নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

"ভোট সুষ্টু হোক, যে\'পারে সেই ক্ষমতায় যাক", ইহা ভুল ধারণা

১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৫



"আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো", "ভোট সুষ্টু হোক, যে'পারে সেই ক্ষমতায় যাক"; এই ধরণের বাক্যগুলো ও ভোট নিয়ে এসব ধারণা শুনতে গণতান্ত্রিক গণতান্ত্রিক মনে হয়, কিন্তু আসলে এগুলো নাগরিক অধিকারও নয়, এবং ভোটের বেলায় সঠিক জ্ঞানের পরিচয় নয়। আমাদের নাগরিকদের গণতন্ত্র সম্পর্কে ন্যুনতম পরিস্কার ধারণা না'থাকাতে এসব ভুল ও উদ্ভট ষ্টেইটেন্টের জন্ম হয়েছে আমাদের রাজনৈতিক অংগণে।

ভোট কিংবা সুষ্টু ভোট হওয়াটা পুরোপুরি গণতন্ত্র নয়: ভোট হলো, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের পদক্ষেপ মাত্র। গণতন্র মানে শুধু ভোট করে সরকার গঠন নয়, ইহা রাষ্ট্র চালনার একটা তত্ব।

সুষ্টু ভোটের জন্য দরকার: গণতান্ত্রিক দল, নিরপক্ষে নির্বাচন কমিশন, যোগ্য প্রার্থী। আমাদের বড় ২টি দল সঠিকভাবে গণতান্ত্রিক নয়; বেগম জিয়া ও শেখ হাসিনা যথাক্রমে ৩৮ ও ৪৩ বছর দলের সভাপতি ছিলেন ও আছেন; বিএনপি গণতান্ত্রিক দল নয়, ইহার জন্মতে সমস্যা আছে। আমাদের নির্বাচন কমিশনগুলোতে বেশীরভাগ সময় দুর্নীতিবাজ ব্যুরোক্রেট ও দলের প্রতি অনুগত লোকদের নিয়োগ দেয়া হয়। বেগম জিয়া, শেখ হাসিনা, রওশন ও জামাত সব সময় অনেক দুষ্ট ও অপরাধীদের প্রার্থী হিসেবে নমিনেশন দিয়ে এসেছে। বেগম জিয়া ও রওশন নিজেই খারাপ প্রার্থী ছিলো। রওশন চোরা ব্যবসায় যুক্ত ছিলো, বেগম জিয়া সব সময় অসৎ, বেকুব ও শঠ হিসেবে পরিচিত ছিলো। শেখ হাসিনা অনেক ভয়ংকর লোকজনকে নমিনেশন দিয়েছেন।

আপনি নিজকে পরীক্ষা করে দেখেন, আপনি কি অন্যান্য উন্নত গণতান্ত্রিক দেশের নির্বাচন পদ্ধতিকে অনুসরণ করেছেন, বুঝেন; আপনি আমেরিকা, ইসরায়েল'এর নির্বাচন পদ্ধতি বুঝেন? আমেরিকায় একজন প্রার্থী কিভাবে নমিনেশন পায়, সেই পদ্ধতি আপনি বুঝেন? সেই সব পদ্ধতি নিয়ে আপনি কি একটি পোষ্ট লিখতে পারবেন? এসব বুঝলে আপনি টংদোকানের গণতান্ত্রিক নাগরিকের মতো বলতেন না, "আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো", "ভোট সুষ্টু হোক, যে'পারে সেই ক্ষমতায় যাক"।


মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো",
................................................................................
কথাগুলো বিরোধী দলে থাকলে সবাই চায়,
ক্ষমতায় গেলে ভুলে যায় ।
বাদ্য যন্ত্রে যদি ভূত থাকে ,
তাহলে তো রাধা ও নাচে ভূত ও নাচে ।
.................................................................................
ফলাফল : যার ক্ষমতা বেশী , সেই হলো সংসদ নেতা , ধুয়াঁ তুলসী পাতা ।

১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:




দেশের শিক্ষিত ভোটারেরাও গণতন্ত্র সম্পর্কে পরিস্কার ধারণা রাখেন না; এই সুযোগে জিয়া, এরশাদ, বেগম জিয়া, রওশহনরা, জাতির ভাগ্য নির্ধারণের সুযোগ নিয়েছে।

