নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

স্যরি, খোলা ব্লগে এডমিন সাহেবের ৭২ ঘন্টার আলটিমেটাম নিয়ে লিখতে হচ্ছে।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৬



***এডমিন সাহেবকে উদ্দেশ্য করে পোষ্ট দেয়ার পর, লগইন-করা অনেক লোকজন ভয়ে লগআউট করে চলে গেছেন!

মুক্তিযোদ্ধাা মতিয়া চৌধুরীর পরলোক গমণের খবর নিয়ে প্রকাশিত পোষ্টে ( শাহ আজিজের পোষ্ট ) ১ জন মুক্তিব্যোদ্ধা ব্লগার মতিয়া চৌধুরীকে নীচুমানের গালি দিয়ে মন্তব্য করেছিলেন; আমি সেটার প্র‌তিবাদ করেছি। এডমিন সাহেব এজন্য আমাকে ৭২ ঘন্টার ১টি আলটিমেটাম দিয়েছেন। উনি আমার কাছে কিছু প্রমাণ চেয়েছেন, যা দেশের এই পরিস্হিতিতে ৭২ মাসেও হয়তো যোগাড় করা সম্ভব হবে না; তাই, এই ছোট পোষ্ট দিলাম।

সামুতে গত ৪/৫ বছরে, একটি গ্রুপের লোকজন ( সামুটিমের ১ জন সদস্যও ইহাতে আছেন ) আমাকে কয়েক হাজারবার "ভুয়া মুক্তিযোদ্ধা" ডেকেছেন। স্বয়ং এডমিন সাহেব অনেকবার খোলা মন্তব্য করে ব্যাখ্যা করেছেন যে, আমি কোনদিন নিজকে "মুক্তিযোদ্ধা" বলে দাবী করিনি, এবং মুক্তিযোদ্ধাা হিসেবে কোন ধরণের প্রীভিলীজ চাইনি।

কিন্তু এদের কারো বিরুদ্ধে কোন ব্যবস্হা নেয়া হয়নি ও কোন রকম ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়নি। আমি এডমিন সাহেবকে অনুরোধ করবো, আপনি আমার আলটিমটামটা তুলে নেন।

অনেক ধন্যবাদ।


মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২০

বিষাদ সময় বলেছেন: আপনি নিজেকে আর ছোট করেন না। এই কদিন আগে আপনাকে কোন ব্লগার এর নাম উল্লেখ করে অবমাননাকর কিছু লিখতে না করেছিলাম। তার উত্তরে বলেছিলেন "আমি ছেলেমি করছি....."। আপনার কথায় আমি কিছু মনে করিনি। কিন্তু তখনই বুঝেছিলাম আপনার কি পরিণতি হতে যাচ্ছে। এখন হাতে নাতে ফল পাওয়ার পর কান্নাকাটি করা মানে নিজের আত্মমর্যাদা ক্ষুন্ন করা, কাজেই সেটি না করাই ভাল। আপনি যা করেছেন সেটা গুরুতর অন্যায়। হয়তো এ রকম অনেক অন্যায় করা এ ব্লগে জায়েজ আছে। তবে বুঝতে হবে ব্লগ কর্তৃপক্ষ কাদের ব্যাপারে খুব সেনসেটিভ। সেটা না বুঝতে পারলে শাস্তি ভোগ করতেই হবে।

একজন সদ্য মৃত ব্যাক্তি সম্পর্কে আবমাননাকর উক্তি করা রাষ্ট্রীয় আইন, আন্তার্জাতিক আইন এমনকি ধর্মীয় দৃষ্টিতেও অন্যায়। যারা এ ধরণের কাজ করেন এবং একে সমর্থন করেন তারা মানসিকভাবে সুস্থ নন।

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



আমি কান্নাকাটি করার মত মানুষ নই; আমি আমার অধিকার, প্রীভিলীজ ও দায়িত্ব সম্পর্কে ধারণা রাখি; আমাকে দেশের পরিস্হিতি বুঝে চলতে হয়। আমাদের সোস্যাল মিডিয়ার চরিত্রটি আমাদের মতো, ইহা বুঝে চলতে হয়।

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রমাণ না থাকলে আপনি আপনার কথা উইথড্র করে নিন। আশা করি মডারেটর মেনে নিবেন...

