নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেবকে ক্যু-কারীদের সাথে তুলনা করা হচ্ছে কেন?

০১ লা জুন, ২০২২ রাত ১২:৩২



শেখ সাহেব ছিলেন জাতির স্বাধীনতা সংগ্রামের নেতা ও পরবর্তীতে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। দেশে ক্যু-করা জেনারেল, জেনারেল জিয়া যেই কৌশলেই প্রেসিডেন্ট হোক না কেন, সে বেআইনীভাবে ক্ষমতা দখল ও হত্যার জন্য দায়ী ছিলো; অনেক বাংগলী দেখছি, শেখ সাহেবকে ক্যু-কারীদের দলে টেনে, উনাকে জে: জিয়া, এরশাদ ইত্যাদির সাথে তুলনা করছেন; ব্যাপারটা কি, ফেইসবুক ও টং দোকানের পলিটিক্যাল সায়েন্সের পিএইচডি নাকি?

পাকিস্তান আমলে, সামরিক সরকার প্রধান আইয়ুব খানের বিপক্ষে বাংগালীদের দীর্ঘ সংগ্রামে শেখ সাহবে ও মওলানা ভাসানী নেতৃত্ব দিলেন; শেখ সাহেব ও মওলানার নেতৃত্বে বাংগালীরা জে: আইয়ুবকে ক্ষমতাচ্যুত করলেন। এরপর, আইয়ুবের নিযুক্ত আরেক জেনারেলের সাথে সংগ্রাম করে শেখ সাহেব ও মওলানা দেশে নির্বাচন করলেন; তাতে শেখের দল জয়ী হলো; এরপর স্বাধীনতা যুদ্ধ হলো, সেখানেও শুরুতে শেখ নেতৃত্ব দিলেন; উনাকে পাকীরা আটক করে নিয়ে যাওয়ার পরও জনতা উনার নামে দেশ স্বাধীন করলেন।

পরের ইতিহাস হলো, আইয়ুবেরই বরপুত্র, সিআইএ'র সাথে ষড়যন্ত্রে যোগ দিয়ে, শেখ সাহবেকে হত্যা করে দেশে সামরিক আইন জারি করে, আইয়ুবের মতো একই কৌশলে তথাকথিত প্রেসিডেন্ট হলো; সেই ক্রিমিনালের সাথে শেখের তুলনা কেন? রাজনৈতিক জ্ঞান না'থাকলেও সাধারণ জ্ঞানও কি নেই লোকজনের? লেখার আগে ভাবার দরকার, মাথায় যা আছে, উহা সঠিক, নাকি ভুভু!



মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ রাত ১:০১

জগতারন বলেছেন:
জ্বনাব গাজী সাহেব যারা ঐ সমস্ত বাল আর ছাল লিখে; তাদের মাথায় "ভুভু" এবং গু' দিয়ে ভরা। তাই 'ভুভু' না লিখে লিখুনঃ গু এবং গু দিয়ে ভরাট।

০১ লা জুন, ২০২২ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:




শেখ ও মওলানাকে নিয়ে কিছু লিখতে হলে, রাজনীতি ও দেশ সম্পর্কে মিনিমাম ধারণা থাকার দরকার আছে।

২| ০১ লা জুন, ২০২২ রাত ১:০৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পোস্ট পর্যবেক্ষণে রইল। পরে মন্তব্য করবো।

০১ লা জুন, ২০২২ রাত ২:১২

সোনাগাজী বলেছেন:



সময় নেন, কঠিন ভাবনার বিষয়।

৩| ০১ লা জুন, ২০২২ রাত ১:০৯

নূর আলম হিরণ বলেছেন: মেজর জিয়ার ছেলে ও তার সমর্থকরা স্লোগান দিচ্ছে, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার! শেখ হাসিনার ধর্য্যের পরীক্ষা নিচ্ছে মনে হয় তারা।

