নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আপা সব জানেন, তিনি নিশ্চয় কিছু একটা করবেন।

১১ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৯



ব্লগার সত্যপথিক শাইয়্যান কোন এক আদানী না' মাদানীকে ধন্যবাদ দিয়েছেন; কারণ, আদানী আমাদেরকে বাঁচায়েছেন, আমরা অল্পের জন্য শ্রীলংকা হয়ে যাইনি। ব্লগে উনি আমার পোষ্ট পছন্দ করেন, আমি উনার পোষ্ট পছন্দ করি; সুতরাং, আমিও আদানী, না মাদানীকে ধন্যবাদ দিলাম। কিন্তু আদানী ( হাজী মোহাম্মদ মহসিন ) কি বিদ্যুৎ নিয়ে ব্লগার ঢাবিয়ানের কান্নাকাটি শুনে এই ব্যবস্হা নিলো, নাকি আমাদের আপা কোন ব্যবস্হা নিয়েছেন? আমরা আপাকে ধন্যবাদ দিচ্ছি না কেন? আপাকেও ধন্যবাদ।

যেসব বিদ্যুৎ কেন্দের মেশিন কিলোগ্রাম হিসেবে বিক্রয় হওয়ার কথা, সেগুলোকে চোরডাকাতেরা এনে দেশে বসায়ে দিয়েছে; নাম দিয়েছে "কুইক রেন্টাল", ডাকাতী চলছে ১৫ বছর; আপার মাথায় কলম্বোর নারিকেল ঢেলে পয়সা নিয়ে যাচ্ছে, আপার খবর নেই! ১৫ বছর কুইক রেন্টাল চালালোর দরকার আছে? নাকি আদানী, মাদানীদের উপর নির্ভর করার দরকার আছে?

ব্যুরোক্রেটরা ও আওয়ামী লীগ বলে, আপাই সব জানেন। আসলে, মনে মনে আমিও আপার উপর ভরসা করি; দেশের অবস্হা দেখে লোকজন যখন বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি-জামাত কলাগাছকে প্রার্থী করলেও জিতে যাবে( ব্লগার তানভীর জুমারের বক্তব্য ), আমি তখন নিজেক হতাশামুক্ত করার জন্য মনে মনে বলি, আপা সব জানেন, তিনি ব্যবস্হা নেবেন; বিএনপি-জামাত কলাগাছ দিলে আপা হাতী পাঠায়ে দেবেন।

আদানীকে যে ধন্যবাদ দিতে হবে, সেটা আমি গতকালও জানতাম না; মনে হয়, ব্লগার সত্যপথিক শাইয়্যানও ২দিন আগে জানতেন না; আসলে, পুরোদেশের নাগরিকেরা কেহই জানতেন না যে, আদানী আমাদের রক্ষা করবে; ইহাকে বলে "অনিশ্চয়তা"; সভ্যতার এই সময়ে আপা আমাদের "অনিশ্চয়তার" মাঝে রাখেন কেন? নাকি তিনি নিজেও অনিশ্চয়তার মাঝে থাকেন; সমস্যার কথা শুনলে কাঁপতে থেকেন, ব্যুরোক্রেটরা যা বলে, তাদের কথায় ব্যবস্হা নেন; উনার দীর্ঘমেয়াদী কোন প্ল্যান প্রোগ্রাম নেই; মানুষকে উনি দরকারী তথ্য জানতে দেন না সময় মতো, মানুষের সাথে উনার কোন বাঁধন নেই; মানুষ নিজে বাঁচার জন্য উনাকে আপা আপা করতেই থাকবে!

