নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জীব জগতে মানুষই সবচেয়ে জ্ঞানী, এটা বুঝতে বেশ সময় লেগেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২২



এখন কোন শিক্ষিত মানুষের সন্দেহ নেই যে, জীব জগতে মানুষই সবচয়ে জ্ঞানী ও শক্তিশালী। মানব জাতি কোনকালে, অন্য কোন জীবকে তার চেয়ে জ্ঞানী ভাবতো কিনা, সেটা জানার উপায় নেই। আদিকালের মানুষ রূপকথা রচনা করেছে, যেখানে তারা নিজেরাই অতিমানব, দেবতা, সৃ্ষ্টিকর্তা, অদৃশ্যমান চরিত্রের সৃষ্টি করেছিলো, যাদেরকে মানুষ থেকে শক্তিশালী হিসেবে দেখানো হয়েছিলো; আজকেও অনেকই সেই ধরণের রূপকথার চরিত্র সৃষ্টি করে যাচ্ছে, কেহ তাকে সাহিত্য হিসেবে নিচ্ছে, কিছু মানুষ উহাকে বাস্তব হিসেবেও নিচ্ছে।

মহাবিশ্বের ক্রমাগত পরিবর্তন ও আমাদের গ্রহের প্রাকৃতিক শক্তির বিবর্তনে প্রানের উদ্ভব ঘটেছে; সেই প্রাণ থেকে জীব জগত সৃষ্টি হয়েছে; এদের মাঝে মনুষ্য জাতিই সবচেয়ে জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে; সেটার পেছনে কাজ করেছে তাদের শারীরিক ও মানসিক গঠন এবং চিন্তাশক্তি। লজিক্যাল ভাবনাশক্তি মানুষের জ্ঞানকে রিফাইন করে যাচ্ছে ক্রমাগতভাবে; ফলে, মানুষের ভুল ধারণাগুলো ক্রমেই কমে আসছে, মানব সমাজ জ্ঞানভিত্তিক সমাজে পরিণত হচ্ছে।

মানব সমাজ তাদের জ্ঞানকে সন্চিত করে রাখার জন্য ও পরবর্তি জেনারেশনকে দেয়ার জন্য মাধ্যম আবিস্কার করেছেন; তার শুরুটা ছিলো বই'এর মাধ্যমে; এখন ইহা ডিজিটেল মাধ্যম অবধি চলে গেছে।

বিশ্বের সব এলাকার মানুষের জ্ঞান আহরণ, জ্ঞানচর্চা সমভাবে হচ্ছে না; মানুষের সন্চিত জ্ঞান পরবর্তি জেনারশনের কাছে হস্তান্তরিত করার জন্য মানুষ শিক্ষালয় প্রতিষ্টা করেছেন, লাইব্রেরী ও তথ্যভান্ডারের সৃষ্টি করেছেন।

মানুষ পৃথিবীময় ছড়িয়ে থাকার ফলে, মানুষ জাতি ও গোত্রে বিভক্ত হয়েছে; তারা ভাষা, সংস্কৃতি ও সম্পদের দিক থেকে সমস্তরে নেই; ফলে, তাদের জীবন প্রণালী, পদ্ধতি একমুখী হয়নি, এক লেভেলে থাকেনি। ইহা বেশ সমস্যার সৃষ্টি করেছে; আজকের বিশ্ব এই সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে; সময়ের সাথে, মানুষ এই সমস্যার সমাধানও বের করবে।


মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু বানর বিবর্তীত হলো, কিছু বানর বিবর্তীত হলো না কেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



বানর বানরই আছে, বানর থেকে মানুষ হয়নি; কোন মানুষ শারীরিকভাবে বানরে পরিণত হবে না, চিন্তার কোন কারণ নেই।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


জ্ঞানী হয়ে মারা যেতে পারে কতভাগ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:


সব শিক্ষিত মানুষই কিছু পরিমাণ জ্ঞান আহরণ করে থাকে।
আপনার অনেক বাক্যের অর্থ পরিস্কার হয় না।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

