নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পে বেলায়, গুলির ঘটনা সন্দেহের উদ্রেক ঘটানোর কথা

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৭



ট্রাম্পকে আমেরিকা ও বিশ্ব যেভাবে জানে, গুলির ঘটনা সন্দেহের সৃষ্টি করাটা খুবই সহজ ব্যাপার। কিন্তু টেকনোলোজী এখন এমন অবস্হানে আছে যে, সিক্রেট সার্ভিস কম্প্যুটারের সাহায্য গুলি লাগার দৃশ্যকে খুবই শ্লো-মোশানে দেখতে ও এনালাইসিস করতে সমর্থ হবে। যদি ট্রাম্প বা তার দুষ্ট বন্ধুরা কোন কেরামতি করে থাকে উহাকে ঢেকে রাখতে পারবে না। কিছুক্ষণ আগে দেখলাম, গুলির ট্রায়েকটরি প্রকাশ করেছে সিক্রেট সার্ভিস।

১ কানকাটা ট্রাম্পের ভোট বেড়ে গেছে, ইহাতে সন্দেহ নেই। আমেরিকানরা অন্য অনেক জাতি থেকে সত্যবাদী ও কুটনৈতিক; জীবিত প্রাক্তন প্রেসিডেন্টগণ থেকে শুরু করে, সব ধরণের নেতা পেতা এই ঘটনাকে দু:খজনক হিসেবে চিন্হিত করে এক গলায় বলছে যে, এই ধরণের সন্ত্রানের কোন স্হান হবে না আমেরিকায়।

তবে, আমেরিকান রাজনীতি খুব একটা সন্ত্রাসমুক্ত ছিলো না; প্রেসিডেন্ট লিংকন ও ২ কেনেডীর মৃত্যু গুলিতেই হয়েছে; প্রেসিডেন্ট রিগ্যান গুলি খেয়েছিলো; আরো অনেক ছোটনেতা, পাতিনেতা গুলিতে নিহত ও আহত হয়েছে। যেহেতু সরকারী সিকিরিটি সার্ভিস, এফবিআই ও স্হানীয় পুলিশ ট্রাম্পের সিকিউরিটিতে যুক্ত ছিলো, আসল ঘটনা সঠিভাবে বেরিয়ে আসবে ও কনস্পীরিসি থিওরী সমান্তরালভাবে গজাবে।

কংগ্রেসের স্পীকার শুটারকে এই ধরণের অধম কাজের জন্য বকাবকি করেছেন; আমি ভাবছি, উনি শুটারের অদক্ষতা দেখে মনে মনে ক্ষিপ্ত হয়েছেন কিনা!


মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: " কংগ্রেসের স্পীকার শুটারকে এই ধরণের অধম কাজের জন্য বকাবকি করেছেন; আমি ভাবছি, উনি শুটারের অদক্ষতা দেখে মনে মনে ক্ষিপ্ত হয়েছেন কিনা! "

আমরা তাই ধারণা।

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:




ট্রাম্প স্পীকারকে চাকুরীচ্যুত করতে চেয়েছিলো, ডেমোক্রেটরা উহার চাকুরী রক্ষা করেছে; ট্রাম্প নির্বাচিত হলে, কমপক্ষে ২/৩ মিলিয়ন সরকারী চাকুরের চাকুরী চলে যাবে।

২| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ট্রাম্প নির্বাচিত হলে তো দেখছি ভয়াবহ বিপদ আসন্ন। কমপক্ষে ২/৩ মিলিয়ন সরকারী চাকুরের চাকুরী চলে যাবে।

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



ত্রাম্প নির্বাচিত হলে, বাংলাদেশ সরকারও অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে; আমেরিকান স্পনসরশীপে বিশ্ব ব্যাংক ও আইএমএফ ঋণ কম পাবে।

আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বিশ্বের প্রেসিডেন্ট।

৩| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৭

আহলান বলেছেন: গোলাগুলি ফুটাফুটি হতেই পারে ...তবে এমন মিস শট সত্যিই হাস্যরসের উদ্রেক সৃষ্টি করছে ... ট্রাম্প দ্বারা এসব সম্ভব বলে অনেকেই মনে করে ...

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:


ঘটনা বেরিয়ে আসবে; তবে, কান ছুঁয়ে যাওয়ার ঘটনা কিন্তু ষড়যন্ত্রের অংশ না'হওয়ার সম্ভাবনা।

৪| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

নতুন বলেছেন: এমন প্রকাশ্যে গুলি হলে অন্যদেশের কতজন তাদের আসনে বসে থাকতো?

ভিডিও দেখে তো মনে হচ্ছে গুলির পরেও একটা মানুষও চলে যায় নাই। কেউই দৌড় দেয় নাই।

১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:




আমেরিকানরা অন্যদের থেকে বেশ কিছুটা আলাদা।

৫| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:০৪

শাহ আজিজ বলেছেন: নাটক সবই নাটক ।

১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



গুলির ট্রায়েকটরী দেখলে, মনে হয় আসল ঘটনা; টেকনোলিজীর সাহায্যে বুঝা যাবে।

৬| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৪

এম ডি মুসা বলেছেন: খবরে দেখলাম যে গুলি করেছে তাকে হত্যা করা হয়েছে কতটুকু সত্য?

১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:





সত্য, বাংলাদেশে যদি আমেরিকান সংবাদ সংস্হার কোন সংবাদ দেখায়, উহাকে সত্য হিসেবে নিতে পারেন।

৭| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:৩২

জ্যাক স্মিথ বলেছেন: এটা যদি নাটকও হয় তাহলেও কি কেউ এত বড় রিস্ক নিবে? গুলি কানে না লেগে মাথায়ও তো লাগতে পারতো।
যদি আততীয় ট্রাম্পকে মারার জন্য সত্যিই গুলি করে থাকে তাহলে আমি বলবো এটা ট্রাম্পের দ্বিতীয় জীবন।

১৫ ই জুলাই, ২০২৪ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয় না কোন ধরণের নাটক, আর দেড় ইন্চি বামে হলে, ট্রাম্প থাকতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.