১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:




ওটার ১টা "ম্যাটেরিয়াল উইটনেস" ( লজিক্যাল ) আছে; এডমিন সাহেবের জুরিডিকশানকে অনুসরণ করে ভাবলে, তিনি সেটা বের করতে পারবেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: কিন্তু আশ্চর্যের ব্যাপার আপনি মতিয়াকে নিয়ে কোন খারাপ বাক্য উচ্চারন করেননি , আমি আবারো চেক করলাম । আশা করি অ্যাডমিন তার সিদ্ধান্ত বদল করবে ।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯

সোনাগাজী বলেছেন:




স্যরি, আপনি সঠিকভাবে বুঝেননি: মতিয়াকে খারাপ গালি দিয়েছেন এক "মুক্তিযোদ্ধা" ব্লগার; আমি সেই ব্লগারকে মন্দ কথা বলেছি।

মতিয়ার মতো সৎ রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধাকে গালি দেয়াটা ভয়ংকর অপরাধ, যার জন্য সেই ব্লগারের শাস্তি হওয়ার দরকার আছে।

৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬

শাহিন-৯৯ বলেছেন: জুলভার্ণ ভুয়া মক্তিযোদ্ধা এই প্রমাণ আপনি দিতে পারলেই আপনি মুক্ত। চেষ্টা করুন ৭২ ঘন্টা অনেক সময়।

ব্লগার জুলভার্ণ ভাই স্পষ্ট করে বলেছে মুক্তিযোদ্ধার সময় তাঁর বয়স কম ছিল বলে সে অস্ত্র চালানো অনুমতি পায়নি কিন্তু অস্ত্র সরবরাহ করেছে, পাকি বাহিনীর অবস্থান মুক্তি বাহিনীর কাছে জানিয়েছে এগুলো মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত এবং সম্মানিত। বীরশ্রেষ্ট মতিউর রহমান শুধুমাত্র দেশপ্রেমের কারণে যুদ্ধ অংশগ্রহণ ছাড়াও জাতির শ্রেষ্ট সন্তান হয়েছে পক্ষান্তরে জাফর ইকবাল স্যার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও গর্তে লুকিয়ে ছিল কিন্তু তাকে জাতির চশমা হিসাবে লীগ মাথায় রাখে আর ব্লগার জুলভার্ণ বয়স কম সত্ত্বেও নিজের সামর্থ অনুযায়ী মাঠে ছিল, তাঁর ভাই ও চাচা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আপনি তাকে বাছ বিচার ছাড়াই ভুয়া মুক্তিযোদ্ধা বললেন? আপনি আরো শত শব্দে তাকে অপমান করতে পারতেন?

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:




আপনিও কি কোমলমতি সরকারের এটর্ণী জেনারেলের কিংবা প্রসিকিউটরের চাকুরী পেয়েছেন? প্রত্যকেই নিজের মেধা ও দক্ষতা অনুযায়ী ভাবেন।

আমি '৭১'এর জেনারেশনের মানুষ, কে মুক্তিযোদ্ধা, জে মুক্তিযোদ্ধা নন, সেটা আমি বুঝার চেষ্টা করি আচরণ ও লেখা থেকে।

৫| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৭

মামুন ইসলাম বলেছেন: আপনি একটু নিজেকে বদলাতে চেষ্টা করুন।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে এলে যেকোন নবীও বদলে যেতে বাধ্য, আমি বদলে গেছি অনেকটুকু

৬| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬

জনারণ্যে একজন বলেছেন: @ সোনাগাজী, মনে হচ্ছে ইট'স ঠু লেট। কান্না-কাটি বাদ দিয়ে অন্য আইডি খোঁজার কাজে মনোযোগ দেন।

