নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মিলিটারী আমাদেরকে পংগু জাতিতে পরিণত করেছে।

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৩




প্রাইম মিনিষ্টার হিসেবে ২ টার্মে বেগম জিয়া ছিলেন সাইনবোর্ড, দেশ চালায়েছে মিলিটারী জেনারেলটরা ও ব্যুরোক্রেটরা মিলে। ১৯৯১ সালে ও ২০০১ সালে ভোটের ফলাফল মিলিটারী বদলায়েছে। জিয়ার সময় (১৯৭৫-১৯৮১), এরশাদের সময় (১৯৮২-১৯৯০) ও বেগম জিয়ার ২ টার্ম (১০ বছর), এই পুরো সময় মিলিটারী ও ব্যুরোক্রেটরা মিলে দেশ চালায়েছে। ইহা জাতিকে সাহায্য করেছে, নাকি জাতিকে পংগু জাতিতে পরিণত করার জন্য যথেষ্ট ছিলো?

জিয়ার উপর আমি পোষ্ট লিখলে, কিছু ব্লগার লিখেন যে, "জিয়া খাল কেটেছে"; ভালো, জিয়া মনে করেছিলো যে, খাল কাটার দরকার ছিলো, তাই কেটেছে। ১,৪৪,০০০ বর্গ কিলোমিটারের নদীমাতৃক দেশের কোন কোন মাঠে পানি সরবরাহের দরকার ছিলো ও কোন কোন মাঠের পানি নিস্কাশনের দরকার ছিলো, সেটার ম্যাপ কি কোন ব্লগার জিয়াকে দিয়েছিলেন? যদি জিয়ার পুরোটা সময় সঠিকভাবে খাল খনন করা হতো, ইহা কত বিলিয়ন ডলারের প্রজেক্টে পরিণত হতে পারতো? কোন কোন পানির উৎস থেকে পানি সরবরাহের ডিজাইন উনার কাছে ছিলো, এবং কোথায় পানি নিস্কাশন করা হয়েছে? কোন কোন জিওলোজিষ্ট এসব ডিজাইন করেছিলেন? আসলে, এই রকম কোন প্রজেক্ট কি ছিলো, নাকি জিয়া দেশের ইডিটদেরকে ডোডো বানায়ে নাচায়েছে?

এরশাদের সুনাম করার লোকজনের সাথেও আমার কথা হয়েছে সব সময়। এরশাদ ক্ষমতা দখল করার মাস দু'য়েক পর, এক আধা-সরকারী প্রজেক্টে স্বয়ং এরশাদের সাথেও আমাকে কথা বলতে হয়েছিলো ১০/১২ মিনিট, আমি বুঝতে পারছিলাম না যে, লোকটা কি জেনারেল, নাকি জেনারেলের অভিনয় করছে সিনেমাতে। সিআইএ-কানেকশান ও বেকুবের অভিনয় করে এরশাদ সম্ভবত জিয়ার আস্হাভাজন হয়েছিলো, এরশাদ অবশেষে জিয়াকে প্রস্তান করতে সাহায্য করেছিলো।

শেখ হাসিনার ভুলের কারণে, আওয়ামী লীগের লোকজন রাজনীতি শেখার মত কষ্টকর প্রসেস থেকে মুক্তি পেয়ে, লাঠিয়াল বাহিনীতিতে পরিণত হয়েছে। ১৯৬৮ সালে, ১৯৭৫ সালে যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিলো, শেখ হাসিনার পরও উহারা পালিয়ে যাবে। জাতি আরো অরাজকতার মাঝে ডুববে। এখন বিশ্ব অর্থনীতি যেই ধরণের সমস্যায় আছে, শেখ হাসিনার পর, দেশের কাছে জ্বালানী তেল আমদানী করার মতো হার্ডকারেন্সী না'থাকার সম্ভাবনা আছে। এখন ঢাকা দেখলে মনে হয়, জাতি ভালোই আছে, আসলে জাতির ৪ ভাগের ৩ ভাগ মানুষ নীচুমানের জীবন যাপন করছেন।


মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি কি লেঃ জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে কথা বলেছেন? আনুমানিক কতো সনে কথা বলেছেন?


