নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী ৫ বছর বয়স্কদের মৃত্যুর হার বাড়তে থাকবে।

১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৩



গত বছর অবধি, বিশ্বব্যাপী বয়স্কদের মৃত্যুর হার গড়ে নিম্নরূপ ছিল: বয়স ৬৫ থেকে ৭৪, ১ লাখে মৃত্যুর হার ২,১৫০ জন; বয়স ৭৫ থেকে ৮৪, প্রতি লাখে মৃত্যুর হার ৫,১২০ জন; বয়স ৮৫ বছরের উপরে মৃত্যুর হার ১৫,৮০০ জন।

এই বছর থেকে ইহার হার বাড়তে থাকবে এবং আগামী ৫ বছর অবধি ইহা বাড়বে; তারপর ইহা ক্রমে কমে বর্তমানের হার, বা তার থেকে সামান্য কমে আসবে। মৃত্যুর হার বাড়ার মুল কারণ হবে বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়বে; তাপমাত্রা বাড়ার কারণে অনেকগুলো রোগের প্রকোপ বাড়বে। বর্তমানে সারাবিশ্বে বয়স্কদের মৃত্যুর অনেক কারণের বড় কারণগুলো হচ্ছে: হার্ট ডিজিজ, ক্যান্সার, ষ্ট্রোক, শ্বাসজনিত সমস্যা, নিমোনিয়া, ডি-হাইড্রেশান, বার্ধক্যজনিত দুর্বলতা।

তাপনাত্রাই যখন আসল কারণ, ইহা থেকে বুঝা যাচ্ছে যে, বিষুবীয় অন্চল, মরু এলাকা, গাছপালাহীন শহর এলাকা, দরিদ্র এলাকার লোকজন বেশ ঝুঁকির মাঝে থাকবে।

আফ্রিকার দরিদ্র অন্চল, আরবের অনেক এলাকা, এশিয়ার অনেক দেশে ইহার বড় ধরণের প্রভাব পড়বে। বেশ চিন্তার বিষয় হচ্ছে, যে সকল অন্চলে তাপমাত্রা বেশী বাড়ার সম্ভাবনা, সেসব জাতি আবার স্বাস্হ্যরক্ষার দিক থেকে বেশ সমস্যায় আছে। আরো বড় সমস্যা, এসব অন্চলে বয়স্করা অর্থনৈতিকভাবে স্বাধীন নহে।

যাক, আমি নিজেই ১ম গ্রুপে আছি এখন, আগামী ৫ বছরের মাঝে আমি ২য় গ্রুপেও পড়তে পারি। ফলে, আমাকে এখন থেকেই বেশ হুশিয়ার হতে হচ্ছে। যেহেতু আমি ব্লগের জন্য লিখছি, বেশীরভাগ পাঠক এই বয়োসীমার মাঝে পড়ার সম্ভাবনা নেই; কিন্তু অনেকের মা-বাবা ও ঘনিষ্ট আত্মীয়রা উল্লেখিত গ্রুপে পড়ার সম্ভাবনা আছে।

বাংলাদেশের জন্য একটি বিশেষ ব্যাপার, সব মুক্তিযোদ্ধাই এই বয়োসীমার মাঝে আছেন; ফলে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সংখ্যা হঠাৎ করে কমে যেতে পারে; ইন্টারেষ্টিং সময়!


মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনি যা বোঝাতে চেয়েছেন, তা বুঝতে পেরেছি। জীবনের এই প্রান্তে এসে এখন আর এগুলো নিয়ে ভাবি না। যেতে হতে পারে যে কোন দিনই। মানসিক প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি আপাতত উল্লেখিত গ্রুপগুলোর বাইরে আছেন; তবে, মানব জাতির এই সমস্যার সময় কেয়ারফুল থাকবেন।

২| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আপনি আপাতত উল্লেখিত গ্রুপগুলোর বাইরে আছেন; তবে, মানব জাতির এই সমস্যার সময় কেয়ারফুল থাকবেন।
সেটা সত্য, তবে মৃত্যুতো যে কোন সময়েই আসতে পারে। ধীরে শরীর দুর্বল হবে, নানা রোগ-ব্যাধি এভাবেইতো চলছে জীবন। ভাবতে অবাক লাগে, জীবনটা আসলে একটা স্বপ্ন। বাংলাদেশে কিভাবে এখনো এত মুক্তিযোদ্ধা বুঝতে বেশ সমস্যা হয়। ভালো থাকুন।

