নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কানাডার জংগলে আগুন, ধোঁয়ায় নিউইয়র্ক শহর অন্ধকারে।

০৭ ই জুন, ২০২৩ রাত ১১:৫১



**** নিউইয়র্ক শহরের ইতিহাসে সবচেয়ে ভয়ানক পলুশান*****

এই মহুর্তে নিউইয়র্ক শহরে সুর্য দেখা যাচ্ছে না; আকাশ মেঘমুক্ত, কিন্তু কানাডা জংগলের আগুন থেকে উড়ে আসা ধোঁয়ায় শহর অন্ধকারে ডুবে গেছে। গতকাল ভোরে আমি ঘুম থেকে উঠে, চোখে আইড্রপ দিয়েছি ( ভোর ৫ টায় ); ৭টার পর বাহিরে তাকিয়ে দেখি সুর্যের আলো নেই, এবং সুর্য একেবারেই লাল। আমি ভয় পেলাম, চোখের কি ১২'টা বাজলো? চোখে পানি দিয়ে সিএনএনে গেলাম; খবর শুনে বুঝলাম, আমার চোখ ঠিক আছে, ইহা ঘটেছে কানাডা থেকে আগত ধোঁয়ার ফলে।

আজকে অবস্হা ভয়ানক, বাহিরে ধোঁয়ার গন্ধ, একটা লালচে আলো আছে; কিন্তু সুর্য একেবারেই দেখা যাচ্ছে না। কানাডা বলছে, আজকের ভেতরে আগুন কন্ট্রোলে আসবে। লোকজন মাস্ক পরে চলাফেরা করছে; অনেকে ঘরে ফিরে গেছেন; আমরা বাতি জ্বালায়ে রেখেছি ঘরে।

ধারণা করা হচ্ছে, এই ধরণের ঘটনা ঘটতে থাকবে আগামী ৫ বছর; আগামী ৫ বছর সারা বিশ্বে প্রতি গ্রীষ্মে ভয়ানক দাবদাহ হবে; এতে শুধু মানুষ নয়, সকল জীব, গাছপালা ও চাষের ক্ষতি হবে।

পুরো পাকভারত, মিডলইষ্ট ও আফ্রিকা ভয়ানক সমস্যার মাঝে পড়বে।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৩ রাত ১২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই দাবানল শুরুর পরে এটাকে থামাতে মানুষের ভুমিকা কতটুকু থাকে? মানুষ চাইলে কি এই আগুন নিভাতে পারে?

০৮ ই জুন, ২০২৩ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



অবশ্যই নিভাতে পারে। কানাডিয়ানরা একটু ঢিলা ও তাদের জংগলের পরিমাণ আমেরিকা থেকে বেশী, লোক সংখ্যা কম।
মনে হয়, কামাল১৮ কে জরুরী অবস্হার কারণে আগুন নিভাতে ডাকবে।

২| ০৮ ই জুন, ২০২৩ রাত ১২:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশীদের ভিসায় নিষেধাজ্ঞা দেয়ায় এই পরণতি। :D

০৮ ই জুন, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



ওরা জানে বিএনপি'র লোকদের মগজ একটু কম; আমেরিকা বিএনপি-জামাতকে ভয় পায়, ওরা আরেকটি পাকিস্তান চাচ্ছে না।

৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ১:০২

জ্যাক স্মিথ বলেছেন: কানাডায় কি এমন তাপমাত্রা যে বনের ভিতর আগুন লাগতে হবে? বনের ভিতর একা একাই কিভাবে আগুন লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। বাংলাদেশে যত রৌদ আর গরম পরুক না কেন দুটি শুকনো বাঁশপাতা নিয়ে সারাদিন ঘঁষাঘষি করলেও আগুন জ্বলবে না। নাকি অগ্নিগিরি বা অন্য কোন পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়?

০৮ ই জুন, ২০২৩ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:



আগুনের সুত্রপাত হয় মানুষের থেকে, মানুষ পিকনিকে যায়, ভুলে জলন্ত কয়লা রেখে আসে; বজ্রপাত থেকে হয়।

০৮ ই জুন, ২০২৩ রাত ১:৩৯

সোনাগাজী বলেছেন:



কানাডার কোন কোন জংগলে ৪/৫ ফিট শুকনো পাতা ও মরা কাঠের স্তর থাকা সম্ভব।

৪| ০৮ ই জুন, ২০২৩ রাত ১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



টিভি নিউজে দেখছি কানাডায় এখনো ১৬০ ফরেষ্ট ফায়ার দাও দাও করে
জ্বলছে , আগুনের লেলিহান শিখা ও ধোয়া বেরোচ্ছে বেসুমার ভাবে ।

এখন নিউইয়র্কের অকাশকেও সে ধোয়ার চাদরে ডেকে রেখেছে
তার সচিত্র খবরো দেখাচ্ছে টিভি ও নিউজ পেপারে ।

প্রকৃতি হাজার হাজার বছর ধরেই এমনি করে তার ভারসাম্য বজায় রাখে , মানব
সভ্যতার আগেও পৃথিবীতে দাবানল ছিলই , এটা পাকৃতিক নিয়মেরই অংশ ,তবে
মানব সভ্যতা একে নিয়ন্ত্রনে আনার কৌশল অনেকটা আয়ত্ব করেছে ।

