নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের এলাকায় আওয়ামী বিদ্রোহী প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১



আমাদের এলাকায় যেই লোক শেখ হাসিনার নমিনেশন পেয়েছেন, তিনি মোটামুটি এমপি হওয়ার যোগ্য; বাংলাদেশে এবার যারা শেখ হাসিনার নমিনেশন পেয়েছেন (নৌকা ), তাদের মাঝে ৩ জনকে উপযুক্ত হিসেবে নিলে, উনি ২য় স্হানে আছেন। কিন্তু বড় ধরণের ব্যবসায়ী, মানুষের জন্য প্রয়োজনীয় কোন আইন তৈরির বিল আনবেন না; কিন্ত বিল আনা থেকে শুরু করে, উহাকে পাশ করায়ে আইনে পরিণত করার প্রসেস থিওরিটিক্যালী জানেন। উনার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। উনার ( মুল প্রার্থী ) ধারণা, বাংলাদেশ এখন যেভাবে অগ্রসর হচ্ছে, এই ধারাবাহিকতা বজায় রেখে চলাই বাংলাদেশের জন্য ভালো ( সবকিছু ব্যবসায়ী, ব্যুরোক্রেট ও আওয়ামী লীগের দখলে)।

এমপি হয়ে নিজেদের ব্যবসার উন্নতি করাই সেই পরিবারের ট্রেডিশন; উনি ৩য় জেনারেসনের ব্যবসায়ী, উনার মুল লক্ষ্য হচ্ছে, ব্যবসাকে সুরক্ষা দেয়া, পরিবর্ধন ও মনোপোলির সুযোগ সৃষ্টি করা, সাথে পারিবারিক প্রতিপত্তি।

বিদ্রোহী প্রার্থী ১০০ ভাগ অসৎ, বড় ব্যবসায়ী; সব কর্মকান্ড শহরে, গ্রামে নিবেদিত সমাজ সেবক। মানুষকে সব ব্যাপারে সাহায্য করে, সাহায্যের অভিনয় হলেও করে; টেলিফোন করলে পাওয়া যায়। আমাকে ৩ বছর আগে বলেছিলো যে, কমপক্ষে ৪ শত পরিবারকে চালায় ( উনার ক্যাডার )। বিএনপি-জামাত থেকে শুরু করে, সব দলের সব নেতাদের সাথে ঘনিষ্ট। আমাদের সংসদীয় এলাকায় এখন আওয়ামী লীগ-বিরোধী ভোটের সংখ্যা বেশী। যদি বিএনপি-জামাতকে ভোট দানে বাধা না'দেয়, কিংবা অন্য কোনভাবে কিছু না'করে, বিদ্রোহী প্রার্থী জয়ী হয়ে যাবে।

মুল প্রার্থী শেখ হাসিনার সাথে ঘনিষ্টভাবে পরিচিত, বিদ্রোহী প্রার্থী হচ্ছে ওয়ায়দুল কাদেরদের আীশির্বাদ-প্রাপ্ত। মুল প্রার্থী, উনারা পারিবারিকভাবে শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ, কিন্তু ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সেক্রেটারী হিসেবে পাত্তা দেয় না। বিদ্রোহী প্রার্থী ৩ বছর আগে শেখ হাসিনার সাথে জাতিসংঘে এসেছিলো, শেখ হাসিনা উনাকে জানেন, এবং বিএনপি-জামাতের সরকারের সময় এলাকায় আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলো।

যদি বিদ্রোহী প্রার্থী জয়ী হয়, শেখ হাসিনা কোনভাবে মন খারাপ করবেন না। বিদ্রোহীকে বেশ চাপে রেখেছে নৌকার মুল প্রার্থীর পরিবার ও তাদের ক্যাডাররা। যদি মুল প্রার্থী জয়ী হয়, বিরোধী প্রার্থী পরবর্তী ২/১ বছর বেশ চাপে থাকবে; কিন্তু বিদ্রোহী যদি জয়ী হয়, মুল প্রার্থীর পরিবারকে পা ধরে সালাম করে, তারপর জনতাকে ধন্যবাদ জানাবে।





মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

নয়ন বড়ুয়া বলেছেন: আমার মনে হয়, যেই আসনে নৌকার প্রতীক আছে, সে আসনে যেইই থাকুক, চান্স নাই জেতার...