১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:


মনে হয়, ১৯৮২ সালের জুন মাসের শেষ সপ্তাহে; এরশাদ পোর্ট ও নেভীদের ওখানে গিয়ে ছিলো; সেখান থেকে উনি ডেনিডার ট্রলার প্রজেক্টে এসেছিলো; সেদিন ছিলো ছুটির দিন, তেমন কেহ ছিলো না; কয়েকজন অফিসার মিলে উনাকে অভ্যর্থনা জানিয়ে ডেনিডার ট্রলার প্রজেক্ট দেখানোর সময়, প্রজেক্টের সমস্যা নিয়ে জেনারেল আমার সাথে তর্কে জড়ায়ে পড়েছিলো ।

২| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৪৩

ডার্ক ম্যান বলেছেন: আমাদের মিলিটারি ব্লগারগণ এই পোস্ট পড়ে গোস্বা করতে পারে

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের লিলিপুটিয়ান অংশ আধুনিক বিশ্বকে কখনো বুঝতে পারার কথা নয়।

৩| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫০

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি কখনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



না।

৪| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫৩

আমি সাজিদ বলেছেন: রাজনীতিবিদ আর আমলাদের সুরে কথা

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনার বাক্যের অর্থ পরিস্কার হয়নি।

৫| ১৯ শে জুন, ২০২৩ রাত ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বিশ্বাস হয় ১৯৯০ থেকে ২০২৩ সন পর্যন্ত দেশের সম্পদ যেই পরিমাণ লুট হয়েছে তার চেয়ে বেশী লুট হয়েছে ২০০ বছরের বৃটিশ আমলে? বৃটিশরা ২০০ বছরে বাঙাল থেকে গামছা লুঙ্গি ডুমা হান্ডি পাতিল বাঁশ কাষ্ট সহ কতো বিলিয়ন ডলার / পাউন্ড লুট করেছে বলে মনে করেন?

২০ শে জুন, ২০২৩ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:


ইষ্ট ইন্ডিয়া কোম্পানী (১০০ বছরে) কি পরিমাণ লুট করেছে, উহা অনুমান করতে আমার সময় লাগবে; তবে, বৃটিশ ( ৯০ বছরে ) ঠিক লুট করেনি, তারা ব্যবসা করে ও উপনিবেশ চালিয়ে লাভ করেছে, পরিমাণ ২০০/২২০ বিলিয়ন হতে পারে।

৬| ২০ শে জুন, ২০২৩ রাত ১২:০৯

কাছের-মানুষ বলেছেন: মিলিটারি দেশ পঙ্গু করেছে নিসন্দেহে। তবে এবার নির্বাচন নিয়ে দেশ গরম হয়ে উঠেছে।

আব্দুল মোমিন দেখলাম আজ আমেরিকায় লবিষ্ট নিয়োগের ব্যাপারে বলছে "‘আমাদের লিস্ট নেই। আমরা বাদ দিয়েছি; বরং যাঁরা লবিস্ট নিয়োগ দিয়েছেন তাঁদের বলছি, আল্লাহর ওয়াস্তে দেশটারে ধ্বংস করার তালে থাকবেন না। যুক্তরাষ্ট্রকে বলেছি, “তোমরা তথ্য যাচাই-বাছাই করে দেখো। কোনটা সত্য, কোনটা মিথ্যা। তারপর সিদ্ধান্ত নাও। এটি না করলে ভুল হবে। ‘আমরা একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করব। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করব, যত দল আছে, সবাই প্রতিজ্ঞা করবে যে তারাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইবে।’

সরকার তাকিয়ে আছে ভারত আর আমেরিকার সংলাপের উপর! এই সংলাপে সরকার কি আশা করছে আমার কাছে ক্লিয়ার না!!! তবে ইদানিং পত্রিকা পরলে মনে হয় বিরোদী দল এখন আমেরিকা, সরকার এখন প্রায় আমেরিকার বিরুদ্ধে বলছে, এক সময়
পাকিস্তানের বিরুদ্ধে বলত!

