নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১ম পোষ্ট দেয়ার পর, কেমন উৎসাহ নিয়ে ১ম মন্তব্যের জন্য অপেক্ষা করেছিলেন?

১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৫



যেকোন ব্লগে, যেকোন নিকে, পোষ্ট দেয়ার পর, আমি সব সময় মন্তব্যের জন্য অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করেছি, আজো করি।

সামুতে ১টি নতুন নিক এসেছে, এখন বয়স আড়াই দিন; নতুন ব্লগার, নিকটি খুলেই ৫ মিনিটের মাঝে আমার ১টি পোষ্টে কমেন্ট করেছিলেন; উনার কমেন্ট আমার খুব একটা পছন্দ হয়নি; আমি উনাকে উপদেশ দিয়েছিলাম যে, পোষ্ট লিখতে, তাতে আমি উনাকে কিছুটা বুঝতে পারবো; তিনি পোষ্টও লিখেছেন। আমি পড়েছি, লাইক দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিলো, উনার পোষ্টে ফিডব্যাক দিতে, সম্ভব হয়নি; উনি নিশ্চয়ই জেনে গিয়েছেন যে, ব্লগ আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে। আজকে উনার ব্লগ এলাকায় গিয়ে দেখলাম, উনি আড়াই দিনে ৭টি মন্তব্য করেছেন, সবগুলোই আমার বিবিধ পোষ্টে; কিন্তু নিজের পোষ্টে ১টি মন্তব্যও পাননি।

আমার ধারণা, উনি আমার ১টি মন্তব্য পেলে খুশী হতেন, নিজের পোষ্টে গেলে উনি উৎসাহ বোধ করতেন। ইহা ভেবে আমার মনটা একটু খারাপ হয়েছে; সাথে সাথে সামু টিমের উপর মেজাজটা খারাপ হয়ে গেছে। সামুটিম নিজদিগকে যতই কিছু ভাবুক না কেন, উনারা কোনভাবেই আমাকে সাড়ে ৩ মাস ( চলমান সময়ে ) কমেন্ট ব্লক করে রাখার সঠিক কারণ দেখাতে সক্ষম হবেন না, এই ব্যাপারে আমি সিওর।

বাংলাদেশের বেশীরভাগ মানুষ সিদ্ধান্ত নেয়ার মতো দায়িত্ব পেলে, উহা সঠিকভাবে পালন করতে পারেন না: কেহ কেহ রিকোয়ারমেন্টটুকুও পুরণ করতে সক্ষম হন না; কেহ কেহ উহাকে ওভারডান করে বসে থাকেন; সামুর বেলায় আমার ধারণা, ২টাই পাশাপাশি চলে আসছে।

আমি এখন খোলাখুলিভাবে বলতে চাই যে, এবার আমাকে কমেন্ট ব্লক করা হয়েছে পুরোপুরি বেঠিকভাবে; আমি এমন কিছু করিনি যে, আমাকে কমেন্ট ব্যান করতে হবে। বাংলাদেশের পরিবেশ বেশীরভাগ মানুষকে এমন লেভেলে নিয়ে গেছে, এরা কোনদিনও বিশ্বের অন্যান্যদের মতো সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হওয়ার সম্ভাবনা নেই।




মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:২০

ডাব্বা বলেছেন: আশাকরি আপনার সমস্যার সমাধান হবে দ্রুতই। আপনি আবার মন্তব্য করতে পারবেন।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:


আমার মনে হয়, সবাইকে আবারো স্কুলে ফেরত পাঠানোর দরকার।

২| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ নতুন ব্লগার আপনাকে ওয়েলকাম ব্যাক বলেছেন। একদম নতুন ব্লগারের এই কথা বলার কথা না।

আপনি আমাকে বলেন ওনার পোস্টে কি মন্তব্য করতে চান। আমি ওনার পোস্টে গিয়ে বলে আসবো আপনার পক্ষ থেকে।

আপনার শাস্তিটা আসলে বেশী হয়ে যাচ্ছে। আমার মতে ব্লগে কাউকে শাস্তি দিলে দেয়ার সময়ই বলে দেয়া উচিত যে আপনার ৩ মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। এই ৩ মাস আপনাকে শ্রম দিতে হবে এবং জেল খাটতে হবে। কয়েদি হিসাবে ভালো আচরণ করলে আপনার শাস্তি কমিয়ে দেয়া হতে পারে।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনি খেয়াল করেছিলেন, দেখছি; সেটাই আমা পছন্দ হয়নি। যাক, উনি আমার কথা মতো পোষ্ট লিখেছেন, আমি মন্তব্য করতে পারছি না; অন্য কেহও মন্তব্য করেননি; মনটা খারাপ হয়েছে কিছুটা।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



