নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

AI সম্পর্কে সাধারণ আলোচনা

১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৩০



AI সফটওয়ার ডেভেলপ করতে হলে কমপক্ষে ১টি আধুনিক কম্প্যুটার ল্যাংগুয়েজ ( PYTHON, PROLOG, LISP, JAVA ) জানতে হবে ও প্রোগ্রামিং'এ ভালো জ্ঞান থাকতে হবে; ১টি আধুনিক ডাটাবেজ (MONGO DB, ORACLE ) জানতে হবে, ডাটা এনালাইসিস জানতে হবে, পুরো কম্প্যুটিং থিওরীর উপর ভালো দখল থাকতে হবে, কমপ্লেক্স অলগারিদম ( অংক, লজিক্যাল পদক্ষেপ) বুঝতে হবে, মেশিন লার্নিং'এ বেশ ভালো হতে হবে।

AI 'এর অংশগুলো হচ্ছে: মেশিন লার্নিং, ভয়েস রিকোগনিশন ও ভাষাকে প্রসেসিং করার ক্ষমতা, রোবোটিক্স, কম্প্যুটার ভিশন ও এক্সপার্ট সিষ্টেম।

নতুন কোন ধারণাকে কার্যকরী করার জন্য, কিংবা কোন কঠিন সমস্যার সমাধানের জন্য জ্ঞানী ও অভিক্ষ মানুষের সাহায্য নেয়া হয়; যেসব ভাবনা ও পদক্ষেপের মাধ্যমে ধারণাটিকে কার্যকর করা হয়, কিংবা সমস্যার সমাধান করা হয়, সেই পদক্ষেপগুলোকে নির্ভুলভাবে প্রয়োগ করে একই ধরণের কাজ বারবার করা সম্ভব। মানুষ যখন অন্যজন থেকে শিখেন, তখন তিনিও নতুন ধারণা ও সমস্যা সমাধানে একজন জ্ঞানীর সমান অবদান রাখতে পারেন; সম্ভবত, নতুন করে যারা শিখেন তারা আগের পদক্ষেপগুলোকে আরো ভালোর দিকেও নিয়ে যেতে পারেন। মানুষের এই সৃষ্টিক্ষমতা হার্ওয়ার ও সফটওয়ারের মাধ্যমে কম্প্যুটারকে শেখানো হচ্ছে, ইহাই AI.

বাংগালীরা সমসাময়িক বিশ্বমানের সফটওয়ার বানাতে পারছে না; পুরো জাতির খুবই সামান্য অংশ সফটওয়ার ডেভেলপমেন্ট বুঝে, প্রোগ্রামিং করতে পারে। কিন্তু বাংলাদেশের লোকজন কোন ধরণের কমপ্লেক্স চিপ তৈরি করতে পারে না। ফলে, এই মহুর্তে বাংগালীরা AI তে তেমন কোন অবদান রাখতে পারবে না; এমন কি, অন্যেরা ঠিক কিভাবে ইহাকে ইমপ্লিমেনটেশান করছে, তা'ও সহজে বুঝতে পারবে না বেশ কিছু সময়।

AI 'এর উদ্ভাবন ও প্রয়োগ হচ্ছে কম্প্যুটারের মাধ্যমে; মানুষ নিজের ভাবনাকে কার্যকরী করছে কম্প্যুটারের মাধ্যমে; এখন মানুষ কম্প্যুটারের হার্ডওয়ার ও সফটওয়ারে এমনসব লজিক প্রয়োগ করছে, যার থেকে কম্প্যুটার মানুষের ভাবনার মতো নতুন ধারণার সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের পক্ষে এত কম সময়ে ভেবে বের কথা সম্ভব হওয়ার কথা নয়, এমন কি জ্ঞানী লোকের পক্ষেও; ইহাই AI.

