নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কুকুরকে লাথি মারবেন না, মেরে থাকলে মিডিয়ায় বলবেন না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫



কুকুরকে লাথি মারলে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশ কম; বিয়ে হলেও, বউ থাকবে না। ১ জন ব্লগার যদি কুকুরকে লাথি মারে, এই লোক দিয়ে আমরা কি করবো, এই লোক কি নিয়ে কি লেখে?

পশ্চিমে কুকুরকে লাথি মারলে ২/৩ বছরের জেল হবে, চাকুরী পেতে কষ্ট হবে, বিয়ের সম্ভাবনা একদম নেই; বিয়ে হলে, বউ চলে যাবার সম্ভাবনা প্রচুর। কুকুরকে লাথি মারলে মানুষ আপনাকে সন্মান করবে না; কারণ, ইহাতে আপনার ব্যক্তিত্ব, আপনার কালচারেল লেভেল, দয়া, মায়াসহ অনেক কিছুর সুচক মানুষ জেনে যাবে। আমাদের দেশের মালিকহীন কুকুরেরা ছোট শিশুদের ভয় পায় না, এরা শিশুদের সাথে নির্ভয়ে চলে; কিন্তু অনেক বয়স্ককে ভয় পায়; কারণ কি? কারণ হচ্ছে, এরা কুকুরকে লাথি মারে, লাঠি দিয়ে মারে।

শের শাহ নামে ভারতের ১ সুলতান (১৪৭২-১৫৪৫ ) ছিলেন; তিনি নাকি খালি হাতে ১টা বাঘ মেরে ফেলেছিলেন; আমার ধারণা, বাঘটা চট্টগ্রামের পাহাড়ের মেছুয়া বাঘ ছিলো; ঐ বাঘ যদি সুন্দরবনের রয়েল হতো, আমরা উনাকে শের শাহ ডাকার সুযোগ পেতাম না, উনার ছোট ভাই, গলু খান আমাদের সুলতান হতো। এখন বাঘ মারলে, শের শাহ হওয়ার সম্ভাবনা নেই, জেল হবে, পুলিশের মার খেতে হবে; কুকুর পেটালে হয়তো কুকুর শাহ নাম পাওয়া যেতে পারে, এর থেকে বেশী কিছু নয়।

গত সপ্তাহে ব্লগে "গলু" নামক কুকুরের দুর্ভাগ্য নিয়ে একটা গল্প এসেছিলো; গল্লের নায়ক গলুকে লাথি মেরেছিলো; কোন আমেরিকান লেখক যদি এই গল্প মিডিয়ায় প্রকাশ করতো, কিছুক্ষণের ভেতরে বাসায় পুলিশ এসে হাজির হতো; গল্পের পাঠকেরা অবশ্যই এই লেখককে বয়কট করতো। অবশ্য, আমাদের লেখককেও অনেকটা বয়কট করা হয়েছে, উনার লেখায় আমি উৎসাহী পাঠক দেখিনি; উনার গল্পগুলো সিনথেসইজ করা গল্প; গল্পকার হওয়া আসলে সহজ নয়; গল্পকার হতে হলে অনেক গুণ থাকতে হয়: ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হয়, দয়ামায়া থাকতে হয়, বুদ্ধিমত্তা থাকতে হয়।

আমাদের আরেক ব্লগের লেখক, উনার আশ্রমের কাছে ফেলে দেয়া ৬/৭টি খুবই ছোট বাচ্চা (কুকুরের ) পেয়েছিলেন; তিনি বাচ্চাগুলোকে রক্ষার আপ্রাণ চেষ্টা করে, কমপক্ষে ১টিকে রক্ষা করতে সমর্থ হয়েছেন; এখন উহা আশ্রমে আছে, উহার নাম লালু, নাকি বুলু, আদরে আছে। উনি খুবই ভালো মানুষ, উনার সব লেখা আমি পড়ি। "গলু"র দুর্ভাগ্যের কাহিনী আমি পড়েছি; আমার সৌভাগ্য যে, ঐ লেখায় আমি কমেন্ট ব্যানে ছিলাম; না'হয়, আমাকে দীর্ঘ সময়ের জন্য সেমিব্যানে থাকতে হতো।



মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরিয়ানরা কুকুর পছন্দ করে। তারা কুকুর খুব মজা করে খায়। আমার কোরিয়ান টেইনার জুন হো বলল, তারা কুকুরের নাড়ী-ভূড়ি বের করে তার ভিতর পোলাউয়ের চাল ভরে কুকুরকে গ্রিল করে। তারপর কুকুরের পেটে হওয়া পোলাউ দিয়ে তারা কুকুরের মাংস খায়। কোরিয়ান ট্রেইনার ম্যাডামকে জিজ্ঞাস করেছিলাম, ম্যাডাম আপনি কি কুকুর খান? ম্যাডাম বললেন, ও তো তরকারী। বোদ্ধ বলেছেন সর্বজীবে দয়া করিবে। এরা বোদ্ধের অনুসারী হয়ে সর্বজীবে খেয়ে ফেলে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



রাখাইনরাও বৌদ্ধ, ওরা রোহিংগাদের যেভাবে হত্যা করেছে, রাখাইনে ভয়ংকর কিছু ঘটবে, এরা চীনাদের দাসে পরিণত হবে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: পুরান ঢাকার এক বজ্জাত লোকের কথা শুনেছি, তাকে দেখে নাকি এলাকার সব কুকুর এখন পালায়। সে কুকুর দেখলেই পিছন দিক থেকে জোড়ে এক লত্থি মারে, আর কুকুর কেউ কেউ করে দৌঁড়িয়ে পালায়। এটা তার রীতিমত অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন নাকি তার মহল্লার কোন কুকুর তাকে দুর থেকে দেখলেই অন্যদিকে দৌঁড় দেয়। মহল্লার সব কুকুরই তাকে ভয় পায়; বিষয়টা নিয়ে সে বেশ গর্বিত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৭

সোনাগাজী বলেছেন:



কুকুর যাকে ভয়, আর কুকুরকে যে লাথি মারে, সেই লোকের সমস্যা আছে।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দরবনে বাঘ মেরে খান হয় ঠিক কিন্তু হরিণ মেরে খায় বহু শের বাঙালি ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের কান্ডজ্ঞান নেই, চট্টগ্রামের পাহাড় দেখলে মনে হয় মরুভুমি; সেখানে আমরা বাঘের ভয়ে যেতাম না, এখন বানরও নেই।

আরেক জন কুকুরকে লাথি মারার গল্প লিখছে ব্লগে; মগজের অবস্হা দেখেন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


রাস্তায় ১০০ কুকুর,১০০০ মানুষ,১০ জনের লাথি ও ৫ জনের বনরুটি খাওয়ানো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



যারা প্রাণীর প্রতি নির্দয়, তাদের ব্যক্তিত্ব নেই; এদের বিয়ে হয় না, মেয়েরা দেখলে এদেরকে বুঝে যায়।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: কুকুর কেন খুঁজে খুঁজে গাছের গোড়ায়, গাড়ির চাকায় অথবা দেওয়ালের গায়ে এক পা উঁচু করে মূত্র ত্যাগ করে? এগুলো না পেলে কুকুর কি তার স্বভাব পরিবর্তন করবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:



গলুর গল্প পড়েছিলেন? গলুর লেখক নাকি গল্পকার!

