নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জীব দেহের শতকরা ৯০ ভাগ কোষই নাকি "প্যারাসাইটিক"? ইহা ভুল ডাটা

০২ রা জুন, ২০২২ সকাল ১১:৫৩




আমাকে কমেন্ট-ব্যান করে রেখেছেন ব্লগার জুল ভার্ন; কমেন্ট করতে পারছি না; তাই সাময়িক পোষ্ট দিলাম।

ব্লগার জুল ভার্ন জীবদেহের সেলের সংখ্যা ও ইহাতে প্যারাসাইটিক সেলের শতকরা হার নিয়ে একখানা পোষ্ট দিয়েছন, যেখানে তিনি পুরোটাই ভুল ডাটা দিয়েছেন; তিনি লিখেছেন যে, মানব দেহে গড়ে ১০০ ট্রিলিয়ন সেল থাকে; আসল সংখ্যাটা হবে ৪০ ট্রিলিয়নের আশেপাশে ( ৩০ থেকে ৪০ ট্রিলিয়ন )।

এরপর বলছেন যে, ১০০ ট্রিলিয়নের মাঝে ৯০ ট্রিলিয়নই "প্যারাসাইটিক" সেল, অর্থাৎ আপনার দেহের শতকরা ৯০ ভাগই আপনার নয়, এগুলো আপনার দেহে বসবাসরত অন্যান্য "জীব"এর সেল; ইহাও ভুল; মানব দেহে চির, ক্রিমি, ও এই জাতীয় প্যারাসাইট, চর্মরোগ, পেটের সব প্যরাসাইট মিলে যত সেল হবে তা শরীরের শতকরা ২/৩ ভাগের বেশী হবে না, মনে হয়।

আপনার হাতের দিকে তাকিয়ে দেখেন, ইহার মাসেল, হাঁড়, চামড়া, টেন্ডন, রক্ত, শিরা, নার্ভ, ইত্যাদি যা আছে, শতকরা ৯০ ভাগ আপনার হাতের নয়, এগুলোর ৯০ ভাগ অন্যান্য প্যারাসাইটের সেল বলে আপনার মনে হয়? এবার পায়ের দিকে দেখেন, আয়নায় আপনার মুখ দেখেন, নিজের কান টেনে দেখেন, গুলোতে ৯০ ভাগ প্যারাসাইট'এর সেল?

আমাকে ব্যান করে, অনেক ব্লগার আজগুবি আজগুবি পোষ্ট দেন ব্লগে।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: জুল ভার্ন সাহেব তার লেখার শেষে বলেছেন - হিউম্যান সাইন্স ম্যাগাজিনের 'হিউম্যান প্যারাইট' অংশ থেকে আমার নিজের মতো ভাষান্তর। দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম

আর আপনি লিখেছেন - শরীরের শতকরা ২/৩ ভাগের বেশী হবে না, মনে হয়

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১৬

সোনাগাজী বলেছেন:


জার্নাল পার্নাল বাদ দেন, আপনার শরীরের দিকে তাকিয়ে দেখেন, ৯০ ভাগ আপনার নয়?

উনার সব লেখায় ভুল থাকে।

২| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১৬

শাহ আজিজ বলেছেন: আমি কিছুদিন আগে পড়েছি ৩৭ ট্রিলিয়ন সেল থাকে । শরীর ভেদে কিছু কম বেশি হতে পারে । ।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১৯

সোনাগাজী বলেছেন:



উনার সব পোষ্টে সমস্যা থাকে, কোথা থেকে আজগুবি সব এনে ব্লগে ছাড়েন।আজকেরটার পুরোটাই ভুল ডাটা।

৩| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২০

রানার ব্লগ বলেছেন: জানার আছে অনেক কিছু !!! জানছি !!! আশাকরি জুল ভার্ন ভাই কমেন্ট ব্লক তুলে দিয়ে আলোচোনার মাধ্যমে আমাদের মতো কানা লোকদের কে আলো দানে সহায়তা করবেন ।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২৩

সোনাগাজী বলেছেন:


ব্লগে ভুল লিখলে আমার চোখে পড়ে, এগুলোর কথা লিখলে, অনেকেই আমাকে কেমন্ট-ব্যান করে দেন।

৪| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আরইউ বলেছেন:
ব্লগ মাস্তান সোনামনিকে মডারেশন টিম এতবার করে বলার পরও উহার ব্যক্তিআক্রমন করে মন্তব্য করা বন্ধ হলোনা। তা ৯০ ভাগ প্যারাসাইটিক লেখায় কী ভুল করেছেন জুল!!