ব্লগে, আমি কোন ধরণের অপরাধ করিনি

৩| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মতে ব্লগে শাস্তি দেয়ার আগে ওপেন ট্রায়াল হওয়া প্রয়োজন। বিবাদীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত। প্রয়োজনে আপিলের ব্যবস্থা থাকা উচিত।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের লোকজনকে এই শতাব্দীর পরিবেশ অনুসারের চলার জন্য ট্রেনিং দেয়ার দরকার।

৪| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার পোস্টে ওনাকে বলে এসেছি। আশা করি উনি আপনার পোস্টে আসবেন।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ; আপনি উনার পোষ্টে মন্তব্য করে, উনার যাত্রার সাথী হলেন।

৫| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সকাল বা দুপুরের পোস্টগুলোতে মনে হয় মন্তব্য কম আসে। আমার সর্বশেষ পোস্টটায় মন্তব্যের খরা চলছে। এমন কমই হয়েছে।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:


ব্লগের লেখা লোকজনকে আকৃষ্ট করতে পারছে না।

৬| ১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যাদের হাতে ক্ষমতা থাকে তাঁরা সব সময় অন্যায় করে। বাংলাদেশের মানুষ ক্ষমতা দেখাতে পছন্দ করে।
আমি মডারেটর হলে আপনাকে কোনোদিন কোনো প্রকার ব্যান করতাম না। লোকজন যতই চাপ দিক।

১০ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



আসলে, ক্যাচালদের লেখা বেশ জনপ্রিয়তা পায়, সেইদিক থেকে এডমিন সাহেবকে দোষ দেয়া যায় না।

৭| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১:১৫

অহরহ বলেছেন: দুঃখিত, @ সোনা গাজী দাদা! সামুতে আমার প্রথম মন্তব্য আপনার ব্লগেই করেছিলাম। মন্তব্যটি ছিল খুব সাদামাটা : "Welcome back". কিন্তু এর বিপরিতে আপনার প্রতি মন্তব্যটি আমার পছন্দ হয় নি। যে কারনে নিজের হতাসা থেকে আমি আপনাকে নিয়ে কিছু অবজ্ঞা সুচক মন্তব্য করেছি। যদিও তা আমি মিন করে বলিনি। আপনি দুঃখ পেলে আমি ক্ষমাপ্রার্থী।

১১ ই জুলাই, ২০২৩ রাত ১:১৯

সোনাগাজী বলেছেন:



আপনি অকারণ চিন্তিত হচ্ছেন; প্রতি ক্ষণই আলাদা, প্রতিটি ভাবনাও আলাদা; ব্লগিং'এ অনেক কথা হয়।

৮| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১:৫০

অহরহ বলেছেন: @ সাড়ে চুয়াত্তর : আমার পোষ্টে সর্ব প্রথম মন্তব্য দেয়ায় জন্য আপনাকে ধন্যবাদ।

আপনি বলেছেন : "আসলে প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম থাকে। কারও যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে সে সেই ধর্মকে এড়িয়ে চলতে পারে। কিন্তু আক্রশের বশবর্তী হয়ে যে কোন ধর্মের ধর্ম গ্রন্থকে অসম্মান করা ঠিক না।"

কিন্তু সারে চুয়াত্তর : একজন মানুষ সবিনয়ে ইসলাম ধর্ম ত্যাগ করতেই পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু ইসলাম অতটা সুবোধ বালকের ধর্ম না। আপনি নিশ্চয় অবগত আছেন যে, ইসলাম ধর্ম ত্যাগকারী ব্যক্তির শাস্তি মৃত্যদন্ড। সেই ক্ষোব থেকেই কোরাণ পোড়ানো হয়। মুর্তাদ মোমিকা শুধু কোরাণ পুড়িয়েছে, কোন মানুষ তো হত্যা করেনি। কিন্তু ইসলাম ধর্মের পুস্তক ধর্মত্যাগী মুর্তাদের কল্লা উড়াইয়া দেয়ার উস্কানি দেয়। তো, কোনটি উত্তম : কোরাণ পোড়ানো, নাকি মানুষ হত্যা...... @ সারে চুয়াত্তর?? উত্তর দিন, প্লিজ।



১১ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৭

সোনাগাজী বলেছেন:



পোষ্টটি আমি সামনের পাতা থেকে সরায়ে ফেলেছি; উনি এই পোষ্ট দেখার সম্ভাবনা কম। যদি দেখেন, হয়তো উত্তর দেবেন।

৯| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৬

অহরহ বলেছেন: ধন্যবাদ গাজী দাদা.............

