নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী ২ ঘন্টা সামুতে কাটানোর ইচ্ছা আছে

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২



গতকাল বিশ্বের সবার সাথে আমারও ছুটি ছিলো, ২০২৪ সালের ১ম দিন; আজকে কোটী কোটী মানুষ কাজ করেছেন, আরো কয়েককোটী মানুষ কাজে যাবেন; আমার তেমন কোন কাজ নেই; তবুও ভোর ৫টার আগেই উঠে বসে আছি। তবে, সকাল ৭টায় একটা ছোটখাট কাজ করতে হবে; এখন ২ ঘন্টা সময় হাতে আছে; টেলিভিশনে খবর দেখছি, টোকিও এয়ারপোর্টে বিমানের আগুন নিভাচ্ছে জাপানীরা, ইসরায়েলীরা যুদ্ধ নিয়ে কাউ কাউ করছে, সামুতে লেখা পড়ছি, চা বানাচ্ছি।

সামুর প্রথম পোষ্টটা যিনি লিখেছেন, উনার নিকের সাথে "প্রকৌশলী" শব্দটা লাগিয়ে দিয়ে উনি আমার আজীবনের শত্রু হয়েছেন; আমার মনে হয়, উনার লেখাগুলো দুনিয়ার সব প্রকৌশলীকে অপমান করার জন্য যথেষ্ট; ১ম শ্রেনীর বাচ্চার হোমওয়ার্কের মত ৫/৬ লাইন হাউকাউ কিছু একটা লিখে ব্লগে ছেড়ে দেন।

এরপরই আছে আমাদের কামসুত্র পদাবলীর জনক "স্প্যানকড"এর মহাকাব্য; উনার কবিতা হলো: কোন সুশ্রী নারীর ছবি দিয়ে দুনিয়ার বিশ্রী পদ্য লেখা; আজকের লেখার শেষ ৪ লাইন উপরে দিলে কাম হয়ে যেতো, কবিতা শেষ হয়ে যেতো, উনি উহাকে শেষের দিকে নিয়ে গেছেন:

"তুমি মানে জীবন বাজি
আসমান ভরা তারকারাজি
শিরিরে ভেজা ফুলকুড়ি
যৌনতার হাতেখড়ি। "

মনে হয় কবি ভায়েগ্রা খেয়ে সামুতে ঢুকেন? গতকাল দেখলাম, মায়ের ঐষধ খুঁজে না পেয়ে মেজাজ খারাপ কবির! মায়ের ঔষধ না পেয়ে নিজের জন্য ভায়েগ্রা কিনে নিয়ে এসেছেন? এসব অর্ধ মানবরা কেন সাহিত্য নিয়ে লেগে যান? যাক, এক নারী কবি সামান্য হলে প্রতিবাদ করেছেন; আরেক নারী পাঠিকা কবিতার সুনাম করেছেন! আমি এডমিনের কাছে নালিশ করেছি; এসব পঁচাদের বিকলাংগ যৌনতার কথা কি শেষে সামুতে এসে কবিতা হয়ে গেলো?

সামুতে আমরা পড়তে আসি, গার্বেজ ছাড়ার আগে একটু ভেবে দেখবেন, ইহা সোস্যাল মিডিয়া, ইহা টং দোকানের বখাটেদের আড্ডা নয়।

মন্তব্য ৭৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: আপনি তো সারাদিন থাকেন?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:


সামুতে ঘুরেফিরে সারাদিনই কাটে।

২| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: এটা দারুন একটা ক্যাঁচাল পোস্ট হবে।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



এসব টানবাজারের কবি করন সামুতে?

৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

শাহ আজিজ বলেছেন: মর্নিং । ভাল লাগছে আপনাকে দেখে ।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



মর্নিং।
ভালো লাগছে, জাপানী বিমানের লোকজন অল্পের জন্য বেঁচে গেছেন।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৪

বিজন রয় বলেছেন: আপনার কুমিল্লার সেই বান্ধবীর খবর কি?
যিনি আর ডি বর্মনের গান খুব পছন্দ করতেন?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছেন?

৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শীতকাল আসল নাকি ?
সামুর মাঠ গরম হবে বলে মনে হচ্ছে ??

......................................................................
কিছুক্ষন আগে জানলাম, হামাসের হাতে নুতন রাশান
মিসাইল আসছে , এর ভয়ে হেলিকপ্টার পেট্রল বন্ধ হয়ে
গেছে আর একটি রকেট লান্চার এসছে যা দিয়ে সমানে
ইসরাইল সেনা ঘায়েল হচ্ছে ।
..........................................................................
তাই ইসরাঈল বোধহয় নুতন প্ল্যান বানাবে ।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



কোন পথে গাজায় (? ) ঢুকলো?