AI তার সৃষ্টিকারী ও ব্যবহারকারীর সাথে খুব কম সময়ে যাতে ইন্টার-একশন করতে পারে, সেজন্য 'নেচারেল ভাষা' বুঝার ক্ষমতা থাকতে হবে; মানুষ কথা বললে সেটা যেন কম্প্যউটার বুঝতে পারে, সেন্সরের সাহায্য যেন ডাটা সংগ্রহ পারে, পরিবেশকে নির্ণয় করতে পারে; কম্প্যুটার যেন দেখতে পারে, উহা যেন কাজ করার মেকানিজমকে ব্যবহার করতে পারে ( রোবোটিক্স অংশ ) ও কোন কাজ করার সময় উহার লজিক প্রয়োগ করে, নতুন ধারণার সৃষ্টি করতে পারে।



মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একেবারে জলের মতো পরিষ্কার বুঝায়া দিছেন গুরুজ্বী। যেইসব জ্ঞনের কথা বলছেন আপনার নিশ্চয়ই সেইব জিনিস জানা আছে?

১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



কিছুটা জানা হয়েছে, আমি অন্য ধরণের প্রফেশানে কাজ করেছিলাম; কিন্তু এগুলো নিয়ে সামান্য পড়ালেখা করছি এখন।

২| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার!

১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



কিছুটা বুঝা গেছে?

৩| ১৭ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের তরুণদের দ্রুত এআইয়ের উপর জ্ঞান বৃদ্ধি করতে হবে। সারা বিশ্বে এআইয়ের চাহিদা দ্রুত বৃদ্ধি পাবে। সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে। আমাদের তরুণ প্রজন্মে আকারে বড়। এই ক্ষেত্রে উন্নতি করতে পারলে বেকারত্ব কমবে।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৩

সোনাগাজী বলেছেন:


ঐদিকে যেতে অনেক সময় লাগবে।

আপনার শেষ পোষ্টটি পড়েছি, হোসে ভিনাল সম্পর্কে আমার ধারণা নেই; উনি যা বলেছেন, এগুলো উৎসাহজনক কথা; কিন্তু তিনি আমাদের দেশের সমস্যাকে বুঝেন বলে মনে হয়নি। বর্তমানে আমাদের যেই অবস্হা, আমরা অন্যদের পেছনে পড়ে থাকবো।

৪| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৩

রানার ব্লগ বলেছেন: এ আই কে আমি আমার সাপর্টিং ক্যারেক্টার হিসাবে ব্যাবহার করছি আপাততো ।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



কিভাবে?

৫| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৪৫

রানার ব্লগ বলেছেন: খুবি সাধারন পদ্ধতিতে।

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে

৬| ১৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৩

এইযেদুনিয়া বলেছেন: চমৎকার

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



আগের থেকে কিছু ধারণা ছিলো?

৭| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


তৃতীয় বিশ্ব শুধু AI দেখবে,শুনবে, গল্প জুড়ে দিবে ; বানিয়ে ব্যবহার করতে পারবে না।

জাতির সেই অংশ AIকে দেশের উন্নয়নে ব্যবহার করতে পারবে?

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:




আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্হা ব্যবহার করে যেসব জাতি লাভবান হতে পারছে না, তারা AI এর ব্যবহার থেকে দুরে থাকবে।

৮| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:০০

এইযেদুনিয়া বলেছেন: এ আই নিয়ে কে না জানে?
কিন্তু প্রতিউত্তর দিতে পারছি না কেন? অপশন পেলাম না। তাই এখানেই মন্তব্য।

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশে যারা সফটওয়ার ডেভেলপার আছে, তারা জানেন, বাকীরা তো জানার কথা নয়।

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:




আপনি কোন বিষয়ের উপর শিক্ষক?

