নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে পোষ্ট না\'লিখলেই ভালো

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৫



**** নতুন নিক 'অহরহ'এর অনুরোধে লেখা পোষ্ট

সামুর এ্যাকটিভ ব্লগারদের মাঝে মুসলিম ব্যতিত অন্য ধর্মের ব্লগার তেমন নেই বললেই চলে; থাকলেও এঁরা নিজ ধর্ম নিয়ে লিখেন না। সামুতে ধর্ম নিয়ে লিখতে গেলে, উহা ঘুরেফিরে ইসলাম ধর্মের ব্যাপার হয়ে যায়। ধর্ম নিয়ে ক্যাচাল শুরু হলে, ধর্মের পক্ষের লোকজন বলতে থাকেন, ধর্মের নামে কথা বলতে গিয়ে আসলে লোকজন ইসলাম-বিরোধী কথা বলে থাকে। আজকাল সামুতে ধর্মীয় ক্যাচাল নিয়ে আর ক্রুসেড হয় না; কারণ, সবাই সবাইকে চেনেন।

ধর্ম নিয়ে লিখতে হলে, ধর্ম, বিজ্ঞান, টেকনোলোজী, ফিলোসফি, ইতিহাস, সামন্ত যুগ, আধুনিক সভ্যতা, রাজতন্ত্র, আধুনিক রিপাবলিক, ফরাসী বিপ্লব, সংবিধান, ধর্মীয় কালচার, শিক্ষা, ইত্যাদি নিয়ে বড় ধরণের ধারণা থাকতে হয়। মৃত্যুর পর, বেহেশত প্রাপ্তি, হাশরের দিনের সিনারিও, কেয়ামত, ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে সীমিত জ্ঞানের আলোচনা, যা ধর্মের খুবই ছোট ও দুর্বল অংশ।

ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, নাগরিক অধিকারকে জীবনের আলোকে আলোচনা করতে হবে, এবং তা জীবিত মানুষের জন্য; মৃত্যুর পর কি হবে, সেটা নিয়ে আলোচনা অর্থহীন।

ধর্ম নিয়ে বড় আলোচনা হচ্ছে, আজকের বিশ্বে "ধর্মীয় সংবিধান নেই কেন", শিক্ষা ব্যবস্হায় ধর্মের প্রভাব ও উপস্হিতি, অর্থনীতিতে ( ব্যাংককিং, ট্যাক্স, আয় ) ও সামাজিক জীবনেরউপর ধর্মের প্রভাব নিয়ে আলোচনা। এখন ধর্ম নিয়ে যারা এগুতে চাচ্ছে, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে; আমেরিকার মতো দেশে ধর্মীয়রা আলাদা রাজনৈতিক দল হিসেবে টিকতে পারছে না; ১৯৪০ সালে গঠিত জামাতে ইসলামী কোনভাবে আজো নিজ পায়ে দাঁড়াতে পারছে না। হামাস, হেজবুল্লাহ, তালেবানদের রাজনীতির স্বীকৃতি নেই; আয়াতোল্লাহকে বিশ্বের খল নায়কেদের ১ জন হিসেবে ধরা হয়।

আধুনিক বিশ্বে ধর্মীয় নেতা হিসেবে শুধু মাত্র পোপের কিছুটা স্বীকৃতি আছে, এরপর একটা বড় চরিত্র হচ্ছে দলাইলামা; সেইদিক থেকে হিসেব করলে হিন্দু ধর্ম, ইহুদী ধর্ম ও ইসলামে প্রভাবশালী কোন ধর্মীয় নেতা নেই।

ধর্ম নিয়ে ক্যচাল আর জমছে না, ইহা নিয়ে লিখে নতুন কোন নিক সুবিধা করতে পারার কথা নয়; আমার ধারণা, সামুর এডমিনও ধর্মী ক্যচাল পছন্দ করেন না।


মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: প্রত্যেক দেশেই ইসলাম পন্থী অনেক নেতা আছে, জানা শোনায় কেউ কম নয়। কাকে বিশ্ব নেতা বানাবেন।

