নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি-জামাত বলছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা জিতবে!

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৫



সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি-জামাতই জিতে, তা'হলে শেখ হাসিনা কোন দু:খে সুষ্ঠু নির্বাচন করবেন? শেখ হাসিনার উচিত, আওয়ামী লীগের ভেতর সুষ্ঠু নির্বাচন করা, যাতে আওয়ামী লীগের ভেতর যদি ২/৪ জন রাজনীতিবিদ থেকে থাকে, তারা যেন পার্লামেন্টে আসতে পারে।

শেখকে হত্যা করে জে: জিয়া সামরিক এডমিনিষ্ট্রেটর পদে অধিষ্ঠিত হয়েছিলো; এটি ছিলো জিয়ার ১ম অপরাধ; ইহার জন্য কোন নির্বাচনের, কিংবা সুষ্ঠু নির্বাচন হওয়ার দরকার হয়েছিলো? তার ২য় অপরাধ ছিলো হ্যাঁ/না ভোট, উহা কি সুষ্ঠু নির্বাচন ছিলো? জে: জিয়ার সময়, সাধারণ নির্বাচন হয়েছিলো ১৯৭৯ সালে, সেখানে বিএনপি জয়ী হয়; নির্বাচনটা ২টি কারণে সুষ্ঠু হয়নি: (১) দলটি বেআইনীভাবে কেন্টনমেন্টে মিলিটারীদের হাতে গঠিত (২) নির্বাচনের ফলাফল মিলিটারী বদলায়ে দিয়েছিলো। আজকে বিএনপি'র জন্য কেন সুষ্ঠু নির্বাচন করবেন শেখ হাসিনা?

১৯৭১ সালের হত্যাকান্ডের জন্য দেশবাসী যদি জামাতের কাছে অনেক কৃতজ্ঞ হয়ে থাকে, এখন তাদের জন্য শেখ হাসিনার উচিত সুষ্ঠু নির্বাচন দেয়ার; আর, জনতা ১৯৭১ সালকে যদি না'ভুলে থাকে, জামাতকে ঝাড়ুপেটা করার দরকার।

নতুন দেশের জন্মের ৪র্থ বছরে (১৯৭৫ ), মিলিটারী ক্যু করে দেশটিক দখল করে নিয়েছিলো; ২০১২ সালের দিকে শেখ হাসিনা মিলিটারীকে কিছুটা কন্ট্রোলে এনেছেন; আসলে, কতটুকু কন্ট্রোলে এনেছেন, বিনিময়ে তাদেরকে কি কি দিতে হচ্ছে, তিনি ও কিছু ব্যুরোক্রেটরা জানে বিষয়টা।

এখন নাকি শেখ হাসিনাকে জেনারেল জিয়ার দলের জন্য সুষ্ঠু নির্বাচন দিতে হবে? ঝাটা মারার দরকার। জাতিকে ভুল পথে নিয়ে গিয়েছিলো জিয়া, বেগম জিয়া ও এরশাদ মিলে। দু:খের বিষয়, শেখ হাসিনা বিএনপি ও জামাতকে কন্ত্রোলে আনার পরও দেশকে সঠিক কক্ষে আনেননি; হতে পারে, তিনি নিজের সীমাবদ্ধ রাজৈতিক জ্ঞানের কারণে তা পারেননি, কিংবা উনার দল জিয়ার পথেই মধু খুঁজে পেয়েছে, নিজেরাই একটা বিএনপি; এখন জিয়ার দলের বদলে তারা নিজেরাই মধু খাচ্ছে; সেখানে আগের বিএনপি'কে ভাগ দেয়ার দরকার কি?