আমি অবশ্য ব্লগার সত্যপথিক শাইয়্যান'এর মতো ভয় পাইনি যে, আমরা হঠাৎ এক ভোরে শ্রীলংকা হয়ে যাবো; আপা মানুষটা যক্ষের মতো, উনি এখনো ২৯/৩০ বিলিয়ন ডলারের উপর বসে আছেন, কয়লা কিনে পোর্টগুলো জ্যাম করে ফেলতে পারবেন। কিন্তু এই গরমের মাঝে যাদের ঘরের পাখাও ঘুরছিলো না, তারা বিপদে আছে: ঘরে বয়স্ক লোকজন আছে, বাচ্চারা আছে; আপা যখন সবই জানেন, উনার উচচিত মানুষকে সময় মত বলা যে, উনি এখনো আছেন, সমস্যা উনি বুঝেন, উনি সমাধান করবেন।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: দেশের বিদ্যুৎ কেন্দ্র ঠিক মতন চললে আদানীর বিদ্যুৎ আমদানীর দরকর হতো না।

তাই ইচ্ছা করেই দেশের বিদ্যুৎ কেন্দ্রে সংকট তৌরি করে বেসরকারী বিদ্যুৎ কিনে আনার পথ সুগম করে।

আর জনগন আদানীর বিদ্যুৎ এর জন্য ধন্যবাদ দেয়... /:)

ব্যবসায়ীরা মানুষের উপকারের জন্য বিদ্যুৎ কেন্দ্র চালু করেনা। ব্যবসার জন্য করে....

১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



সেটাই ঘটছে, আমাদের বিসিএস'রাও সিনডিকেট সিন্ডিকেট খেলছে; মনে হয়, বিসিএস গাইড বই'এ নিশ্চয় আপাকে বেগম জিয়াতে পরিণত করার প্রণালীসমুহ লেখা আছে।

২| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

নতুন বলেছেন: বিদ্যুৎ কেন্দ্র নিজের বাড়ীর সামনে টেবিল নিয়ে বসে লেমনেট বিক্রির মতন না।

পরিকল্পনা, স্থান নিবাচন, জিনিস পত্র ক্রয়, তৌরি এসব বুঝে সুনেই আদানী ঐখানে বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছিলেন।

এই কেন্দ্র বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্যই তৌরি। এখানে ভালো লাভ হবে বলেই আদানীগ্রুপ এখানে বিনিয়োগ করেছে।

এটা পরিকল্পনা মাফিক হয়েছে।

দেশের সকল বিদ্যুৎ কেন্দ চালু থাকলে প্রশ্ন উঠতো কেন বিদেশী বিদ্যুৎ কিনতে হবে।

এখন দেশে জনগনের বেচা থাকাই কস্ট। এখন যদি বলেন ইসরাইল থেকে বিদ্যুৎ আসবে তবে সেটাও হালাল বলে ফোতয়া দেবে সবাই।

সবই ব্যবসা, জনগনকে উল্লু বানানোর জন্য রাজনিতিক তরিকা মাত্র।

১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



যেসব বিদ্যুৎ কেন্দের মেশিন কিলোগ্রাম হিসেবে বিক্রয় হওয়ার কথা, সেগুলোকে চোরডাকাতেরা এনে দেশে বসা্যে দিয়েছে; নাম দিয়েছে "কুইক রেন্টাল", ডাকাতী চলছে ১৫ বছর; আপার মাথায় কলম্বোর নারিকেল ঢেলে পয়সা নিয়ে যাচ্ছে, আপার খবর নেই! ১৫ বছর কুইক রেন্টাল চালাতে হচ্ছে কেন?

৩| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

নতুন বলেছেন: যেসব বিদ্যুৎ কেন্দের মেশিন কিলোগ্রাম হিসেবে বিক্রয় হওয়ার কথা, সেগুলোকে চোরডাকাতেরা এনে দেশে বসা্যে দিয়েছে; নাম দিয়েছে "কুইক রেন্টাল", ডাকাতী চলছে ১৫ বছর; আপার মাথায় কলম্বোর নারিকেল ঢেলে পয়সা নিয়ে যাচ্ছে, আপার খবর নেই! ১৫ বছর কুইক রেন্টাল চালাতে হচ্ছে কেন?

সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির চেয়ে লাভজনক ব্যবসা হতে পারেনা।

নিজেস্ব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে কুইক রেন্টাল চালানোর পেছনে চোরডাকাতদের চক্রান্ত শেখ হাসিনা কিভাবে চলতে দিলো মাথায় আসেনা।

দেশপ্রমিক মানুষ কিভাবে ১৫ বছর কুইক রেন্টাল চলতে দেয় সেটা বুঝি না।

১২ ই জুন, ২০২৩ রাত ২:০১

সোনাগাজী বলেছেন:



কুইক রেন্টালওয়ালারা উনাকে বেকুব পেয়েছে।

৪| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

কামাল১৮ বলেছেন: আমাদের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটার,বিএনপি আন্দোলনের নামে বড়রকমের ক্ষতি সাধন করে।
পারবাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব না।আমদানী নির্ভর বিষয়গুলো যে কোন সময় সমস্যার সন্মুখীন হতে পারে।
আপা সব বিষয়ে পারদর্শী না।যে বিষয়ে পারদর্শী সেই কাজগুলি ইতিমধ্যে সমাধান করে ফেলেছেন।এখন নতুন নেতৃত্ব লাগবে।

১২ ই জুন, ২০২৩ রাত ২:০০

সোনাগাজী বলেছেন:




২০০৯ সালে কুইক রেন্টালের দরকার ছিলো; সেই কুইক রেন্টাল কিভাবে ২০২৩ সাল অবধি থাকে? উনি এত দেশ বিদেশ ঘুরেন, ইুরোপের একজন এনারর্জি সেক্রেটারীর সাথে ২ মিনিট কথা বললে, তারা পথ দেখায়ে দিতো।

এটোমিক চুলা ভুল যায়গায় বসায়েছে, উহাকে ভাটিতে বসানোর দরকারছিলো।
[native code]
}

৫| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

কামাল১৮ বলেছেন: বিএনপি কলাগাছ দাঁড় করালে,আপা হাতি পাঠিয়ে দিবে। মজার ছিলো।

১২ ই জুন, ২০২৩ রাত ২:০২

সোনাগাজী বলেছেন:



মাথায় মাঝে মাঝে ইন্টারেষ্টিং কথা আসে, আমার নিজের কাছেও ভালো লেগেছে।

৬| ১১ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

মোগল সম্রাট বলেছেন:



চুক্তি অনুযায়ী, আদানি গ্রুপকে বিদ্যুৎ ও কয়লার দাম পরিশোধ করতে হবে ডলারে। তাতে দেশের চলমান ডলার-সংকটের মধ্যে মরার উপরে খরার ঘাঁ এর মতো হবে। সরকার সেটা সামলাবে কেমনে গাজী সাব?

১২ ই জুন, ২০২৩ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:



মানুষ বিদ্যুতের দাম বেশী দিচ্ছে, সরকার সেই টাকাকে রেমিটেন্সের হার্ড কারেন্সীর সাথে বিনিময় করে নেবে; আধা বিলিয়ন, কোন ব্যাপার না।

৭| ১১ ই জুন, ২০২৩ রাত ৮:৩৭

ঢাবিয়ান বলেছেন: মনে হচ্ছে ব্লগে বিদ্যূৎ নিয়ে আমার কান্নাকাটির খবর পড়েই ব্যবস্থা নিয়েছে ইন্ডিয়া। তারা এই ব্লগ ও ব্লগারদের পোস্টেকে অসম্ভব গুরুত্ব দেয়। আপনার সাজেশন না পড়ে ঘুমাতে যায় না ওপারের নীতি নির্ধারকরা।

১২ ই জুন, ২০২৩ রাত ২:০৯

সোনাগাজী বলেছেন:



ভারতের কথা জানি না; তবে, এডমিন সাহেব খেয়াল রাখেন আমি কি লিখছি।

৮| ১১ ই জুন, ২০২৩ রাত ৮:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যাক, আপনি অন্তত একটি পোস্টে আমার নাম নিয়েছেন।

মনে কিঞ্চিত কষ্ট ছিলো- আপনি বহু ব্লগারের নাম উল্লেখ করেন, আমারটা করেন না কেন!

আর, ঝরের বেগে এক পোস্টে আমার নাম এতোবার নিয়েছেন যে তা এখন তসবিহ বলে মনে হচ্ছে!!! :)

১২ ই জুন, ২০২৩ রাত ২:০৬

সোনাগাজী বলেছেন:




আমি আপনার ব্যবসায়িক আইডিয়া ও সামাজিক কাজগুলোর জন্য আপনাকে সেরা ব্লগার মনে করি।

৯| ১১ ই জুন, ২০২৩ রাত ৮:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আদানী পাওয়ার কি আগে থেকে জানতো আমাদের দেশে এমন একটি সংকটের সৃষ্টি হবে?