০১ লা জুন, ২০২২ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা অকারণে শেখ সাহেবকে অনেক বেশী বেশী ফোকাস করে, ভুল ফোকাস করে, উনার ইমেজের ক্ষতি করেছে। সামনে হাতিয়ার হাতে উঠতে পারে।

৪| ০১ লা জুন, ২০২২ রাত ১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: কথায় বলে- পাতিলের একটি চাল টিপলেই পুরো পাতিলের চালের খাবর পাওয়া যায়।
তবে সমস্যা হচ্ছে এই হিসাবটা সব ক্ষেত্রে খাটে না। আপনি এবং আপনার চ্যালারা সেটা বুঝেও না বুঝার ভান করেন। কেউ একজন হেগেছে, আপনি সেই গুয়ের গন্ধ সবার পিছনে পাচ্ছেন!!

০১ লা জুন, ২০২২ রাত ১:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনি বেশী চিন্তিত হয়ে গেছেন?

৫| ০১ লা জুন, ২০২২ রাত ১:৪৭

আশিকি ৪ বলেছেন: মরুভূমির জলদস্যু পরবর্তী থেকে ভদ্র ভাবে কথা বলবেন। আপনি তো ব্যক্তি আক্রমণ কারীদের চেলা। আমরা কি আপনাকে চেলা বলেছি?। নিজের বগল শুকে দেখুন। আপনার প্রভুদের বিশ্রি পোস্টের গন্ধে এখানে কেউ টিক্তে পারছেনা আবার আসছেন আরেকজনে পায়খানা নিয়ে হাউকাউ করতে। ভদ্র ভাবে কথা বলবেন। না হলে যান ভাগেন। ব্লগিয় নিতি লংঘন হয় এমন ভাষায় আপনাকে যেন পরবর্তী আর মন্তব্য করতে না দেখি।

০১ লা জুন, ২০২২ রাত ২:১৪

সোনাগাজী বলেছেন:


ধৈর্য্য, আরো ধৈর্য্য

৬| ০১ লা জুন, ২০২২ রাত ১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

শেখ সাহেবকে দিলাম ১০ বছর, দেশ কোথায় যেত? শেখ সাহেব ভারতে জন্মালে সুবিধা করতে পারতো?

০১ লা জুন, ২০২২ রাত ২:১৬

সোনাগাজী বলেছেন:



মানুষ চেষ্টা করার সুযোগ পেতো; শেখ সাহেব না'থাকাতে ব্যুরোক্রেটরা ও দুষ্টরা সব সুযোগ ও সম্পদ দখল করে নিয়েছে।

৭| ০১ লা জুন, ২০২২ রাত ২:২৩

আশিকি ৪ বলেছেন: এক দলীয় এরা। হক কথা বলেনা। শক্তের ভক্ত নরমের যম।

০১ লা জুন, ২০২২ রাত ২:২৫

সোনাগাজী বলেছেন:



ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা, অংক, সায়েন্স ও ফিলোসফিতে বাংগালীরা সুবিধা করতে পারছেন না।

৮| ০১ লা জুন, ২০২২ ভোর ৪:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
আপনি বেশী চিন্তিত হয়ে গেছেন?

চিন্তিতো আপনি, আপনি একটি বিশেষ পোষ্টে প্রচুর মন্তব্য করেছেন। আমি করি নি। আপনার চিন্তা এই ক্ষেত্রে ভুল ট্রেকে গেছে। ঐটা একজনের চিন্তার ফল, অথচ আপনি ভাবছেন আপনি ছাড়া বাকি সবাই ঐভাবে ভাবে।


আশিকি ৪ ভাইজান আমি যে সব অভদ্রতা করেছি সেই সব সোনা সাহেবের পোস্টে করেছি। উনি কিন্তু কোনো আপত্তি করেন নি। কেনো করেননি সেটি আপনি বুঝতে পারেন নি। আমি দুটি বাজে শব্দ লিখেছি- হেগেছে আর গুয়ের গন্ধ। এই হাগা আর গুয়ের গন্ধ দুইটাই বলা হয়েছে অন্য আরেকজনের লেখাকে, সোনা সাহেবের লেখাকে নয়। আপনি শুধু শুধু একসাইটেট হয়ে গেছেন।