ইংরেজি ভাষা জানা থাকলে সোনামনি এই ২০১৩ সালে “ইনফেকশন, জেনেটিকস এন্ড ইভোলিউশন” জার্নালে প্রকাশিত এই রিভিউ আর্টিকেলটা পড়ে দেখতে পারে। এটার ৬২ নং পেজে স্পষ্ট লেখা আছেঃ 90% of the cells in the human body are bacteria, fungi, protozoa (i.e., non-human cells). তথ্যসূত্র সায়েন্টেফিক জার্নাল; উহার মত না জেনে লেখা বক্তব্য না!

সূত্রঃ Bañuls, A.L., Thomas, F. and Renaud, F., 2013. Of parasites and men. Infection, Genetics and Evolution, 20, pp.61-70.


হেতে পারো ঐ লেখায় তথ্যগত ভুল আছে, তবে আপনি যে বললেন - জার্নাল পার্নাল বাদ দেন, আপনার শরীরের দিকে তাকিয়ে দেখেন, ৯০ ভাগ আপনার নয়?
এটাও ভুল বলেছেন। আপনি আপনার শরীরের দিকে তাকিয়ে বলতে পারবেন সেখানে কত অংশ আপনি আছে? একটি কলা বা আপেলের দিকে তাকি বলতে পারবেন সেখানে পানি কত টুকু?
একটু খুঁজ করে দেখেন। চোখের দেখা আর প্রকৃতি তথ্য আকাশ-পাতাল তফাত হয়।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২৯

সোনাগাজী বলেছেন:



আমি ছোটখাট ইন্জিনিয়ার, একটু অনুমান করার ক্ষমতা আছে। আরইউ'র শরীরে অবশ্যই শতকরা ৯০ ভাগ প্যারাসাইটিক সেল আছে; আপনার নেই, আমার নেই, ওবামার নেই।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনি সেলর গঠন সম্পর্কে জানলে পানির পরিমাণ বের করতে পারবেন, উহা শতকরা ৬০ ভাগ; আপনার মাসেলে ৯০ ভাগ তো দুরের কথা, ৯ ভাগ প্যারাসাইটিক সেল থাকলে আপনি এতদিনে বেহেশতে থাকতেন।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:১৬

সোনাগাজী বলেছেন:


37 trillion
The number of cells in plants and animals varies from species to species; it has been approximated that the human body contains an estimated 37 trillion (3.72×1013) cells.

সুত্র:
https://www.google.com/search?client=firefox-b-1-d&q=number+of+cells+in+human+body+wikipedia

৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটাতো সোনা ভাই দায় এরিয়ে যাওয়া মন্তব্য হলো।
আপনি একজনে একটি তথ্যকে চ্যালেঞ্জ করে পোস্ট করলেন। এখন যখন সেই তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ এসেছে তখন মুখ ঘুরিয়ে নিচ্ছেন!!!

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি মুখ ঘুরিয়ে নিচ্ছি না, মানুষের শরীরে ৪০ ট্রিলিয়নের মতো সেল আছে, শতকরা ২/৩ ভাগের নীচে প্যারাসাইটিক সেল আছ।

৬| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শতকরা ৯০ ভাগ এ শব্দটা মনে হয় ভুল ক্রমে এসেছে ওনার পোষ্টে ।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



উনার প্রায় পোষ্টেই ভুল থাকার কারণে আমাকে কমেন্ট-ব্যান করেছেন, মনে হয়।

৭| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাকিরা যে সূত্র সহ পোষ্ট করছেন তার কি?
https://www.somewhereinblog.net/blog/RrUu/30336469
আপনি যা বলছেন তার সূত্র কোথায়?