হয়তো, লেবানন বা সিরিয়া সীমান্ত হেজবুল্লাহ পেয়ে থাকতে পারে; সিরিয়ায় সেসব মিসাইল আছে। আমেরিকার দায়িত্ব হবে ইসরায়েলকে থামানো।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

ঢাবিয়ান বলেছেন: হা হা হা । ফ্রন্ট পেজে এক্সেস পেয়েই আবারো শুরু করেছেন ? তবে এবারের সমালোচনা কিছুটা গঠনমুলক হয়েছে বলা যায়।

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:




আপনি এখনো সমাুতে আছেন? আমি তো মনে করেছিলাম যে, সামু রাহুমুক্ত হচ্ছে!

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরে সিদ্ধান্ত নিয়েছি সামুতেই থাকবো নিয়মিত...
তাই চেষ্টা করছি সবার ব্লগেই কমেন্ট করতে...
এতে হয় কী, লেখক কিংবা কবি উৎসাহিত হয়...
পরেরবার চেষ্টা করে আরও ভালোকিছু লেখার...
আপনার এই লেখা পড়ে মনে হচ্ছে, ভালোই ক্যাচাল হবে...

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



কোথায় ক্যাচাল দেখেছেন, এসব নোংরা আলোচনা কেন সাহিত্যে বলে চালান দিচ্ছে লোকজন?

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


দেশে কি আসা হবে?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



সহসা হচ্ছে না

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

নাহল তরকারি বলেছেন: কেমন আছেন?

০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো।
ভবের চরের খবর কি?

১০| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

ঢাবিয়ান বলেছেন: আপনার ইচ্ছামাফিক সামুর রাহুমুক্ত হওয়া এত সহজ না। জানেনতো এখানে সিন্ডিকেট আছে ।আলতু ফালতু কিছু মুরিদ নিয়ে আপনাকে পীরগিরি করার সুযোগ একেবারেই দেয়া হবে না :)

হ্যাপী ব্লগিং।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:





হ্যাপী ব্লগিং।

এখন দেখছি, আপনাকেও মুরিদ করতে হবে, নতুন প্রজেক্ট!

১১| ০২ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

নজসু বলেছেন:


বিজন দা সারাদিন আমি থাকি। :D

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



কেহ লিখতে না'জানলে, বিজনদা উহাকে কবি বানায়ে ফেলছেন?

১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস!

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



কবিতা পড়ে ক্ষেপে গেছি! কবিতায় কিছু একটা আছে

১৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

নাহল তরকারি বলেছেন: আমি এখন ভবেরচর এ নাই। আছি আব্বুর সরকারি কোয়াটারে নওগাঁ শহরে।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:


ফার্মেসী ট্রেনিং কতটুকু এগুলো?

১৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: আজকে রংপুরে অনেক ঠান্ডা। শৈত্যপ্রবাহ চলছে মনে হয়। এদিকে ড্রিলিং সা ইটে লাগানো গোলাপ গাছে ফুল ফুটেছে। সে যাই হোক সারা রাত ড্রিলিং সাইটে থাকা লাগবে। নতুন বছরের শুভেচ্ছা ।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



শুনে খুবই খুশী হলাম, আপনি গ্যাস/রিসার্চ উত্তোলন/খোঁজার সাথে যুক্ত আছেন; ভালো খবর। নববর্ষের শুভেচ্ছা।

১৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: আপনার পর্যবেক্ষন একদম সঠিক।
পর্ন কবিকে মডারেটর সাহেব বিদায় করছেন না কেন? আর যারা পর্ন কবির হাবিজাবিতে মন্তব্য করেন তাদেরও ব্যান করা উচিত।

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



ভুল যায়গায় আড্ডা জমায়েছেন।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

আরোগ্য বলেছেন: কি খবর মুরুব্বি? হুদা কামে মাইনষের পিছে পরসেন ক্যাঁ? অনার্সের পাঠ্যবইতে Andrew Marvel এর কবিতা ছিল। তখন তো খুব অবাক হয়েছিলাম। আর এটা তো ব্লগ। এদিকে আপনে থাকলে স্প্যানকড এর কবিতা তো থাকতেই পারে। ;)

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



আমি তো মনে করেচিলাম যে, আপনাি আরোগ্য লাভ করেছেন; ঔষধ কাজ করেনি, মনে হচ্ছে!

১৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

এক চালা টিনের ঘর বলেছেন: Bloge shob haw kaw mew pew.