মন্তব্য ৪৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮

বাকপ্রবাস বলেছেন: নির্বাচন ব্যাবস্থা উঠিয়ে দেয়া উচিত।

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:



রাজতন্ত্রেও এখন নির্বাচন করতে হয়; না'হয় আইএমএফ ও বিশ্বব্যাংক টাকা দিবে না।

২| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৯

নতুন বলেছেন: মানুষ গত ৭ দিন আগে কি হয়েছে সেটা মনে রাখতে চায় না। আপনি বলছেন ৭১এর কাহিনি।

সুস্ঠ নিবার্চন হলে আয়ামীলীগ পরাজিত হবে। কারন মানুষ আয়ামীলিগের নেতা কর্মীদের কাজে সন্তুস্ট নয়।

তারা বিএনপি/জামাতকে ভালোবেসে ভোট দেবে না। বরং আয়ামীলীগে কে সরাতে ভোট দেবে।

শেখ হাসিনা ভালো মানুষকে নমিনেসন দিতে পারবেনা, এলাকার দলীয় সন্ত্রাসীদের দমন করেনাই।

শুধু বড় বড় প্রোজেক্ট করে সাধারন মানুষের ভোট পাওয়া যায় না। সাধারন মানুষকে সন্মান করে এমন নেতা তৌরি করতে হয়।

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, তিনি রাজনীতি বুঝেন না, দলের গুরুত্বও বুঝেন না; তিনি কৌশলে ক্ষমতা ধরে রেখেছেন অনেকদিন, কিন্তু কৌশল একদিন কাজ করবে না। উনার দলকে ওবায়দুল কাদের পুরোপুরিভাবে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, এখন উনার দল জাতির জন্য সমস্যা। উনি দলকে রিপেয়ার করার সময়ও পাবেন বলে মনে হয় না।

৩| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

বর্তমানে সেনাবাহিনী আর কখনো ক্ষমতা দখল করতে পারবে না।
কামান মেশিনগান এক গুদামে, গুলি গোলা আরেক গুদামে, আগের মত যখন তখন অস্ত্র নিয়ে বের হওয়া অসম্ভব।
বিডিআর বিদ্রহের পর সবকিছু কঠিন করে ফেলা হয়েছে।
মিটিংএ হাসিনার সাথে বেয়াদবি করার কারনে গোলামআজমের বির্গ্রডিয়ার পোলা সহ ১৮ জন জঙ্গি মেজর-কর্নেলকে বর্খাস্ত করা হয়েছিল ১ দিনের নোটিসে।
বর্তমানে কঠিন চেইন অব কমান্ড। সেনাবাহিনীর ক্ষমতা দখল খোদ সেনা প্রধান চাইলেও পারবে না।
দেশের রাষ্ট্রপতি দেশের সব বাহিনীর কমান্ডার ইন চিফ।
আর পদাধিকার বলে প্রধানমন্ত্রী চার আর্মড ফোর্সেস এর চিফ এক্সিকিউটিভ। প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রীও উনি নিজেই।
যে কোন হটকারি কাজকর্ম ওনার দফতরের অজান্তে সম্ভব নহে।

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



সেনাবাহিনী আপনার অনুমতি না'পেলে কিভাবে ক্ষষমতা দখল করবে? আপনি তো নিশ্চয় অনুমতি দেবেন না।

আওয়ামী লীগ-বিরোধীরা একদিন রাস্তায় নামবে, উহা সময়ের ব্যাপার; তখন আওয়ামী লীগও নামবে; তখন মিলটারীকে নামতে হবে রাস্তায়।

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪১

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "দেশের রাষ্ট্রপতি দেশের সব বাহিনীর কমান্ডার ইন চিফ। "

-১৯৭৫ সালে শেখ সাহেবও কমান্ডার ইন চিফ ছিলেন।

৪| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪০

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: বর্তমানে আয়ামী বেকগ্রাউন্ড ছাড়া কেউই আর্মীর উপরের পদে পদন্নতি পায় না। =p~

দেশের জনগনের হাতে ভোটের ক্ষমতা থাকলে সেনাবাহিনি ক্ষমতা নিতে আসতে পারেনা।

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



কাল বৈশাখী আজগুবি সব কথা বলেন।

৫| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: কাল বৈশাখী আজগুবি সব কথা বলেন।

হাসান ভাইকে আমি আয়ামী তথ্য মন্ত্রীর জন্য শেখ হাসিনাকে রিকম্নাড করবো। B-)