আপনি নাকি কাউকে কাউকে মন্তব্য ব্যান করে রেখেছন?
এই তথ্য জেনে আমি অবাক হয়েছি সোনা সাহেব!!!

ভালো কথা আপনাকে আমি কখনো কখনো সোনা ভাই, কখনো কখনো সোনা সাহেব লিখি। আপনার কি আপত্তি আছে?

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৪৯

সোনাগাজী বলেছেন:


যারা ৫/১০ বছর ব্লগে আছেন, ১টি পোষ্টও নেই, এবং ব্লগে ক্যাচাল করেন, সেই রকম ২ জনকে আমি "কমেন্ট ব্যান" করেছি; আরই্উ ও জিকোব্লগিং।

৮| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো আমি বুঝিনা। যা বুখিনা তা নিয়ে মন্তব্য করতে চাচ্ছিনা। জুলভার্ন ভাই আগে ভুল তথ্য দিতেন না। উনি হরলিক্স মিশ্রিত দুগ্ধ পান করতেন আগে।খাটি গরুর দুধ। ইদানিং দুধে ভেজাল তাই হয়তো ব্রেন আগের মত কাজ করছেনা। দুই/একটা ভুল তথ্য হতেই পারে।এটা নিয়ে হাউকাউ করার কিছু নেই। আশা করছি উনি এডিট করে নিবেন।কেউ না উস্কানো পর্যন্ত উনি একজন ভালো লোক। এতটুকু বুঝছি আমি।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৫০

সোনাগাজী বলেছেন:



ভালো, আমি উনার বেশীরভাগ পোষ্ট ভুল ধরাতে উনি আমাকে কমেন্ট ব্যান করেছেন।

৯| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
মানব দেহের ৯৯ভাগ জার্মস, অর্থাৎ ব্যাক্টেরিয়া, ভাইরাস ইত্যাদি প্যারাসাইট নয়।
বায়োলজির হিসেবে প্যারাসাইট সম্পুর্ন ভিন্ন জিনিষ, ক্লাস টেনেই পড়েছি।

ম্যালেরিয়া জিবানু একটি প্যারাসাইট। এগুলো সাইজে ব্যাক্টেরিয়ার চেয়ে অনেক বড়।
পাচড়া, খাউজানি দাউদ ইত্যাদির জীবানুও প্যারাসাইট, অদৃস্য গুড়াক্রিমিও প্যারাসাইট।
মানব শরিরের ওজন হিসেব করলে এইসব প্যারাসাইট ১% ও হবেনা। ইভেন ব্যাক্টেরিয়া, ভাইরাস ইত্যাদি সকল জিবানু যোগ করলেও ওজনে ১% এর বেশী হবে না। সংখ্যা দিয়ে হিসেব করলে বোকামি হবে। কারন ১ টি মানব সেল একটি জিবানুর চেয়ে ওজনে কোটিগুন বড়। সাইজেও বহুগুন বড়।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনার ডাটা, মানব ধের ৯৯ ভাগ জার্মস, ভুল।

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:



It's often said that the bacteria and other microbes in our body outnumber our own cells by about ten to one. That's a myth that should be forgotten, say researchers in Israel and Canada. The ratio between resident microbes and human cells is more likely to be one-to-one,

১০| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনাকে প্রশ্ন করেছি ৪টি আপনি উত্তর দিয়েছেন ১টি, কেনো? বাকি গুলির উত্তর কেনো দেন নি? এমনকি কখনো হয়েছে আপনি আমাকে প্রশ্ন করেছেন, অথবা অন্য যে কেউ করেছে আমি তার উত্তর দেইনি!!

০২ রা জুন, ২০২২ দুপুর ১:১১

সোনাগাজী বলেছেন:




আমি দেখি আপনার অন্য ৩টি প্রশ্ন কি কি?

