নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমি সোনাগাজী, নিয়ম ভেংগে বেশীদুর যাওয়া সম্ভব হবে না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৯



গতকাল রাত জেগে ১ টা পোষ্ট দিয়েছিলাম; এর পেছনে কারণ ছিলো, ১ জন সমস্যাযুক্ত ব্লগর আমাকে অপদস্হ করার জন্য উনার ম্যাঁওপ্যাঁও পোষ্টে বড় একটা লেজ যোগ করে দিয়েছিলো। সামুটিম আমার পোষ্টটাকে ড্রাফট করে ফেলেছিলো; আমি আবার পোষ্ট করলাম, টিম আবারো ড্রাফট করেছে; আমি আর দিচ্ছি না; মনে হচ্ছে, টিম আমাকে টার্গেট করতে পারে। শুধু পোষ্ট দেয়ার জন্য আমি খুব একটা রাত জেগে থাকি না; একটু ব্লুমবার্গ ফাইন্যানসিয়াল দেখার দরকার ছিলো; সাথে সাথে এক ব্যবসায়ী বন্ধুর অনেকগুলো চেক প্রসেসিং করার দরকার ছিলো।

সকালে ডায়াগোনিষ্টকে রক্ত দেয়ার কথা, রাতে অনলাইনে রেজিষ্ট্রেশন করলাম; সকাল ৮টায় ওরা খোলার কথা, আমি ৫/৬ মিনিট আগেই দরজায় গেলাম; আমিই ১ম ব্যক্তি; ৮টা'য় দরজা খোলেনি, আমার পেছনে এসে দাঁড়ালো এক চীনা মিয়া, যেগুলো সম্প্রতি আমদানী হয়েছে সেই রকম; বয়স ২৯/৩০'এর মতো, চোখে দুরবীণের মতো শক্তিশালী লেন্সের চশমা; সে সেলফোন টিপছে, অনেক ব্যস্ত, আমি হ্যালো বলার সুযোগই পেলাম না। ঠিক ৮:১০ মিনিটে ১টা মেয়ে এসে দরজা খুললো; আমি প্রবেশ করার সময়, চীনা মিয়া আমার পাশ কাটিয়ে অনেকটা দৌড়ে গিয়ে, আমার আগেই রেজিষ্ট্রেশন টার্মিনাল দখল করলো; মেয়েটাও লক্ষ্য করেছে।

চীনা মিয়ার ইংরেজী সমস্যা আছে, আস্তে আস্তে ডাটা এনট্রি করেছে, বছর'খানেক লাগবে; আমি রুমের লাইটটা অফ করে দিলাম; রুমটা মোটামুটি অন্ধকার হয়ে গেছে, চীনা মিয়ার লেখা বন্ধ; চীনা মিয়া আমাকে কি একটা বললো, আমি বুঝিনি; রিসেপশানের মেয়েটা দৌঁড়ে এসে বললো,
-লাইট কে অফ করেছে?
-আমি, তোমাদের লাইট বেশী কড়া; বাইরের আলো এসেছে।
-তুমি দেখছ না, রুম অন্ধকার হয়ে গেছে? চোখে সমস্যা আছে?
-কিছুটা।