২০ শে জুন, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



মোমেন ও মোমেন সাহেবের লিলিপুটিয়ান ভাই, ২ জনে দেশকে মগের মুল্লুক বানায়েছে।

৭| ২০ শে জুন, ২০২৩ রাত ১২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: জিয়ার খাল কাটা ছিল মানুষকে আকৃষ্ট করার জন্য। উনি ভালো বক্তা ছিলেন না কিন্তু আর্মি লোক হওয়াতে প্রচুর হাটতে পারতেন। কেউ তাকে বুদ্ধি দিয়েছিল গ্রামে গ্রামে গিয়ে দীর্ঘ পথ হাটতে এবং খাল কাটতে। এটাই ছিল ওনার জন্য সাধারণ মানুষকে আকৃষ্ট করার সহজ উপায়।

২০ শে জুন, ২০২৩ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:


জিয়া কি জানতো দেশের কোথায় পানির দরকার, কোথা থেকে আনটে হবে, কিংবা কোন এলাকা থেকে পানিকে কোন পথে নিস্কাশন দিতে হবে? উহা প্রতারক ছিলো।

৮| ২০ শে জুন, ২০২৩ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আর ১৯৯০ থেকে ২০২৩ পর্যন্ত স্বাধীন বাংলাদেশ হতে পাচারকৃত অর্থের পরিমাণ?

ক্যু খলিফা জেনারেল মঈন সাহেব ও বাংলাদেশ ব্যাংক গভর্ণর ফখর সাহেব নিয়ে আপনি কখনো লিখেন নি, মনে হয়!

২০ শে জুন, ২০২৩ রাত ১২:২৬

সোনাগাজী বলেছেন:



জে: মঈন ও ফখরুদ্দিন সাহেবকে নিয়ে আমি লিখিনি; ১৯৯০ সাল থেকে প্রশাসনের হাতে বড় অংকের টাকা আসছিলো (ঋণ ও অনুদান মিলে ) তখন থেকে বড় অংকের ডলার পাচার হয়েছে; পরিমাণ ২০/২৫ বিলিয়ন ডলারের বেশী হবে।

৯| ২০ শে জুন, ২০২৩ রাত ২:৪৯

কামাল১৮ বলেছেন: জিয়ার রাজনীতিতে আনার জন্য সব থেকে বেশি সহযোগিতা করেছে রংপুরের মশিউর রহমান যাদু মিয়া।প্রতিটা পদক্ষেপে যাদু মিয়ার পরামর্শে দিতেন।যেহেতু জিয়া ভালো বক্তাছিলো না,দলবল নিয়ে হাটার পরামর্শ যাদু মিয়ার দেয়া।খাল কাটার পরামর্শও যাদু মিয়ার দেয়া।আইয়ুব খান খাল কেটে জনপ্রিয় হয়ে ছিল।।তখন আমি স্কুলের ছাত্র।সেই ধারনাটাই কাজে লাগার।

২০ শে জুন, ২০২৩ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:



জাতিকে ইডিয়ট বানায়ে রেখে, সবাই তাদের সাথে প্রতারণা করেছে; শেষে অনেক মুল্যও দিয়েছে।

২০ শে জুন, ২০২৩ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:


বেগম জিয়াকেও ঘাঁড় ধরে ক্যান্টনমেন্ট থেকে বের করা হয়েছিলো।

১০| ২০ শে জুন, ২০২৩ রাত ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই নির্বাচন কেমন হবে ভাবছেন?

২০ শে জুন, ২০২৩ ভোর ৪:০০

সোনাগাজী বলেছেন:



সুষ্টু নির্বাচন করে শেখ হাসিনা জয়ী হতে পারতেন; কিন্তু লিলিপুটিয়ান ব্যুরোক্রেটরা উনাকে ভয়ের ভেতর রেখে, কিছু একটা আবিস্কার করবে।

১১| ২০ শে জুন, ২০২৩ ভোর ৪:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি কমেন্ট ব্যানে আছেন?

