নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমরা ভারতকে ধর্মনিরপেক্ষ হিসেবে দেখতে চাই!

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪১



ভারত ধর্মীয় দেশ, কিংবা ধর্মনিরপেক্ষ হলে, পার্থক্য খুব একটা চোখে পড়ার কথা নয়; তাদের সংস্কৃতি খুব একটা বদলায় না; কারণ, তাদের শিক্ষা ব্যবস্হার সাথে ধর্মের কোনভাবে সংঘর্ষ হয় না। আমাদের ধর্মীয় শিক্ষা লাইন আছে, সাধারণ শিক্ষা লাইন আছে; এর মাঝে, পরেরটা ধর্মে সাথে সাংঘর্ষিক।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, হিন্দু সমাজের লোকেরা সেখানকার ২২ কোটী মুসলমানকে অমংগলে চিহ্ন হিসেবে দেখে; বিজেপি'র হিন্দুরা মনে করে যে, ভারতকে পুরোপুরি রাম-সংস্কৃতিতে নেয়ার জন্য মুসলমানরা একটি অযাচিত প্রতিবন্ধক। এই ধরণের কারণে মুসলমানেরা তাদের নাগরিক সহানুভুতি পাচ্ছে না। মুসলমানরা এমনিতেই পড়ালেখা ও অর্থনীতি অনেক পেছনে চলে গেছে; এরপর, ক্ষমতাসীনদের সহানুভুতি হারিয়ে তারা ক্রমেই অনেকটা অধিকারশুন্য হয়ে যাওয়ার পথে।

এক সময় ভারতের বিচার ব্যবস্হা শক্ত ছিলো; কিন্তু বিচার বিভাগ এখন বিজেপির দখলে। ভারতে এখনো কোর্টে যাওয়া যায়, এখনো বিচার চাওয়ার অধিকার আছে; তবে, বিচারের রায় এখন পাকিস্তান কিংবা বাংলাদেশের মতোই হবে শীঘ্রই।

বিজেপি ও মোদী যেই পজিশনে আছে, মোদী আবারো ক্ষমতায় আসবে। আগামী ৫ বছরে ভারত আরো অনেক উন্নত হবে; কিন্তু মুসলামরা ও নীচু বর্ণের হিন্দুরা উহা থেকে বন্চিত হবে।


মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: ভারত ধরমনিরপেক্ষ রাস্তায় হাঁটবে না কখনও ।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:



মোদী ও বিজেপি সেই অধিকার হরণ করেছে অলিখিতভাবে।

২| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: যে সব দেশে ৯০% ধার্মিক যেমন -বাংলাদেশ ভারত পাকিস্থান শ্রীলঙ্কা সে সব দেশে ধর্ম নিরপেক্ষতা আশা করা অসম্ভব।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



শ্রীলংকায় ধর্ম নিরপেক্ষতা আজো শক্তিশালী।

৩| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: বাঙালী মৌলবাদী গোষ্ঠী বলে, ধর্ম নিরপেক্ষ মতবাদ নাকি কুফরি মতবাদ।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:


বাগগালীরা নিজেদের জাতিকে যাযাবরে পরিণত না'করে থামবে না।

৪| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৬

এম ডি মুসা বলেছেন: এটা কি সম্ভব ? এটা হবে না, ভারত মমতা ওই নারী যদি ভারতের পুরো ক্ষমতায় আসে তখন হলে হতে পারে।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



এবার মোদী হবে, মমতার সম্ভাবনা সামনেও নেই

৫| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতে বিজেপি আরো ১ যুগ ক্ষমতায় থাকবে।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



বিজেপি ভারতকে কংগ্রেস থেকে সামনে নিয়ে গেছে; আওয়ামী লীগ বাংলাদেশকে পাকিস্তানের মতো করে দিচ্ছে।

৬| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



কিছু মানুষের কারণে, আমাদের সামনেই বাংলাদেশ ভয়ংকর ভুল পথ ধরে চলছে।

৭| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ধর্ম আর ধর্মীয় অজ্ঞানতা আর অন্ধকার দিক বিবেচনা করলে বাংলাদেশ ক্রমেই অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে।
পক্ষান্তরে ভারতের যে পরিস্থিতিও তাদের ধর্মের প্রতি অজ্ঞানভাবে বিশ্বাসী একটা বিশাল শ্রেণি রয়েছে যারা বিজেপিকে সহজে ছাড়তে পারবে না ।
তাই আগামীতে খুব সহজে কংগ্রেসের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব হবে বলে মনে হয় না।
নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি বিশ্বাসী হিন্দুদের কাছে দেবতার মর্যাদা পেতে যাচ্ছেন।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:


এক সময়ে, হিন্দুধর্মের পুরোহিতরাই শুধু শক্ষার সুযোগ পেতো; ওরাই শিক্ষাকে ছড়িয়ে দিয়েছে; ভারত আধুনিক শিক্ষা ব্যবস্হাগড়ে তুলেছে। হিন্দুধর্ম সহজ, মানুষ সহজে পালন করতে পারে।

৮| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বাংলাদেশেরই একটা শ্রেণীর মানুষ আছে তারা মনে প্রানে চায় ভারতে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হোক ।
আর বাংলাদেশের প্রতিষ্ঠিত হোক ইসলামী সরকার ।
এরকম করার কারণটা আসলে কী??