আমি চুপ। চীনা মিয়ার রেজিষ্ট্রেশন সারতে ১৫/১৬ মিনিট লেগেছে; রুমের শেষ প্রান্তে ১টা বড় ইজি চেয়ার আছে; মনে হয়, বয়স্কদের জন্য, সে সেটা দখল করে বসলো; দেখতে মনে হচ্ছে, শুয়ে পড়েছে। আমি আমার রেজিষ্ট্রেশন'এর কনফার্মেশন নম্বর দিতেই আমাকে হ্যালো ম্যাসেজ দিয়ে বসতে বললো টার্মিনাল; আমি ভিজিটরদের রুম ও টেকনিসিয়ানদের রুমের মাঝখানে দাঁড়ালাম, আমি সাধারণত দাঁড়িয়ে থাকতে পছন্দ করি। সবচেয়ে দুরের রুম থেকে টেকনিসিয়ান এক মেয়ে চীনাকে মিয়াকে প্রথমে ডাকলো, চীনা মিয়া মাছের বাজারের মতো চীৎকার করে টেলিফোনে কথা বলছে, মেয়ে যে ডেকেছে শুনেনি। তার বদলে আমি চলে গেলাম; আমি টেকনিসিনায়ের রুমে ঢোকার পর মেয়ে বললো,
-আমি তো ওরিয়েন্টাল লোকটাকে ডাকলাম, তুমি কেন এসেছ?
-সে টেলিফোনে কথা বলছে; মনে হয়, ভয়ংকর কিছু ঘটেছে, সে চীৎকার দিচ্ছে।
-আচ্ছা, বস।

মেয়ে আমার রক্ত নেয়ার কাজ সারলো; ইউরীণ কালেকশানের জন্য টিউব দিলো, আমি ওয়েটিং রুমের রেষ্টরুমে ঢোকার সময়, চীনা মিয়া আমাকে জিজ্ঞাসা করলো,
-তোমাকে আগে ডেকেছে?
-না, তোমাকে ডেকেছিলো; তুমি টেলিফোনে ব্যস্ত থাকায়, আমাকে যেতে হয়েছে। তার দৃষ্টি দেখে বুঝলাম, সে ইহা পছন্দ করেনি; কিন্তু ইহাই ঘটার কথা ছিলো; নিয়ম ভেংগে সে কতটুকু যেতে পারবে? সে তো জানে না যে, আমি সোনাগাজী।



মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৫৫

নিমো বলেছেন: হা, হা, হা! কী পোস্ট দিয়েছিলেন ? কপি কাব্য!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৮

সোনাগাজী বলেছেন:



না, ১ জন ব্লগার কপিরাইটিং লিখতে গিয়ে, ভুল ধারণার কথা লিখেছিলেন, এবং পোষ্টের শেষ দিকে নিজের লেজটাকেও পোষ্টে যোগ করে দিয়েছিলেন; আমি উনার ভুলটা ভাংগানোর চেষ্টা করেছিাম। কিন্তু ব্লগটিমের মতে উহা গ্রহনযোগ্য ছিলো, মনে হয়।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি আজকে একটা পোস্টে মন্তব্য করেছিলাম। সেটা কি টিম মুছে দিসে। আমি তো মনে করছিলাম আপনি নিজে সরিয়ে ফেলছেন।

কপি কাব্যের নামে কয়েকজন হাউকাউ ও ম্যাওপ্যাও করলেও অনেকে ভালো লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:



ব্লগার বাড়ানোর কথা বলেন টিম; কিন্ত যেভাবে সামু চালান, উহাতে ব্লগার বাড়ার সম্ভাবনা কম।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:২৯

কলাবাগান১ বলেছেন: এরা আবার অনেক নীতিকথা বলে...বড় গলায় বলে কাউকে লিখায় বাধা দেওয়া উচিত না...যখন চোখে আংগুল দিয়ে দেখানো হয় তাদের স্ববিরোরুধিতা....তখন বলে ব্যক্তি লেখক হিসাবে অনেক শ্রদ্ধা আছে লেখক জাফর ইকবাল এর প্রতি.....কিন্তু!!!!!! গর্তস্টাইন উপাধি দেওয়ার সময় সেই শ্রদ্ধা উবে যায়....

