নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সোনাগাজী নিকে ইচ্ছানুসারে, স্বাধীনভাবে কমেন্ট করতে পারিনি।

০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:১৯



সোনাগাজী নিকে ৫ মাস ব্লগিং করলাম; ব্লগের বর্তমান পরিস্হিতিতেও বেশ পাঠক পেয়েছি; আমার পোষ্টে মন্তব্য পাবার পরিমাণ থেকে অন্য ব্লগারদের লেখায় মন্তব্য কম করা হয়েছে; কারণ, মন্তব্য করার সময়, আমার স্বাভাবিক ইচ্ছাকে কিছুটা কন্ট্রোল করতে হয়েছে নিকটাকে রক্ষা করার জন্য; এই নিকের শুরু থেকেই ব্লগটিম থেকে খোলা ব্লগেই বলা হচ্ছিল যে, আমার মন্তব্য টিমের পছন্দ না'হলে, নিকটাকে ব্যান করা হবে। ফলে, আমার নিজের ইচ্ছাকে অনেকটা কন্ট্রোল করে, ব্লগটিমের ইচ্ছাকে প্রধান্য দেয়া হয়েছে; বাংলাদেশের মিডিয়ায়, এভাবেই ব্লগারদের/লেখকদের ইচ্ছাকে কন্ট্রোল করা হয়।

আরো কয়েকটা কারণে কমেন্ট কম করা হয়েছে: একটি বড় কারণ হলো, কমেন্ট-ব্যান; এখন যাঁরা নিয়মিত লেখেন, তাঁদের থেকে প্রায় ১৫/১৬ জন আমাকে কমেন্ট-ব্যান করে রেখেছেন; এঁরা আমার আগের নিকটাকে ব্যানের জন্য চাপ দিয়েছিলেন, সেই দিক থেকে উনাদের মাঝে একটা অপরাধবোধ কাজ করছে; আমি আবার নতুন নিকে ফিরে আসায়, এঁরা বেশ হতাশ। এঁদের বেশীরভাগ লেখা অপ্রয়োজনীয় বিয়য়ের উপর থাকে, লেখা ভুল ধারণার উপর ভিত্তি করে লেখা হয়, ধর্মীয় বিষয়ে লেখেন; এঁদের মাঝে যাঁরা সাহিত্যচর্চা করেন, তাঁদের লেখাগুলো মানসই হয় না; এঁরা আমার কমেন্টকে ভয় পান।

আগের নিকে ( চাঁদগাজী ) প্রায় প্রতিটি লেখাই পড়তাম, কমপক্ষে কয়েক লাইন হলেও পড়তাম, এখন অনেক লেখায় চোখ বুলাই, লেখা পছন্দ না'হলে চুপচাপ কেটে পড়ি, কমেন্ট করি না; আমি জানি, ইহা ভালো ব্লগিং নয়, কিন্তু নিক রক্ষা করা আমার জন্য দরকারী বিষয় হয়ে গেছে।

আগে আমি ফান করে বলতাম, আমি কমেন্ট মাইনং করে থাকি মাঝে মাঝে; আসলে, আমার কমেন্ট কখনো আমার জন্য কমেন্ট ধরে আনেনি সামানুপাতিক হারে, বরং অনেকেই আমার কমেন্টে রাগান্বিত হয়েছেন, বিস্মিত হয়েছেন। এবার যাঁরা আমার পোষ্ট পড়ে কমেন্ট করেছেন, তাঁদের অনেকের পোষ্ট পড়লেও কমেন্ট করিনি।

অনেক ব্লগার বলে থাকেন যে, তাঁরা কমেন্টের জন্য ব্লগিং করেন না: কমেন্ট এলে ভালো, না'এলে এটা নিয়ে মাথা ঘামান না; আমি কিন্তু তাঁদের দলে নই; আমার পোষ্টে নিদ্দিষ্ট সময়ে একটা পরিমাণ কমেন্ট না'এলে, আমি পোষ্ট সরায়ে ফেলি; অবশ্য, আমাকে খুব একটা পোষ্ট সরাতে হয়নি কখনো।