২০ শে জুন, ২০২৩ ভোর ৫:২৬

সোনাগাজী বলেছেন:




হ্যাঁ, এখনো কমেন্ট ব্যানে; আমি যতদিন আছি কমেন্ট ব্যানে থাকতে চাই।

যারা আমাকে কমেন্ট ব্যানে রাখার চেষ্টা করছে, তারা লিখতে পারে না; আমি কমেন্ট ব্যানে থেকেও তাদের চেয়ে ভালো করছি।

১২| ২০ শে জুন, ২০২৩ ভোর ৬:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
১/১১ র পর মিলিটারীরা আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না।

১/১১ ওয়ালাদের নির্বাচন দেয়ার কোন ইচ্ছাই ছিলনা।
১/১১র উপদেষ্টারা ব্যারিষ্টার মইলুল, জেনারেল মতিন সহ সব বেশিরভাগ উপদেষ্টা ছিল কট্টর বিনপি-জামাত পন্থি।
জামাত নেতা মোজাহিদ ও বিএনপি নেতা মাহামুদুর রহমান ও তারেক মামুন পন্থিরা বাদে বাকি বিএনপি নেতারা অবাধে সেক্রেটারিয়েটে ঘোরাফেরা করতো। আর আওয়ামী নেতারা ক্রসফায়ারের ভয়ে গ্রামে চলে গেছিল, পালিয়ে বেড়াতো।

১/১১ ওয়ালাদের মুল কাজ ছিল হাসিনা কে গ্রেফতার করে কোনঠাসা করে বিএনপি পন্থি ইউনুস ও ফেরদৌস আহাম্মদ কোরেশীকে প্রমট করে খালেদা-তারেক বিহীন নতুনভাবে ইউনুসের নেতৃত্বে ২য় আরেকটি বিএনপি তৈরি করা।
খালেদাকে তেমন সমস্যা মনে করে নাই। সে অনেক পরে গ্রেফতার হয়েছে।

১/১১ ওয়ালারা দেড় বছর সর্বাত্বক সাপোর্ট দিয়ে চেষ্টা কইরা ইউনুসকে বা ফেরদৈসকে পা সোজা করে দাঁড় করাতে পারে নাই।
ইতিমধ্যে সেনা কর্তারা অর্থনৈতিক দুর্নিতীতে জরিত হয়ে পরছিল, ব্যাবসায়িদের ধরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ময়নামতি ও বরেন্দ্র যাদুঘরের বড় বড় অসীম মুল্যবান মুর্তি ফ্রান্সে বিক্রি করে দেয়া, ডেভেলপারের কিস্তি শেষের আগেই জোরপুর্বক মালিকানা দখল, জমি দখল। ইত্যাদি ইত্যাদি দুর্নিতি প্রকাশ হওয়াতে ১/১১ ওয়ালারা দুর্বল হয়ে যায়।
এরপর মড়ার উপর খাড়ার ঘা। ঢাবি খেলার মাঠে সেনা ক্যাম্পের এক সৈনিক ঢাবির এক ছাত্রকে 'তুই' বলায় তুমুল বচসা।
মারধরের পর পরিস্থিতি ভয়ানক উত্তপ্ত। দিনের পর দিন সেনাবাহিনী বিরোধী বিক্ষোভে উত্তাল। সবচে খারাপ অবস্থা যেটা একটি সেনা জিপ থামিয়ে নিরস্ত্র সৈনিকদের মারধর করা, ইউনিফর্ম পরিহিত এক সৈনিকের পিঠে লাথি দেয়ার একটি স্থির চিত্র ভাইরাল হয়েছিল।
এদিকে ফুটপাতের হকারদের বিক্ষোবে ঢাকার বাকি অংশও ভয়াবহ অচলবস্থা।
ছাত্রদের মূল দাবি ছিল ঢাবি এলাকার ও আসেপাসের সব সেনাক্যাম্প প্রত্যাহার। অবশেষে সেটাই হয়েছিল।
সেনা ট্রাকগুলো বাক্সপোট্রা নিয়ে চলে যাওয়ার সময় ছাত্রজনতার নজিরবিহীন গগনবিদারি দুয়ো দুয়ো ধ্বনিতে ১/১১ ওয়ালা মিলিটারীদের বিদায় ঘন্টা বেজে উঠে। স্থায়ী বিদায় ঘন্টা। তার কিছুদিন পরেই নির্বাচনের ঘোষনা দিতে বাধ্য হয়।