তবে আপনার আপত্তি থাকতে পারতো চ্যালা শব্দটি নিয়ে, সেটি নিয়ে আপনি কোনো আপত্তি করেন নি। যদিও আমি চ্যালা হিসেবে আপনাকে মিন করিনি, কারণ আপনার কোনো লেখা আমি আজও পড়ি নাই। তাই আমি জানি না আপনি কি ধরনের লেখা লেখেন।

আপনার অবগতির জন্য বলছি- আমি ব্লগের কারো চ্যালা নই। কারো পোষ্টের গন্ধ যদি এখানে ছড়ায় সেই দায়ত্ব পোস্টকারীর আমার নয়।

দুনিয়াতে আমার প্রভু একজনই, আপনারও সেই একজনই।

ব্লগিয় নিতি লংঘন হয় এমন ভাষায় আপনাকে যেন পরবর্তী আর মন্তব্য করতে না দেখি।
আপনার এই হুশিয়ারিতে ভয় পেলাম। (!)

০১ লা জুন, ২০২২ ভোর ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




শেখ সাহেব আজীবন সংগ্রাম করলেন মিলিটারী সরকারের বিপক্ষে, সেই শেখ সাহেবকে কেহ যদি সামরিক লোকদের সাথে তুলনা করে, সেটা ভুল তুলনা; এসব ভুলকে পরিশোধন করা দরকার।

৯| ০১ লা জুন, ২০২২ ভোর ৪:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির রাজনৈতিক জন্মই হয়েছে ১৫ই আগষ্টে হত্যাযগ্য করার মাধ্যমে
বাংলাদেশে বিম্পি-জামাত পক্ষ মনে করে স্বাধীনতা মানে জিয়ার আমলের মত তথাকথিত 'নির্বাচনে ভোটাধিকার'
মানে ফ্রী মাঠে মানে ১৫ ই আগষ্ট পরবর্তি বহুদলিয় গণতন্ত্রর স্টাইলে আওমি বিহীন ফ্রী মাঠে ভোটদান গোল দেয়ার অধিকার।
খুনি জিয়া হচ্ছে এদের একমাত্র ফিলসফার। ছাত্রদের হাতে আবার অস্ত্র তুলে দেয়ে সোমালিয়া পাকিস্তান ইয়ামেনের মত পরিস্থিতি করা। ইহাই স্বাধীনতা
এরা কখনোই নির্বাচনে যাবে না,(চাপে পড়ে নির্বাচনে গেলেও পোষ্টার ছাপাবে না, প্রচার চালাবে না ভোটও দিবে না)
যতক্ষন না পর্যন্ত -

হাসিনা বিহীন, মানে আরেকটি ১৫ই আগষ্টের মত নিরাপদ নির্বাচনি পরিবেশ শৃষ্টি করে তথাকথিত বহুদলীয় গণতন্ত্র ফ্রী মাঠের ভোটাধিকার।

০১ লা জুন, ২০২২ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:


বিএনপি ও জাপা কেন্টনমেন্টে জন্ম নিয়েছ বেআইনীভাবে; জামাত গণহত্যার দল; এই ৩টি দলকে মুছে ফেলার দরকার।

১০| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামাতকে কোন দলই না ওরা আরেক খবিশ। কিন্তু বিএনপি ও জাপাকে মুছে ফেললে যে আবার একদলীয় হয়ে যাবে দেশ?