২| ১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

গেঁয়ো ভূত বলেছেন: দেশের রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে খুব গণতন্ত্রের কথা বলে, আসলে এই বুলিকে তারা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেষ্টা করে। পাঁচ বছর পরপর নির্বাচনের দিন গণতন্ত্রী হবার নাম গণতন্ত্র না। যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক হিসেবে পরিচয় দিতে চান তারা আগে নিজ দলে গণতন্ত্রের প্রাকটিস শুরু করুন, তারপর যদি কোনোমতে ক্ষমতায় যেতে পারেন তখন গণতন্ত্রের কথা ভুলে না যাবার প্রাকটিস করার শপথ নিন মনে মনে (মানুষকে ধোঁকা দেবার নিয়তে প্রচার সর্বস্ব গণতন্ত্রী হলে চলবে না), প্রতিটি কাজে প্রতিদিন গণতন্ত্রী হবার নিয়ত করুন। তাহলে আমরা বুঝব আপনি আসলেই গণতন্ত্র চান নাকি চান না।

আমার ভোট যাকে তাকে দিতে বলার নাম গণতন্ত্র নয়। আমার মূল্যবান ভোট কোন দুঃখে আমি যাকে তাকে দিতে যাব? তার চাইতে বলুন আমার ভোট আমি সৎ ও যোগ্য লোককে দিব।

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:




আমি অন্যদের কথা বলতে চাহি না; শেখ হাসিনা নিজ দলের সৎ ও বুদ্ধিমানদের নমিনেশন দেননি সব সময়। দল যদি নমিনেশন দিতো সমস্যা কমে যেতো।

৩| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৮:০১

বাকপ্রবাস বলেছেন: আমরা যেটাকে গণতন্ত্র বলছি সেটা আসলে ফটকাবাজি, গণতন্ত্রের কিছুই দলগুলো পালন করেনা, যেটা আছে সেটা একনায়কতন্ত্র কিংবা তার চাইতেও নিম্ন মানের, কারণ কোন তন্ত্রে দল চলে সেটার কোন সঙ্গা নাই, যার ফলে যেসব সমস্যা উথান হয় তার সমাধান এরও পথ থাকেনা।

আমাদের সবকিছু শুরু থেকে করতে হবে, দল গঠন ও প্রকৃয়া একটা নিয়মের অধীন হতে হবে, কোন নিয়মে হবে সেটা অন্য আলোচ্য বিষয়।
দলের পর সংসদ এবং সরকার প্রকৃয়া এবং তারপর নির্বাচন প্রকৃয়া এসব নিয়মের অধীন হতে হবে। এসব নিয়মের অধীন হলে প্রশাসন ও দূর্নীতি মুক্ত হবে।
প্রশাসন দূর্নীতি মুক্ত করার জন্য তাদেরকে যেমন নির্দিষ্ট নিয়মে আনতে হবে তেমনি রাজনীতিমুক্ত করত, দায়বদ্ধতার অধীন আনতে হবে, দায়বদ্ধতার অধীন এনে তাদের ক্ষমতা বাড়াতে হবে, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে।

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশের ভেতরে যারা আছে, রাজনীতি সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই; প্রবাসী বাংগালীরা অন্যদেশে ভালো কিছু দেখছেন, শিখছেন।

৪| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: আমাদের দেশে ব্যপক রাজনৈ্তিক সংস্কার প্রয়োজন। সবচেয়ে আগে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান, প্রসাষন, বিচারা ব্যবস্থা ও আইন শৃংখলা বাহিনীকে দলীয়করন থেকে মুক্ত করা। এই সেক্টরগুলো যদি নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা অর্জন করে , তাহলেই রাজনৈতিক দলগুলোও দলের মধ্যে গনতন্ত্র চর্চা করতে বাধ্য হবে।

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:



এগুলো করার মত সুশিক্ষিত কেহ ক্ষমতায় যায়নি।

৫| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৭

ঢাবিয়ান বলেছেন: আজকের পত্রিকায় এসেছে যে , কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি। ১৯শে জুলাই এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল ভিসির। গত সোমবার তার কানাডার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু এক মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না ভিসি। সুত্র ঃ গনমাধ্যম

কানাডা , আমেরিকার মতই ভিসানীতি অবলম্বন করছে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু বিষয়টা নিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যপক আলোচনা হচ্ছে। কতটা লজ্জাজনক আমাদের জন্য যে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈ্তিক দলের কর্মী !! পৃৃথীবির আর আর কোন দেশে এই নিকৃষ্ট সিস্টেম নাই।

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:




দুতাবাসগুলোতে এদের ব্যাপারে ডাটা আছে, মনে হয়।

৬| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: গনতন্ত্রের জয় চাইলে ভোটের বিকল্প নাই।জনগনের জয় চাইলে ভিন্ন কথা।তখন চাইতে হবে জনগনতন্ত্র।

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



দলের লোকজন যদি রাজনীতি না'বুঝে, তারা চাইলেও জাতির জন্য ীছু করতে পারবে না; বিএনপি, আওয়ামী লীগে কোন ধরণের রাজনীতি নেই।

৭| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৯

নতুন বলেছেন: আমাদের মতন কম শিক্ষিত দেশের জন্য ভালো জ্ঞানী/দেশপ্রেমিক একনায়ক দরকার।

বর্তমানে গনতন্ত্র রাজতন্ত্রে পরিনত হয়েছে।

রাজনিতিক দলের চ্যেলারা জয়/তারেখের পক্ষে গানগাইছে….

