নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজাকে কখনো হামাসমুক্ত করা সম্ভব হবে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯



মাত্র ২২ * ৫ বর্গ কিলোমিটার যায়গায় ৩ লাখ ইসরায়েলী সৈন্য ৮৮ দিন যুদ্ধ করে যখন হামাস মুক্ত হতে পারেনি, ভবিষ্যতে ইহাকে হামাসমুক্ত করার কোন ধরণের সম্ভাবণা আছে বলে মনে হয় না; এবারের এই ফলাফলহীন হত্যাকান্ড হচ্ছে ইহুদী বাহিনীর সবচেয়ে বড় ব্যর্থতা। এই যুদ্ধে কোনভাবেই ইসরায়েল জয়ী হয়ে পরিস্কারভাবে বের হতে পারবে না; ফলে, পুরো ইহুদী রাজ্যে হতাশা ছড়িয়ে পড়বে।

ইসরায়েল গাজা থেকে বের হওয়ার পথও বন্ধ করেছে নিজ হাতে, কার হাতে দিয়ে যাবে গাজা? তারা কি গাজা দখলে রাখতে পারবে? গাজাকে দখলে রাখতে হলে, ২/১ লাখ সৈন্য সেখানে রাখতে হবে; যারা সেখানে থাকবে, তারা বেঁচে থাকতে হলে প্রতিদিন গড়ে কয়েকজন ফিলিস্তিনীকে হত্যা করতে হবে!

কোন আরব দেশ কি গাজার দায়িত্ব নিবে? জর্ডান কিংবা মিশরের সেই ক্ষমতা নেই! ইসরায়েল ৭৫ বছর ফিলিস্তিনের স্বাধীনতা আটকায়ে রেখে যেই সমস্যার সৃষ্টি করেছে, সেটা এখন সে একা সমাধান করতে পারবে না। যুদ্ধ এখন যেই অবস্হায় আছে, ইহা চলতে দিলে ইসরায়েলের অর্থনীতি ভেংগে পড়বে। ইসরায়েলের অর্ধেক মানুষকে সীমান্ত পাহারায় রাখতে হবে; ইসরায়েল তার চাষবাসের জন্য বিদেশী শ্রমিকও পাবে না। ইসরায়েলের ভেতরের ফিলিস্তিনীরা ইহুদীদের জন্য ভয়ের কারণ হয়ে ডাঁড়াবে। এরপর রয়েছে পশ্চিম তীর।

পশ্চিম তীরের অনেক তরুণ ফিলিস্তিনী জর্ডান হয়ে লেবানন ও সিরিয়ায় প্রবেশ করে সংগটিত হবে। তারা উত্তর ইসরায়েলকে ক্রমাগতভাবে চাপে রাখবে; তখন উত্তর ইসরায়েলকে রক্ষার জন্য লেবাননকে দখলে রাখতে হবে; ইসরায়েলের বাকী জীবন যাবে যুদ্ধে।

মনে হচ্ছে, ইসরায়েলীরা শীঘ্রই নেতানিয়াহুর সরকারকে বরখাস্ত করে, নতুন কোন সরকারের অধীনে হামাসের সাথে চুক্তি করে ফিলিস্তিনকে স্বাধীন করে দিতে বাধ্য হবে।




মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

বিজন রয় বলেছেন: গাজাকে কখনো হামাসমুক্ত করা সম্ভব হবে না।........ দরকার কি?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:


ইসরায়েল মনে করছে যে, নিজেদের মানুষের নিরপত্তার কারণে ইহার দরকার আছে।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: গাজায় ৯৯% হলো হামাস। যতদিন এই ৯৯% হামাসের একজন বেঁচে থাককবে ততদিন হামাস থাকবে, ততদিন গাজাকে মুক্ত করা সম্ভব হবে না। গাজাকে হামাস মুক্ত করতে হলে এই ৯৯% কে মেরে ফেলতে হবে।
সেটা কখনো সম্ভব নয়।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল ভয়ংকর হত্যাকান্ড চালায়ে গাজার সব মানুষকে হামাস বানায়ে ফেলেছে; সে নিজের বিপদ নিজে ডেকে এক্সনেছে।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২১

আঁধারের যুবরাজ বলেছেন: মুসলিম বিশ্বের বাহিরে ইসরাইলের প্রতি যে সহনাভুতি ছিল, সেটা গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পরে যাবে।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল সারা বিশ্বের সাধারণ মানুষের স হানুভুতি হারায়ে ফেলেছে; ইহার ভবিষ্যত ভয়ংকর হবে।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২১

