নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে চাঁদের পথে রকেট উৎক্ষেপণ করেছে ভারত।

১৫ ই জুলাই, ২০২৩ ভোর ৫:৪৯



আজকে, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোট থেকে আমাদের প্রতিবেশী দেশ, ভারত চাঁদের পথে 'চন্দ্রযান-৩' নামে ১টি রকেট উৎক্ষেপণ করেছে; সবকিছু ঠিকঠাক মতো কাজ করলে, রকেটটি ৩ লাখ কিলোমিটার পথ অতিক্রম করে ২৩শে আগষ্ট চাঁদে অবতরণ করবে। ভারতের জন্য ইহা বিশাল একটি পদক্ষেপ। আমেরিকা, রাশিয়া ও চীনের পর, ভারতই হবে ৪র্থ দেশ, যাদের রকেট চাঁদে অবতরণ করছে।

ভারত ১৯৬৩ সাল থেকেই রকেট টেকনোলোজী চালু করেছে; তখন ভারত খুবই দরিদ্র ছিলো; কিন্তু সায়েন্স ও টেকনিলোজীতে তাদের উৎসাহের অভাব ছিলো না। গত শতাব্দীতে আমেরিকা ও সোভিয়েট ইউনিয়ন চাঁদ অভিযানে অগ্রগামী ছিলো।

আজকের ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল ও বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি। কম্প্যুটিং'এ ভারত পশ্চিমের সাথে একই লেভেলে আছে। ভারত দরিদ্র থাকাকালীন সময়েও রিসার্চে টাকা বরাদ্দ করে আসছে সব সময়। তাদের সায়েন্স ও টেকনোলোজিক্যাল ইউনিভার্সিটিগুলো জাতির শিল্পায়নে অনেক অবদান রেখেছে।

২০০৮ সালে ভারত 'চন্দ্রযান-১ নামে ১টি রকেট উৎক্ষেপণ করেছিলো, যেটি চাঁদের চারিদিকে একটি কক্ষ পথে চাঁদকে প্রদক্ষিণ করেছিলো; পরে, সেই রকেট টিকে ফিরিয়ে না এনে, চাঁদের বুকে ছেড়ে দেয়া হয়। ২০১৯ সালে 'চন্দ্রযান-২' নামে আরেকটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিলো, উদ্দেশ্য ছিলো চাঁদের বুকে সফট-ল্যান্ডডিং; কিন্তু তখন ভারত সফল হয়নি; আশা করছে এবার সফল হবে।

২০১৪ সালে ভারতের একটি আকাশযান মংগল গ্রহকে কেন্দ্র করেএকটি কক্ষে পৌঁচেছে। ইহাতে ভারত ৮০ মিলিয়ন ডলার খরচ করে। ভারত আশা করছে, ২০৩০ সালের দিক থেকে তারা একাই একটি স্পেশ-ষ্টেশন করতে সমর্থ হবে।



মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৭:১৮

কামাল১৮ বলেছেন: এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য যতো অর্থের প্রয়োজন সেটা আমাদের নাই।আর সেই টেকনোলজিতে জ্ঞানও আমাদের নাই।ক্ষুদ্র পরিসরে শুরু করতে পারে বাংলাদেশ।হয়তো করছে

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



জে: এরশাদ শুরু করতে চেয়েছিলো; সে সুর্যে রকেট পাঠাতে চেয়েছিলো; কিন্তু কিছু খারাপ বাংগালী বেচারার চেয়ার কেড়ে নেওয়াতে উহা সম্ভব হয়নি।

২| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৫৮

ফাহমিদা বারী বলেছেন: আসসালামু আলাইকুম। ফিরে এলাম তবু আপনার একটা কমেন্ট পেলাম না দেখে অবাক হয়ে আপনার ব্লগেই চলে এলাম দেখতে। ভালো আছেন তো ভাই? মাঝে মাঝে গল্পে আপনার মন্তব্য মিস করতাম। সেই ঝাল ঝাল মন্তব্য। তবু মনে হতো সেই ঝালের ভেতর দিয়েই আপনার সত্যিকারের মনোভাবটা বুঝতে পারতাম :)
আপনার লেখাটা পড়লাম। ভারত এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। এগুবেই। নিজের ভালো যারা বোঝে তারা কি আর পিছিয়ে থাকে?