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:


১ চালা ঘরের আরেক নাম হলো টং ঘর।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমাদের গ্রাম দেশের মুরব্বিরা এখন সন্ধ্যা বেলায় চায়ের দোকানে দারুন সময় কাটাচ্ছেন ।
একদিকে ঝুলছে টিভি। টিভিতে চলতে থাকে নানান ধরনের টক , নির্বাচনের দারুন সব খবর।
আর চায়ের কাপে ঝড় তুলে চলতে থাকে নির্বাচনের আলোচনা।
আপনি দেশে থাকলে মজা পেতেন। বাংলাদেশ আমজনতা নির্বাচনের পাগল

০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



আমাদের মানুষজন মোটামুটি চলনসই ছিলেন; জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা মিলে, সবাইকে বেকুবে পরিণত করেছে।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

এক চালা টিনের ঘর বলেছেন: Tong a addar moja apne murubbi manush. Bujhben na.

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:




আপনি উহার মজা পেয়েছেন, সেজন্য সুন্দর নিক খুঁজে বের করেছেন!

২০| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

আরোগ্য বলেছেন: আহেন টক ঝাল আলাপ করি। আমার আজকে মুড আছে।

আমি আলহামদুলিল্লাহ পুরা সুস্থ। আপনার পেটে ব্যামো বাঁধছে। ইসবগুলের ভুসি খান, সমস্যা না সারলে এনেমা লাগান। খামাখা ব্লগে বায়ু দুষন কইরেন না। :-P

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



সুস্হ যখন হয়েছেন, এখন থেকে নিয়ম মাফিক চলেন।

২১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

এক চালা টিনের ঘর বলেছেন: লেখক বলেছেন:


১ চালা ঘরের আরেক নাম হলো টং ঘর।

একচালা টিনের ঘর
এই আপণ এই পর
সবাই-ই তো যাযাবর
তবুও বানাই ঘর।
ভেতরে নাই ঠিকঠাক
বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাটা ছেড়া
সবচেয়ে বাশের বেড়া
দুইদিনের এই সংসারে
কেউ আগে কেউ পরে
চলে যাবে সব ছেড়ে
শুধু ঘরটা রয় পড়ে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:




কবিতা পড়াে ইচ্ছে হলে, আমি মধুসুদন দত্তের কাব্য পড়ি।

২২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬

বাকপ্রবাস বলেছেন: টক ঝাল মিষ্টি, কবিতায় যৌনতা ভরে দিলে সব কবিতা শিল্প হয়না। এমন কবিতা এড়িয়ে চলি, কমেন্ট করিনা, কারন অনেকে এমন কবিতাকে অতি সুস্বাদু মনে করে থাকে।
ব্লগ গরম করার জন্য ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:



মনে হয়, অনেকে বাংলায় ফেল করে, রেগেমেগে কবি হয়ে যায়।

২৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার পোস্ট পড়ে কবিতাটায় উঁকি দিলাম।

বেশ গরম-মশলা মনে হচ্ছে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:



দেশে চলছে বিশৃংখলা, এই সুযোগে কেহ কেহ আমাদের সংস্কৃতিকে নিয়ে অকারণ বিশৃংখলা করার চেষ্টা করছে!

২৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

শ্রাবণধারা বলেছেন: ঐ কবিতাটার মধ্যে আপনি পর্ণের কী পেলেন বুঝলাম না? মনে হচ্ছে সাহিত্যের বিষয়ে আপনি একটু প্রাচীনপন্থী।

আপনার জন্য আপাতত আমার রিকমেন্ডেড পাঠ্য হলো বুদ্ধদেব বসুর "রাত ভ'রে বৃষ্টি" এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের "চতুষ্কোন"।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:




যদি জীবনের কোন এক সময়, কেহ যৌনতার হাতেখড়ি দিয়ে থাকে, উহা নিয়ে ঢোল বাজাতে হবে সবার সামনে?

২৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অবজারভেশন ঠিক আছে। ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



কবি নিজের কথা বলতে চাইলে, নিজের ঘরে বলুক; সমাজেের সামনে এলে, সবার কছে গ্রহনযোগ্য কিছু বলুক।

২৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টটা খুবই হতাশাব্যঞ্জক। আমি কবিতাটা পড়লাম। কবিতাটা একটুও অশ্লীল নয়, পর্নগ্রাফিক হওয়াটাতো দুরের কথা।

আপনার এই পোস্টের শেষ প্যারাটা ভায়েগ্রা ইত্যাদি খুবই আপত্তিকর।

"ইফতেখার ভূইয়া বলেছেন: অবজারভেশন ঠিক আছে।"
জি না, অবজারভেশন ঠিক নাই স্যার। আমার ধারণা এই জাতীয় কমেন্টগুলো আপনাকে আরও বেশি মিসগাইড করে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