১২ ই জুন, ২০২৩ রাত ২:০৮

সোনাগাজী বলেছেন:




আমাদের সংকট অনেক ছিলো ও অনেক আছে, দুষ্ট বিসিএসগুলোর ঢোলের আওয়াজে সব চাপা পড়ে আছে।

১০| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপা বলতে পারেন বিদ্যুৎ না থাকলে কি হয়। আমরা বিদ্যুৎ ছাড়া চলেছি এককালে। অ্যামেরিকা না গেলেও কিছু হয় না। এতো লম্বা ভ্রমণ করে অ্যামেরিকা যাওয়ার কোন দরকার নাই।

১২ ই জুন, ২০২৩ রাত ২:১০

সোনাগাজী বলেছেন:



সরকারে সরকারে কি কথা হয়, সেটা আমরা জানার কথা নয়; ফখরুল সাহেবেরও জানার কথা নয়।

১১| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:২৩

তানভির জুমার বলেছেন: লুটপাটের কিছু পয়েন্ট বলি।

১। পায়রা থেকে আমরা সর্বোচ্ছ ৭-৮ টাকা ইউনিট বিদ্যুৎ পাই তাহলে কেন আদানীর কাছ থেকে ১২-১৬ টাকা ইউনিট বিদ্যুৎ নিব?
২। দেশের এভারেজ সর্বোচ্ছ চাহিদা ১৩ হাজার মেগাওয়াট (শীতে ৮-৯ থাকে) তাহলে কার স্বার্থে আপনি ২৪ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছেন? কুইক রেন্টাল থেকে ২২ টাকা ইউনিট বিদ্যুৎ কিনতে হয়। ক্যাপাসিটি চার্জের নামে তিন বছরে হাওয়া ৫৪ হাজার কোটি টাকা। ক্ষমতায় থাকার শর্তে এই লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে এইগুলো কি মানুষ বুঝে না?
৩। পল্লী বিদ্যুৎ, ডেসকো, নেসকো এইগুলো যে লুটপাটের কারখানা এইগুলো কি গত ১৫ বছরে ৫০% আওয়ামীলিগ সরকার বন্ধ করতে পেরেছে?

জাহাঙ্গীরের মা খুবই খুবই, সাধারণ মহিলা, গৃহিণী, তাকে কেউ চিনে না, এক পা কবরে, ঠিকমত কথাও বলতে পারে না। গাজীপুরের মত জায়গায়, আজমতউল্লার মত হেভিয়েট নেতার বিরোদ্ধে মানুষ তকে ভোট দিয়ে জিতিয়েছে , এটা একবার চিন্তা করতে পারেন? ৫০% সুষ্ঠ ভোট হলে আওয়ামীলিগ জাস্ট উড়ে যাবে। নৌকা-আওয়ামীলিগ এইগুলো মানুষ ঘৃনা করে, এখন আর মানুষ এইগুলো দেখতে চায় না, শুনতে চায় না।

১২ ই জুন, ২০২৩ রাত ২:২২

সোনাগাজী বলেছেন:



গাজীপুরে উনি উনার ১টা কৌশল টেষ্ট করে দেখেছেন। এটা সঠিক যে, মানুষ উনার থেকে যোগ্য কাউকে পেলে রাস্তায় নেমে যেতো; তারেক বা ফখরুলের জন্য মানুষ উঠানেও নামবে না।

১২ ই জুন, ২০২৩ রাত ২:২৩

সোনাগাজী বলেছেন:



মাওলানা কিংবা শেখ থাকলে, শেখ হাসিনা ঢাকা ছেড়ে রংপুর গিয়ে পালাতো; কিংবা ভারত চলেযেতো।