৫ মাস এই নিকে ব্লগিং করলাম, গত কিছুদিন থেকে "নতুন নোটীশ" না'পাওয়ায়, গত ২দিন, অন্যদের পোষ্টে আমার নিজের-করা কিছু কমেন্ট পড়ে দেখলাম, আমার তেমন পছন্দ হয়নি; মনে হয়েছে যে, আমি ঠিক আগের মতো স্বাধীনভাবে কমেন্ট করিনি।


মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনার অক্ষমতা বা
সীমাবিদ্ধাতা কোথায়?
পরিস্কার করুন।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



সবই তো পরিস্কার করলাম; পোষ্টের শুরু থেকে শেষ অবধি আসতে আসতে, মাথা থেকে সব বাস্পীভুত হয়ে গেছে?

২| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার মন্তব্যের পেটার্ন পরিবর্তণ হয়েছে এই নিকে। এবং সেই কারণেই আপনি এখনো ঝামেলায় কম জড়িয়েছেন।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



ঝামেলা কমেছে, ব্লগিং'এর নামে 'বাংলাদেশী ব্লগিং' করেছি।

৩| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি একজন গুণী ব্লগার। আমি মনে করি সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা ভালো ব্লগারদের গুণ বিশেষ। একজন ভাল ব্লগার সাধারণত কমেন্ট ব্যান করেনা।
আমার পোষ্টে অনেকে মন্তব্য করলেও আপনার মতামত পাইনি। আমি মন থেকে বলছি, আমার পোষ্টে আপনার সুচিন্তিত মতামতের অনুপস্থিতিতে কিছুটা শূণ্যতা অনুভব করেছি।
সামু ব্লগের প্রতি আপনার ভালোবাসা ও আসক্তি সম্মানজনক।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



মনে হয়, আপনার লেখায় মালমসলা কম; লেখায় সমসাময়িক জীবন ইত্যাদি না'থাকলে লেখার আবেদন বাড়ে না। আপনি মাস শেষে অন্যদের লেখা মেখা ওজন করার চেষ্টা করেছে, ইহা আমাকে খুব একটা টানেনি।

৪| ০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজী বলেছেন:
সবই তো পরিস্কার করলাম; পোষ্টের শুরু থেকে শেষ অবধি আসতে আসতে, মাথা থেকে সব বাস্পীভুত হয়ে গেছে?

ডোডো পাখিদের ধাঁধার চাপে মাথা থেকে
সব বাস্পীভুত হয়ে যাচ্ছে। মরা ঘোড়ার জন্য
আর কতো হা পিত্যেশ করবেন। এবার ক্ষান্ত
দিন।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, ব্লগটিম সঠিক কাজ করেনি, এজন্য ইহা মন থেকে এখনো যায়নি, চলে যাবে।

৫| ০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বুঝিয়ে বলবেন?

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



আপনি সবেমাত্র লেখার শুরু করেছেন, লিখুন; আপনার সম্পর্কে ধরণা পরিস্কার হবে ক্রমেই।

৬| ০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২০

কামাল৮০ বলেছেন: এটাই একসময় অভ্যাসে পরিণত হয়ে যাবে।আগে কি ছিলেন সেটা ভুলে যাবেন।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:




অবশ্যই, মানুষ পরিবেশের প্রোডাক্ট।

৭| ০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজী সাব আপনি ভার্চুয়াল তাসনিম
ভাইকে এভাবে বললেন? তিনিতো নিয়মিত
আপনার পোষ্টে মন্তব্য করেন! আপনি আপনার
পোষ্টে তাকে হারালেন!

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



উনি ব্লগিং'এ ভালো করার কথা, অপ্রয়োজনীয় ভাবনা নিয়ে মেতে থাকলে, ব্লগিং করবেন কখন?