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



মুসলমানেরা ৪ ভাগ হয়ে, সিরিয়া, ইয়েমেন, পাকিস্তান, লিবিয়া ও ইরাকে যুদ্ধ করছে; এদের ধর্মীয় নেতা থাকার কথা নয়; থাকলে কেহ মানবে না। আয়াতোল্লাহকে খল নায়ক হিসেবে নিচ্ছে বিশ্ব।

২| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

রানার ব্লগ বলেছেন: ধর্ম জিনিসটা একন্তই ব্যাক্তিগত বিষয় এটা নিয়ে ক্যাচাল প্যাচাল যাই হোক তার আসলে কোন যৌক্তিকতা নেই । তারপরেও যারা করে তারা উদ্দেশ্য প্রণীত হয়ে করে । এদের ক্যাচালের আড়ালে অন্য উদ্দেশ্য থাকে ।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



ক্যাচাল হলো সামুর বিষয়; কিন্তু বাংলাদেশে কয়েক লাখ মাদ্রাসার ছাত্র, ইয়েমেনের শিয়া সুন্নী যুদ্ধ, তালেবানদের আফগানিস্তান দখল, ১৯৭১ সালের রাজাকার গঠন ক্যাচাল নয়, এগুলো ভয়ংকর ভয়ংকর ধর্মীয় সমস্যা।

৩| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

নাহল তরকারি বলেছেন: ধর্ম নিয়ে মসজিদে আলোচনা করা উচিৎ। এটা তো গণতান্ত্রিক দেশ। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদেরও উচিত ছিলো তাদের ধর্মের মহিমা নিয়ে আলোচনা করা। কিন্তু তা হয় নি।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



ধর্মের নিয়ম কানুনে সংবিধান করলে কেমন হয়?

৪| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

অগ্নিবেশ বলেছেন: ইদানীং আমি একটু বেশীই ফালাফালি করতেছি। আল্লাহর রহমতে এই এগার বছরে একবারও ব্যান খাই নাই, তয় এইবার হয়ত রক্ষা পাবো না। দাদা দিদিরা কান্নাকাটি শুরু করে দিছে, তাদের নালিশের ফরিয়াদের চোটে চেয়ারম্যানগো চেয়ার কাইপ্যা কাইপ্যা উঠছে। এখন আমারে মোদী ছাড়া কেউ রক্ষা করতে পারবে না।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



আমি কি ধর্মের উপর আলোচনা করেন, নাকি সৃষ্টিকর্তা নিয়ে সমস্যা?

৫| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি,
নাগরিক অধিকারকে জীবনের আলোকে আলোচনা করতে হবে,

.......................................................................................
আমাদের জ্ঞান যেহেতু সীমিত তাই এ নিয়ে গভীরে গিয়ে আলোচনা করা অনুচিৎ ।
ধর্ম সমূহ অনেক অনেক বৎসর পূর্বে মানুষের মাঝ দিয়ে প্রবাহিত , তাই কোথায়
কি বিচ্যুতি বা সংযোজন হয়েছে তার সঠিক তত্ব দেবার কোন বিশ্বাস যোগ্য মাধ্যম
নেই ।
গণতান্ত্রিক দেশে সব ধর্মের চর্চা হোক, সবাই সবাই কে সম্মান করুক এটাই কাম্য ।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:




যারা ধর্ম নিয়ে ব্যস্ত তারা তো মাদ্রাসা করে জাতিকে পংগু করে ফেলেছে।

৬| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষ ঠিকই বুঝতে পারে ধর্মের ভেতর থেকেও গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে,ধর্মের রুপান্তর ঘটে যায়।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



যখন ঘড়ির কাঁটা ঘুরে, সব বদলায়ে যায়; ধর্ম, কর্ম সব বদলাচ্ছে; কিন্তু আমাদের ধর্মের বিবর্তনটা জীবিকার বিবর্তনের তুলায় বেশী শ্লো।

৭| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:১১

শূন্য সারমর্ম বলেছেন:


কাল্ট ও ফ্যান্টাসির বাইরে ধর্ম কেমন?