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



শেখ জাসিনা চাইবেন সবাই ( দেশের সব দলের মানুষ ) ভোট দেক; কিন্তু স্হানীয়ভাবে আওয়ামী লীগের কে কি করবে বলা মুশকিল; কারণ, যেই জিতুক, শেখ হাসিনার জন্য সবাই সমান।

বিদ্রোহীরাও শক্তিশালী আওয়ামী লীগার, তারাও প্রভাব খাটাবে। ভোটে বেনিয়ম হলে, স্বতন্ত্র আওয়ামী লীগাররা সেটা নিয়ে কথা বলার সম্ভাবনা কম; বিদ্রোহীরা এই ব্যাপারে মুখ খুলবে।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

শাহ আজিজ বলেছেন: এই বিদ্রোহীদের নিয়ে উচ্চারন করায় তানভির জুমার আমার নির্বাচনী পেজে আমায় বয়স বেশী হলে বুদ্ধি লোপ পায় বলেছে । এইসব চ্যাংড়া লেবার নিয়া আর পারিনা ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

সোনাগাজী বলেছেন:




জেনারেল জিয়া ( মিলিটারী ) দুনিয়ার গার্বেজকে এক যায়গায় সমবেত করার মেশিন চালু করে গেছেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

বাকপ্রবাস বলেছেন: তরকারী একটাই, তেলে ভাজুক, পানিতে সিদ্ধ করুক, ঝাল কমে বেশী দিক। দিন শেষে জয়বাংলার জয়।

০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

সোনাগাজী বলেছেন:



বড় দল হচ্ছে শেখ হাসিনার; ইহা শেখ হাসিনার বিজয়, কিছু আওয়ামী লীগার, ব্যবসায়ী, ব্যুরোক্রেট ও সরকারী কর্মচারীদের বিজয়; সাধারণ মানুষ কোনভাবে জয়ী হয়নি গত ৫২ বছরে; সাধারণ মানুষের পরাজয়ের জন্য মিলিটারীর দল বিএনপি ও জামাতও দায়ী, এরা গার্বেজ হয়ে দেশের রাজনৈতিক অংগণ দখল করে রেখেছে।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাজনীতিবিদের আয় কি থেকে হয়?

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



চাঁদাবাজী, টেন্ডার, ভুমিদস্যুতা, ব্যাংক ঋনে কমিশন, ব্যবসা দখল, ক্যাডারদের আয় থেকে কমিশন, যানবাহনের আয় থেকে কমিশন, স্হানীয় বাজেটের থেকে চুরি, সরকারী প্রোগ্রাম থেকে শেয়ার, নিয়োগ-বদলী, পুলিশের সাথে শিয়ার, আরো অনেক অনেক।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার নির্বাচনী এলাকা ১৭৪ ঢাকা-১ আসনে দরবেশ বাবাজি মোটেই ঝুঁকিমুক্ত নন।
জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সালমা ইসলাম এখানে চমক দেখাতেও পারেন ।
মাত্র দুইটি দিনের জন্য অপেক্ষা।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:




দরবেশ ডাকাত আবারো নমিনেশন পেয়েছে?

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বতন্ত্র ৩০/৪০ টা আসন পাবার সম্ভাবনা আছে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



শুধু শেখ হাসিনা নয়, মানুষ শেখ সাহেবকে দায়ী করবেন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: এবার অনেক আওয়ামীলীগার নমিনেশন পায়নি।
তাদের হয়ত শেখ হাসিনা বলেছেন, স্বতন্ত্র দাড়াতে। যদি জনপ্রিয়তা থাকে তাহলে জয়ী হয়ে দেখাও। তাই এবার নির্বাচন আওয়ামীলীগের সাথে আওয়ামীলীগের হচ্ছে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



উনি ইহাকে "রাজনৈতিক দল" মনে করেন না, ইহা এক ধরণের সুযোগ সন্ধানী বাহিনী

৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

এক চালা টিনের ঘর বলেছেন: People who will not go to the centre to vote Al will identify them as opposition party.Actually the true fact is the people of Bangladesh have no more interest about this election.They are just waiting to overcome the situation. After the 7th of January, people will concentrate on their own business.

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:


দেশটা কলোনীর মতো হয়ে গেছে: সরকার দেশ চালানোর ব্যবসা করছে, মানুষ নিজ পরিবার ও সরকারের জন্য কাজ করছে।

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

বিজন রয় বলেছেন: জেনারেল জিয়া ( মিলিটারী ) দুনিয়ার গার্বেজকে এক যায়গায় সমবেত করার মেশিন চালু করে গেছেন।

সেটা কি করে?

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



জিয়া যখন ক্যু করেছিলো (১৯৭৫ ) তখন সব রাজনীতির লোকেরা "স্বাধীনতার পক্ষে"; যারা পাকীপন্হি ছিলো, তারা ছিলো "পতিত রাজনীতিবিদ"; জিয়া দল গঠনের সময় পতিতদের দলে নিয়ে নেয়।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

নাহল তরকারি বলেছেন: আওয়ামীলীগ এর কেন্দ্রীয় নেতারা খুব ব্যাক্তিত্বসম্পন্ন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



আপনি কয়জনকে চিনেন? তাদের যদি ব্যক্তিত্ব থাকে ও তারা যদি রাজনীতি বুঝে, তা;হলে শেখ হাসিনা কি করে ১টি দলের সভাপতি থাকে ৪৪ বছর? কিছু বলার আগে ভেবেচিন্তে দেখবেন!