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫০

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার মন্ত্রীরা কাল বৈশাখী সাহেবের মতোই: ড: হছান মাহমুদ, দীপুমনি, ক্রিকেট কামাল সাহেব, ইত্যাদিরা আসলে জ্ঞানের ঢেঁকি।

৬| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি-জামাতের মত দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না।

বিএনপি জামাতের মুল রাজনীতি এটাই। প্রচলিত রাজনীতিতে বিএনপি-জামাত সবসময়েই অক্ষম। এরা চায় আরেকটি ১৫ই আগষ্ট, বা তার কাছাকাছি।
১৫ই আগষ্টের রাজনীতি, বিএনপি নামক দলটার রাজনৈতিক জন্মই ১৫ই আগষ্ট এর মাধ্যমে।
৯০ এর পর আওয়ামীলীগের ভোট ক্রমাগত বেড়েছে
৯০এ নাম্বার অব ভোট(ভোট সংখায়) আওয়ামীলীগ সিট কম পেলেও সংখায় বেশী ভোট পেয়েছিল।


সবচেয়ে জঘন্য নির্বাচন হয়েছিল ২০০১।
নির্বাচনের সাত দিন আগে আর্মি দিয়ে পিটিয়ে সব আওয়ামী লীগ নেতাকে এলাকা ছাড়া করেছিল তথাকথিত সন্ত্রাসী আখ্যা দিয়ে।
আওয়ামী লীগের বয়োবৃদ্ধ চেয়ারম্যান, নিরীহ নেতাদের প্রকাশ্য দিবালোকে উন্মুক্ত রাস্তায় পিটানো হয়েছিল। কিন্তু বিএনপির কোন নেতা কর্মীকে তেমন কিছুই করা হয়নি। একটি উপজেলার ওসির সাথে আমার পরিচয় ছিল। সেনাবাহিনী থেকে ৩৭ জনের গ্রেফতার করার তালিকা দেওয়া হয়েছিল ওসির হাতে। তারা সবাই ছিল আওয়ামী লীগের নেতা এটাও বিএনপির নাম নেই।
যে কারণে নির্বাচনের দিন কেন্দ্রে বিএনপি'র আধিপত্য থাকলেও আওয়ামী লীগের তেমন কেউ ছিল না ইচ্ছামত রিগিং হয়েছিল।
আর ছিল দেড় কোটি ভুয়া ভোটার, আর সেনাবাহিনীতে গোয়াজম পুত্রদের সেচ্ছাচারিতা।
এর পরেও আওয়ামীলীগের ভোট পার্সেন্টেজ বেড়েছিল। হেরেগেছিল দেড় কোটি ভুয়া ভোটার থাকার কারনে।

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



মরা হিরো আলামকে কেন আওয়ামী ক্যাডারেরা পিটালো?

৭| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৭

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি-জামাতের মত দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না।
বিএনপি জামাতের মুল রাজনীতি এটাই। প্রচলিত রাজনীতিতে বিএনপি-জামাত সবসময়েই অক্ষম। এরা চায় আরেকটি ১৫ই আগষ্ট, বা তার কাছাকাছি।১৫ই আগষ্টের রাজনীতি, বিএনপি নামক দলটার রাজনৈতিক জন্মই ১৫ই আগষ্ট এর মাধ্যমে।
৯০ এর পর আওয়ামীলীগের ভোট ক্রমাগত বেড়েছে ৯০এ নাম্বার অব ভোট(ভোট সংখায়) আওয়ামীলীগ সিট কম পেলেও সংখায় বেশী ভোট পেয়েছিল।


হাসান ভাই আপনার কি মনে হয় আয়ামীলীগের সন্ত্রাসীরা কেন্দ নিয়ন্ত্রন না করে রাখলে আয়ামীলীগ ভোটে জিততে পারবে? =p~