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



ধর্ম মানুষ সৃষ্টি করেছে, মানুষ ইহাকে ভুলে যাবে।

৮| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৪

ফেনা বলেছেন: আমার জ্ঞান খুবই কম, নাই বললেই চলে তার পরও একটা কথা বলি আসলে কোন ধর্মের বিষয়ে আমরা গভীর ভাবে জ্ঞান আহরণ করিনা। ফলে ধর্মের উপরের খসখসে আবরণটাই দেখি যার কারণে এই ধর্মকে সামনে দিয়ে কোন কাজ করতে গেলে চারপাশ থেকে আশটে ধরে সবাই। আসলে ধর্মকে আপনি একটা নারিকেলের সাথে তুলনা করতে পারেন। উপরে থাকে খসখসে খোসা শক্ত আইছা আর ভিতরে টলটলে সু-মিষ্ট পানি আর খির।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোষ্ট দিবার জন্য।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



সামন্তবাদের সময় মানুষের যতটুকু জ্ঞান ছিলো সেটার ফসল ধর্ম, আজকে মানুষ যতটুকু বুঝে সেটা হচ্ছে আধুনিক জীবন।

৯| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৪

শাহ আজিজ বলেছেন: ধর্মীয় পোস্ট ব্যান করা উচিত ।

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



নতুন এক নিক পরপর ২টি ধর্মীয় বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন; উনার জন্য এই পোষ্ট।

১০| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৬

বাকপ্রবাস বলেছেন: ডাক্তার জা‌কের না‌য়েক কে বসা‌লে কোন নেতাই ধো‌পে টেক‌বেনা

১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



অপ্রয়োজনীয় বকবক করে মানুষকে ভেঁড়া বানানোর জন্য ভারতের লালঘরের পানি খাবার কথা ছিলো।

১১| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৬

রানার ব্লগ বলেছেন: ক্যাচাল হলো সামুর বিষয়; কিন্তু বাংলাদেশে কয়েক লাখ মাদ্রাসার ছাত্র, ইয়েমেনের শিয়া সুন্নী যুদ্ধ, তালেবানদের আফগানিস্তান দখল, ১৯৭১ সালের রাজাকার গঠন ক্যাচাল নয়, এগুলো ভয়ংকর ভয়ংকর ধর্মীয় সমস্যা

মাদ্রাসার ছাত্রদের ভিক্ষাবিত্তি, শিয়া সুন্নী যুদ্ধ, তালেবান, রাজাকার এই বিষয় গুলা মোটেও ধর্মীয় বিষয় না এইগুলা নিয়া ক্যাচাল প্যাচাল টক ঝাল সব সৃষ্টি করা যায়।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫১

সোনাগাজী বলেছেন:


শিয়া-সুন্নীর ক্ষমতার যুদ্ধে মিডল ইষ্ট পুড়ছে; সৌদী-ইরান'এর সকল দ্বন্দের মুলে শিয়া-সুন্নী-ওয়াহাবী দ্বন্দ্ব।

১২| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ১০:০৭

কামাল১৮ বলেছেন: মুসলিম বিশ্বের অঘোষিত খলিফা এরদোয়ান এতোদিন সুইডেনের ন্যাটোভুক্তিতে বিরুধিতা করে আসছিল।কোরান পুড়ানোর অনুমতি দেয়ার পর এখন আর বিরোধিতা করছে না।কোরান পুড়িয়ে সুইডেনের লাভই হলো।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



এরদোয়ান তুরস্কে বিপদের মাঝে নিয়ে গেছে।

১৩| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৬

কামাল১৮ বলেছেন: @বাক প্রবাস,আপনি কি জানেন এই জোকার নায়েক ইসলামের কোন স্কলার না।এমন কি সে আরবিও জানে না।সে একজন ডাক্তার।ধর্ম ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করেছে।এখন অনেক দেশেই তার প্রবেশ নিষিদ্ধ।ঘৃনা ছড়ানোর জন্য।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:



জাকির নায়িক আল্পের জন্য বেঁচে গেছে; ভারটে ওর লম্বা জেল হয়ে যেতো।

১৪| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:০৬

অহরহ বলেছেন: @ গাজী দাদা, আপনাকে ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৪

সোনাগাজী বলেছেন:




আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে লিখুন।

১৫| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ১১:১১

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




ঠিকই লিখেছেন ----
ধর্ম নিয়ে লিখতে হলে, ধর্ম, বিজ্ঞান, টেকনোলোজী, ফিলোসফি, ইতিহাস, সামন্ত যুগ, আধুনিক সভ্যতা, রাজতন্ত্র, আধুনিক রিপাবলিক, ফরাসী বিপ্লব, সংবিধান, ধর্মীয় কালচার, শিক্ষা, ইত্যাদি নিয়ে বড় ধরণের ধারণা থাকতে হয়। মৃত্যুর পর, বেহেশত প্রাপ্তি, হাশরের দিনের সিনারিও, কেয়ামত, ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে সীমিত জ্ঞানের আলোচনা......

যেহেতু অধিকাংশ লোকেরই জ্ঞান সীমিত এবং এসব নিয়ে কোনও ধারনাই নেই তাই - ধর্ম নিয়ে পোষ্ট না'লিখলেই ভালো।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৭

সোনাগাজী বলেছেন:


১ জন নতুন ব্লগার ২টি পোষ্টে লিখেছেন, ২টা'তে ধর্ম এসে গেছে; যেহেতু আমি কমেন্ট করতে পারি না, আমি পোষ্ট দিলাম এবং উনাকে বলতে চেয়েছি যে, ধর্ম নিয়ে না'লিখে উনার জানামতো চলমান বিষয়ের উপর লিখতে।

১৬| ১৪ ই জুলাই, ২০২৩ রাত ১:০২

কাছের-মানুষ বলেছেন: ধর্মীয় লেখা চলুক, না হলে অনেক ব্লগার বেকার হয়ে যাবে! ব্লগার হতে হলে ক্যাচাল ভয় পাওয়া যাবে না! পিঠে ছালা বেধে, সমালোচনা প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে সব পক্ষকে লেখা চালিয়ে যেতে হবে!

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১:২৮

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগার ধর্ম নিয়ে বেশ নীচু মানের লেখা লেখেন; ধর্মকে রূপকথা বানায়ে ফেলেন।

১৭| ১৪ ই জুলাই, ২০২৩ রাত ১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সোনাগাজী ভাই, আমার মনে হয় এই ক্ষেত্রে একটু ছাড় দেওয়া উচিৎ।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১:৩১

সোনাগাজী বলেছেন:




আমার হাতে ধর্ম নিয়ে কোন পেটেন্ট নেই। ১ জন নতুন ব্লগার সবেমাত্র ২টি পোষ্টে লিখেছেন, ২টাতেই ধর্ম যুক্ত হয়ে গেছে! আমার এই পোষ্টটা উনার জন্য। আমার ধারণা, চলমান বিষয় সব সময় পাঠকদের আকর্ষণ করে থাকে।

১৮| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:০০

অহরহ বলেছেন: @ আহমেদ জী এস : ধর্ম নিয়ে লিখতে হলে, ধর্ম, বিজ্ঞান, টেকনোলোজী, ফিলোসফি, ইতিহাস, সামন্ত যুগ, আধুনিক সভ্যতা, রাজতন্ত্র, আধুনিক রিপাবলিক, ফরাসী বিপ্লব, সংবিধান, ধর্মীয় কালচার, শিক্ষা,

কিন্তু ভাই আপনি যা বয়ান দিলেন সেটা নিয়ে আলাপ হতেই পারে। কিন্তু ধর্ম প্রণেতারা তো বিজ্ঞান, টেকনোলোজী, ফিলোসফি, ইতিহাস, ব্লা ব্লা ....... এসবের নামই শোনেনি। উড়ন্ত বোরাক গাধা, ঢিলা-কুলুপ, দাসী সহবতের দোয়া, উচু স্তনওয়ালী হুর, জান্নাতের গেলমান, দুধের নদী, মধুর নহর, জাহান্নামের আগুনের ভয়, কাফের কতল, পাথর মেরে মানুষ হত্যা.......... এসবই কেবল ধর্ম গ্রন্থের প্রতিপাদ্য বিষয়। তাহলে ক্যামনে কী ...... বলেন তো, শুনি??