৮| ০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৩

লেখার খাতা বলেছেন: ভার্চুয়ালের পোষ্টে ভুয়া মফিজ জলদস্যু খায়রুলকে দেখে সোনামণি রাগান্বিত বোঝা গেল।অনেক নীম্নমানের পোষ্টে আপনার ৩ থেকে ৪ ডি মন্টব্য পরিলক্ষিত হয়। মিথ্যুক শমসের গাজী।

০১ লা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



৪ সপ্তাহ ব্লগিং করে, এখনো ১টি পোষ্ট লিখতে পারেননি; বিয়ে করলে, বাচ্চা হতে অনেক বছর লাগবে আপনার।

৯| ০১ লা জুলাই, ২০২২ রাত ৮:২৮

মেহেদি_হাসান. বলেছেন: যেভাবে ব্লগিং করতে ভালো লাগে সেভাবেই করবেন বসসস! ক্যাচাল না বাজলেই হয়।

০১ লা জুলাই, ২০২২ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



আমি যা বিশ্বাস করি, সেই আলোকে ব্লগিং করার চেষ্টা করছি; তবে, যাদের সমস্যা আছে, আমি তাদের সমস্যা নিয়ে কথা বলি।

১০| ০১ লা জুলাই, ২০২২ রাত ৮:৪০

লেখার খাতা বলেছেন: আমি যা বলেছি তা এড়িয়ে গিয়ে আমি কতদিন ব্লগিং করেছি সেডি নিয়ে কথা বলিয়া প্রমাণিত করিলেন আপনি নিজে মগজহীন;আপনাকে ব্লগারগণ ব্লক করেছে বেশ করেছে; আপনার এই নিকডিও ব্যান - হবে আপনার রূঢ আচরণ ও অমার্জিত শব্দচয়ণের লাগিয়া। আপনি নিজের ঢোল নিজে পেটিয়ে বলে থাকেন, আপনাকে কমেন্ট ব্যান করায় মন্তব্য সংকট থেকে ব্লগারগণ ব্লগ ছেড়েছেন। এইডা ডাহা মিথ্যে কথা। আপনি আসলেই মিথ্যুক শমসের মাঝি।

০১ লা জুলাই, ২০২২ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



আপনি ভয়েই আমাকে কমেন্ট ব্যান করে দিবেন।

১১| ০১ লা জুলাই, ২০২২ রাত ৯:৩২

কালাচাঁদ আজিজ বলেছেন:


স্বাধীনভাবে মন্তব্য করতে না পেরে সেই প্লার্টফর্মে যদি পড়ে থাকেন তাহলে তো একদিন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন। তারচেয়ে যতক্ষন টিকে থাকেন নিজের মত করে থাকেন। পরিবর্তন হতে মন থেকে হতে হবে। কারোর শর্তে কাছে মাথা নত করে নিজের অস্তিত্ব বির্সজন দেওয়া ঠিক হবে না।

০১ লা জুলাই, ২০২২ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



আপনি সঠিক কথা বলেছেন; তাই ঘটবে।

১২| ০১ লা জুলাই, ২০২২ রাত ৯:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন:

১৩| ০১ লা জুলাই, ২০২২ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: উপরের ছবিটি এডুকেটেড মাইন্ড নামক ফেবু পেজ থেকে।

০১ লা জুলাই, ২০২২ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



ভালো কিছু জানলে, অন্যদের জানাতে হয়।

১৪| ০১ লা জুলাই, ২০২২ রাত ১০:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগে আপনার শক্তিশালী উপস্থিতি আছে, গঠনমূলক আলোচনা আছে সেটা হয়তো কেউ পছন্দ করেনা তাই আবার অনেকে আপনাকে ভিষন পছন্দ করে।

০১ লা জুলাই, ২০২২ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:



ব্লগিং এভাবেই চলে; তবে, ব্লগটিম অকারণে আমাকে বদলাতে চাচ্ছেন।

১৫| ০১ লা জুলাই, ২০২২ রাত ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


সারভাইভ করতে হলে বদলাতে হয় কিছুটা,ব্লগিং'এ একথা প্রযোজ্য হবে না আপনার বেলায় ;ফলাফল -৭ নিক হজম।


**আগের পোস্ট কোথায়?পাবো নাকি পরে?

০১ লা জুলাই, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



একটু বলতে হয়, তাই বলি; যা করতে হয়, তাই করি।

১৬| ০২ রা জুলাই, ২০২২ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: আমি চাই আপনি মন ভরে মন্তব্য করুণ।
লিখে লিখে ভুল মানুষকে লাইনে আনা যায়। লিখে লিখে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
ব্লগটিম ভালো করেই জানে আপনি সামুর জন্য কতটা গুরুত্বপূর্ন।

