নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাকে যারা কমেন্ট ব্যান করেছে, এদের ব্লগিং অনেক কমে গেছে

১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৯



ব্লগে ব্লগার কমে এক যায়গায় এসে স্হির হয়েছে, এর থেকে কমে গেলে বাকীরা লিখে আনন্দ পাবেন না, হয়তো! আমি খেয়াল করছি, যারা আমাকে কমেন্ট ব্যান করেছিলেন, তাদের অনেকই ব্লগে নেই আজকাল; যারা আছেন, তাদের ব্লগিং আশংকাজনকভাবে কমে গেছে।

কমেন্টের পরিমাণও সামানুপাতিক হারে কমে গেছে, সামুর ১ম পাতায়, অনেক পোষ্ট জিরো মন্তব্য নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। আমার পোষ্টের অবস্হা এখনো ঠিক সেই রকম খারাপ হয়নি; কিন্তু আমার পোষ্টেও কমেন্টের পরিমাণ বেশ কমে গেছে! সম্ভাব্য কারণ হতে পারে, আমার লেখার মান কমে গেছে; কিংবা লোকজন তাঁদের পোষ্টে আমার থেকে কোন ফিডব্যাক না'পেয়ে আমার ব্যাপারে হতাশ। যাঁরা আমার পোষ্টে কমেন্ট করেন, তাঁরা আমার থেকে ফিডব্যাক আশা করতেই পারেন, এটা স্বাভাবিক।

আমি সব সময় ভালো কমেন্ট করে আসছি, লোকজন আমার কমেন্ট চেনেন, মনে রাখেন। যেই সকল পোষ্টে জিরো কমেন্ট থাকতো, আমি সেগুলো পড়ে দেখতাম, কি কারণে পোষ্টটি কমেন্ট পাচ্ছে না; কিংবা কম কমেন্ট পেয়েছে। আমি অনেককে লেখার বিষয়, ষ্টাইল ইত্যাদি বদলানোর পরামর্শ দিয়েছি; কেহ কেহ সেটা অনুসরণ করেছেন। আমি নতুন ব্লগারদের পোষ্টে কমেন্ট করে উৎসাহ দিয়েছি। ক্রমাগতভাবে কম কমেন্ট পাবার কারণে অনেক ব্লগার কিন্তু হতাশ হয়ে থাকেন।

এবার আমাকে ৫ মাস কমেন্ট ব্যান করে রাখা হয়েছে, ইহা সোস্যাল মিডিয়ায় কোথায়ও ঘটেছে কিনা আমার জানা নেই! আমাকে মোটামুটি বিনা কারণেই কমেন্ট ব্যান করা হয়েছিলো অনেক অনেক বার। কিছু ব্লগার আছেন, যারা সঠিকভাবে লিখতে পারেন না, তারা আমার সমালোচনাকে ভয় করেন, সামুটিমের কাছে অভিযোগ করতে থাকেন। ওদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকাল আমাকে ব্যান করার কোন দরকার নেই; কারণ, ওরা সবাই আমাকে নিজেদের পোষ্টে কমেন্ট ব্যানে রেখেছেন।

ব্লগের ম্যানেজমেন্ট নিয়ে আমার কিছু বলা উচিত নয়, ইহা আমার ব্যবসা নয়, ব্যবসার মালিকপক্ষ আছে; এরপরও বলতে হয় যে, সোস্যাল মিডিয়ার এডমিনিষ্ট্রেশন বিশ্ব মানের হওয়া উচিত। বেশীরভাগ ব্লগার বিবিধ সময়ে বিবিধ ব্লগে ব্লগিং করছেন, এডমিনিষ্ট্রেশন সম্পর্কে সবারই কিছু ধারণা আছে।

আমাকে এভাবে কমেন্ট ব্যান করার ফলে সামুটিমের প্রতি ব্লগারদের সমীহ বাড়লে ভালো কথা! কিন্তু আমার মনে হচ্ছে, লোকজন আসলে বিরক্ত হচ্ছেন।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১১

