নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

"পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯



২০২৩ সালের বইমেলার শ্লোগান হচ্ছে, "পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"। শ্লোগানটি পড়ে বুঝতে পারলাম, এখানেও কেহ দালালী করে শেখ সাহবের নামে শ্লোগান লাগায়ে দিয়ে, শেখের কন্যা থেকে কোন ধরণের সুবিধা নিয়েছে, কিংবা নেয়ার জন্য ফাঁদ বসায়েছে। দুনিয়ার যত প্রশ্নফাঁস জেনারেশনের লোকজন আজকাল শ্লোগান বানাচ্ছে। বই মেলার বই পড়ে লোকজন 'বঙ্গবন্ধুর বাংলাদেশ' গড়বে? বইমেলার ৮০ ভাগ বই বাদাম ও ছানাচুর বিক্রির ঠোংগায় পরিণত হবে শীঘ্রই।

লোকজনকে কেন বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে হবে? শেখ সাহেবের মেয়ে সরকার ও দলের সর্বোচ্চ পদে যথাক্রমে ১৮ ও ৪২ বছর থেকেও কি "বঙ্গবন্ধুর বাংলাদেশ" গড়ার কাজ শেষ করতে পারলেন না? উনি কি কোনদিন "বঙ্গবন্ধু বাংলাদেশ" গড়তে চেয়েছিলেন? উনি যদি গড়তে চান, উনাকে বাধা দেয়ার মতো কে আছে, মির্জারা, রিজভী, নুরা পাগলা?

বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে অনেকেই জানেন যে, শেখ হাসিনা একাই পুরোদেশের মানুষের চেয়ে বেশী শক্তিশালী, উনি যা চাইবেন, তাহাই ঘটিবে।

শেখ সাহেব ৬ টা দফা দেয়ায় বাংলাদেশ স্বাধীনতার দিকে গেলো, মানুষ প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করলেন; এরপর, দেশের অবস্হা ভালোর দিকে নেয়ার জন্য উনি 'বাকশাল' করলেন; বাকশাল করায় উনার প্রাণ গেলো। বাকশালে এমন কি ছিলো যে, মিলিটারীকে কাজে লাগায়ে উনাকে হত্যা করা হলো? ছিলো, বাকশাল ছিলো, সমাজতন্ত্র কায়েমের জন্য ১টা প্লাটফর্ম।

শেখ হাসিনা এক সময় জেনে গেছেন, কাহারা বাকশাল চাহেনি, কাহারা শেখকে সরায়ে দিয়েছে; সবকিছু জেনেশুনে তিনি বাকশাল নিয়ে চুপ হয়ে গেছেন। তিনি বাবাকে ভালোবাসেন, উনার নামে সেতু বানান, স্যাটেলাইট উড়ান, রাস্তার নাম দেন; কিন্তু উনার ভাবনা, "বাকশাল" কথাটা উচ্চারণ করেন না।

শেখের কন্যা নিজে যা করেন না, সেটা নাকি মানুষকে করতে হবে, কিসব হাবিজাবি কথাবার্তা!


মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০

শূন্য সারমর্ম বলেছেন:


হাসিনা এখন বাকশালে নজর দিলে ন্যাটো ইউক্রেন বাদ দিয়ে ঢাকায় নজর দিবে; রাশিয়া ফোর্স অর্ধেক করে গুলিস্তানে নামিয়ে দিবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



উনার গুরু উনাকে ভালো ট্রেনিং দিয়ে গেছেন

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২২

শূন্য সারমর্ম বলেছেন:


গুরু কে? ইন্দিরা?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



ইন্দিরা গান্ধী

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

এম ডি মুসা বলেছেন: চাঁদগাজি/ সোনা গাজি/ ভাই আপনার উচিত বঙ্গবন্ধু নামটা ঠিক করে লেখা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



সামুতে ইহা সঠিকভাবে লিখতে জানি না, আপনার কমেন্ট থেকে কপি করে ঠিক করে দিলেম, ধন্যবাদ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: সারা বিশ্বে এখন সমাজতন্ত্র বিরোধী শক্তি জোরদার।বাংলাদেশ তার বাইরে না।শেখ হাসিনা এটা ভালো করেই জানেন।
শাপলা চত্তর থেকে হেফাজতিদের সরাতে তিনি জনগনকে ডাক দিয়ে ছিলেন।একজনকেও পাশে পান নাই।সে দিন থেকেই তিনি ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ান।সম্পুর্ণ প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে যান।কৌশল করে হেফাজতিদের শূন্য শক্তিতে পরিনত করেন।শেখ হাসিনার জন্যই বাংলাদেশ এখনো আফগান হয় নাই।এই সময়ে শেখ হাসিনার বিরোদ্ধে যাওয়া ঠিক হবে না।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



উনি যেই অর্থনীতি রেখে যাবেন, তাতে দেশ আফগানিস্তানে পরিণত হবে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০১

এম ডি মুসা বলেছেন: বঙ্গ শব্দের অর্থ পুরো বাংলার স্থান
বন্ধু শব্দ হলো মিতা বা সঙ্গী.... বঙ্গবন্ধু শেখ মুজিব কে বোঝায় না....বঙ্গবন্ধু বলে যাকে আমরা চিনি তিনি শেখ মুজিবুর রহমান
আমাদের উচিত যে ....একজন সংগ্রামী মানুষ দেশের জন্য তিনি েএবং তার সহকর্মী যা করেছেন তা আর কেউ করেনি.... আমরা দেশকে কি দিয়েছি তার চেষ্টা সবাই মিলে বাংলা জাতি বাংলা ভাষা নিজের একটি জাতি ভাষা মিলে রাষ্ট হয়েছে