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৯

সোনাগাজী বলেছেন:



এগুলো বাংলাদেশের মাপে বড় বড় ব্লগার, আসলে খবর নেই; কপিরাইটিং পোষ্ট দিতে গিয়ে আমার পেছনে লেগে বসে আছে, খবর নেই; স্ত্রী থেকে লুকায়ে নাকি ব্লগিং করে।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৫

নিমো বলেছেন: @কলাবাগান১, ব্লগের কিছু হরিদাস পালের বাল সর্বস্ব অবদান না থাকলেও বাল বিরোধিতায় তারা অগ্রগণ্য। যেমন-বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যঙ্গার্থে ডাকা, মুহম্মদ জাফর ইকবালকেও তাই। আমার এদের প্রতি একটা চ্যালেঞ্জ যে জাফর স্যার তার বই গুলো কোন কোন বই থেকে নকল করেছেন, সেটা বাক্য সহ পারলে একটু প্রমাণ করে দেখাক ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:২১

সোনাগাজী বলেছেন:


উনি কিসের উপর লেখেন?

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৯

কামাল১৮ বলেছেন: আসলে কিছু লোকের সমস্যা অন্য যায়গায়।তারা প্রগতিশীলের বিরুদ্ধে।যারা প্রগতিশীলের বিরুদ্ধ তাদের কথায়,চিন্তায় বা লেখায় সেটা প্রকাশ পাবেই।তারা শত ফুল ফুটতে দিতে চায় না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১১

সোনাগাজী বলেছেন:


আমাকে কমেন্ট ব্যান করে, নিজের পোষ্টের ভেতর দুনিয়ার আবর্জনা জমায়ে উহা আমার দিকে ছুঁড়তে চায়; কিন্তু জ্ঞানের অভাবে উহা নিজের মাথায় নিয়ে হাঁটে।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময়ের সাথে প্রতিযোগিতা চলে
কিন্ত বিবেক অতিক্রম করে নয় ।

..................................................................
এই ঘটনা বাংলাদেশে ঘটলে কেমন হতো ???

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের মানুষ আইন ও রীতিনীতি মানে না; ফলে, বাংলাদেশে এগুলো নিয়ে মানুষ মাথা ঘামায় না।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬

নেওয়াজ আলি বলেছেন: সোনাগাজী জায়গাটাই সব অনিয়ম আর অন্যায়ের বাতিঘর এই নাম বাদ দিন

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি নিশ্চয় জানেন, আমার আগামী নিক কি হবে।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

পড়ন্ত বিকেলের লাল সূর্যের সাথেই থাকুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:



আমি সকালে উঠার মানুষ, পড়ন্ বেলার লোকজন হচ্ছে জুলভার্ন ও অপু তানভীর।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১

রানার ব্লগ বলেছেন: চীনাদের প্রতি আপনার বিরক্তির পরিমান দিনে দিনে বাড়ছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



ওরা মানুষ দিয়েআমেরিকাও কানাডা দখল করে নেবে। ভয়ংকর বিরক্তিকর রোবট এরা

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

রেজাউল৭৪ বলেছেন: স্যার আমার আগের নিকটাকে আপনি কমেন্ট ব্যান্ করায় নতুন নিক খুললাম, আমার নিকগুলোকে ক্রমাগত ব্যান করে যাওয়াই ভালো হবে। কেননা পরবর্তীতে মডু এসে আপনার সাফাই গাইতে পারবে- বলদস্টাইন স্যার কে এত হাজার নিক থেকে ডিস্টার্ব করা হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:




আপনি ইডিয়ট ক্রিমিনাল, আপনার নিকের সংখ্যা বাড়ানোর জন্য এডমিন সাহেব কপিরাইটিং লেখাচ্ছেন অপু ও জুল ভার্নের সাহায্য নিয়ে।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

রেজাউল৭৪ বলেছেন: স্যার আপনাকে খুব ভালোবাসি তাই বলছি আপনি অনুগ্রহ করে আপনার কম্পিউটারে ভাল অ্যান্টিভাইরাস লাগান।
ব্লগের দুই একজন চিহ্নিত ক্রিমিনাল আপনার ডাক নাম এবং ছবি নিয়ে পোস্ট দিয়েছে। কোথা থেকে জানল এরা আপনার ডাকনাম ? কোথা থেকে পেল এরা আপনার ছবি ? আমার ধারণা আপনার কম্পিউটার হ্যাক করেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



