নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্টের উপর একটি প্রতিযোগীতা হলে ভালো হতো!

২০ শে জুন, ২০২৩ রাত ৯:১২



ব্লগে কোয়ালিটি কমেন্ট ও কমেন্টের সংখ্যা নিয়ে একটি প্রতিযোগীতা হলে ভালো হতো; অনেকেই কমেন্ট করতে শিখতেন; এখন অনেকের কমেন্ট ভয়ংকর দুর্বল, অপ্রয়োজনীয়, বিশাল বপু ও বিরক্তিকর।

গতকাল, আমার শেষ পোষ্ট দেয়ার সময়, বাংলাদেশের সময় ছিলো রাত সাড়ে এগারোটা, ব্লগে লগিন-করা ব্লগার ছিলেন ২৭ জন; লগিন-করা ২৭ জনের মাঝে ৩ জন আমার পোষ্ট পড়ার ও কমেন্ট করার সম্ভাবনা ছিলো। ৩০ মিনিটের ভেতরে ৬টি কমেন্ট হয়েছিলো, উত্তরসহ কমেন্টের সংখ্যা ১২টি। কমেন্টগুলো রিলেইটেড ছিলো, সংক্ষিপ্ত ছিলো, এবং অর্থবহ ছিলো; যারা কমেন্ট করেছিলেন, তাঁদের মাঝে ৫ জন আমি পোষ্ট দেয়ার সময় লগিন-করা ছিলেন না।

ক্যাঁচাল লেখকেরা দরকারী বিষয়ের উপর কিছু লিখলেও, উনাদের পোষ্টে ক্যঁচাল জাতীয়, অর্থহীন, লম্বা লম্বা কমেন্ট আসে। ব্লগারেরা লেখকের প্রোফাইল অনুসারে কমেন্ট করেন; আমার পোষ্টে কমেন্ট করার সময়, মোটামুটি কেহ আমাকে "ভাই", "প্রিয় ভাই" ডাকেন না; ভাই, টাই ডাকাটা আমি পছন্দ করি না।

সামুতে আমার দেখা সবচেয়ে বড় কমেন্ট ছিলো ১৩ পাতা লম্বা; যদি কখনো প্রতিযোগীতা হয়, সেই কেমন্টটাকে অন্তর্ভুক্ত করতে হবে; তবে, কমেন্টটাতে সব অপ্রয়োজনীয়ে কথা লিখা ছিলো। পোষ্ট লেখা ও কমেন্ট লেখার মাঝে সম্পর্ক আছে; যারা অপ্রয়োজনীয় বিষয়ে পোষ্ট লিখে শোরগোল বাঁধায়, তাদের কমেন্টর অবস্হাও ঐ রকম।

সঠিক ও ভালো কমেন্ট করলে, সামুতে সমস্যা হয়, লেখকেরা অভিযোগ করার শুরু করেন; ব্লগের বেশীরভাগ কমেন্টকারী লেখকের "ভুল ধারণা" নিয়ে আলোচনা করতে চান না; স্বল্প সংখ্যক ব্লগার লেখার ধারণা, বিষয়বস্তু ও মান নিয়ে আলাপ করেন। একটা প্রতিযোগীতা করলে কমেন্টের মান বাড়তো!



মন্তব্য ৫১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৩ রাত ৯:৩৭

বিষাদ সময় বলেছেন: আপনার কথা মোটামুটি ঠিক। আমার কাছে ব্লগার নতুন এর কমেন্ট ভাল লাগে। তিনি প্রাসঙ্গিক এবং যুক্তপূর্ণ কমেন্ট করেন। আপনার কাছে কার কার কমেন্ট ভাল লাগে?

