নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

একটি বিরক্তিকর পোষ্ট দিচ্ছি

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১



আমি যত পোষ্ট লিখেছি, এই পোষ্টটি হবে সবচেয়ে বিরক্তিকর; কারণ, এই পোষ্টে আমি ১টি প্রচলিত উপদেশ সম্পর্কে বলতে যাচ্ছি; উপদেশ দেয়া খুবই বিরক্তিকর কাজ। আমি এই ব্লগে কাউকে বই পড়তে বলিনি; সবচেয়ে বড় উপদেশ আমি দিয়েছি, "আপনি বিয়ে করে ফেলুন"; আমি যখন উদেশ দিই ভেবেচিন্তে দিই না; হয়তো, অনেক বিবাহিত ব্লগারকেও বিয়ে করার উপদেশ দিয়েছি। আমার জানা মতে, ব্লগার রাজিব, নুরু সাহেব ও জলদস্যুকে বিয়ে করার উপদেশ দিইনি।

আমি যেই বিষয়ে লিখছি, ইহা একটি উপদেশ, এবং ইহা সবচেয়ে পুরাতন উপদেশ; ইহা সবচেয়ে পুরাতন একটি সমস্যা সম্পর্কে, যা খুব ধীর গতিতে সমাধান পাচ্ছে; কিন্তু কোন কোন জাতিতে ইহা বাড়ছে, এবং মনে হয়, কখনো এই সমস্যা পুরোপুরিভাবে শেষ হবে না।

উপদেশটা আমার নয়, ইহা মানব সমাজে প্রচলিত একটি উপদেশ, "আপনি বিবাহিত হলে, স্ত্রী থেকে লুকিয়ে কোন কিছুই করবেন না"। ইহা নিয়ে লেখার কথাটা মনে এসেছিলো ব্লগে একটা পোষ্ট পড়ার পর; অবশ্য, আমার অনেক পোষ্টের ধারণার পেছনে অন্য ব্লগারের পোষ্ট কাজ করে থাকে। ইহা নিয়ে গত সপ্তাহেও একটা পোষ্ট লিখেছিলাম, সেটা সামুটিম ড্রাফট করে ফেলেছে; এই সপ্তাহে আমার বয়স কিছুটা বেড়েছে, বুদ্ধিমত্তা কিছুটা বেড়েছে, এমনভাবে লিখছি, এবারেরটা ড্রাফট হবে না; এবারেরটা ড্রাফট হলে, কাজ বেড়ে যাবে, আগামী সপ্তাহে আবার লিখতে হবে।

আপনি আপনার সকল কাজকর্ম সম্পর্কে আপনার স্ত্রীকে জানাবেন। আপনি যদি লজিক্যালী সঠিক থাকেন, এবং আপনার কাজে যদি আপনার স্ত্রী ক্রমাগতভাবে বাধা দেয়, আপনাকে বুঝতে হবে যে, আপনার স্ত্রী খুব একটা বুদ্ধিমতি নন, কিংবা আপনাকে কোন কারণে পছন্দ করছেন না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসলে, আপনাকে ভুল কিছু করতে বাধা দেবেন, এবং সঠিক কাজ করতে সাহায্য করবেন; সুতরাং, সব বিষয়ে আপনার স্ত্রীকে জানাবেন।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

রানার ব্লগ বলেছেন: স্ত্রী মন বোঝা বড় দায়!! তাদের একটা বললে তার অন্যটা বোঝে। তাদের যদি বলি আমি লিখতে ভালোবাসি তাদের সরাসরি প্রশ্ন থাকে তাতে কি পয়সা আসে?!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনার স্ত্রী আরেকটু সমাদর চাচ্ছেন।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩

নতুন বলেছেন: নারীর মন বোঝা কস্টকর। যেহেতু বাইবের সমাজ, মানুষ, বিশ্ব সম্পর্কে তাদের বাস্তব ধারনা কম তাই তারা অনেক সময় সঠিক জিনিসটা বুঝতে সক্ষম হয় না। যেটা ঝামেলা তৌরি করে।

তাই স্ত্রী যেই ভাবে বোঝে তাকে সেই ভাবে বোঝাতে হয়। নতুবা ঝামেলা তৌরি হয়।

উপদেশটা আমার নয়, ইহা মানব সমাজে প্রচলিত একটি উপদেশ, "আপনি বিবাহিত হলে, স্ত্রী থেকে লুকিয়ে কোন কিছুই করবেন না"।