আমরা বাংগালী, আমাদের কিছু সংস্কৃতি আছে; আমরা মনের সব কথা সমাজের সবার সামনে বলতে চাই না।

২৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: কি দরকার কাউকে খোচানোর। সেক্স টেক্স এগুলো এখন খুবই কমন শব্দ।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



প্রতিদিন ঘুরে ফির এক যায়গায় এসে থামেন আমাদের কবি।

২৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: শ্রাবণধারা বলেছেন: জি না, অবজারভেশন ঠিক নাই স্যার।
আপনার কথা সত্য ধন্যবাদ।

২৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১২

আলাপচারী প্রহর বলেছেন: ঠিকই আছে।
শীতে একটু হাওয়া গরমের দরকার আছে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



কবিতা কঠিন ও সুন্দর।

৩০| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

রানার ব্লগ বলেছেন: নির্মলেন্দু গুণ কে আপনার কেমন লাগে মনে ওনার কবিতার কথা বলেছি ।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



ওসব গুণ মুন আজ আছে কাল নেই; জীবনের সৌন্দয্য আবহমান

৩১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

মিরোরডডল বলেছেন:




কামসুত্র পদাবলীর জনক "স্প্যানকড"এর পর্ণপদ্য; উনার কবিতা হলো: কোন সুশ্রী নারীর ছবি দিয়ে দুনিয়ার বিশ্রী পদ্য লেখা;

খেলাঘরের এই একটা বাক্যে ব্যবহৃত শব্দগুলোর পাশে, স্প্যানকড'এর কবিতায় কিছুই নেই।
পর্ণ সম্পর্কে খেলাঘরের সঠিক ধারণা নেই। তাই শুধু পর্নো-লেখক, পর্নো-কবি বলে।
কিন্তু আগ্রহ আছে, তা না হলে স্প্যানকড"এর পর্ণপদ্য পড়তে হবে কেনো???
স্প্যানকড"এর লেখা ছাড়াও ব্লগে বহু লেখা আসে, সেগুলো পড়লেই হয়।

মনে হয় কবি ভায়েগ্রা খেয়ে সামুতে ঢুকেন?
মায়ের ঔষধ না পেয়ে নিজের জন্য ভায়েগ্রা কিনে নিয়ে এসেছেন?


This is offensive language.
খেলাঘরের লাক ভালো যে স্প্যানকড এমন একটা ছেলে যে এগুলো পাত্তাও দিবে না, তা না হলে অন্য কোন ব্লগার এই ভাষা ব্যবহারের জন্য রিপোর্ট করতে পারতো।

একটু ভেবে দেখবেন, ইহা সোস্যাল মিডিয়া

you're absolutely right. This is a community blog.
That's why lots of different kind of people will write here.
You'll choose what you like to read but you can't expect other will write the way you want.
This is called socialising in social media.
You have right to accept or ignore but you can't dominate.

খেলাঘরকে নতুন বছরের শুভেচ্ছা।


০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



কবিতা সাহিত্যের সবচেয়ে সুন্দর প্রকাশ; পারলে সেটা করুক।

৩২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: কার কেমন ধারনা আমার জানা নেই তবে আমার কাছেতো তার নিকটাই খানিকটা আপত্তিজনক মনে হয়। এটা অভিযোগ নয়, অনুযোগ বলা যেতে পারে। ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:



আমাদের সাহিত্য যদি উনার ভালো লাগে, চর্চা করুক; কিন্তু উহাতে ভেজাল দেয়া ঠিক হবে না।

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৬

চারাগাছ বলেছেন:
স্প্যানকড এর কবিতা নিয়ে আপনার পর্যবেক্ষণ , মূল্যায়ন, টাইটেল সঠিক মনে হলো না।
যদিও রাজীব নুর একবাক্যে আপনার সম্মতি জানিয়েছে।

অনেকদিন পর। অনেক কিছুই ঘটেছে হয়তো আপনার সাথে। কেমন আছেন?
রাশিয়া ইউক্রেন পুতিন নিয়ে জ্যাক স্মিথের পোষ্ট গুলোর কথা মনে পড়ে?

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:২৬

সোনাগাজী বলেছেন:



ভালো আছি ধন্যবাদ।

রাশিয়া ইউক্রেন পুতিন নিয়ে জ্যাক স্মিথের পোষ্ট গুলোর কথা আছে।

আমাদের সংস্কৃতিতে, আমাদের সাহিত্যে কবিতা মানুষের ভাবনাকে সুন্দর ভাষা দিয়ে থাকে, অনুভবতা দিয়ে থাকে; এটুকুই সুন্দর।

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: আগামী ২ ঘন্টা সামুতে কাটানোর ইচ্ছা আছে ............ এটা হলো আপনার এই পোস্টের শিরোণাম।

শিরোণাম কি আর পোস্টের ব্ক্তব্য কি!!