জ্যাক স্মিথ বলেছেন: আপনার শাস্তি'টা একটু বেশিই হয়ে গেছে মনে হয়। আর এই দেশের মানুষ খুবই সেন্সেটিভ একটু ভিন্ন কিছু বললেই এরা আঘাত পায় তাই আপনাকেও কমেন্টে আরও সংযত হতে হবে।

ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৭

সোনাগাজী বলেছেন:



আমার কমেন্ট বরাবরই সঠিক ছিলো; বেশীরভাগ বাংগালী তাদের লেখা সম্পর্কে ঠিক বার্তা পছন্দ করেন না, তাদের গার্বেজকে ভালো লেখা বলতে হয়, পরিশ্রমী লেখা বলতে হয়।

২| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২২

শূন্য সারমর্ম বলেছেন:


কমেন্টব্যান ৯ মাস রাখা হতে পারে,মুক্তিযোদ্ধার খাতিরে।

১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৭

সোনাগাজী বলেছেন:



লোকজন হতাশ হচ্ছেন।

৩| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


এডমিনের তেমন কর্মকান্ড চোখে পড়ছে না,ভূলেই গেছে আপনার কথা।

১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:




উনার চাকুরীটা কি সরকারী চাকুরীতে পরিণত হলো?

৪| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২০

মোগল সম্রাট বলেছেন:

বিষয়টি খুবই উদ্বেগ জনক!!!

১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:



ব্লগটার অবস্হা সরকারী প্রতিষ্ঠানের মতো হয়ে গেছে।

৫| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই আইডি যদি ব্যান খায়, তাহলে "ব্লগীয় দরবেশ বাবা" নামে আইডি খুইলেন। আপনাকে ব্যান করায় ব্লগে পোষ্ট কম আসে, আপনাকে ব্যান করায় ব্লগে কমেন্ট কম আসে, আপনাকে ব্যান করায় ব্লগার লেখালেখি ছেড়ে দেয়.... ইত্যাদি ইত্যাদি ঘটনা গুলি শুনলে মনে হয় আপনি আসলেই "ব্লগীয় দরবেশ বাবা"।

১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



আমাকে কমেন্ট ব্যান করেছেন, সেই রকম কয়েকজন যে ব্লগে নেই, আপনি খেয়াল করেননি? আপনি তো জটিল ভাইয়ের পোষ্ট পড়তেন, এখন পড়েন?

৬| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাকে কমেন্ট ব্যান করেছেন, সেই রকম কয়েকজন যে ব্লগে নেই, আপনি খেয়াল করেননি? আপনি তো জটিল ভাইয়ের পোষ্ট পড়তেন, এখন পড়েন?

১। না, আমি খেয়াল করিনি, বা করার প্রয়োজন পড়েনি।
২। আমি নাম দেখে ব্লগ পড়ি না সাধারণত। নাম দেখে পড়লে একটা বায়াসনেস কাজ করে, ফলে পড়ে মজা পাওয়া যায় না। নাম দেখে পড়ে আমি কোন দিন আনিসুল, শীর্ষেন্দু, বুদ্ধদেব গুহ ইত্যাদি লেখকের একটার বেশী বই পড়তে পারিনি।
২.ক। ব্লগে অবশ্য আপনি একই ছবি দিয়ে পোষ্ট করেন বলে আপনার নাম পড়ার আগেই বোঝা হয়ে যায়। ফলে আপনার লেখা পড়ে শান্তি পাই না।
২.খ। আপনার কয়েকজন সাগরেদও এমন করে, তারা একই ছবি বারবার বা একই রকম ছবি ব্যবহার করে। ফলে তাদের লেখা পড়েও শান্তি পাই না।

যাই হোক, "ব্লগীয় দরবেশ বাবা" নামটা কেউ নিয়ে নেওয়ার আগেই নিয়ে ফেলেন। ভালো হবে।

১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



২.ক ) স্যরি, আমার লেখার লেভেল আপনার জানার লেভেল অবধি পৌঁছতে পারেনি।

"ব্লগীয় দরবেশ বাবা" ধরণের নিক আমার পছন্দ হবে না; চাঁদগাজী ও সোনাগাজীতে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, সেজন্য এসব নিকগুলো আমার পছন্দের নিক।