স্ত্রীর কাছে কোন কিছুই লুকানো ঠিক না। কিন্তু যদি স্ত্রীর বিষয়টা ভুল বুঝার সম্ভবনা থাকে তবে তাকে না বলাও খারাপ না। কিন্তু যদি আবার স্ত্রী জানতে পারলে লঙ্গাকান্ড করার সম্ভবনা থাকে তবে জানানোই ভালো নতুবা ঐসব কাজ না করাই ভালো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

সোনাগাজী বলেছেন:



স্ত্রী যদি লজিক্যাল বিষয়ে লংকাকান্ড ঘটায়, সেটা হবে ভয়ংকর বিষয়। পুরুষ যদি সৎ ও দায়িত্বশীল হয়ে থাকেন, স্ত্রী সব সময় পাশে থাকার কথা।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

নতুন বলেছেন: স্ত্রী যদি লজিক্যাল বিষয়ে লংকাকান্ড ঘটায়, সেটা হবে ভয়ংকর বিষয়। পুরুষ যদি সৎ ও দায়িত্বশীল হয়ে থাকেন, স্ত্রী সব সময় পাশে থাকার কথা।

নারীরা সম্ভবত লজিক্যালী ভাবনা কম করে, তারা আবেগ বেশি ব্যবহার করে।

পুরুষ সৎ ও দায়িত্বশীল হয়ে থাকেন, স্ত্রী সব সময় পাশে থাকার কথা।- এটা ঠিক। এটা অনেক স্ত্রী বোঝে হয়তো সময় লাগে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

সোনাগাজী বলেছেন:



নারীরা অবশ্যই পুরুষ থেকে বেশী আবেগী; তাই, আবেগের পরেই লজিক্যাল হওয়ার কথা, সময় লাগতে পারে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২২

জ্যাক স্মিথ বলেছেন: সৃজনশীল যে কোন কাজে প্রথম বাঁধা পরিবার থেকেই আসে, পরিবার আপনাকে খুব ভালোবাসে তাই তারা আপনাকে নিয়ে কোন রিস্ক নিতে চায় না, আর বুঝেনই তো রিস্ক বিহীন ভালো এবং নতুন কিছুও হয় না। পরিবার বলতে বাংলাদেশের পরিবার বুজিয়েছি, মা, বাবা, ভাই, বোন, স্ত্রী সহ সবাই। ব্যক্তিগত ভাবে আমি সবকিছু সবার কাছে শেয়ার করার পক্ষাপতি নই, সে যেই হোক।

আর আমার প্রায় সব বন্ধু বান্ধবকেই দেখি, স্ত্রীর কাছে বানিয়ে বানিয়ে আজগুবি সব গল্প বলে যা পুরোটাই মিথ্যে, এটা করে স্ত্রীর কাছে হিরো হওয়ার জন্য এবং তাকে খুশি করার জন্য। আমি এখানে খারাপ কিছুই দেখি না,আমি বিষয়টা সাপোর্ট করি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনার অনেক বেকুব বন্ধু আছে, দেখছি। কেহ মিথ্যা বললে, অনেক বিচক্ষণ বিচারকও টের পাবে না, কিন্তু তার স্ত্রী অক্ষরে অক্ষরে তা বুঝে ফেলে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

মিরোরডডল বলেছেন:



আপনার স্ত্রী আপনাকে ভালোবাসলে, আপনাকে ভুল কিছু করতে বাধা দেবেন, এবং সঠিক কাজ করতে সাহায্য করবেন; সুতরাং, সব বিষয়ে আপনার স্ত্রীকে জানাবেন।

ভেরি ওয়েল সেইড। হাজব্যান্ড ওয়াইফ হবে দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড এবং ওয়েল উইশার।

কিন্তু খেলাঘর সেদিন যে কারণে একটা পোষ্ট দিয়েছিলো, সেই অরিজিনাল পোষ্টে স্ত্রীকে লুকিয়ে কথাটির মাঝে একটা হাসির ইমোজি ছিলো, ওটা কোনো সিরিয়াস কথা ছিলোনা, ফান ছিল।

খেলাঘরের অভিজ্ঞতা থেকে কাউকে উপদেশ দিতেই পারে কিন্তু তাতে কেউ যদি রিয়েক্ট করে ওটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, মাইন্ড করলে চলবে না। So, cool down!