বিজন রয় বলেছেন: তবে হামাসের সংস্কৃতি যদি কখনো ধ্বংস করতে পারে বা বদলে ফেলতে পারে তাহলে সম্ভব হতে পারে।

বাংলাদেশে ৯৯.৯৯% হামাস, আপনি কি তাই মনে করেন?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষের বড় অংশ হামাসের সাপোর্টার; তবে, তারা হামাসের মতো হামাসের মতো নিষ্ঠুর ও অন্ধ নন।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: হামাস খুঁজে বের করতে এতো সময় কেন লাগছে? এতো দিনে সব হামাস শেষ হয়ে যাওয়ার কথা। কয়েক হাজার হামাস যোদ্ধাকে কেন এতো বড় এবং আধুনিক সেনা বাহিনী খতম করতে পাড়ছে না? হামাস কোথায় লুকিয়ে থাকতে পারে?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলেরজন্য সমস্যা হয়ে গেছে; ২৩ লাখ জীবিত গাজাবাসী এখন হামাসে পরিণত হয়েছে।


৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রিভেঞ্জ অফ নেইছার বা প্রক্কৃতি কর্তৃক প্রতিশোধ গ্রহণে বিশ্বাস করেন কী?

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



৭৫ বছরের অনাচার অবশেষে ইসরায়েলের বিপক্ষে চলে গেছে।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: হামাস থাকবে ইসরায়েলও নড়বে না , ক্যাচাল হবে সিরিয়াস । নেতানিয়াহু আজ বলছে তারা চলতি বছরেও গাজা ছাড়বে না ।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



৮৮ দিনে ২৩ হাজার মানুষ ( নারী/শিশুই বেশী ) হত্যা ও ৬০ হাজারকে গুরুতর আহত করে, ইসরায়েল কি করে গাজায় থাকবে? আমি সম্ভাবনা দেখছি না।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


আরব মেরে কমানো যায় না।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



আরবরা আসলেই মৃত; আরবেরা সামন্তবাদে ও রাজতন্ত্রে বাস করে; ওরা আধুনিক হওয়ার আগে বিলুপ্ত হয়ে যেতে পারে।

৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল মুসলিম ইসরায়েলের শত্রু। সুতরাং ইসরায়েলের শত্রু কখনও শেষ হচ্ছে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:


মুসলমানদের জন্ম হয়েছে সবার শত্রু হয়ে থাকার জন্য; তাদের জীবনধারা অন্যদেরকে "পাপী" মনে করে।

১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ শত্রুতা না করলে মুসলিমরা কারো সাথে শত্রুতা করে না। ভারতে মুসলিম শাসনে হিন্দুরা অনেক বড় বড় পদে নিযুক্ত ছিলো।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:


অটোম্যান সাম্রাজ্যের রাজ পরিবারের সবাইকে পড়ালেখা শেখাতো খ্রীষ্টানরা ও ইহুদীরা; আর মুসলিম নাগরিকেরা পড়তো মক্তবে' এইজন্য অটোম্যানরা পরে পরাজিত হয়েছিলো।

আধুনিক হোন, আজকের কথা ভাবেন; রাজাদের কাহিনী বলে নিজকে বোকা বানাবেন না।

১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো কোন সংবাদ নেই।

আফসোস।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



বিশ্ব ১টি খারাপ সাইকেলের মধ্য দিয়ে যাচ্ছে; আশাকরি, এই খারাপ অভিজ্ঞতা মানব জাতিকে সঠিক পথে টেনে নিবে।

১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আধুনিকতার নামে ইসলাম ত্যাগ আমার পক্ষে কোন দিন সম্ভব হবে না- ইনশাআল্লাহ। আপনাকে পছন্দ করি বলে আপনার ইসলাম ত্যাগ করা আধুনিকতা পছন্দ করি না।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনাকে কেহ ইসলাম ত্যাগ করতে বলবে না; পশ্চিমেও ধর্ম আছে; কিন্তু ওরা সব কিছুর সমন্ময় করে , সুন্দর জীবনের চেষ্টা করছে, ওরা ধর্মের সময় ধর্ম করছে, কাজের সময় কাজ করছে। আপনারা ধর্ম দিয়ে সব চালাতে চাচ্ছেন, ধর্ম দিয়ে সব চালনা করার মতো জ্ঞান ধর্মে নেই, জ্ঙানের বই আলাদা

১৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্ম দিয়ে সব চালনা করার মতো জ্ঞান ধর্মে নেই - এটা সঠিক নয়। সঠিক কথা হলো ধর্ম দিয়ে সব চালনা করার মতো জ্ঞান খুব কম লোকের আছে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



