নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতির জন্য কিছু করতে ইচ্ছা থাকলে, "সমবায়" করার চেষ্টা করে দেখতে পারেন।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৮



আপনি যদি বুঝেন যে, জাতির বড় অংশ কষ্টে আছে, তাদেরকে সাহায্য করার দরকার, আপনি "সমবায়" সমিতি করার চেষ্টা করতে পারেন। সমবায় করার জন্য দরকার নিজের উপর আস্হা; নিজের উপর আস্হা থাকলে মানুষ আপনার উপর আস্হা রাখবেন; মানুষ আপনার সাথে মিলে এক্সপেরিমেন্ট করতে রাজী হবেন।

আমাদের দেশের অর্থনীতি হলো ৩য় বিশ্বের গলাকাটা ক্যাপিটেলিজম। সব ধরণের ক্যাপিটেলিজমই সমাজে গলাকাটা প্রতিযোগীর সৃষ্টি করে; ইহাতে ছোট ১টা অংশ জয়ী হয়, বাকীরা কোনভাবে নিজেদের ইচ্ছাকে পুরণ করে সুখে থাকার সুযোগ পায় না; তারা ছোট অংশের জন্য কাজ করে টিকে থাকে।

সমবায় হচ্ছে সোস্যালিষ্ট অর্থনীিতির প্রতিষ্ঠান; ইহাতে সকল সদস্য প্রায় সমানভাবে উপকৃত হয়ে থাকে, ইহাতে সদস্যদের মাঝে টিকে থাকার জন্য পরস্পরের সাথে প্রতিযোগীয় যেতে হয় না।

শেখ হাসিনা দেশকে যেই অবস্হানে নিয়ে গেছে, ইহা থেকে জাতি সঠিক কক্ষে ফিরতে পারবে না অনেক বছর; বর্তমানের এই ভুল নীতি থেকে বের করার মতো লোকজন বাংলাদেশে নেই বললেই চলে। ফলে, উহা জাতিকে অনেক দশক ধরে অশান্তির মাঝে রাখবে। ইহা থেকে বের হওয়ার ১টা পথ হলো, "সমবায়"।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

ভুয়া মফিজ বলেছেন: আপনি যদি বুঝেন যে, জাতির বড় অংশ কষ্টে আছে, তাদেরকে সাহায্য করার দরকার, আপনি "সমবায়" সমিতি করার চেষ্টা করতে পারেন। আপনে যদি এতোই বুইঝা থাকেন, তাইলে নিজে করেন না ক্যান? কইরা আমাদেরকে আপনের সাফল্যের কাহিনী শোনান। আবার বিদেশে থাকার ধুয়া তুইলেন না। সৎ নিয়ত থাকলে বিদেশে বইসাও এইসব করন যায়। ;)

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



আমার করার খুবই ইচ্ছা ছিলো; আমি আটকা পড়ে গেছি।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



আমি ১টি উপায়ের কথা বলছি, যা বিশ্বে কাজ করেছে; এক্সপেরিমেন্টাল কিছুর কথা বলছি না।

২| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২২

ভুয়া মফিজ বলেছেন: চাপা মারেন ক্যান!! আপনেরে আবার ক্যাডায় আটকাইলো? টেরাম্পে?? =p~

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



আমার ছেলে অসুবিধায় আছে।

৩| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

ভুয়া মফিজ বলেছেন: ওহ্.............স্যরি টু হিয়ার দ্যাট!!!