আরেকটা কথা, মেয়েরা হয়তো বেশি আবেগী হয় কিন্তু তাই বলে লজিক্যাল হবেনা এটা ভুল।
আবেগ আর লজিক দুটো সবসময় হয়তো একসাথে কাজ করেনা কিন্তু মাঝে মাঝে দুটো এপ্লাই করা সম্ভব।
আবেগ দিয়ে অনুধাবন করে লজিক দিয়ে কাজটা সম্পন্ন করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৭

সোনাগাজী বলেছেন:




আমার ধারণা, মেয়েদের বেলায় আবেগটা একটু বেশী, কিন্তু প্রয়োজনের সময়, লজিক ঠিকই কুলভাবে কাজ করে।

গতদিনের পোষ্ট দেয়ার কারণ ছিলো, ১ ব্লগার কপিরাইটিং, নাকি ফুলকপি-রাইটিং'এর উপর পোষ্ট লিখে, শেষের ২ প্যারায়, আমাকে বিদ্রূপ করেছিলো। আমার পোষ্ট ড্রাফট হয়ে গেলেও, উহা কাজ করেছে: যিনি আমাকে কটাক্ষ করেছিলেন, উনার লেজ খসে পড়েছে; এখন চেক করে দেখলাম, বিদ্রুপটা মুছে, লেখক সাধু হয়ে গেছেন।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২

জ্যাক স্মিথ বলেছেন: আপনার অনেক বেকুব বন্ধু আছে, দেখছি। খুব একটা খারাপ বলেননি, দ্বিমত করতে পারবো না। =p~

আর হ্যাঁ বাংলাদেশের নারীদের ঘরের বাইরের দুনিয়া সম্পর্কে ধারণা খুব কম, তাই আপনি তাদের কাছে মিথ্যা বা নানা ভুল ভাল বুঝিয়ে পার পেয়ে যেতে পারেন। কিন্তু কেউ যদি ক্রমাগত মিথ্যা বলেই যায় তাহলে তো ধরা খাবেই, মিথ্যা বলারও তো একটা লিমিট থাকতে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০০

সোনাগাজী বলেছেন:



বাংগালী নারীরা স্বামীর ব্যাপারে বেশী সহনশীল, মুখ খোলেন না; যেকোন বিবাহিত যুগলের মাঝে, বুঝার ক্ষমতা স্ত্রীরই বেশী।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: আপনার আগের পোষ্ট টি ড্রাফট করার কোনো কারন দেখি না। হয়তো কেউ অভিযোগ করেছেন, তা এডমিন ড্রাফট করতে বাধ্য হয়েছেন।

এই পোষ্ট ড্রাফট করা হবে না।
সব স্ত্রীলোক তো আর এক রকম না। সব ঘর সংসার একই নিয়মে চলে না। তবে স্ত্রীলোকের কথায় কোন স্বামী চলতে তার ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



ওখানে এক ব্লগারের ভুল শ্লোগানের সমালোচনা ছিলো; এবং মন্তব্যে, একই ব্লগারকে তিরস্কার করেছিলাম; কারণ, তিনি অকারণে আমাকে লক্ষ্য করে বিদ্রুপ করেছিলেন। সামু উনাকে টাইট দিয়েছিলো মনে হয়, বিদ্রুপগলো মুছে দিয়েছেন ভয়ে; আমি কাউকে বিদ্রুপ করি না; কাউকে কড়া কথা বললে, উহা মুছি না।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: আমি বিয়ের করার অনেক আগে থেকেই ব্লগিং করি।
সুরভি আমার ব্লগিং করাটা পছন্দ করে। তবে বাইরে আড্ডা দেওয়াটা পছন্দ করে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:




আমার স্ত্রী আমার সব পোষ্ট পড়েন; কারা আমাকে অকারণে অপদস্হ করার চেষ্টা করেন, তাদের সবাইকে চেনেন।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

বিটপি বলেছেন: আমি কিছু না বললেও সে কিভাবে যেন সবই বুঝে যায়। চাকরি ক্ষেত্রে একবার একটা বেশ বড় ব্যর্থতার বোঝা আমার ঘাড়ে এসে চেপেছিল। আমি আমার স্ত্রীর কাছে পুরো ব্যাপারটা গোপন রেখেছিলাম। কিন্তু আমার তখনকার মহিলা বস আমাকে একদিন দুপুরে লাঞ্চ করার সময় বলছিল, তুমি খুব ভাগ্যবান - এরকম একজন সাথী পেয়েছো। কি ব্যাপার জানতে চাইলে বলল, তোমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলেছে আমি যেন তোমায় কোন ধমক না দেই। ব্যর্থতা সে সহজভাবে নিতে পারেনা, তার উপর ধমকালে সে বিগড়ে যেতে পারে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:




স্ত্রীরা স্বামীর পাশে থাকেন বলে, স্বামীর দুর্বলতা ও ভুলকে সামনে আনেন না; ইহাকে অনেক ভুল বুঝে, মনে করেন যে, স্ত্রী টের পায়নি।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: আপনি নিজেই তো ব্লগের সবচেয়ে বড় বিরক্তিকর প্রানী। আপনি যাই লিখবেন তাই বিরক্তিকর হবে, এটা আর নতুন কী!
নিজের বাসায় কোনো কারণে ধরা খেয়েছেন তাই ব্লগে এসে এইসব পোস্ট দিচ্ছেন।
ঘুরিয়ে পেচিয়ে ত্যানা পেচিয়ে যা লিখেছেন তাই এক লাইনেই লেখা যায়। বাকিগুলো বেহুদা প্যাচাল পেড়েছেন অযথাই!