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:১৩

সোনাগাজী বলেছেন:




অন্যদের পোষ্ট পড়েন ও কমেন্ট করেন।

১০| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




প্রথম পোস্টটি দেয়ার পরে উৎসাহ নিয়ে নয়, উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছিলুম। কারন যাকে উদ্দেশ্য করে পোস্টটি দেয়া হয়েছিলো তিনি কেমন রিএ্যাক্ট করেন সেটা ভেবে। আর বিষয়বস্তুও ছিলো জটিল। ব্লগের ভাব-গতিক তখনও জানা ছিলোনা বলেই উৎকন্ঠা বেশী ছিলো।

আপনার অবস্থার জন্যে সমব্যথী।

১ম পোস্ট দেয়ার পরে আপনার উৎসাহ কেমন ছিলো তা তো বললেন না!

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:১২

সোনাগাজী বলেছেন:


আমি প্রথম পোষ্ট দেয়ার আগে, প্রায় ৩০০ শত কমেন্ট করেছিলাম, অনেকে আমার পোষ্টের জন্য অপেক্ষা করছিলো; পোষ্ট দেয়ার পর, কমেন্ট আসতে দেরী হয়নি; অনেকে রেগেমেগে গালিও দিয়ে ছিলো অনেক।

১১| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৥ অহরহ- কোনটিই উত্তমতো নয়ই ভালোও নয়। ধর্মের কোন ব্যাপার কারো ভাল না লাগলেই যে সে সেটা প্রকাশ্যে অবমাননা করবে এমনটা হওয়া উচিৎ নয়। এমন হলে কোন ধর্মেরই পবিত্রতা রক্ষা হবেনা।

১২| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২২

রানার ব্লগ বলেছেন: ব্লগের পাঠকরা অনেক বেশি চুজি হয়ে গিয়েছেন । অনেক বেশি ভালো মাত্রার লেখা না হলে তারা তেমন সারা দিচ্ছেন না । এটা আমার অনুমান মাত্র । আমার লাস্ট গল্পটার পাঠক ও মন্তব্য খুবি কম । মন খারাপ কিছুটা হয়েছে ।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:১৯

সোনাগাজী বলেছেন:



পাঠক অনেকটা নেই; ক্যাচালবাজরা ওদের নিজেদের লোকদের আবর্জনা পোষ্টেই শুধু কমেন্ট করে; ফলে, পাঠক পাওয়া দুস্কর। আমি প্রায় সবার পোষ্টে কমেন্ট করতাম, আমাকে ব্যান করে এডমিন সাহেব সামুর ১২টা বাজায়েছেন।

১৩| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খরস্রোতা নদী আপন ভঙ্গিমায় যাবে ,
......................................................................................................
এটাই প্রকৃতির নিয়ম। এতে কিছু গ্রাম, অন্চল প্লাবিত হবে , জনপদ হারায়ে যাবে
এটাই ছিল স্বাভাবিকতা ।
এখন এর অপরাধ কি ?
আমরা স্হানে স্হানে বাধঁ দিবো, ফসলের কাজে লাগাব, জল সিন্চন করব
তাহলে খরস্রোতা থাকবে নাকি মরা নদী হবে ?

১২ ই জুলাই, ২০২৩ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:



বাঁধ দিলে নদীতে পলি পড়বে, নদী আর স্বাভাবিক থাকবে না।

১৪| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৫:০৮

চারাগাছ বলেছেন:
পাঠক পোষ্ট মন্তব্য অনেক কমে গেছে আবার।

পোষ্ট করে মন্তব্য আশা করে না তাকে দেখতে ইচ্ছা করে।

১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



অপু তানভীর ও আরো কয়েকজন ব্লগার বলেছিলেন যে, তারা লিখার জন্য লিখেন, মন্তব্য না'এলেও চিন্তিত নন; তবে, এটা সঠিক ভাবনা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.