নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানভিত্তিক সমাজের মুলে থাকছে AI

১৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:১০



পশ্চিম জ্ঞানভিত্তিক সমাজের দিকে অগ্রসর হচ্ছিলো গত কয়েক শতাব্দী থেকে, ইহা এখন সফলতার উঁচু স্তরে উঠেছে; ইহাতে এই অন্চলের মানুষ পেছনে পড়ে-থাকা অন্চলগুলো থেকে ভালো জীবন যাপন করবে। গত মাসখানেক AI বিশ্ব অর্থনীতিতে বিশাল তোলপাড়ের সৃষ্টি করেছে; ইহা ফাইন্যান্সিয়াল জগতের মানচিত্র বদলায়ে দিচ্ছে; NVIDIA কোম্পানী AI ক্ষমতাসম্পন্ন চিপ তৈরিতে সবার সামনে আছে। এই কারণে, ৩ সপ্তাহে এই কোম্পানীর শেয়ারের দাম ১৩৩ ডলার ( ৩০০ থেকে ৪৩৩ ডলার ) বেড়ে গেছে; এই বাড়তি ডলার দিয়ে তারা ৩/৪টি INTEL কোম্পানী কিনতে পারবে।

যেকোন কালে, যেকোন সমাজের মানুষ বুদ্ধিমত্তার দিক থেকে কয়েক ভাগে বিভক্ত ছিলো: বেশ বুদ্ধিমান, চলনসই, কমবুদ্ধিমান, বেকুব। বুদ্ধিমানরা সমাজ চালালে মানুষের জীবন অর্থময় হয়, সুখ শান্তি বাড়ে; কমবুদ্ধিমানরা চালালে সমাজে অশান্তি লেগে থাকে; বেকুবেরা চালালে সমাজের পতন হয়।

বাংলাদেশ, বার্মা, ইয়েমেন, আফগানোস্তানে শান্তি নেই, কানাডা ও সুইডেনে শান্তি আছে। আমাদের সমস্যা হলো, বিশ্বের অনেক জাতি যত জ্ঞান রাখেন, আমরা ততজ্ঞান রাখি না। জ্ঞান বৃদ্ধির উপায় হলো শিক্ষা বিস্তার। আমাদের শিক্ষা পেছনে আছে, ইহা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়; তবে, ইহাকে সামনে নেয়াটা বেশ কষ্টকর।

পাকিস্তানী আমলেও মানুষ বুঝতে পারছিলেন যে, জাতি শিক্ষার দিক থেকে পেছনে আছে; ইহা অবশ্য সবাই সমান লেভেলে বুঝেনি; শেরে বাংলা যেই লেভেলে বুঝেছিলেন, আইয়ুব খান সেই লেভেলে বুঝেনি। আশাকরা হয়েছিলো যে, শেখ সাহেব ও উনার সাথীরা উহা বুঝেছিলো। কিন্তু ১৯৭২ সালে ইহা পরিস্কার হলো যে, তিনিও ইহার গুরুত্ব বুঝেননি।

বাংলা মিডিয়ায়, ব্লগেই আমি শিক্ষানীতি ও শিক্ষার প্রসার নিয়ে অনেক লেখা পড়েছি; সর্বশেষটা লিখেছেন ব্লগার ভুয়া মফিজ। এই বিষয়ে ভালো লেখার চেষ্টা করেছিলেন অন্য একজন ব্লগার নিরুদ্দেশ পথিক; ব্লগের লেখাগুলো ভালো মানের ছিলো না। ১৯৭২ সালে, শেখ সাহেব শিক্ষানীতি প্রনয়নের জন্য ভার দিয়েছিলেন ততকালীন সবচেয়ে বেশী বুদ্ধিমান বাংগালী, ড: কুদরত ই খুদাকে। ড: সাহেবের উচিত ছিলো ১/২ সপ্তাহের মাঝে উনার রিপোর্টটা দেয়া, সেটা তিনি দিলেন ১৯৭৪ সালে, যখন শেখ সাহবের অবস্হা টালমাটাল; তদুপরি, উহাতে দরকারী বিষয়গুলো ছিলো না।

১৯৭২ সালই ছিলো জাতীর জীবনে ক্রুসিয়েল টাইম, তখন সব ভালো কাজ শুরু করার জন্য উপযুক্ত সময় ছিলো , সবাই শেখের কথা সুনছিলেন; শেখ সাহেব নতুন করে কিছুই শুরু করলেন না, সবই শুরু হলো পাকিস্তানের প্রশাসনের মতো; কারণ, তিনি ও তাঁর সাথীরা পাকিস্তানই দেখেছিলো, বিশ্ব দেখেনি।




মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি চলমান বিশ্বের সকল কিছুর উপর জ্ঞান ও ধারণা রাখেন এবং সেগুলো নিয়ে ব্লগে আলোচনা করেন। বিষয়টি সুন্দর।

১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করবো।

২| ১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

কামাল১৮ বলেছেন: জ্ঞান কোথাথেকে আসে?জ্ঞান কি আকাশ থেকে আসে নাকি মানুষের মধ্যে সহজাত।পুর্ববর্তীদের অর্জিত জ্ঞান যা বইতে লেখা আছে সেখান থেকে অর্জন করবো।জ্ঞানের উৎস কি?কোথা থেকে জাতি জ্ঞান আহরণ করবে।
শিক্ষানীতি ৭২এ দেক আর ৭৪এ দেক, সেটা বাস্তবায়ন করলেও জাতি অনেক উপকৃত হতো।


১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:


সবকিছু শুরুর জন্য একটা সঠিক সময় থেকে; ১৯৭২ সালে শেখ যা বলেছেন, মানুষ শুনেছে; ১৯৭৫ সালে শেখ যা বলেছেন, অনেক মানুষ সেটার বিরোধীতা করেছেন। ১৯৭৪ সালে, শেখ সাহেব জাসদের গণ বাহিনী, সিরাজ শিকদারের সর্বহারা ও নিজ দলের চোর ডাকাতদের নিয়ে ব্যস্ত ছিলেন; তখন শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য দেরী হয়ে গিয়েছিলো।

৩| ১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: জ্ঞানে যারা এগিয়ে থাকবে তারাই পৃথিবী শাসন করবে। রাষ্ট্রের দায়িত্ব জ্ঞানার্জনের ক্ষেত্র তৈরি করা। এদেশে মেধাবী ছেলে মেয়ে আছে কিন্তু এদেশের ছোট বড় প্রকল্পগুলি আমরা নিজেরা করতে পারি না। বিদেশীদের হাতে দিয়ে দেয়া হয়। এটার অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ আছে। ইচ্ছাকৃতভাবে সেই ধরণের শিক্ষার পরিবেশ এবং প্রতিষ্ঠান এই দেশে তৈরি করা হচ্ছে না। ইহার জন্য দায়ী এই দেশের শাসক শ্রেণী যারা লেখাপড়া না করে রাজনীতিকে গুণ্ডামির পর্যায়ে নিয়ে গেছে।

এ আই নতুন কিছু না। আরও আগেই এসেছে। এ আইয়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এ আই সব কাজ সহজ করে দিবে। এটাকে ইতিবাচকভাবে নিতে হবে। পৃথিবীতে মানুষের প্রয়োজন সব সময়ই থাকবে। যদি সাধারণ মানুষের প্রয়োজন না থাকে তখন সেটা হবে নতুন একটা বৈশ্বিক সঙ্কট। মানব সভ্যতা নিজের প্রয়োজনেই সেই সঙ্কটকে মোকাবেলা করতে বাধ্য হবে। তাই এই আইকে ভয় না পেয়ে এটাকে কিভাবে সমাজের কল্যাণে ব্যবহার করা যায় সেটা চিন্তা করতে হবে।

১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



AI সব প্রযুক্তিকে আরো শক্তশালী ও মানসম্পন্ন করবে; কিন্তু এসব প্রযুক্তিকে বুঝতে ও ব্যব হার করতে অধিকতর জ্ঞানী মানুষের দরকার হবে।

৪| ১৬ ই জুন, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: আমি বিশ্বাস করি- জ্ঞান মানুষকে উন্নত করে, মহৎ করে, মানবিক করে।
আর ধর্মীয় জ্ঞান মানুষকে অন্ধকারে নেয়ে।

১৬ ই জুন, ২০২৩ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:


ব্যুরোক্রেটরা ও কিছু ক্ষমতাশালী লোকজন যড়যন্ত্র করে বাংগালী জাতিকে পড়তে না'দিয়ে, তাদেরকে সস্তাদামে দাস হিসেবে বিক্রয় করছে।

৫| ১৬ ই জুন, ২০২৩ রাত ১০:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজকের প্রজন্ম AI নিয়ে যথেষ্ট উৎসাহী,
আমাদের নতুন প্রজন্ম এটি আয়ত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে,
আমি এই ব্যাপারে আগ্রহ বোধ করছি ।
আশাকরি আমাদের দেশ পিছিয়ে থাকবেনা ।

১৬ ই জুন, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:




আপনি যদি ঢাকা শহরকে দেশ হিসেবে নেন, ইহার অবস্হা খারাপ নয়।

প্রতি বছর ৭/৯ লাখ জাতীয় ইউনিভারসিটিতে ভর্তি হয়; তারা তো ফেইস বুকে গ্রেজুয়েশন করছে।

৬| ১৬ ই জুন, ২০২৩ রাত ১১:৪৭

চেয়ারম্যান সাব বলেছেন:



মামু, পাকিস্তান আমলে তোমার জাতীয়তা কি ছিলো? আর এখন তোমার জাতীয়তা কি?

১৭ ই জুন, ২০২৩ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান আমলে বাংগালী, এখনো বাংগালী।

৭| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫২

গেঁয়ো ভূত বলেছেন: টাইপো ১৮৭২; আপনার না হয় চোখে সমস্যা, এটা আর কারো চোখে পড়লোনা কেন?

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, অনেক সময় আমি এগুলো মিস করি।

৮| ২১ শে জুন, ২০২৩ রাত ১:৩৯

হবা পাগলা বলেছেন: আমি AI সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছি, সময় পেলে দেখতে পারেন।

Chat GPT analysis | A Critical Look at its Social and Business Implications

৯| ২১ শে জুন, ২০২৩ রাত ১:৪৭

হবা পাগলা বলেছেন: You can Read the Article on Medium

Read the Article Chat GPT analysis | A Critical Look at its Social and Business Implications

২১ শে জুন, ২০২৩ রাত ২:৪১

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট দেখেছি; আমি কমেন্ট ব্যানে থাকায় কিছু বলতে পারিনি; আমি পড়বো।

১০| ২১ শে জুন, ২০২৩ দুপুর ২:৪৭

হবা পাগলা বলেছেন: Thank you so much.

১১| ২১ শে জুন, ২০২৩ দুপুর ২:৫৩

হবা পাগলা বলেছেন: You can write comments on my video

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে এডমিন; ফলে, আপনার পোষ্ট আমি কমেন্ট করতে পারছি না।

২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:




৮ নং কমেন্টে যেই ভিডিওর লিংক দিয়েছেন, ইহা কে তৈরি করেছে? ইহা কি আপনার?

১২| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:৩৩

হবা পাগলা বলেছেন: Yes

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



ভিডিওটিতে অনেক অথ্য আছে; আপনি কি এ,আই'এর সাথে যুক্ত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.