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:




আপনার লেখাগুলো খুবই পপুলার হয় সব সময়; সেদিন একজন গল্পকারের বই'এর উপর ( "পাঠ প্রতিক্রিয়া ৮ - রিপুচক্র (গল্প সংকলন) " ) একখানা রিভিউ দিয়েছিলেন; আপনার পোষ্ট ২য় পাতায় যাবার পর, আমি ১টা মন্তব্য করেছিলাম, "সুন্দর"। এখন চেক করলাম, আমার মন্তব্যটা একাকীত্বের দু:খে কাঁদছে।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে এর ওর পোস্টে লাফিয়ে গিয়ে তির্যক মন্তব্য করতে দেখেছি । সেই তির্যক মন্তব্যের বিপরীতে কঠিন প্রতিউত্তর দেখেছি। যেটা সহ্য করা কঠিন।
এরপর সেই কঠিন প্রতিউত্তর সহ্য করতে না পেরে সেটার বিপরীতে আপনি আরেকটা পোস্ট দেন।

ব্লগিংয়ে এই ধারা আপনি চালু রেখেছেন। যতদিন চালু রাখবেন ততদিন ওয়াচ লিস্টে পড়ে থাকা আমরা আপনাদের ব্লগিং ওয়াচিং করতে করতে মজা নিবো।


সিনিয়র কোন ব্লগারদের থেকে এটা কাম্য না। এটাকে ব্লগিং বলে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনার মন্তব্যের ওজন আছে; যারা সোভিয়েতে বড় হয়েছেন, তাঁদের কমপক্ষে এই গুণটা আছে।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১০

নূর আলম হিরণ বলেছেন: পুরুষের নিশ্চয়তার চেয়ে অনেক সময় স্ত্রীর অনুমান বেশি সঠিক হয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:




আমার ধারণ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার বড় এলাকায়, নারীরা পুরুষ থেকে সব বিষয়ে ভালো ধারণা রাখেন।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি সোভিয়েতে বড় হইনি।জীবনে সোভিয়েতে যাইনি।
আপনার কোথাও ভুল হচ্ছে।


এই ব্লগে যদি নিয়মিত কারো পোষ্ট পড়ে থাকি সেটা আপনার।
সেই দাবী থেকে অনেক কিছু বলা যায়। আমার পোস্টের মত আমার মন্তব্যও হালকা। ভারী করে দেখার কারণ নেই।


১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:




অসুবিধা নেই, আপনি সোভিয়েত কালচারের বই পড়েছেন।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার স্ত্রী আমার সব পোষ্ট পড়েন; কারা আমাকে অকারণে অপদস্হ করার চেষ্টা করেন, তাদের সবাইকে চেনেন।

তাহলে উনি নিশ্চয়ই আমাকেও চিনেন? আমার কন্যাকেও চিনেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:




আপনাকে অশ্যই চেনেন; নীল আকাশ, জটিল ভাই, জুল ভার্ন, অপু, জ্যাকেল, রেজাউল৯০...রেজাউল৭৪, প্রমুখকে চেনেন।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: কিছু মানুষের নোংরা রুপ দেখে তিনি নিশ্চয়ই বিরক্ত?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:




প্রবাসে এসে বাংগালীরা ভালো মানুষজনকে দেখছেন; এরা এখন নিজদেশের শিক্ষিতদের আচরণকে তুলনা করতে পারছেন।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

নীল আকাশ বলেছেন: এখন চেক করলাম, আমার মন্তব্যটা একাকীত্বের দু:খে কাঁদছে।
যার বই নিয়ে লিখেছিলাম তিনি ব্লগের কেউ না । কিছুটা অপরিচিত লেখক নতুন উঠে আসার চেষ্টা করছে। আমি সব সময় নতুন লেখক লেখিকাদের বই কিনে তাদের সাহায্য করি। তাই অনেকেই সেই পোস্ট পড়েনি।

নীল আকাশ, জটিল ভাই, জুল ভার্ন, অপু, জ্যাকেল, রেজাউল৯০...রেজাউল৭৪, প্রমুখকে চেনেন।
সুরভী ভাবীকে সালাম রেখে গেলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনার মতো লেখকদের লেখা মানুষকে আদিযুগের দিকে নিয়ে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.