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২০

রেজাউল৭৬ বলেছেন: আপনি মহৎপ্রাণ ব্যক্তি বলেই কুকুরের ব্যথায় সমব্যথী হতে পেরেছেন স্যার। এ আপনার বিশাল মহত্ত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫২

সোনাগাজী বলেছেন:



আপনার কিন্তু ব্লগে থাকা উচিত নয়, আপনি ক্রিমিন্যাল মাইন্ডেড মানুষ; আমি "রেজাউল..."এর ২১ টি নিক দেখেছি ৪ মাসে।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২২

রেজাউল৭৬ বলেছেন: অথচ দেখুন, অধিকাংশ মানুষ স্বজাতির কষ্টে কোনরকম বেদনা অনুভব করে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনি ব্লগ থেকে চলে যান, ব্লগ ক্রিমিনালদের জন্য নয়।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৪

কামাল১৮ বলেছেন: মানবিক গুণসম্পন্ন মানুষের খুবই অভাব বাংলাদেশে।তারা মানুষ হয়েছে কিন্তু মানবিক হয় নাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৮

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশের অনেক মানুষের কোন ধরণের মানবিক গুণ নেই; এরা ব্লগ থেকে শুরু করে ইউনিভার্সিটি অবধি, সবখানে আছে। দেখছেন, রেজাউল৭৬ নিকে যেইজন ব্লগিং করছে, গত ৪ মাসে সে ২১টি "নিক" খুলেছে।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৪৮

কামাল১৮ বলেছেন: অনেকে আপনাকে রাগানোর চেষ্টা করছে।রাগবেন তো ভুল করবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশে অনেক গার্বেজ জমে গেছে।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০১

চারাগাছ বলেছেন:
ব্লগ জমে গেছে।
ধর্ম , ধর্মবিদ্বেষ , গলু , গাজী.... ভালোই চলছে ব্লগে।
চলুক , আমরা দেখি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

সোনাগাজী বলেছেন:



লিখতে হলে,বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হয়।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২২

বিটপি বলেছেন: কুকুরের মাংস পার্শ্ববর্তী দেশ ভারতেও খাওয়া হয়। নাগাল্যান্ড এবং অরুণাচলে কুকুরের মাংস অনেক দামে বিক্রি হয়।

কোরিয়ানরা বৌদ্ধ নয়। ওদের জনসংখ্যার অর্ধেকের বেশি কোন ধর্ম কর্ম করেনা, ৩২% খ্রিস্টান, ১৭% বৌদ্ধ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের কিছু কিছু হোটেলেও নাকি ছাগলের মাংস হিসেবে বিক্রয় হয়।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০

নাহল তরকারি বলেছেন: ভালো। কুকুর পালা ভালো। আমি প্রায়শই চেষ্টা করি কুকুর কে খাওয়াতে। কুকুররাও আমাকে দোকান থেকে বাসা পযর্ন্ত এগিয়ে দিয়ে আসে। আমি বিড়ালও পছন্দ করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

সোনাগাজী বলেছেন:



ব্লগার মরুভুমির দলদস্যু কুকুরের কয়েকটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে, ১টিকে রক্ষা করেছেন। জীবনের প্রতি তাঁর ভালোবাসা আছে; কিন্তু অনেক লোকজন কুকুরকে মেরে আহত করে, সেটাকে আবার মিডিয়ায় লেখে; দেখেন, কি অবস্হা!

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

রানার ব্লগ বলেছেন: কুকুর নিরীহ প্রানী একে না মারাই মানুষের কর্তব্য হওয়া উচিৎ। আর কুকুর কে তারাই মারে যাদের কাজ কুকুরদের পছন্দ হয় না। যতোদূর জানি চোর বাটপার এরা কুকুর দেখতে পারে না কারন তাদের রাত্রী কালীন কর্মযজ্ঞের প্রধান বাধা কুকুর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

সোনাগাজী বলেছেন:



কিছু মানুষ জন্ম থেকেই হিংস্র, এরা জীবনের অর্থ বুঝে না।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের এক বিখ্যাত সেলেব্রিটি "কুকুরকে খাবার কিনে খাওয়ান " উনার নাম "জয়া আহসান" । কিছু ঘৃণ্য ও নির্দয় মানুষ যখন বেওয়ারিশ কুকুরদের ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করছিল তখন তিনি প্রতিবাদ স্বরূপ রাস্তার কুকুর গুলোকে খাবার কিনে খাইয়েছিলেন। সে জন্য তিনি বাংলাদেশে "নাম্বার ওয়ান " । যারা কুকুর এর মতো চরম বিশ্বস্ত প্রাণীতে লিটি দিয়ে পিঠায়, লাথি মারে, ছুরির কূপ মারে, গরম পানি ছুড়ে মারে ওরা আসলে অমানবিক । এরা চেয়ে জঘন্য আর কেউ নেই।জঙীদের মতো। পবিত্র মসজিদের ভেতর নামাজরত মানুষ গুলোকে বোমা মেরে হত্যা করতেও এদের হাত কাঁপে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশের অনেক মানুষের দয়ামা্যা নেই।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

গেঁয়ো ভূত বলেছেন: কুকুরকে লাথি মারলে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশ কম; বিয়ে হলেও, বউ থাকবে না।

লাইনটি পড়ে বেশ মজা পেয়েছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

সোনাগাজী বলেছেন:




মেয়েরা দয়ামায়াহীনদের দেখলেই চিনে ফেলে।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কুকুর বিশেষজ্ঞদের লজ্জা শরম কম হয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪

সোনাগাজী বলেছেন:



কুকুরের লেজ সাহিত্যবিশারদ সাহেব আগে বিদেশী নাটক, সিনেমার প্লট থেকে সিনথেসাইজ করে লিখতো; এখন সেটা আর চলছে না।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

চারাগাছ বলেছেন:
লেখক বলেছেন:
লিখতে হলে,বিশ্ব সম্পর্কে ধারণা থাকতে হয়।


আপনি কি নিয়ে লিখবেন সেটার উপর ধারণা থাকলেই হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

সোনাগাজী বলেছেন:



আমি চলমান ঘটনাপ্রবাহের উপর লিখি, এগুলো সহজ ব্যাপার।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

চারাগাছ বলেছেন:
আপনাদের দেশে বউ শাশুড়ি দ্বন্দ্ব কেমন ? ঝগড়া ঝাটি হয় ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

সোনাগাজী বলেছেন:



আমার দেশ বাংলাদেশ; আমি কয়েকটি দেশে কাজ করেছি; এখন চিকিৎসার জন্য আমেরিকায় আছি। আমেরিকার কথা বলতে গেলে, এখানে বউ ও শ্বাশুড়িদের মাঝে সম্পর্ক খুবই ভালো।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩

রেজাউল৭৬ বলেছেন: স্যার আমার জ্ঞান অত্যন্ত সীমিত এই জন্য আপনার পোস্টে কমেন্ট করে শিখতে আসি।
আমার নিকগুলোকে আপনি যদি ক্রমাগত ব্যান করে যান তবে আমার শিক্ষার জায়গাটা সংকুচিত হয়ে যায়।
আমার শেখার আগ্রহ অপরিসীম। আপনার মত গরুর কাছ থেকে শেখার সুযোগ আছে জানলে আরো ১৫ হাজার নিক খুলে শেখার চেষ্টা করব। আমার মত ডোডোর নিক বারবার ব্যান করে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন কিনা এটা আপনার বিবেচনায় রাখবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮

সোনাগাজী বলেছেন:



সামু আপনার মতো ক্রিমিন্যালকে পুষে যাচ্ছে, সামু ভালো করছে না।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

চারাগাছ বলেছেন:

আমেরিকার কথা বলতে গেলে, এখানে বউ ও শ্বাশুড়িদের মাঝে সম্পর্ক খুবই ভালো।


এ বিষয়ে একটি পোস্ট আশা করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

সোনাগাজী বলেছেন:


ঠিক আছে, লিখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.