১২ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



দেশে,মুক্তিযোদ্ধা লিষ্টে যাদের নাম আছে, তাদের ৩ জনে মাত্র ১ জন আসল মুক্তিযোদ্ধা, বাকী ২ জন ভুয়া। ৯ মাসের যুদ্ধে, শতকরা ৮০ ভাগ মানুষ স্বাধীনতা চাওয়ার পরেও, যোদ্ধা পাওয়া গিয়েছিলো ১ লাখ ২০ হাজারের মতো; যারা পাকিস্তান ভাংগার পক্ষে ছিলো না, তারা ছিলো শতকরা ২০ ভাগ, কিন্তু তাদের পক্ষ থেকে শুধু রাজাকারই হয়েছিলো ৫৫ হাজার; এর বাইরে ছিলো শান্তি কমিটের লোকজন ও আলবদর।

৩| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হয় শ্বাসজনিত সমস্যা ও নিউমোনিয়া বয়স্ককের বেশি ভোগাচ্ছে।

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:



বিশ্বের বিবিধ এলাকায় বিবিধ রিস্ক; শহুরে এলাকায় শ্বাসজনিত সমস্যা বেশী।

৪| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আর অল্প সময় পর কোন মুক্তিযোদ্ধা পাওয়া যাবেনা।

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:


এখন যেসব মুক্তিযোদ্ধাদের বয়স ৫২ বছরের নীচে, তারা বেঁচে থাকুক কমপক্ষে।

৫| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি চলে গেলে ব্লগ জানবে কিভাবে?

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



অসুবিধা হবে না, আমি পোষ্ট দিতে থাকবো।

৬| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি চলে গেলে ব্লগ জানবে কিভাবে?

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:



তখন চাঁদগাজী নিক ব্যানমুক্ত হবে, একটু বেশী লিখতে হবে, চাপ বাড়বে।

৭| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিলো?

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:



২১ বছর।

৮| ১২ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৭

নজসু বলেছেন:



মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে।

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কষ্টের বিষয়, যেসব এলাকাগুলোতে তাপমাত্রা বেশী বাড়বে, সেসব এলাকায় স্বাস্হ্যরক্ষা নীতি দুর্বল।

৯| ১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কভিডএর পর নানাহ যন্ত্রনা সৃষ্টি হয়েছে ।
.........................................................................
ডাক্তাররা বলেন এসবই কভিডের রেখে যাওয়া অসুখ বিষুখ ।
শুনেছি বিভিন্ন দেশে পোষ্ট কভিড রিসার্চ হচ্চে
কিন্ত নির্ভর যোগ্য তথ্য এখনও পাচ্ছিনা ।

১২ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:



পোষ্ট-কভিড সমস্যা বেড়েছে, আমেরিকায় নিমোনিয়া বেড়ে গেছে; সবচেয়ে বেশী বেড়েছে হাই-ফিভার ও শ্বাসজনিত সমস্যা।

১০| ১২ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

কামাল১৮ বলেছেন: মৃত্যু নিয়ে কোন চিন্তা আমার নাই।জন্মেছি যখন মরতে একদিন হবেই।চিন্তা করে সময় নষ্ট।তার থেকে আনন্দে থাকি, একটু বেশি সময় বাঁচা হলো।
তবে কয়েক দিন আগে লাঞ্চে পানি জমে ভিষণ কষ্টে ছিলাম।হসপিটাল পর্যন্ত যেতে হয়।এমন করেই একদিন হয়তো মৃত্যু আসবে।

১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে এন্টিনিমোনিয়া ভেকসিন দিয়েছে?

১১| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আগামী কয়েক বছর তাহলে অনেক দেশের গড় আয়ু কমে যেতে পারে। ধনী দেশের বয়স্ক মানুষেরা বাঁচার জন্য ভালো পরিবেশ, খাদ্য এবং চিকিৎসা পায়। দরিদ্র দেশের বয়স্ক মানুষেরা অবহেলিত। তাই তাদেরকে নিজ উদ্যোগেই সতর্ক থাকতে হবে।

১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



সরকার ও মিডিয়া যদি এখন থেকে বয়স্কদের এই ব্যাারে জানায় ও হসপিটালগুলোতে এদের জন্য ইমারজেন্সী চিকিৎসার দেয়ার ব্যবস্হা রাখে, বয়স্করা উপকৃত হবে।

১২| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩৮

এইযেদুনিয়া বলেছেন: অনেকেই তাদের পিতামাতাকে হারাবেন।

১২ ই জুলাই, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



সেটা ঘটবে।

১২ ই জুলাই, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:




সাপের লেজ নিয়ে চিন্তিত?

