নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

এডমিনকে উনার কাজ করতে দিন।

০৬ ই জুন, ২০২৩ দুপুর ১:১৪



এডমিন সাহেবের পোষ্টে কমেন্ট করতে না'পারায়, এই কয়লাইন লিখতে হলো:

এডমিন সাহেব প্রতিযোগীতার ব্যবস্হা করেছেন, ইহাকে সফলতার সাথে সম্পন্ন করার জন্য দরকারী নিয়মকানুন সম্বলিত পোষ্ট দিচ্ছেন; উহাতে সবাই মন্তব্য করে নিজেদের মতামত ব্যক্ত করছেন, তিনি ফিডব্যাক পাচ্ছেন। বিচারিক প্যানেল নিয়ে তিনি ২য় পোষ্ট দিয়েছেন, ইহাকে চলতে দিন; উনার সমান্তরালে পোষ্ট দিয়ে প্রসেসটাকে প্রভাবিত করার চেষ্টা করা ঠিক হবে না; ইহাতে সবকিছু জগাখিচুড়ি হয়ে যাবে।

আমার কমেন্ট ক্ষমতা নেই, আমি আমার মতামত জানাতে পারছি না, কারো নাম প্রস্তাব করতে পারছি না; কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না; আমার বিশ্বাস, এডমিন ফিডব্যাক পাচ্ছেন, এবং সফলভাবে বিচারিক প্যানেল গঠন করে, পুরো প্রসেসটাকে সফলভাবে সমাপ্তির দিকে নিয়ে যাবেন।

মাঝখান থেকে আপনারা পোষ্ট মোষ্ট দিয়ে, অকারণ ৭/৮ জনের প্যানেলের নাম দিয়ে, ইহাকে টেনেটুনে লম্বা করে ফেলছেন। এডমিনকে ফিডব্যাক দেন, কিন্তু নিজেরা অকারণ নতুন নতুন পন্হা বের করবেন না।

এই পোষ্টিটি আমার দেয়ার দরকার ছিলো না, কমেন্ট ক্ষমতা না'থাকাতে এই কয়েক লাইনের পোষ্ট লিখতে হলো।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৩

আমি সাজিদ বলেছেন: আপনি বিচারকদের একজন হতে চান?

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



না, ধন্যবাদ।

ড: আলী, আহমেদ জি এস, খায়রুল আহসান, প্রমুখ বিচারিক প্যানেলে না'আসার কারণ কি?
শুধু ড: আলীর শারীরিক সমস্যা আছে।

২| ০৬ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৪

ঢাবিয়ান বলেছেন: আমি কোন সমান্তরাল পোস্ট দেইনি। এডমিনের আগের পোস্টে অনেক ব্লগার বিচারক হতে অপারগতা জানিয়েছেন। যারা অপরাগতা জানায়নি, তারাও আগ্রহী কিনা বোঝা যাচ্ছে না। তাই আমি চাইছি মনোনিত ব্লগারদের মতামত জানতে, আদৌ তারা আগ্রহী কিনা। তারা মতামত জানালে নির্বাচন প্রক্রিয়া সহজ হবে ব্লগারদের জন্য। কা_ভা র পোস্ট হোক পুরোপুরি নির্বাচন সংক্রান্ত, মতামত সংক্রান্ত নয়।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্টটি অপ্রয়োজনীয়, এডমিনকে উনার পোষ্টে ফিডব্যাক দেন।

৩| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৮

নস্টালজিয়া ইশক বলেছেন: জঠিল ও ভুয়া বেশ উৎসাহিত আয়োজন নিয়ে।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:


এদের পোষ্ট বিভ্রান্তির সৃষ্টি করবে ও পুরো প্রসেসের গুরুত্ব কাময়ে দেবে; এডমিনকে সবাই সাহায্য করছেন, উনি সফলভাবে সবই করতে পারবেন।

৪| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: সার্ভে মানকি দিয়ে খুব সহজে ভোটিং পেজ তৈরী করা যায়, যারা যারা নির্বাচক হতে চায় তাদের নাম দিয়ে একটা ভোটিং পেজ খুললেই তো ঝামেলা চুকে যায়, সব ব্লগার নিজ নিজ ইমেইল আইডি দিয়ে ওখানে গিয়ে ভোট দিবে, এভাবে নির্বাচক নির্বাচন করলে সবচেয়ে সহজ হবে।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:




এডমিন সাহেন টেকনিক্যাল মানুষ, উহা জানার কথা; আপনি মন্তব্য করে বলুন।

৫| ০৭ ই জুন, ২০২৩ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: আপনি কখনও প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন না কেন?

০৭ ই জুন, ২০২৩ রাত ১:৪৩

সোনাগাজী বলেছেন:



আমাকে টার্গেট করা হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.