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:




আপনার শেষ পোষ্টকে এডিট মোডে নিয়ে, সামুর বাম প্যানেল থেকে "প্রথম পাতা" বক্স চয়েস করেন।

৯| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:০৯

এইযেদুনিয়া বলেছেন: আপনি তো খুব মজার মানুষ! আমার পোস্টের কমেন্টও নিজের পোস্টে করছেন। হাহাহা।
এই পোস্টে তো এমন কোন কম্পিউটার লেংগুয়েজ ব্যবহার করা হয় নি যে, সফরওয়্যার ডেভেলপার হতে হবে! এ আই কী বুঝবে না কেউ!

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:


আমি সাধারণত অনেক কমেন্ট করতাম; এখন সামুতে আমি কমেন্ট ব্যানে আছি।

এই মহুর্তে AI 'এর টেকনিক্যালিটি অনেক বুঝবে না; প্রথমে বুঝবে ডেভেলপারেরা, সময়ের সাথে শিক্ষিতরা একটা লেভেল অবধি বুঝবে।

১০| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

এইযেদুনিয়া বলেছেন: হ্যাঁ, টেকনিক্যালি অবশ্য সবার বোঝার কথা নয়। আপনাকে ধন্যবাদ, আপনার পরামর্শ অনুযায়ী আমার লেখাটা এখন প্রথম পাতায়। ব্যান মুক্ত হলে কমেন্ট করে যেয়েন।

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:



ব্যানমুক্ত হলে অবশ্যই কমেন্ট করবো।

১১| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

AI বাংলাদেশে ঠিক কত কছরে কিভাবে বিরাজ করবে?

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে ইহার প্রয়োগ আসবে একাডেমিক ক্ষেত্রে, নাগরিক জীবনে আসবে আরো ১০/১৫ বছর পর; বাংলাদেশী সমাজ ইহা থেকে উপকৃত হবে চিকিৎসায়, ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার মানের দিক থেকে।

১২| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

কামাল১৮ বলেছেন: আধুনি অস্ত্রে কি এই বিদ্যা ব্যবহার হয়।

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:


মিসাইল, এন্টিমিসািল সিষ্টেম, বোমারু বিমান, মানবহীন যুদ্ধযানে ও মিথ্যা প্রপাগান্ডায় ব্যবহার হবে; ইউক্রেন যুদ্ধের ভিডিও ইত্যাদিতে ইহার ব্যবহার হচ্ছে মনে হয়।

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



উন্নত দেশে অগ্রিম ক্যান্সার ডিটেকশানে সাহায্য করবে।

১৩| ১৭ ই জুন, ২০২৩ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: মোবাইল ফোন আমাদের দেশে নতুন প্রজন্মকে প্রায় ধ্বংস করে দিচ্ছে।
AI এরকম হ্ওয়ার সম্ভবনা আছে?

আসলে লাঠি দিয়ে অন্ধ পথ চলেন। আবার সেই লাঠি দিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেলা যায়।

১৭ ই জুন, ২০২৩ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



AI 'তেও এ'রকম অনেক কিছু থাকবে; ব্লগার না'হল তরকারী চাইলে শ্যামল মিত্রের গান গাইতে পারবেন; কেহ সংবাদ তৈরি করতে পারবে যে, দেশে ক্যু হয়েছে, শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে গেছেন; তবে, কিছুটা জ্ঞানের দরকার হবে।

১৪| ১৭ ই জুন, ২০২৩ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ এই বিষয়ে অনেক পিছিয়ে আছে। এমনকি বৈজ্ঞানিক গবেষণায় ও অনেক ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগেনি। কর্মক্ষেত্রে মানুষের জায়গা দখল করে নেবে মেশিন বা রোবোটিক। তবে সেগুলো পরিচালনা করবে মানুষ সে জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ দক্ষতা থাকতে হবে। এক সময় মেধার সঠিক মূল্যায়ন হবে। কারণ যথেষ্ট মেধাবী দক্ষ না আধুনিক কর্মব্যবস্থাপনায় ভালো করা সম্ভব হবে না। ইনোভেশন বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে সরকার প্রতিটি মণ্ত্রণালয় অধিদপ্তরে ইননোভেটিভ আইডিয়া বাস্তবায়নের জন্য জোর দিয়েছে। বাংলাদেশের মানুষ যথেষ্ট মেধাবী । মেধাবীদের সুযোগ দিতে হবে মূল্যায়ণ করতে হবে। আনমেন ভেহিক্যাল , থ্রিডি প্রিন্টিং ইত্যাদি প্রযুক্তি এখনও অধরাই রয়ে গেছে। কিন্তু একদিন হয়তো আমাদের দেশ এ বিষয়ে পারঙ্গমতার শীর্ষে পৌঁছবে। সুন্দর পোষ্ট।