১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৩

সোনাগাজী বলেছেন:



যখন ধর্ম বই লিখেছেন মানুষ, তখন জ্ঞানের অনেক শাখা অনুপস্হিত কিংবা দুর্বল ছিলো; যেমন টেকনোলোগী ছিলো না বললেই চলে, সাধারণ মানুষের মানুষের ইতিহাস ইতিহাস লেখা হতোনা, রাজা ও বীরদের ইতিহাস লেখা হতো; অর্থনৈতিক কর্মকান্ড খুবই সংকির্ণ ছিলো, ...।

১৯| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:১২

অহরহ বলেছেন: @ জনাব শাহ আজিজ : আপনি বলেছেন "ধর্মীয় পোস্ট ব্যান করা উচিত "


ব্যান করা তো সমস্যার সমাধান হতে পারে না। এক সময় ধর্মপন্থীরা ইউটিউব, ফেসবুক, গুগল,...... ব্যান করার দাবি করেছিল। ক্ষেত্র বিশেষে পাকিস্তানের মত ধর্মাসক্ত দেশ তাদের নবীর ইজ্জত বাঁচাতে এগুলো ব্যানও করেছিল। কিন্তু এখন????

২০| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:২১

চারাগাছ বলেছেন:
উনি কি ধর্মের বাইরে কিছু লিখতে পারবেন বলে আপনার ধারণা?
আপনার দীর্ঘ দিনের ব্লগীয় অভিজ্ঞতা কি বলে?

১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৬

সোনাগাজী বলেছেন:


উনার ১ম ২টি পোষ্ট মোটামুটি দুর্বল ধরণের; উনি অন্য বিষয়ে চেষ্টা করা দরকার।

২১| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: @অহরহ - আমি শুধুই সামুতে ব্যান করার কথা বলেছি যাতে আমরা আরও বিবিধ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি । দেখুন ধর্মীয় ক্যাচাল আমাদের কি পরিমান কর্ম ঘণ্টা নষ্ট করছে । ক্যাচাল শুধুই ক্যাচাল বাড়াচ্ছে উপকার কিছু নেই এতে । এই আধুনিক জীবনে এসব আলাপ একদম কাজে দেয় না বরং ঘৃণা বাড়ায় , দূরত্ব সৃষ্টি করে।

১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় ক্যচাল অনৈক্য বাড়ায়, অকারণ সীমাহীন বিতর্কের সৃষ্টি করে।

২২| ১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৯

অহরহ বলেছেন: @ গাজী দাদা : আপনাকে বারবার বিরক্ত করছি, চাইলে এড়িয়ে যেতে পারেন। তবে সিনিওরদের প্রতি আমাদের আবদার আছে বৈকি। এবার নতুন আরেকটি পোষ্ট দিয়েছি, শতভাগ ধর্মহীন। তারপরও সামু কর্তার মন গলাতে পারিনি। আমার লেখা প্রথম পাতায় যায় না। আমার এই নতুন পোষ্ট ভিজিট করে যদি আপনি আরেকটি মূল্যবান পোষ্ট দিতেন, আমি বাধিত হব। ধন্যবাদ দাদা।

১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:




আপনি ব্লগার কাল্পনিক_ভালোবাসার পোষ্টে গিয়ে, উনাকে অনুরোধ করেন, আপনাকে সামনের পাতায় লেখার ক্ষমতা দিতে।

১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



আমি আপনার পোষ্ট পড়েছি; মনে হয়, পাঠক পাওয়া কষ্টকর হবে।

আপনি কি ছাত্র, চাকুরীজিবি, ব্যবসায়ী?

২৩| ১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: আপনি নাকি নতুন ব্লগাদের সর্বনাশ করেছেন। তাঁরা নাকি আপনার ভয়ে পালিয়েছে? সামুর দুজন ব্লগার তো তাই বলে বেড়াচ্ছে।
তাহলে এই পোস্ট কেন দিলেন?