৮| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন: হিরো আলমের পক্ষে জামাত-বিএনপির ডাকে জামাত-বিএনপির অল্প কিছু ভোটাররা ভোটকেন্দ্রে এলে ফলাফল পাল্টে যেত।
লাখ লাখ ভোটারের মাত্র ৩৭ হাজার ৫০০'র মত ভোটার ভোট দিয়েছেন। বোঝা গেল, জামাত-বিএনপির ভোটারদের মত অনেক চেইঞ্জ হয়েছে জামাত-বিএনপির মাত্র ৫০ হাজারের মত ভোটার ভোট কেন্দ্রে গেলেই হয়ে গেছিল। কিন্তু তা ঘটেনি। কারন পরিবর্তন একটা হয়েগেছে আমাদের অজান্তে।

বিএনপির প্রচুর সমর্থক থাকলেও বেশিরভাগ বিএনপি সমর্থকরা চাইছে না বিএনপি এখনই ক্ষমতায় আসুক।
এটা আপনিও হয়তো টের পায়ে গেছে ন অলরেডি।
আমি এবার বাংলাদেশে এসেছিলাম। ঢাকায় এবং ঢাকার বাইরে আমার পরিচিত গোন্ডির ভিতরে যারা কট্টর বিএনপি সমর্থক ছিল তারাও দেখি এখন ভিন্ন সুরে কথা বলে। বলতে চায় - 'বিএনপিকে সমর্থন করি কিন্তু চাই হাসিনা আরও পাঁচ বছর থাকুক'।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



বিএনপি'র যারা ছোটখাট ব্যবসা বাণিজ্য করে, চাকুরী করে খায়, তারা মনে করে না যে, তারেক ও মির্জা আসলে কোন ধরণের নেতা; ওরা মনে করে, শেখ হাসিনা পরাজিত হলে দেশে ভয়ংকর গোলযোগ দেখা দিবে।

তবে, শেখ হাসিনা দেশকে সঠিক পথে নেয়ার সময়টা অকাজে ব্যয় করেছেন।

৯| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি-জামাতের মত দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। এদের যাদুঘরে পাঠিয়ে দেয়া হউক।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত ছিলো ২০১৬ সালে বিএনপি'র বিপক্ষে কোর্টে যাওয়া ও রওশনকে জাপা থেকে বের করে দেয়া।

১০| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: দেশের জনগন ভোট নিয়ে আগ্রহ নেই।
১২% ভোট হয়েছে গতকাল। ভোটের দিন মানুষ শুয়ে বসে বিশ্রাম নেয়।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



আসল অবস্হা বুঝা মুশকিল। অন্তরবর্তীকালীন নির্বাচনে, ৫ মাসের জন্য কাউকে নির্বাচিত করার জন্য মানুষের আগ্রহ নেই। তদুপরি, পেছনে কে কি ধরণের ষড়যন্ত্র করে মানুষকে নিরুৎসাহিত করছে, বুঝতে সময় লাগবে।

১১| ১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনি কেনো প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদের জন্য আদেন করেন না সেটাই আমার মাথায় আসে না গুরুজ্বী।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



আমি দলে নেই, আমি আছি ব্লগে।

১২| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:২৭

প্রামানিক বলেছেন: বলার মত কিছু নাই

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের মানুষদের চরম বিপদের মাঝে রেখে যাবেন, মনে হয়; তিনি গত ১৫ বছর দেশকে সঠিক প্ল্যানের মাধ্যমে চালাননি, সব যায়গায় অযোগ্যদের তিনি দিয়েছেন; আমারা ভয়ংকর অনিশ্চয়তার মাঝে আছি। আমাদের মাথাপিছু আয় অন্য জাতির চেয়ে এত কম যে, আমরা দরকারী ও প্রয়োজনীয় সবকিছু কিনতেও পারবো না অন্য দেশ থেকে।

১৩| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৬

রানার ব্লগ বলেছেন: হতে পারে । এর অনেক কারন আছে । সব থেকে বড় কারন বাজার অনিয়ন্ত্রণ, সিমাহীন মূল্যবৃদ্ধি, দলীয় সন্ত্রাসীদেরে দ্বারা সাধারন মানুষ নিগৃহীত ও তৃনমুলে যারা আছেন তারা শীতকালীন নেতা ও সন্ত্রাসীদের দৌরত্বে আওমিলীগ থেকে দুরত্ব বজায় রাখছে ।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজ দলের সিন্ডিকেটকেও থামাননি, আওয়ামী ক্যাডারদের চাকুরী নেই, ওরা অন্যদের আয়ের উপর ভাগ বসাচ্ছে! উনার মাথা কাজ করছে বলে মনে হয় না; মনে হয়, উনাকে ব্যুরোক্রেটরা পুরোপুরি কন্ট্রোল করছে।