বাই দ্যা ওয়ে - হা*রাম&জা#দা শব্দের অর্থ আশা করি জানা আছে সবার।

মতভিন্নতার জন্য, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা কামাল সাহেবকে যখন এই শব্দ ব্যবহার করে গালি দেয়া হয়, তখনও কিন্তু আমরা প্রমান চাই না। বরং সুশীলের ভেক ধরে থাকা কয়েকজন ইতর ওই গালির সাথে সঙ্গত গেয়ে খুশিতে বগল বাজাতে থাকি।

মজার ব্যাপার হলো, গালি দেয়া তেনারাই আবার জ্ঞান দেন আচরণঘটিত ব্যাপারে। কখনো কখনো নাকি কান্না কেঁদে অভিযোগ-অনুযোগ করেন করেন অন্যের আচরণ নিয়ে।

হোয়াট অ্যান আইরনি!

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:





আমাকে ব্লগার ১টা গ্রুপ হাজারবারের বেশী "ভুয়া মুক্তিযোদ্ধা" ডেকেছেন; ওদেরকে বিবিধ সময়ে এডমিন নিজে ব্যাখ্যা করছেন যে, আমি নিজকে মুক্তিযোদ্ধা বলিনি, ও কোন প্রীভিলীজ চাইনি; এখন এডমিন সাহেব কেন আমাকে আলটিমেটাম দিচ্ছেন, বুঝা একটু মুশকিল।

৭| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৮

শাহিন-৯৯ বলেছেন:

আপনিও কি কোমলমতি সরকারের সরকারের প্রসিকিউটরের চাকুরী পেয়েছেন? প্রত্যকেই মেধা ও দক্ষতা অনুযায়ী ভাবেন।

আমি খেটে খাওয়া মানুষ, আপনার মত সবজান্তা মনিষী নই।

গণতন্ত্রের সর্বজান্তা খুনি হাসিনা পালিয়েছে আর আপনি সর্বজান্তা ব্লগার হিসাবে বহিস্কার হতে পারেন!!

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:




আমি যতক্ষণ সঠিক আছি, আমি আমার মতো করে চলতে পারবো।

৮| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩

কামাল১৮ বলেছেন: আমাদের এডমিন সাহেব দয়ালু মানুষ।৭২ ঘন্টাও যদি সম্ভব না হয় ৭২ বছর চেয়ে নিন।

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



আমি অনুরোধ করেছি আলটিমেটাম তুলে নিতে।

উনি আমার থেকে যেই প্রমাণ চেয়েছেন, উহার অলটারনেটিভ হিসেবে ম্যা টেরিয়েল উইতনেস ব্যবহারের কথা আমি বলেছি উনাকে। দেশের অবস্হা ভালোর দিকে গেলে, আমি প্রমাণও যোগাড় করতে পারবো।

৯| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

জনারণ্যে একজন বলেছেন: @ সোনাগাজী, অফ কোর্স!

যারা আপনাকে 'ভুয়া মুক্তিযোদ্ধা' বলেছেন, লজিক্যালি তাদেরও প্রমান করা উচিত আপনি মুক্তিযোদ্ধা নন (আমিও আছি ওই দলে)।

যারা কামাল সাহেবকে ওই শব্দ ইউজ করে গালি দিয়েছেন, তাদেরও প্রমান করা উচিত উনি তা নন।

মডারেটর সাবের ওই মন্তব্যের লজিক অনুযায়ী যা বুঝলাম - বাংলাদেশর প্রেক্ষাপটে, রাজনৈতিক-সামাজিক মতভিন্নতার জন্য এখন থেকে গালি-গালাজ করা যাবে।

মনটা ভালো হইয়া গেলো এইটা ভাইবাই - আহা, কত্তদিন মন খুইলা প্রাকটিস করি না!!