"সঠিক কথা হলো ধর্ম দিয়ে সব চালনা করার মতো জ্ঞান খুব কম লোকের আছে। ", অবশ্যই সঠিক; ধর্ম দিয়ে দেশ চালনা করার মতো লোকজন খুবই কম; বিশ্ব চলে রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, টেকনোলোজী দিয়ে; আজকের বিশ্বে ধর্মীয় জ্ঞানের প্রয়োগ বন্ধ হয়ে গেছে।

১৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বিশ্বে গ্যাঞ্জাম, দেশে গ্যাঞ্জাম, শহরে গ্যাঞ্জাম, রাস্তায় গ্যাঞ্জাম, ঘরে গ্যাঞ্জাম। খালি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম।

০২ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৫২

সোনাগাজী বলেছেন:



বিশ্ব সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে;আমাদের দেশও সমস্যার মাঝে আছে।

১৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৩:১২

শ্রাবণধারা বলেছেন: হামাস বেশি নিষ্ঠুর ও অন্ধ নাকি ইসরাইল? নিষ্ঠুরতা ও অপকর্মে কারা বেশি এগিয়ে বলে মনে করেন?

অক্টোবরের ৭ তারিখের আগে এই প্রশ্ন করলে হয়তো আমার উত্তর এক রকম হতো, এখন অন্যকরম হবে। ইদানীং এডওয়ার্ড সাইদের প্যালেস্টাইন বিষয়ক লেখাগুলো পড়লাম। তার লেখা খুব অন্তর্দৃষ্টিপূর্ণ। জানি না আপনি এই লেখকের লেখা পড়েছেন কী না বা তার নাম শুনেছেন কী না?

০২ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:০৫

সোনাগাজী বলেছেন:



বিশ্ব রাজনীতিতে পশ্চিম ও পুর্ব একই হারে অগ্রসর হয়নি; পুর্বের মানুষ সামন্তবাদে আটকে ছিলো দীর্ঘ সময়; ফলে, পশ্চিম ও পুর্বের মাঝে ভাবতার দুর্ত্বের সৃষ্টি হয়েছে; এডওয়ার্ড সাইদ এই বিষয়টার উপর আলোকপাত করেননি।

আমি উনার কোন বই পড়িনি, বইয়ের ্উপর আলোচনা পড়েছি। ইহুদীদের একাংশ খুবই নিষ্ঠুর ছিলো; কিন্তু তারা পশ্চিমের সাথে তাল মিলিয়ে চলেছে, যা আরবেরা পারেনি।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০০

কামাল১৮ বলেছেন: যুদ্ধ কেবল শুরু হলো।ইসরায়েল তাই বলছে।দুই এক বছর চলুক তখন বোঝা যাবে হার জিত।আমেরিকা এবং রাশান অস্ত্রের ব্যবসা জমে উঠবে তখন।মুসলিম দেশগুলো টাকা দিবে এই খানে।টাকার গন্ধ পেয়েছে এই দুই দেশ।
এই দুটি ধর্মের কোনটিতেই মানবতা নাই।না ইহূদী না ইসলাম।এখানে আছে ধর্মের প্রতি আনুগত্য।ইয়াহুয়ে ইহুদীর এই স্থান দিয়ে গেছে,আল্লাহ দিয়েছেন মুসলমানদের।দুই ধর্মের অনুসারীরা এবার যুদ্ধ করে মরুক।

০২ রা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:০৭

সোনাগাজী বলেছেন:



এখানে ২টি ধর্ম থাকলেও, বিশ্ব এবার ধর্মের বাইরে এসে এই সমস্যাকে দেখছে।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ইসলাম হচ্ছে, complete code of life .
মানবজাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান.

মহাজাগতিক চিন্তা মহাশয় এটা ভালো করে জানেন বলেই তিনি সব সময় এই কথা বলে থাকেন।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২১

সোনাগাজী বলেছেন:



সামন্তবাদে মানুষ যখন রাজাদের দাসের মতো থাকতো, তখনকার জন্য ধর্মগুলোর জীবন ধারণা ছিলো প্রগ্রেসিভ; আজকের মানুষ রাজাদের থেকে স্বাধীন, এখন জীবনের ধারণা বদলে গেছে।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১০

শ্রাবণধারা বলেছেন: আপনি কিন্তু আমার প্রশ্নের স্পষ্ট উত্তর দেন নি। আমার প্রশ্নটি খুব সহজ ছিলো। "হামাস বেশি নিষ্ঠুর ও অন্ধ নাকি ইসরাইল"?

আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে ইসলামি মৌলবাদী সংগঠনগুলো সম্পর্কে আমি কি ধরনের ঘৃণা পোষণ করি। কিন্তু এই মূহুর্তে হামাস একটি নির্বোধ, জঙ্গি সংগঠন মাত্র নয়, এটা আসলে ইসরাইলি গণহত্যাকে ন্যায্যতা দেবার জন্য তৈরী একটা "rhetoric" বা ভাষা। এই "rhetoric" এ মনোযোগ দেবার অর্থই হলো ইসরাইলি গণহত্যাকে কিছুটা হলেও ন্যায্যতা দেওয়া।

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪১

সোনাগাজী বলেছেন:


ইহুদীদের একাংশ হামাস থেকেও বড় জল্লাদ ছিলো ও আছে।

হামাস ফিলিস্তিনির স্বাধীনতাকে পেছনে নিয়ে গেছে; তারা ফিলিস্তিনিনের স্বাধীনতার চেয়ে ইসোয়েলকে ধ্ংস করার জন্য গঠিত হয়েছিলো। ইসরায়েল একা নিজকে প্রতিষ্টিত করেনি, এখানে পুরো পশ্চিম জড়িত ছিলো।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:


তাই হবে যা ইজরাইলীদের জন্য পুর্ব হতেই নির্ধারিত করা আছে।
এ কথা তাদেরকে বহু বার বহুভাবেই কিতাবে বলা হয়েছে ।
তাদের হয়েছেটা কি ,তারা কি তবু বুঝবেনা !!!!!!!!

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:




এই যুদ্ধ কি কিতাব অনুসারে চলছে?

তারা সবাই ৩ ভাায়য় কথা বলে, তাদের কিতাবগুলো তো এখন হিব্রুতে, এবং হিব্রু তো মাতৃভাষা হয়ে গেছে; তারা তো সব বুঝার কথা!

২০| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজকের প্রাপ্য তথ্য মতে ইসরাইলি তার প্রশিক্ষিত বাহিনীর ২৫০০০.০০ সৈন্য ফেরত
নিয়ে যাচ্ছে, মনে হয় সেখানে কম অভিজ্ঞতা সম্পন্ন সৈন্য মোতায়েন করবে ।
যার অর্থ ৩টি হতে পারে ,
১) প্রশিক্ষিত বাহিনীর রিজার্ভ ধরে রাখা
২) পূর্বের মতো যত্রতত্র অভিযান না করে পরিকল্পিত ভাবে আক্রমন করা যেন (১৮০০) সৈন্যর মৃত্যুর মিছিল কমানো ।
৩) অর্থনৈ তি ক চাপ কমানো ।
৪) বিশ্বর সহানুভুতি অর্জন করা
যদি ও মুখে বলছে যুদ্ধের ৩য় অধ্যায় শুরু হবে । আর ৪র্থ অধ্যায়ে গাজা সম্পূর্ন দখল করবে ।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫

সোনাগাজী বলেছেন:




নেতানিয়াহু একাই চাইবে গাজা ধরে রাখতে; তবে, তার চাকুরী থাকবে না।

এই যুদ্ধ বন্ধ করতে হলে ও সেই এলাকাকে স্বাভাবিক করতে হলে, ইসরায়েলকেই আগ বাড়িয়ে ফিলিস্তিন করতে হবে; না'হয়, ইসরায়েলের লোকজনের ঘুম বন্ধ হয়ে যাবে।

২১| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: যুদ্ধে মুলত দুই পক্ষই ভুল করে ফেলেছে।
যুদ্ধে যারা মানবিকতার পরিচয় দিবে তারাই বিশ্ববাসীর সাপোর্ট পাবে।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৯

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল যেই ধরণের জল্লাদের চেহারা দেখায়েছে, ইহা সহজে বিশ্ব ভুলবে না; হামাস, হেজবুল্লাহ, আলকায়েদা, ইসলামিক জ্বিহাদ, শিয়া মিলিশিয়া, হুতি ইত্যাদি থেকে কিভাবে আরবদের রক্ষা করা হবে, সেটা হবে ১ বিশাল চ্যালেন্জ।

২২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: অনেকে বলছেন, ইজরায়েল কে বুদ্ধি পরামর্শ দিয়েছে কিম জং আর পুতিন। আবার কেউ কেউ বলছেন ইজরায়েল আমেরিকার কথা মতো যুদ্ধ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.