১১| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:০৪

আখেনাটেন বলেছেন: ভাসা ভাসা জ্ঞান নিয়ে যখন কেউ সায়েন্সের কোনো একটি সমাধান না হওয়া কিংবা গবেষণা চলমান বিষয়ে বক্তব্য দিতে শুরু করে তাতে ভুল হওয়ার আশংকা বিস্তর।

আপনি ভুল করেছেন মানবদেহের উপাদান ও সেলের গঠন, সেলের ম্যাস, সংখ্যার অনুপাত ইত্যাদি নিয়ে ভালোভাবে না জানার দরুন...আর ব্লগার জুলভার্ন ভুল করেছেন প্যারাসাইট সম্পর্কে পরিষ্কার জ্ঞান না থাকার কারণে। এখন দুজনেই 'নন-হিউম্যান সেল' আর 'প্যারাসাইটিক সেল' এবং হিউম্যান সেলের গঠন নিয়ে পড়াশুনা করে এসে এ বিষয়ে লিখুন। না হলে আপনাদের এসব অদ্ভুত ভুলে ভরা পোস্ট ও মতামত হাস্যকর পরিবেশ সৃষ্টি করবে।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:১০

সোনাগাজী বলেছেন:


হিউম্যান সেলের অ্ভ্যন্তরে অন্য কোন সেল প্রবশ করলে, উহা ইনফেকটেড হয়ে যায়। সেলের যেসব কনষ্টিটুয়েন্ট আছে, উহা বদলাচ্ছে না; প্যারাসাইট সেল পাশাপাশি অবস্হান করে, যেসব সেল মানব দেহের সেলকে আক্রমণ করে, সেগুলো কোন না কোন রোগ জীবাণু।
এখানে হাস্যকর কিছু নই

১২| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: মোহাম্মদ গোফরান @ দাদো প্লিজ আপনার উপস্থিতী বড্ড হাসির খোরাক যোগাচ্ছে। একটা ভালো বিষয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে আপনি কি সব কথা বলেন । থামেন ভাই থামেন !!!

১৩| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে এই পোষ্ট টির জন্য।
আমি আজ পর্যন্ত কাউকে কমেন্ট করে রাখি নাই। কারন আমি ব্লগিং করতে এসেছি। ভালো মন্দ সকলেই মন্তব্য করুক। কমেন্ট ব্যান করা মানে হীনম্মতার পরিচয়। সত্যিকার ব্লগাররা কাউকে কমেন্ট করে রাখে না।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:১৮

সোনাগাজী বলেছেন:



আমি আড়ইউ ও জিকোব্লগকে কমেন্ট ব্যান করেছি; কারণ, ওরা গড়ে ৫/৬ বছর ব্লগে আছে, কিন্তু কোন পোষ্ট নেই।

১৪| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আরেহ ভাই কমেন্ট ব্যান কেন? কমেন্ট এঁর মাধ্যমেই তো জানতে পারি নিজের ভুল গুলো। কাউকে কমেন্ট করে রাখা মানে তাকে ভয় পাওয়া। আরে ভয় পেলে শেখা যায় না।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:২০

সোনাগাজী বলেছেন:



আমি ২ জনকে করেছি, কারণ ওরা লিখতে জানে না। জিকোব্লগিং কোনদিন ১টি পোষ্টও লিখেনি, আরইউ ক্যচাল লিখে, এখন ৬ বছরে উনার ১টা পোষ্ট আছে।

১৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:২০

আখেনাটেন বলেছেন: একটি উদাহরণ দেই....আমি যদি বলি আপনি যে মুরগির ডিমটা খান তার ৯৯.৯৯৯৯৯৯৯৯% প্যারাসাইটিক সেল (আসলে বলতে হবে নন-মুরগি সেল :D । সায়েন্টিফিকভাবে কথাটা সত্য....বাজার থেকে ডিম কিনলেন আপনি একটি সিঙ্গেল সেল কিনলেন...কিন্তু ডিমের গায়ে কোটি কোটি ব্যাকটেরিয়া-ফ্যাকটেরিয়া থাকতে পারে.....তাহলে এখন রেশিও করেন....