০১ লা জুন, ২০২২ দুপুর ২:১৭

সোনাগাজী বলেছেন:



কেন্টনমেন্টে বসে মিলিটারীর সৃষ্ট রাজনৈতিক দল সৃষ্টি করা ছিলো বেআইনী; বিএনপি বিলুপ্ত হলে, একটি সঠিক দলের জন্ম হতো।

১১| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সেনাবাহিনী এবং সেনাশাসকদের প্রতি এদেশের মানুষের বিরাট সিম্প্যাথি কাজ করে।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:২০

সোনাগাজী বলেছেন:



যারা স্বাধীনতা চাহেনী ও শেখ সাহবের ভুলের ফলে হতাশ হয়েছ ও যাদের মৌলিক সাধারণ জ্ঞান নেই, তারা মিলিটারীদের রাজনীতির পক্ষে আছ; বার্মায় ও পাকিস্তানে আজো মিলিটারীর প্রতি সমর্থন আছ।

১২| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: ক্ষমতার জুরে সবকিছু পরিবর্তন করা যায় সেটাই দেখা যাচ্ছে- কৃতজ্ঞতা বোধ আমাদের মাঝে নেই ইতিহাসের কথা
মাওলনা ভাষানী না থাকলে শেখ সাহেব হতেন নিশ্চিয় না তাহলে সেই কৃতজ্ঞতা হারিয়ে ফেলেছি! তেমনী আজকাল
এক ধরনের গোর পন্ডিত মানুষরা বলছেন জিয়া খুনি জিয়া না থাকলে আজ এরমাদ শেখ সাহেবের মেয়ে ক্ষমতায়
আসতে পারতেন তারপরও কৃতজ্ঞতা বোধ কি হবে আজারে আমরা গা চুলকায়-----------

০১ লা জুন, ২০২২ দুপুর ২:২২

সোনাগাজী বলেছেন:




আপনার বাংলা আপনি নিজে বুঝেন? আমি আপনার কোন কথাই বুঝি না; আপনার একটা বাক্য বুঝি, "চমৎকার হয়েছে, কবিদা"।

১৩| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:২৬

বিটপি বলেছেন: শেখ সাহেব ক্যু করেন নাই, তাই তিনি ফেরেশতা হয়ে যান নাই। তার দুর্বলতার সুযোগ নিয়ে তার চ্যালা চামুন্ডারা দেশটাকে নরক বানিয়ে ফেলেছিল। ইংরেজদের লুটপাটে দুর্ভিক্ষ হয়েছিল ৪৩ সালে আর উনি যাদের লাই দিয়ে মাথায় তুলেছিলেন, তারা সেরকমই আরেকটা দুর্ভিক্ষ দেখিয়েছে ৭৪ সালে।

জিয়া মিয়া একটা ক্যু করে যে অপরাধ করেছে, তার সমস্ত জীবনের পুণ্য তাতে কাটা গিয়েছে মনে হচ্ছে। কিন্তু তখনকার উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে সেরকম একটা ক্যু এর কতটা প্রয়োজন ছিল, সেটা কি প্রশ্নফাঁস জেনারেশনের লিলিপুটিয়ান মস্তিষ্কে ধরবে?

শেখ মুজিবের সবচেয়ে বড় ভালো কাজ ছিল গণতন্ত্র উঠিয়ে একনায়কতন্ত্র কায়েম করা - এদেশের জনগণের জন্য সেটাই ঠিক ছিল। জিয়ার সবচেয়ে বড় পাপ ছিল দেশে গণতন্ত্র আবার চালু করা - যেটা তাকেই খেয়ে নিয়েছে।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:২৩

সোনাগাজী বলেছেন:



আপনি পারলে ১টা পোষ্ট লিখিয়েন, আপনার কমেন্ঠগুলোতে পানি ছাড়া অন্য কিছু থাকে না।

১৪| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৭

খাঁজা বাবা বলেছেন: আমেরিকান জাতীর জনক কে? তাকে নিয়ে আমেরিকায় জনগন কি করেন এখন?
তিনি কোন দলের নেতা ছিলেন?