এটাই গেম খেলা!!

০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

সোনাগাজী বলেছেন:





সেই ২ ঘন্টা ( সকাল ৭টা- সকাল ৯ টা ) মনোযোগ(মোটামুটি ) দিয়ে পোষ্ট পড়েছি; এরপর, আসা যাওয়ায় ছিলাম।

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০

প্রামানিক বলেছেন: কিছু কিছু ব্লগারের কারণে ব্লগের পরিবেশ সমালোচিত হয়

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

সোনাগাজী বলেছেন:



সংস্কৃতি ও জাতির জীবনধারা বুঝেন না, যা মুখ দিয়ে বের হয়, মনে করেন কবিতা; সরস্বতী কাঁধে বসে আছেন!

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৮

ঢাবিয়ান বলেছেন: একটা কথা আছে যেখানে যা প্রযোয্য । শিল্প সাহিত্যে অনেক কিছুই আছে এবং সেসব কদরের জন্য সেরকম আলাদা জায়গাও আছে। ব্লগ হচ্ছে আম পাব্লিকের জায়গা। ছোট বড় বিভিন্ন বয়সের , বিভিন্ন মানসিকতার মানুষের সমাগম রয়েছে ব্লগে। একারনেই এখানে রুচিশীল একটা পরিবেশ জারী রাখা খুবই জরুরী। তাই স্প্যনকডের কবিতার বিষয়ে আপনার মতামতের সাথে মোটামোটি একমত। এর আগে এই কবি খুবই অশ্লীল একটা ছবি দিয়ে কবিতা লিখতেন। এ বিষয়ে আমার প্রতিক্রিয়া আমি তার পোস্টেও জানিয়েছিলাম।

তবে গঠনমুলক সমালোচনা করতে গিয়ে আপনি আপনার স্টাইলে আবারো আক্রমনাত্মক হয়ে গেছেন !!

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



আমি ঈদের পরেরদিনের জন্য অপেক্ষা করি না; যা বলতে হয়, সাথে সাথে বলে ফেলি; আপনি ঈদের পরেরদিনে বিশ্বাসী।

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তাকে বকা দিয়ে এসেছিলাম

ভাইয়া আপনি আমার পোস্ট পড়েন না ইদানিং

ব্লক থাকলে মাঝে মাঝে লাইক পেতাম হাহাহাহা

ব্লক থাকলে যদি লাইক পাওয়া যায় তবে ব্লকই ভালো (জাস্ট ফান)

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:



উনি আসলে যা লিখছেন, অনেকে তা পছন্দ করায় তিনি নতুন কিছু খুঁঝতেছেন না।
উনি মানুষের কথা বলতে জানলে, পাঠকের অভাব হবে না; আপনার কবিতা পড়ি

৩৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: রুচিহীন গল্প কবিতায় যারা মন্তব্য করে, বাহবা দেয় তাদের মানসিকতা ও সঠিক পারিবারিক শিক্ষার অভাব রয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



অনেকের কমেন্টে সঠিক কোন বক্তব্য থাকে না; এরা কোনভাবে আড্ডা জমাতে চান।

৩৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ওনার বেশ কয়েকটি কবিতা পড়েছি। কমেন্ট করার তাগিদ অনুভব করিনি।
পাশাপাশি নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে মডুকে কমপ্লেইন করতেই পারেন।তবে এইভাবে ওনার লেখার প্রকৃতি নির্ণয় বলা ভালো বিরুদ্ধাচরণ করতে গিয়ে পোস্ট দিয়ে আপনার আবার ঝুঁকি বাড়লো নয়কি?

০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:


আমি ঠিক আছি; আপনি কিংবা সোনাবীজরা মানুষের ভুল নিয়ে আলোচনা করেন না; উনার মাঝে যদি প্রতিভা থেকে থাকে, এই ধাক্কার পর উনি সত্য ও সুন্দরকে খুঁজে বের করবেন।

৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ বলছে ক্যাচাল পোস্ট কেউ বলছে ভালো অনুধাবন।




নতুন বছরে আপনাকে শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২০

সোনাগাজী বলেছেন:


আমি উনাকে বেশ কিছু সময় অনুসরণ করেছি, উনি মানুষের যেকোন ধরণের শারীরিক সম্পর্কেেই ভালোবাসা মনে করেন; ইহা সঠিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.