২০ শে জুন, ২০২৩ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



আমি নাম বলতে চাচ্ছি না; কারণ, আমি কমেন্ট ব্যানে আছি; তবে, যারা ক্যাঁচাল পোষ্ট দেন, তাদের কমেন্টের অবস্হা হতাশাজনক। কিছু আছেন, মধ্যপন্হী; এরা ভুলকে ভুল না'বলে এটা সেটা বলে কমেন্ট শেষ করেন।

২| ২০ শে জুন, ২০২৩ রাত ৯:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:



বড় কমেন্ট করার যোগ্যতা কি? যারা বড় কমেন্ট করতে পারে তারা নিশ্চই এক বসাতেই উপন্যাস লিখে ফেলতে পারবে।

২০ শে জুন, ২০২৩ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



কমেন্ট লিখতেও না'জানলে উপন্যাস পড়বে কে?

৩| ২০ শে জুন, ২০২৩ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: উত্তম প্রস্তাব । এতে কমেন্টে পরিশীলিত ভাব আসবে ।

২০ শে জুন, ২০২৩ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



কমেন্ট সঠিক না'হলে, উহা বাজে ফিডব্যাক।

২০ শে জুন, ২০২৩ রাত ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা তো আসছে না।

৪| ২০ শে জুন, ২০২৩ রাত ৯:৫৬

বিষাদ সময় বলেছেন: কিছু আছেন, মধ্যপন্হী; এরা ভুলকে ভুল না'বলে এটা সেটা বলে কমেন্ট শেষ করেন
আসলে বলারও তো কিছু নর্মস আছে। ভুল কে সরাসরি " ভুল" না বলে "সঠিক নয়" বলাটাই ভদ্রতা। :)

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:


আপনার জন্য সুন্দর বনের মধু নিয়ে আসতে হবে?

৫| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:০৬

রানার ব্লগ বলেছেন: মন্তব্য সবাই করতে পারেনা । আমিও পারি না। উহা এক প্রকার আর্ট ।

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনার কমনসেন্স যা বলে, উহা লিখলেই সঠিক হওয়ার সম্ভাবনা আছে।

৬| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্য খুব মিস করি। কিন্তু অনেকে আপনার মন্তব্য সহ্য করতে পারেন না বলে কর্তৃপক্ষ আপনাকে মন্তব্যের ক্ষেত্রে ব্যান করে রেখেছে।

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



আমার নব্তব্য সবাই পছন্দ করতেন; কিছু কিছু আছেন নাহিদ সাহেবের ছাত্র।

৭| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:২৩

চেয়ারম্যান সাব বলেছেন:




মামু, তোমার আর বান্দরের মাঝে দৌড় প্রতিযোগিতা হলে কে জিতবো?

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:




আপনি জিতবেন, আমি হেরে যাওয়ার সম্ভাবনা ১০০ ভাগ।

৮| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

কমেন্ট লিখতেও না'জানলে উপন্যাস পড়বে কে?

- উপন্যাস পড়ার লোক থাকবে, কিন্তু সমস্যা হলো কমেন্টকারী কখনো জানবে না বুঝবে না উনি কাজের কমেন্ট কখনোই করতে পারবে না।

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



বইমেলার অনেক উপন্যাসই অপঠিত থেকে যাচ্ছে।

৯| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্য পড়েও মন্তব্য দাতা সম্পর্কে ধারণা করা যায়। বেশী বড় পোস্ট বা যে পোস্ট বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি মন্তব্য থেকে পোস্ট সম্পর্কে ধারণা নিতে চেষ্টা করি। মন্তব্যে সমালোচনা করার সুযোগ থাকে। সেই সুযোগ কাজে লাগানো উচিত।

আপনার ভালো না লাগলেও বলতে হয় যে আপনার মন্তব্যই আপনার বড় শত্রু যার কারণে বারবার ব্যান খেতে হয় আপনাকে। আপনি আপনার সমস্যা না বুঝলেও অন্য লোকে বুঝতে পারে। তাই পরবর্তীতে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হবেন।

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:




আমার মন্তব্যের উপর আমার আস্হা আছে।

১০| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একটি ১৪ পাতার কমেন্ট করে রেকর্ডটি ভাংতে চাই।

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



আগে ঠিক করেন, এই ঐতিহাসিক কমেন্ট কার পোষ্টে করবেন!