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



রাষ্ট্রের প্রতিষ্টা যারা করেছেন, তাঁরা নিজের মতো করে ইহাকে গড়ার সুযোগ পাননি।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: আপনাকে বলি- বর্তমানে যারা বাংলা একাডেমিতে কাজ করছে, তাঁরা কেউ যোগ্য ও দক্ষ নয়। কি করে তাঁরা এরকম একটা প্রতিষ্ঠানে সুযোগ পেলে সেটা ভেবে পাই না। তাঁরা প্রত্যেকে চাটুকার। জাস্ট চাটুকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



যাদের সৃজন ক্ষমতা নেই, তারা লতাপাতর মতো জড়ায়ে থাকে।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: তবে আমাদের দেশের ক্ষমতাবান ব্যাক্তিতা চাটুকারিতা খুব পছন্দ করেন। হোক সে শেখ হাসিনা, হোক সে সাহত্যিক অথবা ব্যবসায়ী।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:


যোগ্যতাহীনরা কি করছে, তারা নিজেরাও জানে না।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: উক্ত শ্লোগান বাংলা একাডেমী করে থাকলে এটা সরকারী শ্লোগান।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:


শেখ সাহেবকে যেজন্য হত্যা করা হয়েছিলো, শেখ হাসিনা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিলেন?

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৪

জ্যাক স্মিথ বলেছেন: যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তাই বঙ্গবন্ধুর নামই তো থাকবে। বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমানের নাম থাকতো।
আর নুরা পাগলার খবর কি? অনেকদি ধরে পাগলারে চিল্লা চিল্লি করতে দেখি না।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



নুরা পাগলা হাইকোর্টের মাজারে গেছে।

শেখ সাহবের নাম যে, আওয়ামী লীগ এখনো মুখস্হ রেখেছে, এটা বিশাল ব্যাপার।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যার যা প্রাপ্য সে তাই পাবে,
ইতিহাস কেউ বদলাতে পারবেনা

................................................................
আমরাও তাই সকলকে তার ভালো কাজের জন্য
সম্মান করা আবশ্যক ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি কি বাংলাদেশে আছেন?

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: দালালের কবলে প্রিয় দেশ এইটাই সত্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫২

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেবের কন্যা দেশ চালাচ্ছেন দীর্ঘ সময় ধরে, দল চালাচ্ছেন ৪২ বছর; আর কত বছর লাগবে শেখ সাহেবের বাংলাদেশ গড়তে?




১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩

চারাগাছ বলেছেন:
বই পড়ে দেশ গড়তে হলে কতগুলো বই পড়া লাগতে পারে ?
বই পড়ে কি দেশ গড়া সম্ভব ?
যারা দেশ গড়েছেন তারা পাঠক হিসেবে কেমন ছিল।

কামাল সাহেব আফগান বলতে শুধু তালিবানি শাসন বোঝেন।
আফগান বলতে দেশের অর্থনৈতিক দুরবস্থা বোঝেন না , দেশের অচলাবস্থা বোঝেন না।
উনি বিজ্ঞ লোক তবুও মাঝে মাঝে ভুল করেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১

সোনাগাজী বলেছেন:



জ্ঞানীরা সব ধরণের বই বুঝতে পারেন; কমশিক্ষিতরা বইয়ের অনেক কিছু বুঝেন না।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৩

রানার ব্লগ বলেছেন: চাটার দলের সংখ্যা দিনে দিনে বাড়ছে । একটা সময় ছিলো মুষ্টিমেয় কিছু চাটুরে ছিলো এখন আবাল বৃধ্য বনিতা সবাই চাটায় ব্যাস্ত । এদের চাটার বহর দেখে অনুভব হয় কোন রাস্ট্রে নাই আছি কোন পর্ন সাইটের পেইজে । কষ্ট লাগে কবী সাহিত্যিক লেখক উপন্যাসিক এরা যখন চাটুরে দলে যোগ দেয় !

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনাকে মনে করে দেয়ার সময় হয়েছে, উনি সরে যাবার পর, উনার দলেরকি হবে।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার এক কলিগ গতকাল বই মেলাতে গিয়েছিল। তার ভাল লাগেনি পরিবেশটা। সব খানে অযাচিত বঙ্গবন্ধুর ব্যবহার। একটা বই দেখল তার নাম লেখা - বঙ্গবন্ধুর বিজ্ঞান ভাবনা ও বাংলাদেশ। আমার মনে হয় এখন শেখ হাসিনাও জানেন না যে তেনার পিতার নাম কোথায় কোথায় বিক্রি হচ্ছে। কারণ সবাইকে সুবিধা পেতেই হবে এবং শেখ হাসিনা আমলেই...

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



গতবারের বইমেলায় আসা, শেখ সাহবের উপর লখা একটা বই আমাকে পাঠানো হয়েছে; বইটি শেখকে নিয়ে বিবিধ লোকদের লেখা প্রবন্ধের সমষ্টি; সেখানে আমি একটা প্রণতা দেখলাম, দেশ স্বাধীন করার পেছনে শেখ সাহবের কথা আছে, কিন্তু জনতার ভুমিকা আসেনি। শেখ সাহেব এই ধরণের লেখা পছন্দ করতেন বলে মনে হয় না।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনাকে মনে করে দেয়ার সময় হয়েছে, উনি সরে যাবার পর, উনার দলেরকি হবে।

বর্তমানে বিএনপির যে হাল সেই হাল হবে !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ বিভক্ত হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.