আমি দেশে এলে, আপনার মতো ক্রিমিনাল দেশে থাকতে পারবে না।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

রেজাউল৭৪ বলেছেন: আপনার পোস্টটি পড়ে খুব কষ্ট পেলাম। কারা আপনাকে নিয়ে খারাপ কথা বলে এদের ফাঁসি চাই। যাহোক আপনাকে নিয়ে দু চার লাইনের একটা কবিতা লিখলাম। আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



এডমিন আপনার মতো ক্রিমিনালদের বরাবরই ব্লগে পুষে আষছেন।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

রেজাউল৭৪ বলেছেন: কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল

তাইতো ডোডো রাগ করেছে জিংজিং খেলে নি কাল

রাগ করে না ডোডো মনি
এনে দেবো চুষুনি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:



আপনার মতো ক্রিমিনাল ব্লগে টিকে থেকে প্রমাণ করছেন যে, টিম ঠিক মতো সামু চালাতে ব্যর্থ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আ্পনার লেজ নিয়ে আবার টানাটানি শুরু হয়েছে নাকি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



আমাদের ১ ব্লগার আছেন, যিনি বউ থেকে লুকায়ে ব্লগিং করেন; তিনি ব্লগে ব্লগার বাড়ানোর জন্য 'কপিরাইটিং' পোষ্ট লিখেছিলেন; সেখানে আমাকে অপদস্হ করার জন্য ২টি পাদটিকা দিয়ে ছিলেন; এখন ঠেলায় পড়ে মুছে দিয়েছেন।

উনার কপিরাইটিং "রেজাউল৭৪" নিকের সৃষ্টি করেছে, মনে হয়।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ব্লগার নুরু সাহেব আপনার রসিকতা ধরতে পারতেন। তিনিও রসিকতা করতেন। সহজ সরল সুন্দর রসিকতা। দেখে আমাদেরও ভাল লাগতো।
কিন্তু ব্লগার জুলভার্ন আপনার রসিকতা বুঝতে পারছেন না। তিনি সিরিয়াস হয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ (কুকুরের লেজ বিশেষজ্ঞ) আগুনে ঘি ঢেলে দিচ্ছে। সহজ বিষয়টাকে জটিল করে দিচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন ও অপু কপিরাইটিং পোষ্ট দেয়ার পর, নতুন ১ জন ক্রিমিনাল ব্লগার এসেছে, "রেজাউল৭৪",

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: রেজাউল কে জানেন? কার নিক? কার মাল্টি জানেন?
জানলে অবাক হয়ে যাবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



কোন এক ক্রিমিনাল বাংগালীর হবে! এরা বাংলাদেশে আবর্জনার মতো জমা হচ্ছে।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: ব্লগে এমনিতেই লোকজন কম, তার মধ্যে যদি এমন রেষারেষি থাকে তাহলে ব্লগই বন্ধ হয়ে যাবে এক সময়।
আর ব্লগ-টিম মনক্ষুন্ন হয় এমন কাজ করা যাবে না, যেহেতু আমরা তাদের ব্লগেই লিখি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



সোস্যাল মিডিয়া একটি বড় ব্যাপার, ইহাকে সঠিকভাবে চালানোর দরকার।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

কাবিল বলেছেন: আমি অনেক দিন পরে আসলাম।
নিক ছবি দেখে ওপেন করলাম, বুঝতে পারলাম আপনার আগেরটা বান হয়ে গেছে।
আপনার শরীর ও চোখের অবস্থা কেমন?
ভাল থাকুন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, চোখের সমস্যা বেড়েছে, শরীর ভালো।

সত্যই অনেকদিন পরে এলেন; এসেছেন যখন থাকুন। আগের নিকটা ব্যান করেছে; সেই নিকটা অনেক লম্বা সময় (৬ বছর ১০ মাস) বেঁচে ছিলো। নিকের জন্য আমার মন খরাপ হয় না, আমার মন খারাপ হয় এডমিন সাহেবের দক্ষতা দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.