১৪| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১১

তানভির জুমার বলেছেন: বর্তমান অবস্থায় যে কোন বিএনপির পাতি নেতার সাথেও শেখ হাসিনা গো' হারা হারবে। ১০ বছর অস্র দিয়ে, অবৈধভাবে ক্ষমতায় থাকার মাসুল দিবে আওয়ামীলিগ। গুম-খুন- অত্যাচার আর ঋণ করে লুটপাট করার বিচার হবে। বাঙ্গালীদের সবচেয়ে বড় ট্রাজেটি ১০ বছর আওয়ামীলিগের অবৈধভাবে ক্ষমতায় থাকা, দেশ কে ৫০ বছর পিছনে নেওয়া হয়েছে ইহার বিচার হতেই হবে। নতুন প্রজন্ম আওয়মীলিগ কে চরমভাবে ঘৃনা করে ইহা আমাদের দেশের জন্য খুবই পজেটিভ সাইন।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:




তারেককে ধরে নিয়ে এসে দাঁড়া করায়ে দেন। আপনাদের মতো লোকজন পেয়ে শেখ হাসিনা সব সময় হাতে মোয়া ধরায়ে দিয়েছেন।


১৫| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৩

রানার ব্লগ বলেছেন: তানভির জুমার বলেছেন: বর্তমান অবস্থায় যে কোন বিএনপির পাতি নেতার সাথেও শেখ হাসিনা গো' হারা হারবে। ১০ বছর অস্র দিয়ে, অবৈধভাবে ক্ষমতায় থাকার মাসুল দিবে আওয়ামীলিগ। গুম-খুন- অত্যাচার আর ঋণ করে লুটপাট করার বিচার হবে। বাঙ্গালীদের সবচেয়ে বড় ট্রাজেটি ১০ বছর আওয়ামীলিগের অবৈধভাবে ক্ষমতায় থাকা, দেশ কে ৫০ বছর পিছনে নেওয়া হয়েছে ইহার বিচার হতেই হবে। নতুন প্রজন্ম আওয়মীলিগ কে চরমভাবে ঘৃনা করে ইহা আমাদের দেশের জন্য খুবই পজেটিভ সাইন।


হা হা হা হা হা ।

চালুনি বলে ওহে সুই তোর পাছায় ছ্যাঁদা ।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



উনার কথা শুনে মনে হয়, মংগল গ্রহ থেকে গতকাল পৃথিবীতে এসেছে। এরা প্রশ্নফাঁস জেনারেশন, কিছুই ঠিক মত বুঝে না।

১৬| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:১৮

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: উনার কথা শুনে মনে হয়, মংগল গ্রহ থেকে গতকাল পৃথিবীতে এসেছে। এরা প্রশ্নফাঁস জেনারেশন, কিছুই ঠিক মত বুঝে না।

আমরা প্রশ্নফাঁস জেনারেশন নই, আমিও আওয়ামীলিগের একনিষ্ঠ সমর্থক ছিলাম। ১৫ বছর ধরে আওয়ামীগিলের গুম-খুন- ভোট চুরী, সন্ত্রাস আত্যাচার দেখে পূর্ণ বয়স পার করেছি হয়েছে। ১০ বছর ধরে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশে টাকা না থাকায় ঋণ করে লুটপাট চালু রেখেছে। সরকারী চাকুরেদের অবৈধ সুবিধা দিয়ে ক্ষমতায় থেকেছে। মিথ্যা ইতিহাস পড়িয়ে, উন্নয়নের মিথ্যা মুলা ঝুলিয়ে আমাদের দেশটা ধ্বংস করেছে।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:


আপনার আলোচনা, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনীতি ও ভোট নিয়ে প্রেডিকশন ইত্যাদি অমুলক ও বিরক্তিকর।

শেখ হাসিনা গত ১৫ বছর বিনা প্ল্যানে দেশ চালিয়েছেন, দেশকে কোন অবস্হানে আনতে পারেননি; কিন্তু অন্যেরা এর থেকে ভালো করতে পারতো না; কারণ, অন্যেরা উনার থেকে অসৎ ও বেকুব।

১৭| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: বাংলাদেশে এখন কি ইলেকশনের দরকার আছে?
না ইলেকশনের উপযোগীতা আছে?