হিউম্যানের ক্ষেত্রেও তাই....মানবদেহের গাটেই মানুষভেদে ১০-১০০ ট্রিলিয়ন মাইক্রোবস (খেয়াল করুন আমি কিন্তু প্যারাসাইট বলছি না) বাস করে...। আপনি সাত দিন দাঁত ব্রাশ না করলে যে পরিমাণ ব্যাকটেরিায়া মুখে থাকবে সে সংখ্যাটা অনেকের কাছে বিস্ময় সৃষ্টি করবে....এই নন-হিউম্যান সেল আর প্যারাসাইটিক সেল নিয়ে না জানার কারণে ক্যাচাল লেগে গিয়েছে...।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:৩৯

সোনাগাজী বলেছেন:



আমি প্যারাসাইটিক সেল নিয় আলাপ করছি।

১৬| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


ডজনখানেক সাইন্টিস্ট সামুতে নাম লিখাতে হবে সিদ্ধান্তে পৌছাতে, তাঁরা সিদ্ধান্ত দিলে আপনারা ঐটা নিয়ে কাউন্টার-কাউন্টার গেম খেলিয়েন।

০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪৪

সোনাগাজী বলেছেন:


যেকোন বিষয়ের ১টা লজিক আছে, লজিকে ভুল হলে বুঝা যায়।

১৭| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


সবচেয়ে ভালো হয়েছে, বাঙালিরা সেলের সংখ্যা নির্ণয়ে হাত দেয়নি।

০২ রা জুন, ২০২২ দুপুর ২:০৯

সোনাগাজী বলেছেন:




এখন বিদেশে ও দেশে মিলে প্রচুর দক্ষ বাংগালী বাইওলোজিষ্ট, মেডিসিন, এনাটোমি, ফিজিওলোজীর পিচডি, ডাক্তার আছেন।

১৮| ০২ রা জুন, ২০২২ দুপুর ২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্যাচাল পরিহার করুন!
সব বাঙালির কোষের সংখ্যা
সমান নয়। সমান হলে সবাই
ববীন্দ্রনাথ নয়তো স্যার জগদিশ
চন্দ্র হতো। আমার মতো আবুল বা
মফিজ থাকতো না।

এবার পালা কিন্তু আপনার

০২ রা জুন, ২০২২ দুপুর ২:২২

সোনাগাজী বলেছেন:



প্রত্যেক মানুষই আলাদা, কিন্তু সায়েন্টিফিক্যালী ডাটা প্রসেসিং করার সময় সময় গড় ব্যবহার করা হয়।

১৯| ০২ রা জুন, ২০২২ দুপুর ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

: এখন বিদেশে ও দেশে মিলে প্রচুর দক্ষ বাংগালী বাইওলোজিষ্ট, মেডিসিন, এনাটোমি, ফিজিওলোজীর পিচডি, ডাক্তার আছেন।


ঐ ছাদের নিচ থেকে ব্লগে কে আছেন?

০২ রা জুন, ২০২২ দুপুর ২:৩৫

সোনাগাজী বলেছেন:




১ জন আছেন, ব্লগার কলা বাগান। ব্লগার আরইউ বললেন, তিনিও নাকি ঐ ধরণের সাবজেক্ট' আছেন; তবে, ৭ বছরের ব্লগিং'এ উনার কোন লেখা নেই।

২০| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি আড়ইউ ও জিকোব্লগকে কমেন্ট ব্যান করেছি; কারণ, ওরা গড়ে ৫/৬ বছর ব্লগে আছে, কিন্তু কোন পোষ্ট নেই।

এরা ব্লগার নন। এরা আসেন মজা নিতে। সমস্যা সৃষ্টি করতে। এরা ইউপোকা টাইপ। মারাত্মক ক্ষতিকর।

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:


আমার পোষ্টে এলে, আমার ভালো লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.