নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ক্যাঁচাল লেখকেরা ক্রমেই পুরোপুরিভাবেই হ্তাশ হয়ে যাবে।

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৪:২৮



সামুর সামনের পাতায় আজকে সারাদিন নীচু মানের একটি ক্যাচাল ছিলো, এখন পরের পাতায় গেছে; ইহাতে ১ জন পাঠক প্রতিবাদ করেছেন, ২ জন ক্যচাল-লেখক উপস্হিত হয়ে লেখককে উৎসাহ দিয়েছেন; ৪ জন ইহাকে পোষ্ট মনে করে অপ্রয়োজনীয় কিসব মন্তব্য করেছেন; ১ জন লেখার অবস্হা দেখে, না'পড়েই কিছু একটা বলতে চেয়েছেন।ক্যাচাল লেখকের অবস্হা ভালো নয়।

ক্যাচাল পোষ্ট সব সময় বেশ পরিমাণ পাঠককে আকৃষ্ট করে থাকে: কেহ আসেন ব্যাপারটা শোনার জন্য, বুঝার জন্য, কেহ কেহ ক্যাচালদের সমর্থক, কেহ আসেন প্রতিবাদ করতে, কেহ আসেন "পপকর্ণ নিয়ে" উপভোগ করতে; এভাবেই ক্যাচলের পাঠক সমাগম হয়। গত ৭/৮ বছরে, ধর্মীয় ক্যচালের বাহিরে যেই ক্যচালটি বেশী হয়েছে, তা'হলো আমার নিক, চাঁদগাজী ও সোনাগাজী থেকে করা কমেন্ট ও পোষ্ট নিয়ে।

আমার ধারণা, ক্যাচালবাজদের চাপে চাঁদগাজী নিকটা ব্যান খেয়েছে; চাঁদগাজী নিক থেকে আমি চলমান ঘটনাপ্রবাহ, বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক বিষয় নিয়ে মানসম্পন্ন পোষ্ট লেখার চেষ্টা করেছি সব সময়। আমার পোষ্টে, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আমি আমার মতামত স্পষ্টভাবে তুলে ধরতাম, আমি অন্যদের কোট নোট আমার পোষ্টে যোগ করি না। ধর্মীয় বিষয়, সংস্কৃতি, দেশের সার্বিক অবস্হা, দল, সরকার নিয়ে অনেকের সাথে আমার মতামতের মিল ছিলো না। ক্যাচালবাজদের সমস্যা হলো, এরা লেখায় দুর্বল, তর্কে হাসির পাত্র, ভাবনায় আদিযুগ। আমার কমেন্ট এদের পোষ্টের জন্য কষ্টকর বিষয় ছিলো সব সময়।

এখন ব্লগার খুই কম, কোন কোন সময় ৭/৮ ঘন্টায়ও নতুন পোষ্ট আসে না; অনেক পোষ্ট পাঠককে টানে না; এখনএকটিভ ব্লগারদের মাঝে ৮/৯ জন ক্যাচাল লেখক আছেন। ক্যাচাল লেখকেরা সাধারণ বিষয় নিয়ে লিখলে, পাঠকেরা তেমন পড়েন না; কারণ, পাঠকেরা এদের থেকে ক্যচালই আশা করেন; ১ গল্পকার এখন কোন গল্পই লেখেন না, লিখলে পাঠক নেই; সম্প্রতি উনার ১ পোষ্টে ২৪ ঘন্টায় ১টা মন্তব্য ছিলো।

মাঝারি ধরণের ২/৪ জন লেখক সম্প্রতি ক্যাচালদের সফলতা দেখে ক্যচাল লেখার চেষ্টা করেছেন; ফলাফল, আপাতত ভালো; ভুলভাল পোষ্ট লিখেও ক্যাচাল সমর্থকদের থেকে অনেক অনেক মন্তব্য পাচ্ছেন; এখন সময়ও ভালো, আমি সব মিলিয়ে ৫ মাস সেমিব্যানে আছি, কমেন্ট করতে পারছি না; আমার কমেন্ট ক্ষমতা ফিরে পেলে, উনাদের উৎসাহ হয় কমবে, না'হয় বাড়বে, এখনকার মতো থাকবে না।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ক্যাচালবাজরা গুন্ডা স্বভাবের পুরুষ আর ঝগড়াটে কিছু মহিলাদের মতো।