৪| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশে এখন বড়লোকদের সমবায় আছে আর সেটার নাম "সিন্ডিকেট "

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:




সেটা অপরাধীদের গ্যাং, উহা সমবায় নয়।

৫| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

শাহ আজিজ বলেছেন: একই ধরনের পদ্ধতি সব সমাজে বা রাষ্ট্রে একই রকম ফল দেবে এটা আমি মানিনা । প্রতিযোগিতা না থাকলে সৃষ্টি হয় না ,অলস বসে খায় । ৫০ বিঘার একটি প্লটে ১০০ জন কাজ করত । ফসল ওঠানো শেষে একইরকম রকম শস্য বণ্টন হত । আস্তে ধীরে একদল অলস আইলের উপর বসে বিড়ি ফোঁকা শুরু করল আরেকদল স্বেচ্ছায় কাজে মন দিল । নেতা দেখলেন বিপদ । তিনি যোগ্য এবং পরিশ্রমীদের তালিকা করে ৫০ বিঘা আলাদা করে তাদের নামে দিলেন । ৩৫ জন কাজ পেল এবং প্রথম বছরেই তারা অদ্ভুত উৎপাদন দেখাল । বাদ পড়া লোকেদের বিকল্প ব্যাবস্থা দেওয়া হল । মোটামুটি এভাবেই সমস্যার একটা সমাধান পাওয়া গেল ।

আপনার প্রস্তাবিত সমবায় কি এমন হবে যেখানে কর্ম পটু আর অলস মিলে কাজ করবে এবং প্রত্যাশিত ফল না পেয়ে হই চই করবে । কম করে হলেও একটা মডেল দেখান যেখানে আপনি সাক্সেস দেখতে পেয়েছেন ।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



বাংগালদেশের ৬৫% মানুষের কিছুই নেই; শিক্ষা ও দক্ষতা নেই, জমি নেই, চলার মতো চাকুরী নেই, চিকিৎসা নেই, মুলধন নেই।

মডেল ছিলো, সোভিয়েত ও পুর্ব ইউপরোপের চাষাবাদ, খামার ও নিত্য-প্রয়োজনীয় ড্রব্যের দোকানগুলো।

৬| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

এম ডি মুসা বলেছেন: সুদের ব্যবসা ,বিনা লাভে কখনো চলে না কারো উপকার।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



সমবায় হতে পারে উৎপাদনে ও সাপ্লাই চেইনে; শিক্ষা ও চিকিৎসায়।

৭| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের মানুষের মধ্যে হিংসাত্বক মনোভাবের একটা ব্যাপক প্রসার ঘটেছে।
সহযোগিতার মনোভাব বাড়ছে না । হিংসাত্মক মনোভাব ই বেশি পরিলক্ষিত হয় ।
ফলে সমবায় প্রথম দিকে সাফল্য পাবে কিনা এ ব্যাপারে সন্দেহ থেকেই যায় ।
কেননা এ দেশের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোবৃত্তি গড়ে ওঠেনি

২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:



৫২ বছর মানুষকে কোন সুযোগ ও সম্পদ দেয়নি সরকার, সরকারী কর্মচারী, ব্যবসায়ী ও ক্ষমতাসীনরা।

৮| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: আমাদের দেশে প্রায় প্রতিটি পাড়া মহল্লায় সমবায় সমিতি আছে, একসময় অনেক টাকা জমলে তা দিয়ে বিজনেস দ্বার করায় অথবা জমি কিনে রাখে। আমার পরিচিত বেশ কয়েকজন এসব সমিতির সাথে জড়িত।

কিছু কিছু সময়বায় সমিতি নিজেদের মধ্যে দ্বন্দের কারণে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



শক্ত, দক্ষ ও সৎ লোকজন কমিটিতে থাকলে ভাংবে না।

৯| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৪

কামাল১৮ বলেছেন: সমাজ ভালো না হলে কোন কিছু করেই লাভ নাই।আগে দরকার সামাজিক পরিবর্তন।টাউট বাটপার রেখে যাই করেন টাউট বাটপার সব নষ্ট করে দিবে।
ব্যাক্তি মালাকানা লোপ করে সকল জমি কিমউনিটির অধিন নিতে হবে।কারখানার মালিক হবে শ্রমিক।যোগ্যতা অনুযায়ী বেতন পাবে।বেতন বৈষম্য হবে কম।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