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



আশাকরি, এডমিন সাহেব বুঝবেন।

১০| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব ঠিক হয়ে যাবে ওস্তাদ টেনশন নিয়েন না।ব্লগ অ্যাডমিনরা আপনাকে অনেক ভালোবাসে । মনে হয় এমনেই আপনার সাথে ঠাট্টা মশকরা করছে। হয়ত ভবিষ্যতে আপনাকে ব্লগ অ্যাডমিন রা তাদের নাটজামাই বানাবে, তাই আগে থেকেই ঠাট্টা মশকরা করে প্যাট্রিস করতেছে :) :) :||

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:




দেশের বর্তমান পরিস্হিতিতে আমি যা লিখছি, ইহাই সমস্যার মুল, মনে হয়।

১১| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবারও কি যুদ্ধ যুদ্ধ শুরু হলো ???

১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:০৯

সোনাগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধা মতিয়াকে আরেক মুক্তিযোদ্ধা গাল দিচ্ছে, সেটা আবার অমুক্তিযোদ্ধাদের সাপোর্ট পাচ্ছে।

১২| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৩৫

ক্লোন রাফা বলেছেন: আমি তিব্র ঘৃণা জানাচ্ছি মতিয়া চৌধুরিকে নিয়ে করা জনৈক ব্লগার জুলভার্ণ-এর প্রতি।

যদি তিনি সত্যিই মুক্তিযোদ্ধা হইতো তাহলে দেশের একজন শ্রেষ্ঠ সন্তানের প্রতি এত অসন্মান প্রদর্শন করতে পারতেননা। কারন সেই কুৎসিত কুরুচিপূর্ণ মন্তব্যটি তার জন্যই প্রযোজ্য হয়ে যায়। এরাই তারা যারা একাত্তরের ঘৃণিত পশুদের পুনরুজ্জিবিত করতে ভুমিকা রেখেছে। সেই আদর্শের সৈনিকের কাছে জাতি এরকম কিছুই পাবে। এরা জিবনেও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধাচরন করেনা !কারন ঐটা তাদের রাজনৈতিক আদর্শ। জামাতের সহায়তা ছাড়া আজ পর্যন্ত তারা ক্ষমতায় যেতে পারে নাই। গো.আজম শাবক প্রকাশ্যে ইলেকট্রনিক মিডিয়াতে এই বক্তব্য দেওয়ার পরও কোন প্রতিবাদ দেখিনি।

কাজেই এই নর্দমার কীটদের নিয়ে আলোচনা করে দুর্গন্ধ না ছড়ানোর জন্য অনুরোধ করছি! ব্লগার কতৃপক্ষ ব্লগ সচল রাখার জন্য অনেক সময় মৌন ভুমিকা নিয়ে থাকে হয়তো। কাজেই সবকিছু সব সময় চাইতে নেই!
ধন্যবাদ॥

১৯ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:০৯

সোনাগাজী বলেছেন:





কোন মুক্তিযোদ্ধা অন্য মুক্তিযোদ্ধাকে গালী দিতে আমি আগে দেখিনি।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি ফেসবুকে চলে আসুন।
ব্লগ কোন ভদ্রলোেকের জায়গা নয়।
যেখানে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে না সেখানে লেখার কোন দরকার দেখি না্।

১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



শীঘ্রই ফেইসবুকেও যাবো, ধন্যবাদ।

১৪| ১৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৩

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আপনি আগে ছিলেন চাঁদগাজী (তার আগে কি ছিলেন, জানিনা) , ব্যান খেয়ে হয়ে গেলেন সোনাগাজী। আবার ব্যান দিলে দিক। আপনি বরং কান্নাকাটি বাদ দিয়ে নতুন বোতলে ফিরে আসুন। তবে নতুন রূপেও আপনি বেশীদিন লাস্টিং করতে পারবেন বলে মনে হয় না। কারণ বোতল যতোই নতুন হোক, মালতো আপনি পুরোনই। একেবারে আদি, অকৃত্রিম। :D =p~ :-P

১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:




আমি ব্লগিং করি, যা আপনার পক্ষে করা সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.