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



এরা লিখতে গেলে মাথার গার্বেজ ব্লগে চলে আসে।

২| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি ভদ্রলোক মনুষ। আপনি ক্যাচালের দিকে না তাকালেই হলো।

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



সামুর মতো সাংস্কৃতিক গৃহে গার্বেজ রাখা ঠিক নয়, গার্বেজ ফেলে দিয়ে ঘরকে পরিস্কার রাখতে হয়।

৩| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ক্যাচালবাজ একটা নোংরা পোস্ট করছে। করেই যাচ্ছে- সেই পোস্ট মডারেটর সাহেবের চোখে কি পড়েনি?
নাকি এখন কোনো নীতিমালা নেই?
ক্যাচাল পোষ্টে যারা মন্তব্য দিয়েছে, সাপোর্ট দিয়েছে এরা অবশ্যই ক্রিমিনাল।
ক্যাচাল পোষ্টে একজনকে দেখলাম হা হা করে খুব হাসি দিয়েছে। আমি চিন্তা করি এত মগজহীন হয় কি করে একজন মানুষ?

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:



মনে হয়, ক্যাচালটা বিজনেস প্ল্যানের অংশ, সামু এদের লালন পালন করে। ক্যাচাল মিয়ার অবস্হা খারাপ, আগে ৩০/৪০ টা মন্তব্য পেতো, গত কয়েকদিন ৩/৪ টা পেয়ে আসছে; শীঘ্রই পুরোপুরি হতাশ হয়ে যাবে।

৪| ২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

শূন্য সারমর্ম বলেছেন:



ক্যাচাল নিয়ে ভেবে সময় নস্ট হয় 'এমন কখনো মনে হয়েছে?

২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



কিছু লোকজন আমার বিপক্ষে ৭/৮ বছর ক্যাচাল লিখছে; ইহা আমার নিক ব্যান করেছে; ফলে, আমাকে ইহা নিয়ে আমাকে ভাবতে হয়।

৫| ২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

আমি সাজিদ বলেছেন: আপনাকেও অনেকে ঝামেলাবাজ ব্লগার মনে করে। ওরাও আপনার হতাশ হওয়ার অপেক্ষায় আছে। কিন্তু আপনি যে হতাশ হবেন না, তা আমরা জানি।

২৩ শে জুন, ২০২৩ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



আমি হতাশ হই না, ইহা সামুর লোকজন জানেন; ক্যাচালরা ব্লগটাকে হাটবাজার বানায়ে ফেলেছে।

৬| ২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

নস্টালজিয়া ইশক বলেছেন: কলাবাগান প্রতিবাদ করছে। স্মিথ জানে হেতে ক্যাচাল। শেরজার মত ব্লগারের মন্তব্য হেরে মোটিভেট করবে।কথা ঠিক কইছেন। হেতেরে গোনেন কিল্লাইগা?

২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:




আমি গণনা করি না; যেখানে আমরা বাস করি, সেখানে গার্বেজের যায়গা করে দেয়া ঠিক নয়।

৭| ২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০০

রানার ব্লগ বলেছেন: এতো কিছুর পরেও আবার এই ধরনের পোস্ট প্রসবের কোন অর্থ নাই । সামু কর্তৃপক্ষের উচিৎ বিষয়টা নজরে আনা । চাঁদগাজি বা সোনাগাজি তাকে তো একরকম বন্দি অবস্থায় রাখা হয়েছে ( একদিক থেকে ভালই হয়েছে সোনাগাজি বেশ কিছু মৌলিক পোস্ট দিচ্ছেন যা ব্লগ কে সচল রাখার ক্ষেত্রে আরো দশ জনার মতো সহযোগীতা করছে) তো বাকি যারা আছেন তাদের কবে চ্যারাগে ফেরত নেয়া হবে কে জানে?