সমাজ যদি পরিবর্তিত হয়ে যায়, আধুনিক হয়ে যায়, তখন এই ধরণের কিছুর দরকার হবে না।

১০| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাংলাদেশ সম্পর্কে আপনার জ্ঞান ধোয়াশায় ভরা। এই আইডিয়া বাংলাদেশে কাজ করবে না সেটা অনেক আগেই সকলে বুঝে গেছে।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



এইসব আইডিয়া বিশ্বে কাজ করেছে, করছে।

১১| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৭

নাহল তরকারি বলেছেন: শেখ হাসিনা ভালো মানুষ। দেশ কে এগিয়ে নিতে সমবায় সমিতির কোন বিকল্প নাই।

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি ১টা করার চেষ্টা করেন।

১২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই প্রথম আপনার কোন পোস্টে একযোগে সবাই নেতিবাচক মন্তব্য করল। কারণ, এটা বাংলাদেশ। এদের ভাল করতে হলে আর্মি লাগবে, অন্যথায় এরা পটেনশিয়াল লোভী, দুর্নীতিবাজ, সুযোগের অভাবে সৎ হয়েই জীবন পার করবে...

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



সমস্যা হলো, আর্মি আরো কমবুদ্ধিমান।

১৩| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: সমবায় করার কথা আমাদের রবীন্দ্রনাথও বলেছেন।
আপনাকে সত্য কথা বলি, যে দেশে সৎ লোক নেই, সে দেশে সমবায় করেও কিচ্ছু হবে না।

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



আপনার পরিচিতদের নিয়ে ১টা করার চেষ্টা করেন।

১৪| ২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশেষে জাস্টিন ট্রুডু বাংলাদেশের নাগরিকত্ব হারালেন । কিন্তু কি ভাবে ?তা জানতে চাইলে এখানে পড়তে হবে

২১ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



লোকটা হোমলেস হয়ে গেলো, চাকুরী চলে যাবে, হয়তো!

১৫| ২২ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৩৭

কাছের-মানুষ বলেছেন: এক সময় এলাকা ভিত্তিক সমবায় সমিতি ছিল দেখতাম। এছাড়া এলাকার তরুণরা একত্রিত হয়ে নিজেরাও টাকা জমাতো দৈনিক বা সপ্তাহ-ভিত্তিক তবে সেই কালচার এখন আর নেই, অন্তত আমাদের এলাকায় আর দেখিনা। দেশে আয়ের তুলনায় ব্যায় অনেক বেশী, মধ্যবিত্তরা বেশ কষ্টে আছে। তবে বিভিন্ন পেশাজীবীরা এখনো এগুলো করে, এক সাথে কলিগরা টাকা জমিয়ে জায়গা বাড়ি ফ্ল্যাট করতে দেখেছি এখনো। আমাদের এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকজন শিক্ষক মিলে জায়গা কিনে ১২ তলা বিল্ডিং বানিয়েছে, আমাদের বাড়ির কাছাকাছি ৫-১০ মিনিট লাগে হেটে যেতে।

১৬| ২২ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় একটি জাতির মেরুদন্ড হিসাবে কাজ করতে পারে ।
........................................................................................
সমবায়ের উপর আমার অনেক পড়াশোনা, বাস্তব অভিজ্ঞতা ও
আর্ন্তজাতিক মহলে জানা শোনা আছে ।
তবে দু:খজনক হলো যে, বাংলাদেশে এই প্রতিষ্ঠান দুর্ণীতির কারনে
এতটাই দুর্বল যে, আমি শন্কিত ও যথেষ্ট সমর্থিত শক্তি পাইনা বলে
কার্যক্রমে অংশগ্রহন থেকে বিরত আছি ।

১৭| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৮

মিরোরডডল বলেছেন:




খেলাঘর, are you okay?
if possible, please leave your update.


২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, শরীর ভালো নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.