বিষাদ সময় বলেছেন: ভাল লিখেছেন। বিবর্তনবাদ বা ধর্ম কোন কিছু নিয়েই আমার কোন এলার্জি নাই। বিবর্তনবাদ যদি সত্যও হয় তারপরও তার দ্বারা সৃষ্টিকর্তা আছেন বা নাই তার কিছুই প্রমাণিত হয় না। আমার জানামতে কোন এককোষী প্রাণী থেকে আজ পৃথিবীতে এত ধরণের প্রাণী সৃষ্টি হয়েছে বলে বিবর্তনবাদে ধারণা করা হয় এবং এই কোষী প্রাণীটি সৃষ্টি হয়েছিল আদি পৃথিবীর নানা প্রাকৃতিক ক্রিয়া প্রতিক্রিয়ায়। কিন্তু বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও ল্যাবরেটরিতে কোন এক কোষী প্রাণী সৃষ্টি করতে পারেননি। কাজেই আমি যতটুকু জানি প্রাথমিক প্রাণ সৃষ্টির রহস্যটা বিজ্ঞানীদের কাছে এখনও অজানাই রয়ে গেছে। ধন্যবাদ।

প্রাসঙ্গিক হওয়ায় অন্য পোস্টে করা মন্তব্য কপিপেস্ট করলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:


প্রকৃতিতে যেই পরিবেশে যেইসব পদার্থের পরিবর্তনের ফলে প্রানের সৃষ্টি হয়েছিলো, মানুষ ল্যাবে সেই সব কম্বিনেশনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি এখনো; হয়তো, একসময় পারবে, কিংবা পারবে না।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে বিবর্তনে কি হলো? এটা নিয়ে এত হইচই কেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:




বিবর্তন আজকের জীব জগত ও বিশ্ব নিয়ে একটি জ্ঞানী ও লজিক্যাল ব্যাখ্যা। এই ব্যাখার কারণে মানুষ ফিজিওলোজী, এনাটমি, মেডিসিনে সঠিক জ্ঞান লাভ করতে সমর্থ হচ্ছে, নতুন নতুন টেকনোলোজী বের করতে পারছে।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৯

কামাল১৮ বলেছেন: অল্প কথায় খুব গুরত্বপূর্ণ কিছু ইসু তুলে ধরেছেন।দেখা যাক কে কি বলে।মন্তব্যের মাধ্যমে তার চিন্তা ধারা পম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



সারা বিশ্বে মানুষ এসব নিয়ে কাজ করছে; কোন কোন জাতি এসবে অনেক জ্ঞান সন্চয় করেছে, অনেক জাতি ইহা বুঝতে সমর্থ হচ্ছেনা।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টের সাথে ধার্মিকগণ একমত হতে পারবেন না।
যদিও আপনি সঠিক কথা লিখেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



উনাদের নিজস্ব ভাবনাচিন্তা আছে; উনারা তো কোভিড'এর টিকা বানাতে যাচ্ছে না; কিংবা এটমিক বিদ্যুৎ কেন্দ্র বানাবেন না; ফলে, উনারা নিজের মতো চিন্তা করে, শান্তিতে থাকলেই হলো।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে তো দেখছি বিবর্তন একটি নিরিহ বিজ্ঞান। বির্তন বিষয়ে যে একটা ছবি-চিত্র প্রচার করা হয় এটা প্রচার করার তবে মানেটা কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



একই ভাবানার বিবিধ গ্রাফিক্যাল ব্যাখ্যা আছে, যেটা উত্তম সেটাই গ্রহনযোগ্য; ভাবনাটা লজিক্যাল হলে, উহাতে ভুল থাকার সম্ভাবনা নেই।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

সাগর শরীফ বলেছেন: কেউ সমান্তরাল মহাবিশ্বে বিশ্বাসী কেউ বিবর্তনবাদে। যে বা যারা এর কোনটিতেই বিশ্বাস করে না, তাদের বিষয়ে আপনার মতবাদ কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