০৮ ই জুন, ২০২৩ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার দেয়া ( নীচের ) ছবির মতো অবস্হা ছিলো গতকাল ভোরে; আজকে সুর্য দেখা যাচ্ছে না।

৫| ০৮ ই জুন, ২০২৩ ভোর ৫:১৪

কামাল১৮ বলেছেন: নিউইয়র্কের অবস্থা যতটা খারাপ টরেন্টোর অবস্থা কিন্তু অতটা খারাপ না।উত্তরের বাতাস থাকাকে এই অবস্থা।ধোয়া বেশির ভাগ আমেরিকা চলে যায়।
আমেরিকা থেকে লোক এনেই আগুন নিভাতে হবে।তারাই ক্ষতিগ্রস্থ হচ্ছে বেশি।
গাছে ডালে ডালে ঘর্ষণের ফলেও জংগলে আগুন লাগতে পারে।

০৮ ই জুন, ২০২৩ ভোর ৬:২১

সোনাগাজী বলেছেন:



কানাডা কখনো জংগল থেকে মরা গাছ সরায় না, ইহা বড় সমস্যা।

৬| ০৮ ই জুন, ২০২৩ সকাল ৯:২১

ধুলো মেঘ বলেছেন: ঐদেশে কোন হিট অফিসার বা হট অফিসার নেই?

০৮ ই জুন, ২০২৩ সকাল ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



আছে, ১ জ নয়, কয়েক হাজার।

৭| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১০:৩৯

সেতু আমিন বলেছেন: বাংলাদেশেও আগুনের মত গরম অনুভূত হচ্ছে।

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



আগামী ৫ বছরের গরমে বাংলাদেশের মানুষের স্বাস্হ্য, কৃষি, পানীয় জলের সমস্যায় ভুগবে।

৮| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:১০

মোগল সম্রাট বলেছেন:
আম্রিকার জন্য এটা কোন বিষয়ই না্ । তারা কন্ট্রোল করে ফেলবে। তাদের প্রযুক্তি আছে, মগজ আছে। টেনশন লইয়েন না।

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:




গত ২ দিনে হাসপাতালগুলো ভরে গেছে এজমা রোগীতে।

আমেরিকা হ্যান্ডলিং করবে, কিন্তু ইহার জন্য প্রস্তুত ছিলো না। আজকে ফায়ার ফাইটার পাঠাচ্ছে কানাডায়।

৯| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:২৯

ঢাবিয়ান বলেছেন: ওটা সূর্য না চাঁদ । Smoke from Canadian wildfires gives moon a red glow

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



গতকাল ৬/৭ ঘন্টা লাল সুর্যও ছিলো না; আজকে সুর্য দেখা যাচ্ছে দিল্লীর সুর্যের মতো

১০| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৩১

শাওন আহমাদ বলেছেন: বন বেঁচে থাক, মানুষেরা ভালো থাক।

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:




কানাডা বন পরিস্কার করেনি; ৪০০ যায়গায় আগুন ধরেছে।

১১| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: বড় দুঃখজনক ঘটনা।

বনের ক্ষতি মানে সারা বিশ্বের ক্ষতি।
আচ্ছা, এই ধোয়াতে কি চোখ জ্বলছে?

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:


আমার চোখ থেকে পানি পড়ছিলো; অবশ্য আমার সমস্যা আলাদা; হাজার হাজার মানুষ চোখের সমস্যার কথা বলেছে। লা-গার্ডিয়া এয়ারপোর্ট থেকে বিমান উড়তে পারেনি।

১২| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ১:০১

বিষাদ সময় বলেছেন: @ সোনাগাজী
আশা করি এখন ভাল আছেন।

@ জ্যাক স্মিথ
Animals Are Beautiful People মুভিটা না দেখে থাকলে দেখতে পারেন, আশা করি ভাল লাগবে । মুভিটার একটি দৃশ্যে কিভাবে দাবানল সুষ্টি হয় তা দেখানো হয়েছে।

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, ভালো আছি।

১৩| ০৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৪১

কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটি গুরুতর মনে হচ্ছে! আপনি সাবধানে থাকেন, এই ধোয়া আপনি চোখের জন্য বেশী ক্ষতিকর হতে পারে!

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



আমি ২ দিন ঘরে, বাইরে গিয়েছিলাম অবস্হা বুঝার জন্য; আজকে সুর্য দেখা যাচ্ছে, আলো আসছে সামান্য। আগুন আগের মতোই আছে; মনে হয় বাতাসের ডিরেকশন সামান্য বদলেছে; ধুঁয়া অন্য দিকে বেশী যাচ্ছে।

১৪| ১১ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৮

আমি সাজিদ বলেছেন: ধোঁয়া দূর হল? আনিসুর এখানে গল্প ফেঁদে বসেছে।

১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



এখন স হসীলতার মাঝে এসেছে, শতকরা ৯০ ভাগ পলুশান কমেছে; কুইবেকের আগুন কমেছে।
আনিসুরটা কে?

১৫| ১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪২

আমি সাজিদ বলেছেন: আনিসুল হবে। আনিসুল হক কে জানতে হলে পড়তে হবে বায়ুদূষণকবলিত নিউইয়র্কবাসী ঢাকার ভিসা চায় যদি!

১২ ই জুন, ২০২৩ রাত ২:৩৭

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, জাতীয় ভাঁড়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.