সোনাগজী এর প্রতি সম্মান প্রদর্শন করে বলছি আপনি আপনার অবস্থানে অটল থাকুন অহেতুক কারো পাতা ফাঁদে পা দেবেন না । আপনি যতো শান্ত থেকে নিজেকে প্রকাশিত রাখবেন আপনার প্রতিপক্ষ ততই উত্তেজিত থাকবেন । একসময় না একসময় সে ধৈর্যচ্যুত হয়ে রনে ভংগো দেবে। আপনি তো যোদ্ধা আপনি জানেন কি করে শত্রু শিবিরের মুখোমুখি দাঁড়িয়ে ঠান্ডা মাথায় থেকে শত্রু কে পরাস্ত করতে হয় ।

২৩ শে জুন, ২০২৩ রাত ৮:০৯

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।
আমি চাষীর ছেলে; জমিন থেকে আগাছা কমাতে হয় সব সময়।

৮| ২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: যারা ক্যাচাল করে এবং ক্যাচাল পোষ্টে হা হা হি হি করে তাদের জন্য ঘৃণা।।

২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



কিছু লোকজন আমার কমেন্টে অস্ন্তষ্ট ছিলেন, তাঁদের সাপোর্ট পাবার জন্য কয়েকজন মোটামুটি লেখকও আমাকে নিয়ে ক্যাচাল লিখেছিলো; ওরা এখন সমস্যায় আছে।

৯| ২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৪৮

শ্রাবণধারা বলেছেন: আপনার রাজনৈতিক বিশ্লেষণধর্মী পোষ্টগুলো খুবই ভাল।

আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে ব্লগে একমাত্র আপনাকেই লেখতে দেখি। বাংলাদেশের রাজনীতি বিষয়ের লেখক ব্লগে থাকলেও বৈশ্বিক রাজনীতি নিয়ে চিন্তা এবং লেখার লোক ব্লগে দেখিনি।

আপনাকে নিয়ে বিভিন্ন ক্যাচাল পোস্ট দেখলে বিরক্ত হই, তবে সেগুলো পড়ে সময়ের অপচয় করিনা। রাস্তা হাটার সময় যেমন মল বা বিষ্ঠাতে যাতে পা না পরে তেমন ভাবে হাটতে হয়, ব্লগেও এমন মল বা বিষ্ঠা-ব্লগার বেশ কিছু আছে যাদের যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। আপনিও সেসব নিয়ে মাথা ঘামাবেন না এমনটা আশা করি।

২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



আমি আগে মাথা ঘামাতাম না, আগে অনেক ব্লগার ছিলেন; ফলে, এসব মশামাছি চোখে পড়তো না; এখন এরা ব্লগকে আবর্জনা ফেলার যায়গায় পরিণত করছে।

১০| ২৩ শে জুন, ২০২৩ রাত ৯:০৩

চেয়ারম্যান সাব বলেছেন:



মামু, তোমারে কেউ দাবায়া রাখতে পারবে বলে মনে হয় না। এখন আবার আরেক কেঁচালে ভোটাভুটির নাটক শুরু করছে। X((
কাঁঠালরে কি বারবার ভোট দিয়া জাতীয় ফল প্রমাণ করা লাগে?

২৩ শে জুন, ২০২৩ রাত ৯:০৭

সোনাগাজী বলেছেন:



সত্য পথিক মাঝে মাঝে নাটকীয় কিছু করেন।

১১| ২৭ শে জুন, ২০২৩ ভোর ৪:০২

চারাগাছ বলেছেন: কোন পোষ্ট?

১২| ২৭ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



ক্রিমিনাল ব্লগার, জটিল ভাই'এর ১ আবর্জনা পোষ্ট; পোষ্ট সরায়ে নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.