এখন -
"এক দলের বাংলাদেশ এবং একক প্রাথীতে (সিলেকশন) ইলেকশন (নির্বাচন ব্যবস্থা) শেষ"।

১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:




এখন কোন দেশ ইলেকশান না করে, বিশ্বসমাজে টিকতে পারবে না। শেখ হাসিনার উচিত, কমপক্ষে আওয়ামী লীগের দক্ষ লোকদের নমিনেশন দিয়ে জিতিয়ে আনা।

১৮| ১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

কামাল১৮ বলেছেন: ইলেকশন ভালো হবে এবং আওয়ামী লীগ পাশ করবে।বিএনপি অংশগ্রহন করবে,নয়তো হারিয়ে যাবে।আমাদের দেশে প্রার্থী নির্বাচন দলের কর্মীরা করা এটা একটা সমস্যা।

১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আওয়ামী লীগের অপেক্ষাকৃত ভালো মানুষদের নমিনেশন দেন না।

১৯| ১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: দলের কর্মীরা করে না হবে।

২৩ শে জুলাই, ২০২৩ ভোর ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



বুঝেছি

২০| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সর্বশেষ নির্বাচনে ১১.৫% ভোট পড়েছে !!!
..................................................................
জনগণ রাজনীতি ও তাদের বাহকের অত্যাচারে পঙ্গু
ও মানসিক ভাবে আতন্কগ্রস্হ,
সেটাই প্রমান দিলো ।

১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:


যদি ১১.৫ আওয়ামী লীগের লোকজন হয়ে থাকে, আপার সাপোর্টারও নেই দেশে।

২১| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩০

তানভির জুমার বলেছেন: আপনি, ফ্যাসিবাদ, গুম-খুন- লুটপাট কে সমর্থন করেন, আমরা করিনা। ১৫ বছর ধরে দেশে থেকে আমরা এইসব জগন্য অপরাধ সমূহের জ্বলজ্যান্ত সাক্ষী। দেশে আরেকটা ৭১'র দরকার। আজকেও বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসুচিতে (পদযাত্রা) পুলিশ বুক বরাবর গুলি করে এক বিএনপি কর্মীকে হত্যা করেছে। অনেক জায়গায় আওয়ামীলিগ-পুলিশ একাকার হয়ে বিএনপির উপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে।

১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



বিএনপি'কে বিলুপ্ত না'করলে এই জাতির মুক্তি হবে না।

২২| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে ঠিক করতে হবে। বিএনপির জন্য নয়। এই নির্বাচন প্রক্রিয়া ঠিক না করার কারণেই এক সময় আওয়ামীলীগ ধরা খাবে।

১৮ ই জুলাই, ২০২৩ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ দেশটাকে মগের মুল্লুক বানায়ে ফেলেছে; মানুষের কোন নাগরিক অধিকার নেই।

২৩| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার কথা ভোট সুষ্ঠু হোক যে ক্ষমতায় যায় যাক?

১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:




ভোটের প্রয়োজনীয়তা ও গণতন্ত্র সম্পর্কে আপানার ধারণা ভুল।

২৪| ১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২০

কিরকুট বলেছেন: জামাত শিবির বলে দেশ ভারতের অঙ্গ রাজ্য হয়ে যাবে । গ্যাছে ? শিবিরের লোক কি বিনা পাসপোর্টে পশ্চিমবঙ্গে চোরের মতো লুকায় ?

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



মানসিকভাবে পংগুরা ও জংগীরাই জামাত ও শিবির করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.