১১| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চেয়ারম্যান সাব-এর কমেন্ট রিপোর্ট করেছি।

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



কেন? উনি নাহিদ সাহেবের সময় পলিটিক্যাল সায়েন্সে মাষ্টার্স করা ব্লগার।

১২| ২০ শে জুন, ২০২৩ রাত ১০:৪৭

বিষাদ সময় বলেছেন: আপনি জিতবেন, আমি হেরে যাওয়ার সম্ভাবনা ১০০ ভাগ।


অসাধারণ প্রত্যুত্তর.....

২০ শে জুন, ২০২৩ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:


মাঝে মাঝে এমনিতেই হয়ে যায়।
সেদিন তানভীর জুমার বলেছিলেন, "বিএনপি কলাগাছ দিলেও ভোটে জিতবে"।

আমি কিভাবে লিখলাম, "বিএনপি কলাগাছ দিলে, আপা হাতীকে নমিনেশন দিবেন।"

১৩| ২০ শে জুন, ২০২৩ রাত ১১:১১

বিষাদ সময় বলেছেন: আপনার কাছ থেকে এ রকম উইটি, ডিসেন্ট এবং টু দ্যা পয়েন্ট উত্তর প্রত্যাশা করি। ধন্যবাদ।

২১ শে জুন, ২০২৩ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:




আমি ভালো কমেন্ট করার চেষ্টা করি।

১৪| ২০ শে জুন, ২০২৩ রাত ১১:৩৭

ডার্ক ম্যান বলেছেন: আমার কমেন্ট কেমন লাগে

২১ শে জুন, ২০২৩ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



মোটামুটি খারাপ না।

১৫| ২০ শে জুন, ২০২৩ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সামুতে কামাল১৮ আর আপনার মন্তব্য আমার সবচেয়ে ভালো লাগে।

এখন ঘুমাতে যাচ্ছি।
হঠাত করে আমি শুকাতে শুরু করেছি। ওজন কমে যাচ্ছে। চোখেও সমস্যা হচ্ছে। ছোট ছোট লেখা পড়তে কষ্ট হয়।

শুভ রাত্রী।

২১ শে জুন, ২০২৩ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



আপনার খাওয়া দাওয়াতে পরিবর্তন আনেন, তরকারী ও মাছে চলে আসেন।

১৬| ২১ শে জুন, ২০২৩ রাত ১:০২

জ্যাকেল বলেছেন: আপনার কমেন্টের ভক্তকূল কাহারা তা উপরে মোটামুটি দেখা যাইতে আছে। কমেন্টের ওপর প্রতিযোগিতা জিনিসটা করলে আপনার লাভ আছে। ব্যান তুলে ফেলে আপনাকে এক্কেরে কাম সারা করে দেওয়ার প্লান আছে আপনের। ভাল।

তবে কটাক্ষ মন্তব্য না দেখাটা সাধারণ ব্লগারদের জন্য শান্তিদায়ক পরিবেশ।

২১ শে জুন, ২০২৩ রাত ২:১৮

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্টে কমেন্ট করার জন্য অপেক্ষা করছি; আমার কমেন্ট ব্যান তুলে নিলে, একটি ভালো পোষ্ট দিয়েন; হাতে বেশ সময় পাবেন।

১৭| ২১ শে জুন, ২০২৩ রাত ১:৪১

ফারহানা শারমিন বলেছেন: এ ধরনের বিষয়বস্তু নির্বাচন করার জন্যে অসংখ্য ধন্যবাদ। যাক বাবা। একটা কমেন্ট করতে পারলাম!

২১ শে জুন, ২০২৩ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:


আমার ব্যান তোলা হলে, আপনার পোষ্টে অবশ্যই কমেন্ট করবো।

১৮| ২১ শে জুন, ২০২৩ রাত ২:২৩

চেয়ারম্যান সাব বলেছেন:




সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চেয়ারম্যান সাব-এর কমেন্ট রিপোর্ট করেছি।


মামু, তোমার আমার মাঝের এই অর্বাচীনটা কে???