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



এরা রাজনৈতিক জ্ঞানহীন।

৯| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৩

বৈষম্যবিমোচনবাদী বলেছেন: @সোনাগাজি আপনাকে বলছি, শ্রীলঙ্কার রাজনীতিতে বৌদ্ধ পুরোহিতদের ভূমিকা আছে। রাজাপাকশে পরিবারকে ক্ষমতায় রাখার পেছনেও তাদের হাত আছে।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



থাকা সম্ভব; তবে, সেখানে ধর্মীয়ঊন্মাদনা নেই।

১০| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৩

বাকপ্রবাস বলেছেন: জামানা যত আগাচ্ছে আমরা ততই সাম্প্রদায়িক হচ্ছি, ধর্মিয় সাম্প্রদায়িক চোখে দেখা যায়, কিন্তু ধর্ম ছাড়াও অধর্ম দিয়ে যে সাম্প্রদায়িক হয় সেটা দেখা যায়না।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:



আপনি অধর্ম কোথায়ও দেখেছেন কিনা?

১১| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিজেপি ক্ষমতায় আসার পর ভারতে এমনিতেই ধর্মীয় উন্মাদনা তুঙ্গে; বাংলাদেশ-পাকিস্তানেও সেরকমই। দিনদিন আরও বাড়ছে। এ অবস্থায় ভারতে আবারও বিজেপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। ধর্মনিরপেক্ষতা সেখানে হালে পানি পাবে না। অন্যান্য দেশ যেহেতু ধর্মনিরপেক্ষতা পছন্দ করে না, ভারতও করবে বলে মনে হয় না।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৬

সোনাগাজী বলেছেন:



পশ্চিমের সব দেশগুলোই ধর্মনিরপেক্ষ।

১২| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কান্তজির মন্দিরের জমিতে নির্মাণ হচ্ছে মসজিদ। বাংলাদেশের হিন্দুরা কিছু করতে পারবে বলে মনে হয় না, তবে এর ফায়দা লুটবে বিজেপি। সাফার করবে ভারতের সাধারণ মুসলিমরা।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:



ভারতের মুসলমান পড়ালেখায় ভালো করতে পারেনি; বড় বড় শহরের বড় বড় বস্তিতে স্হান পাচ্ছে মুসলমানেরা।

১৩| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৬

কামাল১৮ বলেছেন: ভারত রাষ্ট্রটি এখনো ধর্মনিরপেক্ষ।কিন্তু সরকার ধর্মান্ধ।উচ্চআদালত এখনো নিরপেক্ষ।বিচার পতিরা বেশিরভাগ দক্ষিণ ভারতের।দক্ষিন ভারতের লোক জন তুলনামুলক ভারতের অন্য অংশের থেকে ভালো।পশ্চিম বাংলাও সিপিএমের শাসনের সময় ভালো ছিলো।

২৪ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



পশ্চিম বাংলাও সিপিএমের শাসনের সময় ভালো থাকলে, আজকে সিপিএম'এর এই অবস্হা কেন?

১৪| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ২:৫০

আলামিন১০৪ বলেছেন: ভারত নিয়ে না লিখে আম্রেকা নিয়ে লিখুন, সেখানকার সভ্যতার ধারকদের দ্বারা নেটিভদের খুন করার ইতিহাস লিখুন..

২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৪:০৯

সোনাগাজী বলেছেন:



হ্যাঁ, ওরা নেটিভডের মেরেছে, আমাদেরকে মেরেছে পাকিস্তান; ভারত এখনো আমাদের গায়ে হাত তোলেনি।

১৫| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৪:৪৬

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টের শিরোনামটিই সুন্দর।

স্বামী বিবেকানন্দের শিকাগোতে দেওয়া বক্তৃতা যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে বিবেকানন্দের মত ধর্মগুরুও কতটা ধর্মনিরপেক্ষ বা বহু-ধর্মীয় সম্প্রদায়ের ভারতের পক্ষে। কোথায় থেকে যে সব হনুমানেরা এসে ক্ষমতায় জেকে বসলো এটা ভাবতে আশ্চর্য লাগে। অবশ্য বাংলাদেশেও হনুমানেরা সংখ্যায় বেশি বই কম নয়।

