মানুষের জন্য কিছু করেছেন?

২৬| ২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০০

অদ্ভুত১৩ বলেছেন: নির্বাচন দিলেই কি সব ভালোরা ক্ষমতায় আসবে?

২২ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি ভালো প্রার্থী দেন, ভালোরা নির্বাচিত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.