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৩০

সোনাগাজী বলেছেন:



আমেরিকান জাতীর জনক হচ্ছে, জর্জ ওয়াশিংটন (১৭৩২-১৭৯৯); তিনি কোন দলের ছিলেন না, তিনি স্বাধীনতা যুদ্ধের চীফ কমান্ডার ছিলেন, প্রতিটি আমেরিকান উনাক সন্মান করেন।


১৫| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১৩

আমি ব্লগার হইছি! বলেছেন: ৭৫ এর হাতিয়ারের ভয় দেখিয়ে লাভ নেই, ৮১ র হাতিয়ার ও কিন্তু রেডি আছে। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণে থাকা স্বত্বেও ওরা ২০০৬ এ লগি বৈঠার মারে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলো। আওয়ামিলীগ সহজে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৩২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে, ব্যুরোক্রেটদর দ্বারা দশ চালাচ্ছেন; শেখ হাসিনার পর, আওয়ামী লীগের আজকের সব ধরণর নেতারা পালিয়ে যাবে।

১৬| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব আমাদের সম্পদ। আমাদের শক্তি। আমাদের অনুপ্রেরনা।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৩৪

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতা-বিরোধীরা শেখ সাহেবের অবদানকে সব সময় খf করে দেখাতে চায়।

১৭| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভিক্ষায় মন্ত্রীত্ব পাওয়া এক ছাগল ২০১২/২০১৩ এর দিকে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ দের ছবির পোস্টার ছেপে চামচামি করে হাইলাইটস হয়েছিল।সম্প্রতি তার মার্কেট পাওয়ার ও আগামি নির্বাচনে কিছু ভোট ভিক্ষা পাওয়ার একমাত্র মাধ্যম হল সেলিব্রিটিদের নিয়ে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে দিনে ৫ বেলা তসবিহ তাহলিম পড়া।

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৩৬

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনার ভুলের জন্য, আওয়ামী লীগর নিকৃষ্ট লোকজন বড় বড় পদ পেয়ে এসেছে, ভালোরা পেছনে পড়েছে। শেখ হাসিনার বেকুবীর জন্য অনেক মানুষ শেখ বিরোধী হয়ে গেছে।

১৮| ০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪১

গেঁয়ো ভূত বলেছেন:


দেখুন যত কথাই আমরা বলি না কেন, আমরা, এই ভূখণ্ডের মানুষেরা সত্য বিষয়টা ঠিকমতো নিতে পারিনা। যেমন আমরা যারা গণতন্ত্রের বুলি আউড়িয়ে মুখে ফেনা তুলে ফেলি, তারাও কিন্তু ঠিকমতো গণতন্ত্র বুঝিনা। ভিন্ন মত তো আমরা সহ্যই করতে পারিনা, তাহলে আমরা গণতন্ত্রী হলাম কিভাবে?

ধর্মের বেলাতেও আমার এই কথাটি খাটে, তেমনিভাবে আপনার এই পোস্ট এর মূল বক্তব্য অনেকেরই মেনে নিতে কষ্ট হবে অথবা মেনে নিতেই পারবেনা, যেমনটা আমাৰ মন্তব্বের সাথেও অনেকে একমত হতে পারবেননা।

"ছাপান্ন হাজার বর্গমাইল" নামে ব্যাতিক্রমধর্মী একটা বই আছে, নব্বই এর দশকে পড়েছিলাম। বইটিতে দেশের মানুষের প্রকৃত সরূপ, সামরিক শাসন ও সমগ্র ভূখণ্ডের একটা একটা নিখুঁত চিত্র খুউব সুন্দর ভাবে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনি নিশ্চয়ই বইটি পড়েছেন। যদিবা না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়ে নেওয়ার অনুরোধ রইলো।

ভালো থাকবেন।

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:০২

সোনাগাজী বলেছেন:



স্যরি, বইটি পড়িনি, নামও জানতাম না।

জাতির শিক্ষিত অংশের মিনিমাম সাধারণ জ্ঞানের অভাব থাকায়, কারো সাথে কারো ভাবনার মিল থাকছে না।

১৯| ০১ লা জুন, ২০২২ দুপুর ২:৪৪

রানার ব্লগ বলেছেন: সৈয়দ বাড়ির আশেপাশে যারাই থাকেন (চোর বাটপার ধান্দাবাজ গাজাখোর খুনী ডাকাত) তারাও নিজেদের সৈয়দ ভাবেন এটাই স্বাভাবিক !