১২| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্যাবসায়ীরা কখনো উপকার করেনা। তারা ব্যবসা করে।
উপকার করে সরকার। হাজার কোটি টাকা খরচ করে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে কোটি কোটি টাকা দিয়ে কয়লা কিনে ১৫-২০ টাকার বিদ্যুৎ ৫ টাকায় পাবলিকের কাছে বিক্রি করে। সরকারি কর্তা পায়াদারা কেন্দ্র তৈরি করতে যন্ত্রপাতি কিনতে কয়লা কিনতে দুর্নিতি করে। অভিজ্ঞতার অভাব আর নির্বুদ্ধিতায় অপচয়ও করে বিপুল।
উন্নত দেশে এসব করে বেসরকারি কম্পানী। বাংলাদেশে এখনো সেই পর্যায়ে যায় নাই।
দুর্নিতি অপচয় কমাতে বাংলাদেশে সরকারি নির্মান ডেভেলপমেট করতে হবে ১০০ ভাগ 'টার্ন কি' পদ্ধতিতে। এতে দুর্নিতি অপচয় কম হবে।

আদানি বিদ্যুত কি খারাপ?
বিদ্যুতকেন্দ্র তৈরির ঝামেলা নেই, জমি অধিগ্রহন নেই, নির্মান টেন্ডার নেই, পরিবেশ ক্ষতি নেই। ইঞ্জিনিয়ার কর্মচারি বেতন দেয়ার ঝামেলা নেই, কেনাকাটায় দুর্নিতি নেই। কয়লা কেনার ভেজাল নেই, ডলারের চিন্তা নেই, দেশের এক পয়শাও ইনভেষ্ট নেই। অতচ পায়রা-রামপালের দামে অফুরন্ত বিদ্যুৎ।
বাংলাদেশের পরামর্শে ২৫ বছর একটানা শুধু বাংলাদেশের জন্যই বিদ্যুৎ কেন্দ্র করেছে গৌতম আদানি। বিদ্যুৎ দিতে না পারলে আদানির জরিমানা। আমারাও ৩৩% বিদ্যুৎ কিনতে না পারলে জরিমানা (মানে ক্যাপাসিটি চার্জ)
ক্যাপাসিটি চার্জ নিয়েও অপপ্রচার আছে ব্যাপক।
আমার কথা হচ্ছে সরকার বিদ্যুৎ প্ল্যান্ট নিজেই করলে কোন কারনে জেনারেশন বন্ধ থাকলে অপারেটিং ফুয়েল কষ্ট, ইঞ্জিনিয়ার কর্মচারি বেতন কি দিতে হইতো না? সেটা তো ক্যাপাসিটি চার্জ এর চেয়ে অনেক বেশি।

১২ ই জুন, ২০২৩ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



১৫-২০ টাকার বিদ্যুৎ ৫ টাকায় বিক্রয় করলে, শতকরা ভর্তুকি কত? উত্তর: ৭৫% ভর্তুকি; এখান দেখেন, আপনার কথা আপনার নিজের কাছে বিশ্বাস হয় কিনা?

২৫ বছর রেন্টাল চালানো মানে নিজকে লিলিপুটিয়ান প্রমাণ করা।

১৩| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আদানী/মাদানী সাহেবকে নিয়ে আমি কিছু বলব না।
আপনার এই পোষ্ট নিয়েও আমি কিছু বলব না।

শুধু বলি- সত্যপথিক শাইয়্যান একজন সহজ সরল ভালো মানুষ। সেই সাথে উনি একজন মানবিক মানুষ।
উনি মানুষকে বিশ্বাস করেন। মানুষের জন্য কিছু করতে চেষ্টা করেন।
তাঁরা সম্পর্কে একটা কথা বলতে চাই- একদিন আমি আর শ্যাইয়ান ভাই রাস্তা দিয়ে হাটছি। রাস্তায় একটা খালি পানির বোলত পড়ে ছিলো। শ্যাইয়ান ভাই সেটা তুলে নিয়ে নিদিষ্ট স্থানে ফেলে দেন। এই কাজটা ১০০ জন মানুষের মধ্যে একজনও করবেন না। উনি করেছেন।

১২ ই জুন, ২০২৩ রাত ২:২৯

সোনাগাজী বলেছেন:



শাইয়্যানকে উনার ব্যবসায়িক আইডিয়া ও সামাজিক কাজের জন্য শ্রেষ্ট ব্লগার মনে করি।

১৪| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
তানভির জুমার গাজীপুর ভোট নিয়ে লাফানোর কিছু নেই।