১৭ ই জুন, ২০২৩ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:




সরকারে যেসব লোকজন আছে, তারা এগুলো বুঝবে বলে মনে হয় না, সময় নষ্ট হবে; এই ধরণের বৈপ্লবিক পরিবর্তনের সময় সব বিষয়ের গুণীজনদের নিয়ে এডভাইজারী কমিটি গঠন করলে, তারা দেশকে ইহার সাথে তাল মিলাতে নতুন নতুন প্রোগ্রাম চালু করতে সমর্থ হবেন।

১৫| ১৭ ই জুন, ২০২৩ রাত ১০:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: আমি জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি মোটামুটি পারি, আপাদত অন্য আরেকটা ল্যাংগুয়েজ নিয়ে ব্যস্থ আছি, আশা করি এক বছর পর পাইথনে জাম্প করবো। পাইথন আমার আরও আগেই ধরা উচিৎ ছিল কিন্তু আজেবাজে কাজে সময় নষ্ট করে ফেলেছি।

১৭ ই জুন, ২০২৩ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



আপনার ব্যাকগ্রান্ড কি কম্প্যউটার সায়েন্স বা কাছাকাছি কিছু? পাইথন মেশিন লার্নিং জন্য সবচেয়ে বেশী উপযোগী। জাভাস্ক্রিপ্টেও মেশিন লার্নিং সাপোর্ট করে, মনে হয়।

১৬| ১৮ ই জুন, ২০২৩ রাত ১২:৪০

জ্যাক স্মিথ বলেছেন: জ্বী না মশাই, আমার ব্যাকগ্রান্ড যদি কম্পিউটার সাইন্সে থাকতো তাহলে এতদিন মেশিন লার্নিং এ মাস্টার হয়ে যেতাম, আসলে নিজ প্রয়োজনে অনেক কিছুই শিখতে হয়।

১৮ ই জুন, ২০২৩ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:


একই কথা, হয় একাডেমীতে শিখ হয়, না'হয় নিজ চেষ্টায় শিখতে হয়।

১৭| ১৮ ই জুন, ২০২৩ রাত ৩:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



জনগুরুত্বপুর্ণ একটি বিষয়ে আলোচনার সুত্রপাত করার জন্য ধন্যবাদ ।
বাংলাদেশ এখন আধুনিক প্রযুক্তিনির্ভর দেশে রূপান্তরিত হচ্ছে। অটোমেশন এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি বিভিন্ন শিল্পে
প্রয়োগ করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ইন্টারনেট অফ থিংস (IoT), বিগ ডেটা, ব্লকচেইন ইত্যাদি
বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেরিতে হলেও দেশের বিভিন্ন খাতে এসব প্রযুক্তির প্রভাব পড়তে
শুরু করেছে। AI এর কার্যকরী বাস্তবায়নের জন্য বাংলাদেশের বেশ কিছু নির্দিষ্ট খাত যেমন সেবা, পরিবহন, শিক্ষা,
কৃষি, স্বাস্থ্য এবং পরিবেশ প্রভৃতিকে চিহ্নিত করা হয়েছে বলে দেখা যায়। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে এখন AI
প্রযুক্তির যথেষ্ট ব্যবহার যথা রাইড-শেয়ারিং, বাংলার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), চ্যাটবট, হোটেল
বুকিং,এয়ার টিকিট কেনা এবং রিয়েল-টাইম ম্যাপিং ইত্যাদি কাজে এর ব্যবহার দেখতে পাওয়া যায়।বলা হয়ে থাকে
দেশে প্রায় ৩৩% যুব সমাজ এখন তথ্য প্রযুক্তির সাথে যুক্ত।তাই এ সময়ে এআই টেকনোলজির সফল একীকরণ
বাংলাদেশকে একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে আশা করা যায় ।তবে এআই প্রযুক্তির বহুল প্রচলন,
বাস্তবায়ন ও প্রসারের জন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই সঠিক প্রস্তুতি ছাড়া এ
প্রযুক্তি গ্রহণ করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের জন্য নয়, এ আই
গ্রহণ করা, প্রতিটি দেশকে এই সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। তাই বাংলাদেশ সরকারকে এআই নিয়ন্ত্রণের জন্য
অবকাঠামোগত উন্নয়ন এবং প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য কিছু প্রাসঙ্গিক বিষয়ের মতো প্রস্তুতি নিতে হবে।