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:০৪

সোনাগাজী বলেছেন:


পড়ালেখার মিনিমাম জ্ঞানের লেভেল না থাকায়, বেশীরভাগই আজকের জীবনযাত্রাকে বুঝতে পারে না।

২০| ০১ লা জুন, ২০২২ রাত ৮:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস বলে,
যার যা প্রাপ্য তা,
তার কপালে জুটবে ।

...............................................................................
আমরা বাঙ্গালী অতি আবেগ প্রবন ( করোনার থাবাও আমাদের থামাতে পারে নাই ) ।

শেখ ও মওলানার অবদান যেমন অস্বীকার করা যায় না,
তেমনি তাদের ভূল চিন্তা থেকেই শত্রু তৈরী হয়েছে
আর পশ্চিমারা সেই আগুনে বাতাস দিয়ে
আমাদের কাবাবে হাড্ড বানায়ে
রাজনীতি শিখাচ্ছে !

................................................................................................................
তাই তো এতদিন পরও শুনতে হয় : পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার!
আমাদের এখনো শেখা হয় নাই : সমাজতন্ত্র,গণতন্ত্র,সামরিকতন্ত্র,ভোটতন্ত্র,পরিবারতন্ত্র

০১ লা জুন, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



জাতিকে সময়োপযোগীভাবে শিক্ষিত করা হয়নি; জাতি বেকুবের মতো আচরণ করছ।

২১| ০১ লা জুন, ২০২২ রাত ১০:০৯

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন:
তিনি কোন দলের ছিলেন না, তিনি স্বাধীনতা যুদ্ধের চীফ কমান্ডার ছিলেন, প্রতিটি আমেরিকান উনাক সন্মান করেন।


শেখ সাহেবকে দলীয় প্রপার্টি বানিয়ে তাকে পচিয়ে ফেলা হয়েছে।

বি এন পি ও জিয়াকে নিয়ে আপনার সকল মতামত খাঁজ কাটা কুমিরের গল্পের মত। গল্পটা শুনেছেন?

০১ লা জুন, ২০২২ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:


১৯৭২ সালে দেশের মানুষ ও দল একই ছিলো। এরপর জাসদ এসে উনাকে কোণঠাঁসা করেছিলো।

আপনি কি এখনকার বার্মার সামরিক শাসকদের সাপোর্ট করেন?

২২| ০২ রা জুন, ২০২২ সকাল ১১:০৯

বিটপি বলেছেন: প্রতিটি আমেরিকান জর্জ ওয়াশিংটনকে সম্মান করে, প্রতিটি পাকিস্তানী জিন্নাহকে সম্মান করে, প্রতিটি ভারতীয় গান্ধীকে সম্মান করে, প্রতিটি তুর্কী কামালকে সম্মান করে, প্রতিটি সার্ব মার্শাল টিটোকে সম্মান করে, প্রতিটি কিউবান ক্যাস্ট্রোকে সম্মান করে।

কয়জন বাংলাদেশী বঙ্গবন্ধুকে সম্মান করে, যদি সম্মান করতে বাধ্য না করা হয়?

০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪৮

সোনাগাজী বলেছেন:




যারা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে, তারা শেখ সাহেবকে সন্মান করে না।

২৩| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:০২

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন:
আপনি কি এখনকার বার্মার সামরিক শাসকদের সাপোর্ট করেন? [/sb

তুলনার বিরোধিতা করে দেয়া পোষ্টের মন্তব্যে নিজেই তুলনা দিচ্ছেন? :)

০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪৯

সোনাগাজী বলেছেন:




সামরিক শাসকদের বুঝার জন্য এই তুলনার দরকার আছে; শেখ সাহেব সামরিক শাসক নন।

২৪| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৪

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন:
সামরিক শাসকদের বুঝার জন্য এই তুলনার দরকার আছে; শেখ সাহেব সামরিক শাসক নন। [/sb

হিটলার গনতান্ত্রিক ভাবে নির্বাচিত ডিক্টেটর ছিলেন।
কয়েককোটি মানুষ হত্যা করেছেন।
তুলনা করা যাবে?