২০ শে জুন, ২০২৩ ভোর ৬:২৮

সোনাগাজী বলেছেন:


দেশে যদি প্রচন্ড অরাজকতার সৃষ্টি হয় , সরকারের ক্ষমতাশীল কেহ ১ জন জরুরী অবস্হা জারি করতে বাধ্য হবে।

১৩| ২০ শে জুন, ২০২৩ সকাল ৯:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

প্রচন্ড অরাজগতার সৃষ্টি করবে কে?

বাংলাদেশে একমাত্র আওয়ামীলীগ বাদে অন্য কেহ অরাজকতার সৃষ্টি করার যোগ্যতা নেই।
বাংলার ৮০ বছরের ইতিহাস তাই বলে।
বিম্পি-জামাট পারবে ভাড়াটে গুন্ডা দিয়ে দুএকটি চোরাগুপ্তা পেট্রলবোমা বা গ্রেনেডবাজি, এরপর নাই .... .।

২০ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:



দরকারের সময় আওয়ামী লীকে খুঁজে পাওয়া যায়নি, ১৯৭৫ সালে সকালে আওয়ামীলীগ খালি হাতে বেরুলে ঢাকা ক্যান্টনমেন্ট ফেলে জেনারেল জিয়া লুংগি পরে রাংগাম টি চলে যেতো।

১৪| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: দুইটা বিষয় বুঝলাম না
১. মিলিটারিই যদি ৯১ ও ০১ এ দেশ চালায়, তারা কেন খালেদা জিয়াকে ক্ষমতায় রেখে দিলো না? আ.লীগ কিভাবে এলো?
২. এরশাদ যদ্দুর জানি খারাপ লোক ছিলেন। আপনি তার সাথে তর্কে জড়িয়েছেন, আর আপনি এখনও বেঁচে আছেন; ভাবতে অবাক লাগছে; এবং কিভাবে হলো সেটা তাই বুঝতে পারছি না!

২০ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



প্রজেক্ট অফিসে কিছু সেনসেটিভ ইকুইপমেন্ট ছিলোো, এর মাঝে ছিলো "জাইরো কম্পাস"; দীর্ঘদিন গরমের মাঝে পড়ে থাকায় এই ইকুইমেন্টগুলো নষ্ট হয়ে গিয়েছিলো; আমি জয়েন করেছি ২ মাস আগে, এগুলো পড়েছিলো ৫/৬ বছর। এরশাদ আমাকে বলৈলো, আমি এগুলোর টেইককেয়ার করিনি কেন; আমি উনাকে বলেছিলাম যে, আমি উনার মতোই নতুন এসেছি এখানে।

১৫| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৮

আল ইফরান বলেছেন: আপনার কথার সাথে আমি একমত নই।
সিভিলিয়ান রাজনীতিবিদগণের ব্যর্থতার পরিপ্রেক্ষিতেই সবসময় মিলিটারি আমাদের রাজনীতিতে নাক গলানোর সাহস পেয়েছে।
যেখানে সুষ্ঠু গণতান্ত্রিক সংষ্কৃতির চর্চা থাকবে, সেখানে মিলিটারি তার ক্যান্টনমেন্টের চৌহদ্দির সীমানা অতিক্রমের সাহস পাবে না।
ভারত সীমানা টেনে দিতে পেরেছে কারণ তাদের সুস্থ গণতান্ত্রিক চর্চার সুদীর্ঘ ইতিহাস (মোদির সময়টুকু ছাড়া) রয়েছে।