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৩৯

সোনাগাজী বলেছেন:




আপনি ফিরে আসায় আমি খুবই খুশী হয়েছি; আপনার অনুপস্হিতিটা টের পাওয়া যাচ্ছিলো! আমার আগের নিকটা ( চাঁদগাজী ) ব্যান খেয়েছে; বর্তমান নিক এখন কমেন্ট ব্লকে আছে সাড়ে ৩ মাস; সেজন্য কমেন্ট করতে পারিনি; গল্পটা ভালো লেগেছে। আপনি লিখুন, আপনার ভাবনাচিন্তায় আমাদের সমাজের কথা আছে সব সময়।

৩| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: দরিদ্র হলেও বিজ্ঞান এবং প্রযুক্তিতে যে এগিয়ে থাকা যায় সেটা ভারতকে দেখলেই বোঝা যায়। বর্তমান দুনিয়াতে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে তারাই একদিন এগিয়ে থাকবে। বাংলাদেশের উচিত হবে আমাদানি কমিয়ে বিভিন্ন বিভিন্ন ধরণের ছোট এবং মাঝারি শিল্পের দিকে যাওয়া। এতে বেকার সমস্যা কমবে। আই টি সেক্তরেও তরুণেরা চেষ্টা করলে ভালো করবে। সফটওয়্যারে বাংলাদেশ খারাপ করছে না। এই সব ব্যাপারে সরকারী নীতিরও দরকার আছে।

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪৮

সোনাগাজী বলেছেন:



ভারতের ছেলেমেয়েরা পড়ালেখা করছে, আমাদেরগুলো পাশ করছে, ঢাকা ইউনিভার্সিটি ফেইসবুকে পিএইচডি দিবে শীঘ্রই। ভোটের পরে, সেক্রেটারীরা বুদ্ধি দিলে, আপা ১টা রকেট কিনে ঢাকা থেকে মংগল গ্রহের দিকে ছেড়ে দিতে পারবে।

৪| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪৫

নজসু বলেছেন:



চাঁদে জায়গা জমি বেঁচা বিক্রি শুরু হয়েছে নাকি? হলে, কেমন দাম হতে পারে শ্রদ্ধেয়?

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:




সেই ব্যবসা অনেক আগের থেকে চলছে; আপনি বসুন্ধরার সাথে যোগাযোগ করেন; চাইলে এনড্রোমেডা তারকাপুন্জও কিনতে পারবেন।

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫৪

সোনাগাজী বলেছেন:




Owner of the Moon

৫| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৪

ধুলো মেঘ বলেছেন: বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তাদের যদি কেবল অঢেল খনিজ সম্পদ থাকত, তাহলে আমেরিকা - চীন তদের কাছে পাত্তাই পেতোনা। তবে এখন আমেরিকার নেক নজরে যেহেতু এসেছে - আশা করি উন্নতির পারদ উপরে উঠতেই থাকবে।

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৬

সোনাগাজী বলেছেন:



শীঘ্রই আমেরিকার সাথে যৌথ কোন অভিযানে যাবে।

৬| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৪

অহরহ বলেছেন: সফল হোক ভারতের চন্দ্রযান- চন্দ্রায়ন ৩, এটি আমাদের উপ মাহাদেশের জন্য বয়ে আনবে বিরল সম্মান।

আরো তথ্য : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামে ল্যাণ্ডারটির নাম রাখা হয়েছে "বিক্রম" আর রোভারটির নাম "প্রজ্ঞান"।

১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:


আমিতো মনে করেছিলাম, মোদী পুরো প্রোগ্রামের নাম দিবে "মহাকাশে হনুমান "।

৭| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২১

অহরহ বলেছেন: হা হা হা.... "মহাকাশে হনুমান" , আর ভবিষ্যৎ এ কোন মুসলিম দেশ সফল হলে চন্ত্রযানের নাম দিবে "বোরাক গাধা"

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:


সাইদী চাঁদে থাকে, জাকির নায়িক যাবে মংগলে।

৮| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৯

অহরহ বলেছেন: "এই অভিযানে সফল হলে ভারত চতুর্থ দেশ হবে, যারা চাঁদের পিঠে পৌঁছবে। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে নামতে সফল হয়েছে।"

এই চার দেশ "চাঁদ মামাকে" ভাগাভাগি করে নিলে মন্দ হয় না।

এদিকে ঢাকায় গুজব রটে গেছে : বসুন্ধরা ও আমিন মোহাম্মদ গ্রুপ নাকি চাঁদে জমি কেনার দালাল নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



বসুন্ধরা পার্লামেন্ট ভবনকে হোটেল বানানোর জন্য প্রস্তাব দিয়েছে সরকারের কাছে।

৯| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ভারত সম্বদ্ধের পথে এগিয়ে যাক।
ভারত আর বাংলাদেশ আলাদা কিছু নয়। একই মায়ের সন্তান।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