কিছু জনগনও আছে যারা বলে জয় তাখের জিয়ার চেয়ে ভালো.... এরাও মনে মনে রাজতন্ত্রকে মেনে নিচ্ছে... :(

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ সরকার ও ব্যুরোক্রেটদের বাজারের পরিণত হয়েছে।

৮| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সাধারণ মানুষের কথা বাদ, ঢাবি শিক্ষক আসিফ নজরুলও বিশ্বাস করেন গণতন্ত্র হচ্ছে জনগণ তাদের পছন্দ মতো ভোট দিক। যোগ্য, অযোগ্যের বিষয়ে উনার মাথাব্যথা নেই :(

১৯ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:




ওসব লোকজন লিলিপুটিয়ান।

৯| ২০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:

ওনাকে ভিসা দেয় নি, মানবজমিন রিপোর্ট নিকৃষ্ট হলুদ সাংবাদিকতার উদাহরন।
আসল ব্যাপারটা হচ্ছে উনি যাত্রা বাতিল করেছেন। সংগতকারনেই ভিসা আবেদন উইথড্র করেছেন।
বিভিন্ন আরো কারন থাকতে পারে।
হয়তো বিমান ভাড়া কে বহন করবে ফয়সালা না হওয়ায় উনি ভিসা আবেদন নিজেই উইথড্র করেছেন।
আবেদন উড্র করার আরো নানাবিধ কারণ থাকতে পারে। কারন ভিসি মহোদয় নিজে কোন বক্তব্য দেন নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু বলেছে উনি যাত্রা বাতিল করেছেন। ব্যাস এইটুকুই।

সাধারণত আন্তর্জাতিক গুরুত্বপুর্ন সম্মেলন হলে সম্মানিত অতিথিদের বিমান ভাড়া হোটেল ভাড়া সহ সব বহন করার কথা আমন্ত্রণকারী কর্তৃপক্ষের। কিন্তু এ আমন্ত্রণে সেটা হয়নি। নিজের পকেট খালি করেই কানাডা যেতে হতো ভিসি মহোদয়কে। এ কারণে ও হয়তো উনি যাত্রা ক্যান্সেল করে থাকতে পারেন।
এটি এমন আহামরি খুব একটা গুরুত্বপুর্ন কনফারেন্স ছিলনা।
ছাত্র সংকটে ভোগা কমনওয়েলথ দেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিজ ফালতু সিম্পোজিয়াম।
ফালতু একারনেই বলছি কারন মিটিং করতে বিমান ভাড়া এমনকি হোটেল ভাড়া খাওয়া দাওয়া যাতায়াত সবকিছু নিজের গাইটের পয়শা খরচ করে যেতে হইতো।
নিজের পকেটের কথা ভেবে হয়তো উনি নিজেই যাত্রা ক্যানসেল করে থাকতে পারেন।
কিন্তু রাজনীতিতে সম্পুর্ন দেউলিয়া বিএনপি এটা নিয়েও রাজনীতি করছে।

২০ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



ঢাবিয়ান ও আপনার ষ্টেইটমেন্ট নিয়ে সব সময় সমস্যা হয়।

১০| ২০ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভোট গণতন্ত্রের প্রাথমিক ধাপ মাত্র। প্রকৃত গণতন্ত্রের জন্য দীর্ঘ পথ চলতে হয় একটা জাতিকে। আমরা তো শুরুই করতে পারলাম না যাত্রা।

২০ শে জুলাই, ২০২৩ রাত ২:২৪

সোনাগাজী বলেছেন:


আমাদের নেতারা জাল টাকা দিয়ে বাজার করছে।

১১| ২০ শে জুলাই, ২০২৩ ভোর ৬:৪৭

রানার ব্লগ বলেছেন: গনতন্ত্র দিয়ে কি করবো!! যে দেশে এখনো ৩০ ভাগ লোক তিন বেলা খেতে পাচ্ছে ন সেই দেশে ভোটের অধিকার গনতন্ত্র কেবলি চোরদের রুপ বদলের চেষ্টা।

২০ শে জুলাই, ২০২৩ সকাল ৭:৩২

সোনাগাজী বলেছেন:




যেসব দেশে গণতন্ত্র আছে, সেখানকার মানুষজন ভালো আছে।

১২| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫০

অহরহ বলেছেন: @ দাদা এ নিয়ে কী লিখব, মাথায় ডুকে না। বাংলাদেশের রাজনীতি??