০২ রা জুন, ২০২২ দুপুর ২:১৪

সোনাগাজী বলেছেন:





হিটলার ( সৈনিক ) গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলো ভার্সাই চুক্তির বিরুদ্ধে যুদ্ধ করার অংগীকার দিয়ে

২৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৫৫

বিটপি বলেছেন: আপনার কাছ থেকে যা যা শিখলামঃ
১। সিরাজ শিকদার, কর্ণেল তাহের, মেজর জিয়া, মেজর জলিল, মেজর ডালিম, খন্দকার রশীদ, কর্ণেল ফারুক - এরা কেউই যুদ্ধ করেনি।
২। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের তৎকালীন নেতা, উপনেতা, পাতিনেতা সবাই যুদ্ধ করেছে।
৩। কাউকে 'সত্যিকারের' সম্মান দেখানোর জন্য জনগণকে আইন কর সম্মান প্রদর্শনে বাধ্য করতে হয়।

আমেরিকায় কি জর্জ ওয়াশিংটনকে সম্মান দেখানোর কোন আইন আছে, নাকি মানুষ তাকে অন্তর থেকেই সম্মান করে? বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষই কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে?

০২ রা জুন, ২০২২ দুপুর ২:১৯

সোনাগাজী বলেছেন:



১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধা বাংগালীদের পক্ষে যুদ্ধ করেছেন, ৯০ হাজার পাকিস্তানী ও ৫৫ হাজার রাজাকার গণহত্যা চালিয়েছে।

সিরাজ শিকদার (?) , কর্ণেল তাহের, মেজর জিয়া, মেজর জলিল, মেজর ডালিম, খন্দকার রশীদ, কর্ণেল ফারুক, এরাও বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলো; যুদ্ধের পরে, সিরাজ শিকদার শতশত কৃষককে হত্যা করেছে, মেজর জলিল ভুল রাজনীতি করেছন; মেজর ডালিম, খন্দকার রশীদ, কর্ণেল ফারুক, এরা সিআইএ'র কাছে নিজকে বিক্রয় করেছে।

২৬| ০২ রা জুন, ২০২২ দুপুর ২:৪২

বিটপি বলেছেন: দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার। পাকিস্তানী যোদ্ধার সংখ্যা ছিল ৯০+৫৫= ১ লাখ ৪৫ হাজার। কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকি বাহিনী হেরে গেল কিভাবে? মুক্তিযোদ্ধারা কি হোম গ্রাউন্ডের সুবিধা পেয়েছে, তাহলে সেই সুবিধা তো রাজাকার বাহিনীও পেয়েছিল, তারা কাজে লাগাতে পারলো না কেন? রাজাকারেরা কি অস্ত্রধারী ছিল? তারা কি ফিল্ডে যুদ্ধ করেছে? তাদেরকে কি সামরিক ট্রেনিং দেয়া হয়েছিল?

আমেরিকায় কি জর্জ ওয়াশিংটনকে সম্মান দেখানোর কোন আইন আছে, নাকি মানুষ তাকে অন্তর থেকেই সম্মান করে?

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:




এখন জামাত ও মোল্লাদের দিকে তাকালে বুঝতে পারবেন, রাজাকারেরা কেন পরাজিত হয়েছিলো। মুক্তিযু্দ্ধে গেছেন সাহসী ও দেশকে যাঁরা ভালোবাসতন।

আমরিকায় জর্জ ওয়াশিংটনকে কেহ মন্দ কথা বললে, সে জনরোষের শিকার হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.