১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে যত সুযোগ, যত সম্ভাবনা, যত উন্নয়ন হচ্ছে, সামান্য কিছু মানুষ সেগুলোর দ্বারা উপকৃত হয়, বড় অংশ শিক্ষা ও সংযোগের অভাবে কিছুই পায় না; ইহা হয়ে এসেছে সেই পাকিস্তানী আমল থেকেই।

১৮| ১৮ ই জুন, ২০২৩ রাত ৩:৩০

কাছের-মানুষ বলেছেন: শেষ কয়েক মাসে এ আই এর অনেক এগিয়ে গেছে, বিশেষ করে চ্যাট জিপিটি তার প্রমাণ!

বাংলাদেশে ৭০০-৮০০ সফটওয়্যার ফার্ম আছে, যেখানে হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করছে, অনেক বিদেশী সফটওয়্যার ফার্ম আছে, স্যামসাং ইলেক্ট্রনিক্স আর এন্ড ডি আছে যেখানে ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে, আমি ক্যারিয়ার শুরু করেছিলাম স্যামসাং বাংলাদেশ ব্যাঞ্চে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, প্রায় ৬০০ মত বাংলাদেশী ইঞ্জিনিয়ার ছিল!
দেশে ৬ লক্ষ তরুণ ঢাকায় বসে বিদেশী আইটি ফার্মে কাজ করছে, বিশ্বে বাংলাদেশের স্থান ৮ম, বেশির ভাগই আইটি সেক্টরে, ইনকাম ১০০ মিলিয়ন ডলার! শুনছিলাম সরকার নাকি ৫ বিলিয়নের টার্গেট নিছে, এখন আপডেট জানিনা! আমার অনেক জুনিয়র ছেলেমেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ফ্রি-ল্যান্সের হিসেবে ঢাকায় বসে লক্ষাধিক টাকার উপরে ইনকাম করে! বাংলাদেশে ছোট খাট কোম্পানিগুলো ফ্রিল্যান্সিং এর উপর বেইজড করে তৈরি! বড় কোম্পানিও আছে যেমন টাইগার আইটি বাংলাদেশ গর্ভ মেন্টের ফিঙ্গার ফিন্টের সহ বায়োমেট্রিক প্রজেক্ট করেছে, কিছু ফার্ম ডোলারে বেতন দেয়! বাংলাদেশে সরকারী বেসরকারি মিলিয়ে ১৫০-২০০ ইউনিভার্সিটি আছে যার বেশির ভাগই ইঞ্জিনিয়ার এর বিষয়গুলো আছে, আর এগুলো মেশিন লার্নিং ডাটা সাইন্স এগুলো পড়ায়, এগুলো আহামরি কিছু না তবে বড় কোন কোম্পানি নেই যারা শুধু মেশিন লার্নিং নিয়ে কয়েকশ তরুনকে কাজ দিয়ে কোন বিগ প্রজেক্ট করবে যেমন এ আই দিয়ে রোগ নির্ণয় করা, ঢাকা অনেক হসপিটাল এর সাথে কোলাবরেট করে মেডিকেল ডাটা নিয়ে কাজ করবে, কৃষি দপ্তর এর সাথে কোলাবোরেট করে গাছের রোগ নির্ণয় করবে! স্কিল আছে কিন্তু দেশে প্রয়োগের কিছু গড়ে উঠেনি তাই কামান দিয়ে দেশে মশা মারছে! তবে আমেরিকায় হাজার হাজার বাংলাদেশীরা এখানকার ইউনিভার্সিটিগুলোতে মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, আজকাল যে বায়োলজি পড়ে সেও মেশিন লার্নিং প্রয়োগ করছে, কৃষি মেডিকেল যেই কোন ফিল্ডে ছেলে পেলে এগুলো প্রয়োগ করছে এখানে এসে!