৭| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১২

কামাল১৮ বলেছেন: ব্লগে এমনিতেই লোকজন কম।তাছাড়া সবাই সব পোষ্টে কমেন্ট করে না।কারো কারো ভাগে হয়তো কেহই পরে না।
কোন কোন পোষ্টে মন্তব্য প্রতিমন্তবে অনেক কমেন্ট হয়ে যায়।সেই জন্য দরকার আলাপ আলোচনা।যেটা কম হয়।মানুষের হাতে হয়তো সময় কম।

১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



আমার হাতে সময় আছে, আমি পোষ্ট পড়ি, কমেন্ট করার ইচ্ছা আছে; কিন্তু কোন এক অজানা কারণে আমাকে আটকায়ে দেয়া হয়েছে।

৮| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

বিষাদ সময় বলেছেন: আপনি ব্লগে থাকলে ব্লগ চাঞ্চল্য থাকে এটা ঠিক তবে তা নেতিবাচক এবং ইতিবাক উভয় কারণেই। আর আপনার লেখায় কমেন্ট কমে যাওয়ার মূল কারণ আপনার কমেন্টে মর্মাহতরা আরেকটি ভিন্ন জোট গঠন করেছেন।

১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:


উনারা জোট করে আমাকে চাপের মাঝে রেখে ব্লগিং করার চেষ্টা করছেন, ইহা কাজ করছে না; ব্লগিং করার জন্য লিখতে জানতে হয়।

উননাদের কমেন্ট লিলিপুটিয়ান টাইপের।

৯| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১২

কালো যাদুকর বলেছেন: এর শেষ কবে হবে।

১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:


সবকিছু ফাজী লজিকের মতো, আগাগোড়া নেই।

১০| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

মিরোরডডল বলেছেন:




যারা কমেন্ট ব্যান করেছে তাদের পোষ্ট আছে কি নেই, তাদের কমেন্ট কমলো না বাড়লো তাতে কি যায় আসে!!!!
এগুলো নিয়ে পোষ্ট দেয়া বা ভাবাই ঠিক না।

Why are you wasting time thinking about this?

If I were you, I'd totally ignore them.

ব্লগারদের উপস্থিতি কম তাই কমেন্ট কম, আবার যখন অনেকেই আসবে তখন কমেন্ট বাড়বে, সময় সেটা বলবে।


১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:




আমাকে অকারণে আটকানোর পেছেন কিছু ম্যাঁওপ্যাঁও ব্লগারের ভুমিকা আছে, মনে হয়। আমি তাদের ব্লগিং'এর শেষ দেখছি!

১১| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৩

মিরোরডডল বলেছেন:




আমার ব্যক্তিগত অব্জার্ভেশনে মনে হয়েছে, সামু এডমিন খেলাঘরের ওপর যতটা বিরক্ত, তার চেয়েও বেশি বিরক্ত হয়েছে যারা ব্যান চেয়েছে তাদের ওপর।

Definitely there is a valid reason for the ban.
Without reason admin wouldn't do this.

সামু টিম জানে আরো পাঁচমাস যদি এভাবে বন্ধ রাখে, খেলাঘর ঠিকই সহনশীলতার সাথে ব্লগিং কন্টিনিউ করবে।

আমার ধারণা ভুল হতেই পারে।
I just said what I thought.


১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



আমার ব্লগিং চলতে থাকবে, কিন্তু আমি ভালো ব্লগারদের পোষ্টে ফিডব্যাক দিতে পারছি না।

১২| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: এক ভাঙ্গা রেকর্ড আর কতবার বাজাবেন? বরং এডমিন বরাবর ইমেল করেন যে, পরবর্তীতে সংযত আচরন করবেন। এতে কাজ হবে আশা করা যায়।

১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



আমি বরাবরই সঠিক কমেন্ট করে আসছি; ইমেইল করার মতো কিছু নেই

১৩| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬

মিরোরডডল বলেছেন:




কিন্তু আমি ভালো ব্লগারদের পোষ্টে ফিডব্যাক দিতে পারছি না।

খেলাঘরের লেখাতো প্রথম পাতায় যায়, পোষ্ট রিভিউ লেখা হোক।
কোন কোন পোষ্ট ভালো লেগেছে, কেনো লেগেছে, তাদের এপ্রিশিয়েট করা হোক, উৎসাহিত হবে।

যেটা ভালো লাগেনি, হার্শ না হয়ে নাইসলি বুঝিয়ে লেখা হোক কোন লেখাটা ভালো লাগেনি, সেটা কেমন হতে পারতো।

লেখক হয়তো সমালোচনা পজিটিভলি নিয়ে শিখবে অথবা নেগেটিভলি রিয়েক্ট করবে।
যদি সেকেন্ডটা হয়, সেটা ওখানেই স্টপ করবে।
পোষ্টদাতা যদি পছন্দ না করে, তার সাথে কন্সট্যান্টলি আর্গুমেন্টে যাবার দরকার নেই, স্টেপ ব্যাক।

এক্সপেরিমেন্টাল রিভিউ পোষ্ট একবার করে দেখা হোক।


১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, করে দেখবো।

১৪| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মডারেটর সাহেব গাউসিয়া মার্কেটে গিয়েছিলেন ভাবির চাপে পড়ে। এক বোরকাওয়ালী পিছন থেকে ওনার মানিব্যাগ ব্লেড দিয়ে কেটে নিয়ে গেছে। প্যান্টের কিছু অংশও মনে হয় সাথে নিয়ে গেছে। তাই উনি একটু ট্রমার মধ্যে যাচ্ছেন। কয়েকদিন লাগবে স্বাভাবিক হতে। আশা করা যায় এই ট্রমা কাটলেই উনি আপনার মন্তব্য করার ক্ষমতা ফিরিয়ে দিবেন।

২০ শে আগস্ট, ২০২৩ ভোর ৫:৪৬

সোনাগাজী বলেছেন:




আমি উনার পোষ্টে লাইক দিয়েছি; উনার মেজাজ খরাপ হলে, ভাবতে পারেন যে, ব্লেড অপারেটরের কাজটা আমার পছন্দ হয়েছে, সেটার জন্য লাইক দিয়েছি।

১৫| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ৩:১৮

সোহানী বলেছেন: হাহাহা আপনার বদদোয়া বুঝতে পারছি...... B:-/

২০ শে আগস্ট, ২০২৩ রাত ৩:২৯

সোনাগাজী বলেছেন:



আরো কয়েকজন হতাশ হয়ে যাবে।

১৬| ২০ শে আগস্ট, ২০২৩ ভোর ৪:৪৭

নূর আলম হিরণ বলেছেন: মডারেটর সাহেব ফেইসবুকে পোস্ট দিয়েছেন যে, যারা মন্তব্যের জবাব দেয় না তাদের নিয়ে। উনি ব্যক্তিগত ভাবে তাদের এমন আচরণ পছন্দ করেছেন না।

২০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:২০

সোনাগাজী বলেছেন:



মডারেটর সাহেব ফেইসবুকে ভালো করছেন, মনে হয়।

১৭| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: অন্যায় ভাবে আপনাকে কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।
আমি আমার পোস্ট গুলোতে আপনার মন্তব্য পাচ্ছি না। আমি বঞ্চিত হচ্ছি আপনার মন্তব্য থেকে। এজন্য দায়ী মডারেটর। তাকে অবশ্যই এজন্য কোনো একদিন জবাবদিহি করতে হবে।

২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



সামুতে লেখার মান বাড়ছে না।

১৮| ২২ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৬

আমি ব্লগার হইছি! বলেছেন: এইভাবে কমেন্ট ব্যান করার তীব্র বিরোধীতা করছি। সবার মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিৎ।

২২ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



সামু টিকে আছে এটা আনন্দের ব্যাপার; তবে, সামু আধুনিক সোস্যাল মিসিয়ার নিয়ম ভংগ করে মাঝে মাঝে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.