গাজীপুরের ৯০% ভোট আওয়ামীলীগ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থি পেয়েছে।
উভয় প্রার্থি ১০০% আওয়ামীলীগ মাইন্ডেড। কেউ কলাগাছ না।
গাজীপুরের ৮০% কাউন্সিলার ভোটও আওয়ামীলীগ পেয়েছে।
বিম্পিরা দিছে হাতপাখা আর জাতীয় পার্টিরে।

১২ ই জুন, ২০২৩ রাত ২:৩০

সোনাগাজী বলেছেন:



গাজীপুরে শেখ হাসিনা কৌশল করেছেন; ইহার প্রয়োগ আরো হবে।

১৫| ১১ ই জুন, ২০২৩ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যা হয়, হচ্ছে সব শেখ হাসিনার ইচ্ছাতেই হয়। এমনকি কোনো মন্ত্রী, এমপি যা বলেন, নিজের ইচ্ছায় কিচ্ছু বলেনে না। আপার মতের বাইরে যাওয়ার সাহস কারো নাই।

১২ ই জুন, ২০২৩ রাত ২:৩১

সোনাগাজী বলেছেন:




আমার মনে হয়, ব্যুরোক্রেটরা উনাকে কৌশলে বিক্ষয় করে কাচ্ছে।

১৬| ১১ ই জুন, ২০২৩ রাত ১১:০৪

জ্যাক স্মিথ বলেছেন: ধন্যবাদ মাদানী।

আর উনার পোস্টে কমেন্ট করছি- ধন্যবাদ আদানী।

এছাড়া আমাদের মত আম পাবলিকের আর কি'ইবা বলার আছে।

১২ ই জুন, ২০২৩ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষকে রাজনীতি থেকে মুক্তি দিয়েছেন, সব ভার উনি নিয়েছেন। মানুষ যোয়ান বয়সে আরব যাবে কাজ করতে, বেশী বয়সে আরব যাবে হ জ্ব করতে; অন্য ব্যাপারে মাথা ঘামাতে হবে না।

১৭| ১২ ই জুন, ২০২৩ রাত ১২:২৯

রানার ব্লগ বলেছেন: সব হাসিনা জানে । সব হাসিনা করবে। সব হাসিনা সামলাবে । তাহলে এই যে সাদা হাতির বংশ এত্ত বড় মন্ত্রী পরিষধ এরা করবে টা কি ?

১২ ই জুন, ২০২৩ রাত ২:৩৫

সোনাগাজী বলেছেন:



ওদের কাজ আপার প্রশংসা করা।

১৮| ১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ২/৩ দিন ধরে লোডশেডিং নেই । একদম কমে গেসে।

১২ ই জুন, ২০২৩ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:




ভালো সংবাদ।

সরকার বিদ্যুৎ উৎপাদনে দরকারের চেয়ে অনেক বেশী পে করছে জেনেশুনে।

১৩ ই জুন, ২০২৩ রাত ৩:২২

সোনাগাজী বলেছেন:




আপনার ব্যবসার অবস্হা কি রকম?

১৯| ১৩ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০০

অক্পটে বলেছেন: ধন্যবাদ এই আলোচনাটা খুবই ভালো লেগেছে। বিষয়টা সমসায়িক। মানুষ খুববই যন্ত্রণার মধ্যে আছে এই নিদারুণ গরমে! সরকার এত টাকা ব্যয় করছে অযোগ্যদের পেছনে। সমস্যা সম্পর্কে যাদের কোন পুর্ব পরিকল্পনা নেই, সমাধনের পথ জানা নেই। হায়রে একটা দেশ চালাচ্ছে অথচ সেখানে যোগ্যরা নেই।

১৩ ই জুন, ২০২৩ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষের জন্য কিছুই করছেন না, তিনি সরকার টিকিয়ে রাখার জন্য গর্দভ ব্যুরোক্রেটদের কথায় দেশ চালাচ্ছে, চোরা ব্যবসায়ীদের হাতে মানুষের খাবার, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা ও দাস ব্যবসা আদম-বেপারীদের হাতে ছেড়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.