একই মায়ের ৩ সন্তান, পাকিস্তানের কথা আপনার মনে পড়েনি।

১০| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অফ টপিক -

ব্লগার শায়মা বলেছে আপনি নাকি শায়মার সাথে দৌড়ে পারবেন না। আমি তাকে বলেছি যে বরং সোনাগাজির সাথে দৌড়ে আপনি পারবেন না। কারণ তিনি এখনও নিয়মিত তরুণদের সাথে ফুটবল খেলেন।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:




শায়মাকে নিয়ে হিউমার করার ইচ্ছাও আমার নেই

১১| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩১

রানার ব্লগ বলেছেন: ইহাই বাংলাদেশ ও ভারতের মধ্যে পার্থক্য । এর জাতীয় বিষয়ে জোটবদ্ধ । ভারত মহাশূন্যে বিজয়ের নিশান উড়াবার প্ল্যান করে বাংলাদেশের মানুষ ঢিলা কুলুপের মাসলা, পির ফকিরের চামচামির রাস্তা খোঁজে ।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ সরকারগুলোতে নিকৃষ্ট বাংগালীরা একত্তিত হয় সব সময়।

১২| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৩

ফেনা বলেছেন: প্রচেষ্টা থাকলে অনেক কিছুই করা যায়। সেই রকম একটা কাজ করে দেখাচ্ছে ভারত।
যদিও তাদের দেশের অনেক স্টেট এখনো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক স্টেট আছে যারা অর্থনঈতিক দিক দিয়ে অনেক খারাপ অবস্থানে আছে।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



সমস্যা আমেরিকারও আছে; কিন্তু সবকিছুর সমাধান হচ্ছে জ্ঞান, চাঁদের যাওয়ার টেকনোলোজী জ্ঞানের পরিচয়।

১৩| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: বাংলাদেশে বিভিন্ন ধরনের শিল্প কারখানা বৃদ্ধি করা দরকার

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:


দেখা গেছে সেই বুদ্ধ শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবেরও ছিলো না। জিয়া ও এরশাদ ছিলো ইডিয়ট।

উহা তো বেগম জিয়া, রওষহন বা শেখ হাসিনার থাকার কথা নয়।

১৪| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভারতের বিজ্ঞানী ও রাজনীতিবিদদের অভিনন্দন।

'স্বদেশ' নামক একটা হিন্দি মুভি দেখেছিলাম। তাতে নায়ক নাসা ছেড়ে ভারতে চলে এসে ভারতীয় স্পেস রিসার্চ সেন্টারে জয়েন করেন। দারুণ লেগেছিল।

==================================

আপনি লিখেছেন----
১৯১৪ সালে ভারতের একটি আকাশ যান মংগল গ্রহের চারিপাশে একটি কক্ষে পৌঁচেছে। ইহাতে ভারত ৮০ মিলিয়ন ডলার খরচ করে।

<<<< ১৯১৪ সাল হবে কি?

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, উহা ২০১৪ সাল হবে।

১৫| ১৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: এডমিনের কাছে জানতে চেয়েছেন আর কতদিন আপনাকে কমেন্ট ব্যান করে রাখবে?

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:



না, আমি উনার কাছে কিছুই জানতে চাহি না।

১৬| ১৬ ই জুলাই, ২০২৩ ভোর ৪:০১

হাসান জামাল গোলাপ বলেছেন: রকেট মহাশূন্যে ভাসাতে রকেট সায়েন্স খুব ভালো করে জানতে হয়, যার মূলে রয়েছে science, engineering and technology। এর মূলে দাঁড়িয়ে আছে রাজনৈতিক দর্শন।

১৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



রাজনীতিবিদরাই দেশ চালায়, তারা দেশে জ্ঞানী মানুষ সৃষ্টি করতে পারেন, কিংবা মানুষকে অজ্ঞানী করে রাখতে পারেন।

১৭| ০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৮:১৪

কলাবাগান১ বলেছেন: বিশ্বে ম্যাটেরিয়েল সাইন্স এর এত বড় আবিস্কার নিয়ে হইচই হচ্ছে, আর বাংলাদেশের বুয়েট এর ছাত্র রা সিলেটের রাতার গুলে মিটিং করে -কিভাবে দেশ কে ধর্মভিত্তিক দেশ বানানো যায়। ক্রেডিট: ঋন্যাতক শূন্য

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ৮:৪৩

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবিরকে বুয়েটে কেন রাখছে? গণহত্যার দেশীর অস্ত্র ডিজাইন করার জন্য? তবে, চিন্তিত হওয়ার কারণ নেই, এক সময় আফগানিস্তান চলে যাবে ভলনটিয়ার হয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.