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০৪

সোনাগাজী বলেছেন:




দেশের রাজনী্তি বুঝলে রাজনীতি নিয়ে লেখেন; সমাজকে বুঝলে সমাজ নিয়ে লেখেন। চলতি ঘটনাপ্রবাহকে বিশ্লষণ করে লিখতে পারেন।

১৩| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৬

বাকপ্রবাস বলেছেন: বাংলাদেশের ভেতরে যারা আছে, রাজনীতি সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই; প্রবাসী বাংগালীরা অন্যদেশে ভালো কিছু দেখছেন, শিখছেন।

শিক্ষিত বুদ্ধিজীবি সমাজ পচা রাজনীতিকি সমর্থন করে মিসগাইড করছে জনগণকে, তারা এক জোট হয়ে না মানলে প্রজন্ম ধীরে বুঝত, কিন্তু প্রজন্ম তাদের ফলো করে ভুলটাই চর্চা করছে, শিক্ষিত সমাজ দেখেও না দেখার ভান করছে

২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ শিক্ষিত মানুষের সৎ সশস ও ব্যক্তিত্বের অভাব; আপনি কিছু সময় এদেরকে নিরীক্ষণ করুন, দেখবেন এদের সঠিক কোন অবস্হান নেই।

১৪| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৬

ঢাবিয়ান বলেছেন: @ হাসান কালবৈশাখী , আপনি কোথায় পেলেন যে , ভিসি ভিসা আবেদন উইথড্র করেছেন? ভিসি বলছে যে, কানাডা এম্বেসী ব্যাপারটা ভিসা প্রসেসিংয়েই রেখেছে। এম্বেসী ২-৩ মাস সময় নেয় ।কিন্ত তিনি আবেদন করেছেন এক মাস আগে।

বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে কারন সাধারনত কনফারেন্সে যোগদানের ইনভাইটেশন থাকলে ভিসা প্রসেসিং এ এত সময় লাগে না। তার ওপড় ভিসির নাকি কুটনৈতিক পাসপোর্ট ।

২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



এই ঘটনার তেমন কোন ইমপেক্ট আছে বলে মনে হয় না।

১৫| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: দেশের একজন রাজনীতিবিদ। সে ভয়াবহ দূর্নীতিবাজ। তার হাত ধরে ৫/৬ জন লোক সীমাহীন টাকার মালিক হয়েছে। তার ছত্রছায়ায় থেকে যারা সীমাহীন টাকার মালিক হয়েছে তাঁরা এবার এমপি নির্বাচনের জন্য মাঠে এনেমেছেন। ইচ্ছা মতো টাকা উড়াচ্ছেন। আর নাটের গুরু সুইজারল্যান্ড গিয়ে বসে আছেন।

২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:





একজন এমপি গড়ে ৪০০/৫০০ ক্যাডারের পরিবার চালায়।

১৬| ২১ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: এই ঘটনার তেমন কোন ইমপেক্ট আছে বলে মনে হয় না।

আমাদের মন্ত্রিরা বিদেশী রাস্ট্রদুতদের সারাক্ষন হুমকি ধামকি দিচ্ছে যে , কেন তারা আমাদের আভ্যন্তরীন রাজনীতিতে হস্তক্ষেপ করছে । হিরো আলমকে নিয়ে টুইট করায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। কিন্ত মনে হচ্ছে বিদেশীরা সুষ্ঠূ নির্বাচন আয়োজনে প্রবর্তিত ভিসানীতি থেকে একবিন্দু সরবে না।

ঢাবি ভিসি’র কানাডিয়ান ভিসা অপ্রাপ্তিকে ‘বৈশ্বিক বৈষম্য’ হিসেবে সংজ্ঞায়িত করে কিছু সরকার সমর্থক কেন কেন তিনি এই বৈষম্যর শিকার হলেন তা জানতে চেয়ে যুক্তরাজ্যের লন্ডনে ট্যাভিস্টক স্কোয়ারে অবস্থিত আকু’র কার্যালয়ে ২০ জুলাই ইমেইল ও ফোনে বারংবার যোগাযোগ করা সত্ত্বেও কেউ প্রত্যুত্তর করেননি। সুত্র ঃ আমাদের সময়

২১ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



দেশ চরম দুরাবস্হার মাঝে আছে; কিন্তু বড় ৪টি রাজনৈতিক দলে কোন জ্ঞানী মানুষ নেই, যারা দেশের মুল সমস্যাগুলো বুঝে, সেগুলোর সমাধান বের করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.