১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:


বাংগালীরা তরুণ বয়সেও বাচ্চার মতো অভিযোগ করে। আমার নামে যারা অভিযোগ করেছে, এরা লিখতে জানে না।

২৪| ১৪ ই জুলাই, ২০২৩ রাত ১০:৫৪

অহরহ বলেছেন: না @ গাজী দাদা, ছাত্র জীবন শেষ করেছি ঢাবি থেকে, আগেই। কিছু দিন চাকরিও করেছি। কিন্তু বেতন ভাল না, ছেড়ে দিয়েছি। এখন ঘর সংসার নিয়ে আছি। এইতো....।

১৪ ই জুলাই, ২০২৩ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

২৫| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগার অহরহ মাল্টি নিক না তো আবার? আমার সন্দেহ আছে। এই ধরণের নিকেরা নিজের পরিচয়ের ব্যাপারে সত্যি কথা বলে না অনেক সময়।

আপনি যেভাবে আপনার পোস্টের শিরোনাম দিয়েছেন সেটা ঠিক আছে। আপনার এই চাওয়াটা এক ধরণের পরামর্শের মত মনে হয়েছে। এটা আপনার
বাক স্বাধীনতা। কিন্তু অনেকে মন্তব্যে এমন ভাবে বলেছেন যে তাতে মনে হয়েছে ধর্ম নিয়ে লেখাটা অনেকটা অন্যায়ের পর্যায়ে পড়ে। যদিও এটা তাদের বাক স্বাধীনতা। কিন্তু প্রকৃত বাক স্বাধীনতায় বিশ্বাসী কোন লোক কখনও কোন বিষয় নিয়ে লেখা বন্ধ করার কথা বলতে পারে না। কারণ বাক স্বাধীনতা মানে যে যার খুশি মত লিখবে। তবে অবশ্যই সীমালঙ্ঘন করা যাবে না। তাই কারও উচিত হবে না বাক স্বাধীনতা বন্ধের আবেদন করা। ধর্ম নিয়ে লেখা বন্ধ করতে বলা মানে সে বাক স্বাধীনতা কি সেটা ভালো করে বোঝে না। আপনি অবশ্য নিষেধ করেন নাই তবে পরামর্শ দিয়েছেন। এটা আপনি করতে পারেন।

পৃথিবীর অনেক দেশে ফ্রি স্পিচের জন্য আলাদা ময়দান থাকে। লন্ডনের স্পিকারস কর্নার তার মধ্যে সেরা। সেখানে ধর্ম নিয়ে যে কেউ যে কোন কিছু বলতে পারে। কারণ তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে। ব্লগটা হোল ফ্রি স্পিচের একটা ভার্চুয়াল ক্ষেত্র। তাই ধর্ম নিয়ে লেখা যাবে না এই কথা কেউ বলতে পারে না। এই কথা যে বলবে সে আসলে বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। ব্লগে ক্যাচাল থাকবেই। ক্যাচালের ভয়ে ধর্ম নিয়ে লেখা বন্ধ করতে হবে এটা কোন যুক্তি না। তবে মনে রাখতে হবে যে বাক স্বাধীনতা আর হেইট স্পিচ এক জিনিস না।

ব্লগে ধর্ম নিয়ে আমি লিখি যারা ধর্ম অনুসরণ করে তাদের উদ্দেশ্যে। নাস্তিকদের উদ্দেশ্যে না। এই ব্লগে বহু কবিতা লেখা হয় যারা কবিতা ভালোবাসে তাদের উদ্দেশ্যে। অন্য কারও বলা উচিত হবে না যে আমি এই সব ফালতু কবিতা পছন্দ করি না। তাই এগুলি বন্ধ করতে হবে। যার ভালো লাগবে না সে পড়বে না। একই কথা ধর্মীয় পোস্টের ক্ষেত্রে প্রযোজ্য।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



'অহরহ' আমার পোষ্ট যখন ৭টি মন্তব্য করেছিলো, আমি দেখেছি যে, ওর পোষ্ট কেহ পড়েনি, আমি পড়েছি কিন্ত মন্তব্য করতে পারিনি। উনি ২টি পোষ্ট লেখেছিলেন, পোষ্টগুলো দুর্বল ছিলো, এবং দু'টোতেই ধর্ম যুক্ত হয়ে গিয়েছিলো। আমি উনাকেই বলতে চেয়েছিলাম, ধর্ম নিয়ে না'লিখলেই ভালো হবে, ওখানে উনার দখল নেই; কিন্তু আমি যেভাবে লিখেছি, ইহা সার্বজনীন হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.