২১ শে জুন, ২০২৩ রাত ২:২৮

সোনাগাজী বলেছেন:


উনি সম্প্রতি ব্যস্ত আছেন, ব্লগে কম আসেন; আপনাকে বুঝতে পারেননি।

১৯| ২১ শে জুন, ২০২৩ ভোর ৪:৪১

কামাল১৮ বলেছেন: আমার সমস্যা,আমি পোষ্ট সবটা পড়িনা। দুই এক লাইন পড়ে,পড়ায় আগ্রহ হারিয়ে ফেলি।মূলতঃ পড়ার মতো কিছু থাকে না।কিন্তু কমেন্ট করে ফেলি।
অনেক সময় চিন্তা ভাবনা করে যে কমেন্ট করবো তেমন ইচ্ছাও থাকে না।যেন তেন একটা কমেন্ট করে ছেড়ে দিই।তবে অনেকে ভালো কমেন্ট করে।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৫

সোনাগাজী বলেছেন:



লেখার বিষয়কে পড়ার যোগ্য করে তোলা বেশ কঠিন কাজ।

২০| ২১ শে জুন, ২০২৩ সকাল ৯:৪০

ধুলো মেঘ বলেছেন: কমেন্টের প্রতিযোগিতা হলে সেরা কমেন্ট হবে "কলাগাছ দাঁড় করিয়েন না, আপা তাইলে হাতি পাঠাইয়া দেবে"।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৫

সোনাগাজী বলেছেন:



ইহা আমার পছদ হয়েছিলো

২১| ২১ শে জুন, ২০২৩ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কমেন্ট করার সময় পাই না। তাছাড়া জ্ঞান কম থাকায় কমেন্টে ঠিকমত বুঝাতে পারবো না বলে কমেন্ট কম দেই

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৭

সোনাগাজী বলেছেন:



আপনি জটিল ভাই'এর মতো ব্লগারের লেখায় কমেন্ট করেন, সেই লোক দুনিয়ার আবর্জনা ছাড়ে ব্লগে।

২২| ২১ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সামুতে আমি মন ভরে কমেন্ট করতে পারি না। কারন মন ভরে কমেন্ট করলেই এডমিন সাহেব এসে আমাকে ফ্রন্ট পেজ ব্যান কর দিবেন। এজন্য অল্প কথায় কমেন্ট সেরে ফেলি। ভালো হয়েছে। সুন্দর। এইসব হাবিজাবি কমেন্ট করি।

২১ শে জুন, ২০২৩ বিকাল ৩:২২

সোনাগাজী বলেছেন:



এডমিনকে মাথা গুনতে হয়, কোয়ালিটি পরের কথা।

২৩| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

ঢাবিয়ান বলেছেন: আপনি কমেন্ট ব্যানে থেকেও আপনার পোস্টে অনেক কমেন্ট পাচ্ছেন। অতএব ব্লগবাসিদের শান্তিতে ব্লগিং করতে দেন এবং নিজেও শান্তিতে ব্লগিং করুন।

হ্যাাপি ব্লগিং।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি কমেন্ট ব্যানে থেকেও টিকে আছি, ইহা আমার সম্পর্কে কিছু সাক্ষ্য দিচ্ছে।

২৪| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: সামুর ইতিহাসে সবচেয়ে বেশি মন্তব্য সে আপনার পোস্টে।
এবং আপনিই সবচেয়ে বেশি মন্তব্যকারী। কিন্তু আপনার চাঁদগাজী নিক ব্যান করাতে আপনার ব্লগিং ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

২১ শে জুন, ২০২৩ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিক বন্ধ করায় ব্লগের পরিবেশ নষ্ট হয়েছে কিছুটা।

২৫| ২১ শে জুন, ২০২৩ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আপনার ব্যান হয়ে যাওয়া নিক ফিরে পাওয়ার উপায় কিন্তু আছে।

২২ শে জুন, ২০২৩ রাত ১:১৯

সোনাগাজী বলেছেন:


আমাকে ব্যান করাটা সঠিক হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.