উপরে কামাল ভাইয়ের মন্তব্যটি ভালো লাগলো।

২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



হিন্দুধর্মের দুর্বলতা হলো বর্ণে বিভক্তি, বাকী সমস্যা ইংরেজরা পরিস্কার করে গেছে।

১৬| ২৪ শে মার্চ, ২০২৪ ভোর ৬:৩৩

কথামৃত বলেছেন: নারীদের সিঁদুর পরা নিয়ে এক বড় পর্যবেক্ষণ দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি পারিবারিক আদালত। হিন্দু ধর্মাবলম্বী বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর না পরলে তা স্বামীর প্রতি নিষ্ঠুরতা বলে বিবেচিত হবে। এমনই বক্তব্য ওই পারিবারিক আদালতের।
উল্লেখ্য, সিঁদুর না পরার বিষয়ে স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে গিয়েছিল স্বামী। ওই মামলার পরিপ্রেক্ষিতেই পারিবারিক আদালত রায় দেয় মামলাকারী স্বামীর পক্ষে। এই আবহে স্ত্রীকে স্বামীর ঘরে ফেরার এবং সিঁথিতে নিয়মিত সিঁদুর পরার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, হিন্দু নারীদের সিঁদুর পরা ধর্মীয় দায়িত্বের মধ্যে পড়ে। না হলে তা স্বামীর প্রতি নিষ্ঠুরতা।

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



মুসলমানের মুখ দেখলে অমংগল হবে তো বলেনি!

১৭| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:০৪

কামাল১৮ বলেছেন: জোতিবসুর পর আর ভালো নেতৃত্ব পায়নি সিপিএম।

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:০৯

সোনাগাজী বলেছেন:


জোতিবসু কি জানতেন না যে, দলে নেতা বানাতে হবে?

১৮| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:১৬

কামাল১৮ বলেছেন: নেতা ইচ্ছা করলেই বানানো যায় না।আপনি চেষ্টা করে দেখুন আপনার বিকল্প বানাতে পারেন কিনা।প্রতিটা মানুষ পৃথক পরিবেশে বেড়ে উঠে তাই নেতৃত্বের গুণাবলি সবার সমান না।

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



দলের মাঝে কিছু লোকের নেতৃত্ব দেয়ার ক্ষমতা থাকার কথা ছিলো; তাদেরকে সুযোগ দিলে হতো।

১৯| ২৪ শে মার্চ, ২০২৪ সকাল ১০:২৪

অহরহ বলেছেন: আমরা অবশ্যই ভারতকে ধর্মনিরপেক্ষ হিসেবে দেখতে চাই! সেই সাথে আমাদের বাংলাদেশের বিসমিল্লা যুক্ত সংবিধান কোন পথে? ইসলাম ধর্মে ধর্মনিরপেক্ষাতা কিন্তু হারাম, গাজী দাদা।

২০| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:



ভারত এগিয়ে যাবে ধর্মকে সাথে নিয়েই।

২১| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান দক্ষিণ এশিয়ার এই কয়েকটি রাষ্ট্র কখনোই পুরোপুরি ধর্ম নিরেপেক্ষ রাষ্ট হতে পারবে না।

২২| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫৩

বিষাদ সময় বলেছেন: এখন ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দেখতে চাইলে ভাল অনুবীক্ষণ যন্ত্রের খোজ করুন।.........

২৩| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আল্লাহ দেখতে কেমন?
আল্লাহ কোথায় থাকেন?
আল্লাহর আকার কী?
মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব?

২৪| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: মোদি ক্ষমতায় থাকলে আমাদের জন্য ভালো।
কারন মোদি শেখ হাসিনাকে পছন্দ করে।

২৫| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ২৩ শে মার্চের পর কোন পোস্ট নেই। আপনি ব্যস্ত নাকি কোন সমস্যা? কাইন্ডলি জানান। আমরা চিন্তিত।

২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, শরীর ভালো নয়

২৬| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নরেন্দ্র মোদী খুব তাড়াতাড়ি বিশ্বাসী হিন্দুদের কাছে দেবতার মর্যাদা পেতে যাচ্ছেন।
...................................................................................................................
এটা কখোনই হবে না ।
সবাই জানে মোদী একজন সন্ত্রাসী, তার হাতে রক্তের দাগ আছে ।
সারা বিশ্বে এখন শয়তানের রাজত্ব চলছে,
তবে এরও পরির্বতন আসবে।

২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



মোদী ভারতের মানুষ যা চায়, সেটাই করছে; তবে, ভারতের মানুষ কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.