হাসান কালবৈশাখী বলেছেন 'বাংলাদেশে একমাত্র আওয়ামীলীগ বাদে অন্য কেহ অরাজকতার সৃষ্টি করার যোগ্যতা নেই'

ধন্যবাদ, দেরীতে হলেও সত্যকে স্বীকার করে নেয়ার জন্য।

২০ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



হাসান কাল বৈশাখী জেনুইন ছাত্র লীগার, কিসের অর্থ কি হয়ে দাঁড়ায় উহা বুঝে না।

১৬| ২০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ধরে নিলাম দেশে সুষ্ঠু নির্বাচন হলো। শেখ হাসিনা পরাজিত হলেন।
নতুন সরকার কি পারবে, শেখ হাসিনার মতোন করে দেশের উন্নয়ন করতে। পারবে না। দেশে দেখা দিবে মির্জা, ফালু, কালু মালুদের। অর্থ্যাত নতুন সরকার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হবে।

২০ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:





ষেশ চালাবে ব্যুরোক্রেটরা, ফালুদের কাজ চুরি করা; দেশ এখন ব্যুরোক্রেটরা চালাচ্ছে।

১৭| ২০ শে জুন, ২০২৩ বিকাল ৫:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: এত উন্নয়নের পরও আপনার :( মতে " জাতির ৪ ভাগের ৩ ভাগই (সেই হিসাবে ১৮ কোটি মানুষের মাঝে প্রায় ১৪ কোটি মানুষ খারাপ আছে এবং ৪ কোটি মানুষ মহাসুখে আছে) নীচু মানের জীবন যাপন করছে, এ বড়ই লজ্জার বিষয় " - তা আমার মনে হয় অনেকটাই ঠিক বলেছেন বা সত্যির কাছাকাছি।

তবে আমার মনে হয় সত্যি হলো - বিশেষ পরিবার (হাতে গোনা কয়েকটি পরিবার) + সরকারী চাকুরী জীবি(বিভিন্ন বাহিনী সহ ),সংসদ সদস্য ৩৫০ + তাদের পরিবার + সরকারী সুবিধাভোগী প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ) এবং আওয়ামী লীগের আশ্রয়ে-পশ্রয়ে বা দলের সাথে সরাসরি জড়িত (গ্রাম +ইউনিয়ন+থানা+জেলা+বিভাগ+রাজধানী+বিদেশ) সব মিলিয়ে ১.৫ বা ২ কোটি ভাল আছে । আর বাকী যারা আছে তারা বেঁচে আছে তবে ভাল নেই।

২০ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



দেশের মুল সম্পদ ও সুযোগ ২ লাখ মানুষের হাতে। রিয়েলষ্টেটের দাম বেড়ে যাওয়াতে, সরকার, দল ও ব্যবসায়ীদের বাহিরে অনেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, এরা ক্ষমতাসীনডের কেহ নন।

১৮| ২০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

বিষাদ সময় বলেছেন: আপনি শিরোনামে পঙ্গু বানান লিখতে মিসটেক করায় পুরাপুরি পঙ্গু হয় নাই...... :)

২০ শে জুন, ২০২৩ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:




আমিও মিলিটারী শাসনের ভিকটিম।

১৯| ২০ শে জুন, ২০২৩ রাত ১১:৪০

ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রাম শহরে আপনি কোথায় বাস করতেন

২১ শে জুন, ২০২৩ রাত ২:৩০

সোনাগাজী বলেছেন:



আমি গ্রামে থাকি।
শহরে আমি কখনো বাস করিনি; চিটাগং কলেজে পড়ার সময়, দেড় বছর হোষ্টেলে ছিলাম, ৪/৫ মাস পোর্ট কলোনীতে ছিলাম।

২০| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
পংগু = পঙ্গ ?

২৫ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫০

সোনাগাজী বলেছেন:


পঙ্গু লিখতে চেয়েছিলাম; কোন কোন অক্ষরের সমম্ময়ে উহা লিখতে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.