১৩| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ১:৫২

কামাল১৮ বলেছেন: এখনো দেয়া হয় নাই।সামনের সপ্তায় দিবে।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৩:১২

সোনাগাজী বলেছেন:



কানাডা মোটামুটি ঠান্ডার দেশ, তাপ নিয়ে চিন্তার কারণ তেমন নেই।

১৪| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৭

রানার ব্লগ বলেছেন: মুক্তিযোদ্ধাদের সাথে সাথে কি রাজাকার গুলাও মরবে না নাকি সেই গুলা দানবের মতো দির্ঘজীবি ??

১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:



মানুষ ওদেরকে হিসেবের বাহিরে রাখে।

১৫| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: কোনো কারনে আমি মরে গেলে আমার কন্যা ফারাজা খুব বেশি অসহায় হয়ে যাবে। সে আনন্দ নিয়ে বড় হতে পারবে না। এই কথা ভাবলেই খুব কষ্ট হয়। আমি মরে গেলে সুরভি মেয়েটাকে নিয়ে ভীষন বিপদে পড়ে যাবে। এজন্য আমি চাই অন্তত আরো ২০/২২ বছর বেচে থাকি।

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:


আপনি বাইরে অখাদ্য খাচ্ছেন সব সময়; আপনাদের ঘরে মাংস বেশী খাওয়া হচ্ছে। একটু কম খাবেন, প্রতিদিন সকালে ও বিকেলে হাঁটবেন, দুপুরের রোদে বের হবেন না; এবং রাত জাগবেন না।

১৬| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৯

আমি সাজিদ বলেছেন: এন্টি এজিং থেরাপির যদি মানবদেহে সফল ব্যবহার হয়, খারাপ মানুষেরা বেশী দিন বাঁচবে! আবার সময়ের দাবীও বয়স/ ক্রোনিক ডিজিজ রিভার্স করানো/ জিন থেরাপি। কোন পক্ষে যাবেন?

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:



মানুষ মরতে চাহে না; ফলে, আইনী, বেআইনী যেভাবে হোক, মানুষ নিজকে বেষহিদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করবে; ফলে, মতামত হবে বেশীদিন বাঁচার পক্ষে।

১৭| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৩

আমি সাজিদ বলেছেন: বাচ্চাদের দেখলে মনে হয় কি মধুর সময় ফেলে এসেছি, সিনিয়রদের দেখলে মনে হয় কত ঘাত প্রতিঘাতে অভিজ্ঞতায় জীবনকে কাটিয়ে দিয়েছেন! সত্তর বছর বয়সেও আপনি একটিভ দেখে ভালো লাগে। ব্লগে আপনার / আপনার আশেপাশের বয়সীরা ইদানীং তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন না, এক্ষেত্রে আপনি ব্যাতিক্রম।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:


বাংগালীরা জেনেটিক্যালী অন্য জাতির চেয়ে দুর্বল ও কম জ্ঞানী, ইহা আমাদেরকে পেছনে টেনে রাখেছে।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



ব্লগার খায়রুল আহসান সাহবে দায়িত্বপুর্ন সরকারী কাজ করেছেন; তিনি নিজের অভিজ্ঞতা, সরকারদের পিগমীগিরি নিয়ে কিছুই লিখেন না, কিসব কবিতা মবিতা লেখেন, ছবি দেন; আমার পছন্দ হয় না।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:





সোনাবীজ এখনো বড় পদে চাকুরী করেন ( মনে হয় ), ওখানে কি দেখছেন সেটা না'লিখে কি সব ম্যাঁওপ্যাঁও শ্যামের প্রেমের বিরক্তিকর গান দেন ব্লগে।

১৮| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:১৫

অক্পটে বলেছেন: পোস্টটি ভাল লাগল। আপনি আরো দীর্ঘজীবি হোন এবং একটিভ থাকুন। এই যুগের মধ্যবয়স্করা বোধ হয় বুড়োও হতে পারবেনা। তার আগেই যেতে হতে পারে। যে পরিমাণ ভেজালের ভেতর আমরা আছি।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:


খাদ্যে ভেজাল ও কেমিক্যাল থামাতে পারলো না শেখ হাসিনা; মানুষ এত অদক্ষ কিভাবে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.