বিশ্বের কোন প্রজাতান্ত্রিক গণতন্ত্রে কেহ দলের সভাপতি থাকতে পারবে ৪৪ বছর?

১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমার ভোট দক্ষিণ ঢাকার কদমতলী থানায় ।
আমি ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাল্লাহ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:




অবশ্যই

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৭

কামাল১৮ বলেছেন: এলাকায় যারা জনপ্রিয় তাদের জিতে আসার সম্ভাবনা বেশি।

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে, কোন দলে জনপ্রিয় কোন রাজনীতিবিদ আছে? আপনি কি দেশ সম্পর্কে ভুলে যাচ্ছেন?

দলীয় লোকেরা নিজের পরিচিত মানুষকে নির্বাচিত করতে চাচ্ছে; দলে মাঝে বিবিধ ধারা আছে, এরা নিজের ধারার লোকদের জয়ী করতে চাচ্ছে।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৪

আঁধারের যুবরাজ বলেছেন: "এই দেশের জনগণ ফেয়ার ইলেকশন ডিজার্ভ করে না। এদের ভোট দিতে দিলে আবার রাজাকারের গাড়িতে পতাকা উড়াবে।" এই ধরণের মন্তব্য সম্পর্কে আপনার অভিমত কি ?

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৫

সোনাগাজী বলেছেন:




এগুলো ভুল ধরণা, দু:খের বিষয় যে, আমার কমেন্ট ক্ষমতা নেই! "সব সময়, সব সরকার ফেয়ার ইলেকশান করতে বাধ্য, না'হয়, এদের যায়গা হওয়ার কথা জেলে"।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১০

আঁধারের যুবরাজ বলেছেন: @ আপনাকে ধন্যবাদ গাজীভাই ।

০৬ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০৮

সোনাগাজী বলেছেন:



মিলিটারী, বেগম জিয়া ও শেখ হাসিনা মানুষকে কোনদিন মানুষ মনে করেনি।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:


মাত্র দু দিন অপেক্ষার পরেই জানতে পারবেন কে জয়ী হবে ।
এখন ভাবুন যেই জয়ী হোক, সে জয়ের ফলটি হবে ।
দেশ কি রসাতলে যাবে না ফলবান হবে !!!!!

০৬ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০৯

সোনাগাজী বলেছেন:



পার্লেমান্টে ভবনে আসবে সবগুলো ফাউল।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০৫

রানার ব্লগ বলেছেন: আমাদের এলাকায় আওমিলীগের ঘোর দুর্দিনে ও যদি আওমিলীগ থেকে কলাগাছ দাঁড়ায় সে জিতে যাবে। এখানে অন্য কোন পার্টির কোন সুজুগ নাই।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫২

সোনাগাজী বলেছেন:


দেশের কোন এলাকা সেটি?

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: সর্ব দক্ষিন অঞ্চল।

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



এলাকাটি একটি চরম এলাকা।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: আমি কি ভোট দিতে যাবো?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



কাছে গিয়ে দেখেন, অবস্হা বুঝেন, রিস্কি না'হলে যান।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন নাকি?

০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:


না, ঐ ধরণের কিছু নেই।
ঐসবের ব্যবস্হা করার মতো বুদ্ধিমান বাংগালী সরকারে চাকুরী করে?

২০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে, দেশের বাইরে প্রায় এক কোটির উপরে মানুষ বসবাস করেন । তাদের ভোট দেয়ার কোন সুযোগই রাখা হয় নাই ।
তাদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা ইচ্ছা করলেই রাখা সম্ভব ছিল।

এছাড়া যারা সরকারি কর্মচারী অর্থাৎ যারা ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন । এরকম সরকারি কর্মচারী আছেন প্রায় নয় লাখের মতো ।
তাদের ভোটগুলিও নেয়ার কোনো সুযোগ রাখা হয়নি ।
তাদের ভোটগুলি আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে নিয়ে রাখা যেত।
আফসোস।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার মনে সন্দেহ আছে যে, উনি সঠিক কাজ করছেন না, মানুষ উনাকে পছন্দ করেন না; উনার আত্মবিশ্বাস নেই। উনার সামান্য বুদ্ধি থাকলে, উনি ৪৪ বছর আওয়ামী লীগে সভাপতি থাকতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.