সবকিছুকে একসাথে ১টি বিশ্ব ধরা হয়েছে; এরপর, উহাকে গ্যালাক্সীতে ভাগ করা হয়েছে। যদি সমান্তরালে আরো কিছু থাকে, উহাও "এক বিশ্বের" অংশ। যারা কোনটাতে বিশ্বাস করে না, মানে হচছে, বিশ্ব সম্পর্কে তাদের সঠিক কোন ধারণা নেই।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৬

জ্যাক স্মিথ বলেছেন: আমি একটা মিম পোস্ট করলাম এই কমেন্টে, যদি অফেন্সিভ মনে হয় তাহলে ডিলিট করে দিয়েন। পৃথিবীতে এখনো বানর কেন রয়েছে এই প্রশ্ন যারা করে শুধু তাদের উদ্দ্যেশে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৮

সোনাগাজী বলেছেন:



মানুষ হচ্ছে Hominidae ফ্যামিলীর সদস্য; মানুষ বানর বা গরিলা থেকে হয়নি; গরিলাও Hominidae ফ্যামিলীর সদস্য

সিংহ Felidae ফ্যামিলীর সদস্য, সিংহ বিড়াল থেকে হয়নি; কিন্তু বিড়ালও Felidae'এর সদস্য

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৫০

জ্যাক স্মিথ বলেছেন: আমি ভাবছি ভবিষ্যতের বিবর্তন নিয়ে, মানুষ্য প্রজাতির যদি পুরোপুরি বিলুপ্তি না ঘটে তাহলে লক্ষ বছর পর মানুষের শারীরিক কি কি পরিবর্তন ঘটতে পারে তা নিয়ে, এবং মানুষের বুদ্ধিমত্তা ঠিক কোন উচ্চতায় উঠতে পারে তা ভাবতেই শিহরিত হই। আমার মনে হয় এক সময় মানুষ মহাবিশ্বে, গ্রহ থেকে গ্রহান্তরে ছড়িয়ে পরবে, নিমিষেই হয়তো আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করবে। দূর কোন গ্রহ থেকে তারা বলবে "এক সময় পৃথিবীতে আদিম যুগের মানুষ বাস করতো তারাই আমাদের পূর্ব পুরুষ" কিন্তু এক শ্রেনীর মানুষ বিরোধীতা করে বলবে- "না, এটা হতে পারে না পৃথিবী নামক আবর্জনা থেকে আমরা উঠে আসতে পারি না, আর পৃথিবীর মানুষই যদি আমাদের পুর্বপুরুষ হয় তাহলে আমাদের মাথার চুল কই"?....... ইত্যাদি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৩

সোনাগাজী বলেছেন:



এই গ্রহ থেকে মানুষ অন্য কোন তারকার ( সুর্যে ) বসবাসযোগ্য গ্রহে যেতে পারবে না; সেই ধরণের কোন জ্বালানী থাকবে না; এখন রকেটের যেই গতি আছে, এর থেকে গতি খুব বেশী বাড়ানোর উপায় নেই মনে হয়। অন্য কোন গ্রহে পৌঁছার আগে, যানের মাঝে মানুষের মৃত্যু হবে।

মানুষ ক্রমেই প্রজনন ক্সমতা হারিয়ে ফেলবে।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৩

অনল চৌধুরী বলেছেন: সব সুন্দর প্রজাপতির সৃষ্টি হয় অসুন্দর মথ থেকে।
ইহা কি বিবর্তন নহে !!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৫

সোনাগাজী বলেছেন:


ইহা আসলে বিবর্তন নয়, ইহা লাইফসাইকেলের একটা ফেইজ।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৫

চৌধুরী আসিফ বলেছেন: প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অত্যধিক শোষণ এবং মানব উন্নয়ন আমাদের গ্রহটিকে একটি নিষ্ঠুর গতিতে পরিবর্তন করছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:১৭

সোনাগাজী বলেছেন:


মানুষ গ্রহের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে; এখন থেকে চেষ্টা করলে, ইহাকে রোধ করা সম্ভব।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৮

রানার ব্লগ বলেছেন: অন্যসব জীবের মতো মানুষ একসময় বিলুপ্ত হবে নতুন প্রাজতির আগমন ঘটবে। সেই সময় টা দেখতে পেলে ভালো হতো মানুষের পরিবর্তে কোন প্রজাতি এলো জানা যেতো। তারা কি মানুষের থেকে বেশি বুদ্ধিমান হবে না কি আবার সেই আদিম রুপে ফেরত যাবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:১৩

সোনাগাজী বলেছেন:



অন্য কোন জীব, মানুষের স্হান পুরণ করার মতো শারীরিক গঠন ও বুদ্ধিমত্তা অর্জন করার মতো প্রাকৃতিক পরিবেশ বিরাজ করবে বলে মনে হয় না।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১১

অনামিকাসুলতানা বলেছেন: এ্ত অল্প কথায় এত সুন্দর ব্যখা, সোনা গাজী ভাইয়ার পক্ষেই সম্ভব।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৬

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করেছি, পড়তে গিয়ে যেন কেহ ক্লান্ত না'হয়।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪

বিটপি বলেছেন: কিভাবে বুঝলেন মানুষই সবচেয়ে জ্ঞানী? অন্য কন প্রাণীর জ্ঞান বুদ্ধি যাচাই করার চেষ্টা কি করেছেন? তাদের সাথে যোগাযোগের কোন উপায় বের করতে পেরেছেন? যে মানুষ অন্য কোন প্রাণীর জ্ঞান বুদ্ধি যাচাইই করল না, সে আবার নিজেকে সবার চেয়ে জ্ঞানী ভাবে কি করে?

গরুর বুদ্ধি - সুকুমার রায়

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:




আপনার কথা সোনার পর, মনে হচ্ছে, অন্য জীবের মাঝে আপনার থেকেও জ্ঞানী থাকতে পারে।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

নতুন বলেছেন: বেশির ভাগ মানুষ মানুষই নিজেকে অসহায় ভাবে, তারা চেস্টা না করে ভাগ্যের হাতে নিজেদের সপে দেয়।

তাই তারা তাদের পক্ষে কি কি সম্ভব ছিলো সেটা জানতেও পারেনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় সাহিত্য ও কালচার মানুষকে জীবন সম্পর্কে সঠিক ধারণা দেয় না; একটা ভুল ধারণা হলো, মৃত্যুর পর ভালো জীবনের আশা।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই লেখাটি আপনার অন্য সব লেখার থেকে কেমন আলাদা আলাদা মনে হলো!!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



মোটামুটি কিছুটা আলাদা, আমি সামান্য কথায় মানুষের জীবন নিয়ে আলোচনা করতে চেয়েছি।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: মানুষের ক্ষমতা সীমাহীন। ঈশ্বরের চেয়ে বেশী ক্ষমতা মানুষের। মানুষই ঈশ্বরকে তৈরি করেছে। ধর্মীয় কিতাবে শুধু বলা হয়েছে। আর মানশূহ করে দেখিয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় বইগুলোতে আদিযুগের মানুষের জীবন-ভাবনার প্রতিফলন ঘটেছে।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ জ্ঞানী। আবার মানুষ ই কিন্তু বোকা। মানুষের বোকামি সকল জীবের জন্য কষ্ট ডেকে আনে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



তৃতীয় বিশ্বের মানুষকে শিক্ষর সুযোগ না'দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে। আমাদের সব ব্যুরোক্রেটদের ছেলেমেয়েরা বিদেশে পড়ছে, আর তাদের পরিবার চালাচ্ছে ১০/১৫ বছরের কিশোরীরা, চাকরাণীরা; এসব চাকুরাণী কি জ্ঞানী হওয়ার সুযোগ থেকে বন্চিত হয়নি?

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আমি চাকরানীদের নিয়ে একটা পোষ্ট লিখেছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:


কখন, আজকে লিখেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.