১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫১

সোনাগাজী বলেছেন:



আপনি দেশে কাজ করেছেন, আপনি সঠিক অবস্হা জানেন; দেশে উহার প্রয়োগ ও ডেভেলোপমেন্ট হতে অন্য অনেক জাতির তুলনায় অনেক বেশী সময় নেবে।

বাংলাদেশে কেহ ষ্ট্রেটেজিক কিছু জানলে অন্যদের জানতে দেয় না, এতে জ্ঞান বিস্তারে সময় ক্ষেপন হচ্ছে।

১৯| ১৮ ই জুন, ২০২৩ সকাল ৮:১৮

শ্রাবণধারা বলেছেন: ভাল লাগলো এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে লেখার জন্য।

হারারির "21 Lessons for the 21st Century" বইয়ে এ.আই কিভাবে আমাদের জীবনকে আগামী ২০/৩০ বছরের মধ্যে ভীষণ ভাবে প্রভাবিত করবে সেটা জেনে খুব চমকে উঠেছিলাম। হয় নিজের কাজে এ.আই ব্যবহার জানতে হবে, নয়তো সামনের দিকে চাকরি হারাতে হবে - এই উপলব্ধিটা হয়েছিল। তাই এই প্রায় বুড়া বয়সে নতুন করে Python শেখার পরিকল্পনা করতে হচ্ছে। ইদানীং দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় এ.আই বিষয়ে বিভিন্ন প্রগ্রাম চালু করেছে - যদিও সেগুলো এখন পর্যন্ত খুব ব্যয়বহুল মনে হলো, তবু সুযোগ পেলে এগুলোর কোন একটা করার ইচ্ছা আছে। এ.আই খুব দ্রুত আমাদের অনেক কিছু পাল্টে দেবে বলে মনে হচ্ছে।

আমাদের দেশের জন্য এটাকে একটা সুযোগ হিসেবে যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হবে। কাছের-মানুষ ভাইয়ের মন্তব্যটা পড়ে আশাবাদ জেগে উঠলো।

১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



পাইথন ও ডাটা সায়েন্স আপনাকে সাহায্য করবে।

বাংলাদেশের অনেকই দিনরাত খেটে এগুলো শিখে ফেলবে; কিন্তু অন্যদের জানতে দেবে না।

হারারী মনে হয় ভুল বলছে, বেশী মানউষের চাকুরী যাবে না, হয়তো অন্য ফিল্দে চলে যেতে হবে।

২০| ২১ শে জুন, ২০২৩ রাত ১:১৩

হবা পাগলা বলেছেন: আমি AI সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছি, সময় পেলে দেখতে পারেন।
Chat GPT analysis | A Critical Look at its Social and Business Implications

২১ শে জুন, ২০২৩ রাত ২:৩৬

সোনাগাজী বলেছেন:



লিংকের জন্য ধন্যবাদ, আমি দেখার শুরু করেছি।

২১| ২১ শে জুন, ২০২৩ রাত ১:৪৭

হবা পাগলা বলেছেন: You can Read the Article on Medium

Read the Article Chat GPT analysis | A Critical Look at its Social and Business Implications

২১ শে জুন, ২০২৩ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:




আমি আপনার পোষ্ট দেখেছি, আজকে পড়ে দেখবো; শুরটা ভালো লেগেছে; আমি গত ২ মাস কমেন্ট ব্যানে আছি; স্যরি, আপনার পোষ্টে কমেন্ট করা সম্ভব হয়নি।

২২| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৪

হবা পাগলা বলেছেন: I will create another video on AI, Title should be "AI Bubble " AI business creating bubble at the moment, same thing happen in 1995-2002 called dot-com bubble. The real working AI already developed and implement in US Military, Now they trying implement in Business.

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:




"AI Bubble " তৈরি হচ্ছে, কয়েকটি চিপ ও সফটওয়ার কোপানী বেশী বেশী বেড়ে যাচ্ছে, সেখানে সমস্যা হবে; নতুন কোম্পানী গড়ে উঠবে, সেখানে বেশী ইনভেষ্ট হবে, কিন্তু রিয়ার্ণ আসবে না।

২৩| ২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৬

হবা পাগলা বলেছেন: The NASDAQ Composite index spiked in the late 1990s and then fell sharply as a result of the dot-com bubble.

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:




আপনি কি কম্প্যুটিং'এ আছেন?

২৪| ২১ শে জুন, ২০২৩ রাত ১১:২৫

হবা পাগলা বলেছেন: Studied in Computing and its Implementation in Business but no work since One year, that's why change my career and trying make video to become YouTuber.

২২ শে জুন, ২০২৩ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:



আপনি কোন দেশে আছেন?

২৫| ২১ শে জুন, ২০২৩ রাত ১১:৩৭

হবা পাগলা বলেছেন: I have work on following Company,
SAP (UK)
BT Group plc (UK)
Syntegra Limited (UK)
Tesco Plc (UK)

I also have interest in Archaeology, Economics, computing, painting and Modern Agriculture.
I know lots about you and read your blog since 2013.

২২ শে জুন, ২০২৩ রাত ৩:২২

সোনাগাজী বলেছেন:



দরকারী বিষয়গুলোর উপর আপনার ইন্টারেষ্ট আছে; আপনি কোন দেশে আছেন?

২৬| ২২ শে জুন, ২০২৩ সকাল ১০:২৭

হবা পাগলা বলেছেন: At the moment living in Bangladesh

২২ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:




আপনি ইউকে'র কর্পোরেশনগুলোর কাজ কি বাংলাদেশ থেকে করেছিলেন, নাকি তখন সেখানে ছিলেন?

২৭| ২২ শে জুন, ২০২৩ রাত ১১:৫১

হবা পাগলা বলেছেন: I used to live UK but back to Bangladesh for Personal reason. When I work in UK company I used to live there.

২২ শে জুন, ২০২৩ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



বুঝেছি।

ব্লগে সত্যপথিক শাইয়্যানের পোষ্টে কমেন্ট করে দেখতে পারেন, তিনি কোনভাবে আপনাকে সাহায্য করতে পারেন কিনা!

২২ শে জুন, ২০২৩ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



সত্যপথিক শাইয়্যানের ১টি পোষ্ট এখন আলোচিত পোষ্ট, সেখানে কমেন্ট করে দেখেন।

২৮| ২৩ শে জুন, ২০২৩ রাত ১২:১৫

হবা পাগলা বলেছেন: সত্যপথিক শাইয়্যানের Good project, about Voice Detection, 20 Years OLD. I used to work on AI in 2005 at Syntegra Limited (UK) for making software for NHS. That was the biggest and expensive project I have ever seen. NHS still using that software. I used to work there as a Associate Agile Project Manager.

২৩ শে জুন, ২০২৩ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:




আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, আপনি চেষ্টা করুন, কাজ পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.