০২ রা জুলাই, ২০২২ রাত ১:২৬

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশে কিছু মানুষ আছেন, ওঁদেরকে সঠিক ধারণার কথা বলা সঠিক কাজ নয়।

১৭| ০২ রা জুলাই, ২০২২ রাত ১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব@ অধিকাংশ ব্লক করে রাখছে। কি মন্তব্য করবেন উনি? আর মন্তব্য ক্র যাহারা ভয় পায়, অভিযোগ করে তাহারা আদৌ ব্লগার হবে কখনো?

০২ রা জুলাই, ২০২২ ভোর ৬:০১

সোনাগাজী বলেছেন:



আমি কি কমেন্ট করছি, সেটা নিয়ে ব্লগটিম অকারণ অনেক কথা বলেছে।

১৮| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:০০

বিটপি বলেছেন: যারা কমেন্ট ব্যান করে - তারা হল ছাগলের তিন নম্বর বাচ্চা।

০২ রা জুলাই, ২০২২ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:



আমাকে যারা কমেন্ট ব্যান করেছিলেন, এদের অনেকই হতাশ হয়ে গেছেন; দুনিয়ার অপ্রয়োজনীয় বিষয়ে লিখে টিখে ক্লান্ত হয়ে যাচ্ছেন।

১৯| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:৫৩

রানার ব্লগ বলেছেন: ্কমেন্ট ব্যান আমাকেও করেয়া হয়েছে বেশ কিছু নিকে !!! ব্যাপারটা মাঝে মাঝে খুব হাশি পায় মাঝে মাঝে দুঃখ লাগে ভালো কোন লেখায় কমেন্ট করতে বা লেখক কে বাহবা দিতে না পারা গ্লানীর জন্য !!!

আপনি আপনার নিজ ধারায় থাকুন, কমেন্ট ঘুরিয়ে দিন , কেউ ভাত সরাসরি খেতে পছন্দ করেন কেউ ঘুরিয়ে খেতে ।

০২ রা জুলাই, ২০২২ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:



দেখছি, ১ জন সাহিত্যিক এখন টেকি হয়ে গেছেন, উনার সাহিত্যের জগত ছোট হয়ে আসছে; আরেকজন প্রায়ই অন্যদের লেখা প্রকাশ করছেন, যা সব সময় খুবই নীচু মানের।

২০| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: যারা কমেন্ট ব্যান করে তাঁরা বেশি দ্দূর যেতে পারে না।

০২ রা জুলাই, ২০২২ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:


১জন দীর্ঘ সময় টিকে আছেন, কি লেখেন, সেটা নিজে পড়েন বলেও মনে হয় না।

২১| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৫১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: যারা কমেন্ট ব্যান করে তাদের ফেসবুক প্রোফাইল ও লক থাকে, তাদের জন্য এই ঈদে বোরকা উপহার দিতে পারেন।

০২ রা জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

সোনাগাজী বলেছেন:



এদের শেষ গন্তব্য হবে ফেইসবুক।

২২| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯

এম ডি মুসা বলেছেন:
আমি ব্লগে নিয়মিত না মাঝে মাঝে আসি একদিন এসে দেখলাম চাঁদগাজী ভাই নাই কোন একটা সমস্যা হয়েছে তারপর আস্তে ধীরে অনেক কিছু জানলাম তারপর আমি ভাবলাম যে আসলে চাঁদগাজী ভাই
সবার চিন্তাধারা একরকম নয় তারপরও চাঁদগাজী বাই সবাইকে মাতিয়ে রাখতেন এবং তিনি সবচেয়ে বেশি ব্লগের সময় দেন আমি মনে করি মিলেমিশে সবাই থাকাই উচিত সবাই একসাথে থাকা উচিত
মানুষের ভিতরে ব্যক্তি উত্তম নিজের সমালোচনা করতে পারে- হাদিস

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিকটা ব্যান করার পক্ষে অনেকে কাজ করেছেন বলে মনে হচ্ছে; তবে, ব্লগটিম কোন কারণে ইহা করতে উৎসাহী ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.