নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাকুরী থেকে বরখাস্ত করার জন্য কোটার দরকার আছে!

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬



**** চাকুরী সৃষ্টি করতে জানে না বাংগালী জাতি, কিন্তু চাকুরী থেকে তাড়াতে জানে; কিছু কিছু ব্লগার মানুষকে তাদের কাজের যায়গা থেকে বিতাড়িত করার জন্য ব্লগে চীৎকার করছে প্রতিদিন। ****

কোমলমতিরা যেভাবে অফিস-আদালা্ত, স্কুল-কলেজ-ইউনিভার্সিটি থেকে মানুষকে রিজাইন করাচ্ছে, ইহাতে বিএনপি ও সাধারণ মানুষও বেঘোরে চাকুরী হারাচ্ছে; ঘেরাও করে রিজাইন করানোর কাজগুলো প্রশ্নফাঁস-করা পরীক্ষার মতো সহজ হয়ে গেলেও সমস্যা হচ্ছে, অনেক আওয়ামী সাপোর্টার বিএনপি'র কাছে গিয়ে নালিশ করছে যে, সে আসলে বিএনপি করতো বেগম জিয়ার সময়; কিন্তু শেখ হাসিনার ভয়ে, ফুলের তোড়া হাতে নিয়ে আওয়ামী হয়েছিলেন, জয় বাংলা বলতেন।

এই সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনার কোটা পদ্ধতিকে ব্যবহার করলে, বরখাস্তের কাজ সহজ হবে:

১) মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের চাকুরী থেকে বরখাস্ত করার সময় নিশ্চিত করতে হবে যে, ভুয়াদের ছেলেমেয়েরা যেন আক্রান্ত না'হয়।
২) গোপালগন্জের মানুষের বেলায়, চোখ বন্ধ করেই বিদায় দিতে হবে, এমন কি জামাত-শিবির-হেফাজত হলেও ছাড় দেয়া হবে না।
৩) ফেইবুকে বা ব্লগে কোন আওয়ামী লীগের লোকের সাথে ছবি থাকলে জানতে হবে, উহা ফুল দিয়ে দিয়ে আওয়ামী লীগের মিটিং, মিছিলে উপস্হিত থাকলে, তার চাকুরী খাওয়ার দরকার নেই।
৪) শিক্ষকতা করার সময় শেখের জন্মদিনে বক্তব্য রেখেছিলো কিনা, ৭ই মার্চের দিন মাইকে ভাষণ বাজায়েছে কিনা স্কুল, কলেজে।
৫) ইউনিভার্সিটির শিক্ষকেরা নীলদল করেছিলো কিনা!
৬) মুজিব-কোট পরা ছবি থাকলে, উহার চাকুরী শেষ।
৭) কোমলমতিদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ না'করলে, উহাদের শতভাগকে বরখাস্ত করতে হবে।
৮) কেহ কোন কারণে গুম হয়ে থাকলে, বড় কোন পদের আওয়ামীকে সরায়ে, উহাকে বসায়ে দিতে হবে।


মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৩

নতুন বলেছেন: কোমলমোতিরা ফেরেস্তা না। তারাও বর্তমান প্রজন্মের মানুষ। তাদের কাছে ২০০% সহী আচরন আশা করা যায় না।

এদের মাঝে এখনো অনেক ঢেকী আছে, যেগুলি সুযোগ পেলেই ধানভাংগতে চেস্টা করবে।

কিন্তু বর্তমানের নেতাদের চেস্টা করতে হবে যেন দূনিতি করার সুযোগ গুলি বন্দ হয়। জবাবদিহিতা বাড়ে, মানুষ ন্যায় বিচার পায়।

ব্লগেই অনেকেই দেখতে পাই যারা মানুষ থেকে কবে আয়ামীলীগে পরিনত হয়েছেন সেটা তারা জানেন না।

( এটা আপনাকে বলছিনা। আপনি আয়ামীলীগে হত্যকে সমর্থন করেন নাই। এবং আপনি মুক্তি যোদ্ধা, দেশের প্রতি হুমকির ভাবনা থেকেই আপনি এই নতুন সরকারকে সন্দেহ করছেন সেটা সঠিক)

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৮

সোনাগাজী বলেছেন:



আগে, প্রয়োজনের তুলনায় খুবই সামান্য চাকুরী ছিলো, সেজন্য কোটার নাম দিয়ে, সরকারের লোকরা নিজেদের ও ক্ষমতাসীনদের ছেলেমেয়েদের চাকুরী দিতো; এখন থেকে চাকুরীই থাকবে না, শেখ হাসিনার কোটার কি হবে? উহাকে ব্যবহার করে কোমলমতিরা মানুষকে চাকুরী থেকে বরকাস্ত করতে পারবে।

২| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাকুরী থেকে বরখাস্ত করার জন্য কোটার দরকার আছে এবং সেটা দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি নিতে রাজি আছেন?

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:


আমি আছি, আপনি কোথায় কি চাকুরীতে আছেন? সঠিক তথ্য দিলে, আমি আপনাকে বাড়ীতে থাকার সুযোগ করে দেবো!

সামু থেকে মুক্ত করতে হবে?

৩| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণহত্যাকারীদের না ধরে আমাকে আগে ধরবেন?

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



আমি চাকুরীর প্রয়োজনীয়তা বুঝি, শতশত মানুষকে চাকুরী পেতে সাহায্য করেছি আমেরিকায়।

খেয়াল করছেন, ড: ইউনুস চাকুরী সৃষ্টির জন্য কিছুই বলছেন না; যাদেরকে জোর করে চাকুরী থেকে বের করে দিচ্ছে, উহা থামাছেন না।

৪| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৬ বছরে কোন চাকুরী সৃষ্টি হয়নি। ২/৩ মাসে কী চাকুরী সৃষ্টি করা সম্ভব?

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



এজন্য আপনি ১ জন খাঁটী বাংগালী।
চাকুরী সৃ্ষি করার আইন ( কিংবা অর্ডার দিতে ১০ মিনিট লাগে, সেভাবে ড: ইউনুস "কমিশন" করেছেন ) করতে দরকার ১০ মিনিট।

৫| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩২

শাহিন-৯৯ বলেছেন:

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৬ বছরে কোন চাকুরী সৃষ্টি হয়নি। ২/৩ মাসে কী চাকুরী সৃষ্টি করা সম্ভব?

কি বলেন! উনি এক সপ্তাহে এক লাখ কর্মসংস্থান করে দিতে পারে।
বামদের আছে শুধু মুখভরা বুলি, এ দেশে গুনে শ পাঁচেক লিগ্যাল বাম পাওয়া মুশকিল কিন্তু দল আছে ডজন খানেক।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:




আপনার মাথায় যদি ওসব বুদ্ধি থাকতো, আপনি কষ্ট করে পড়ালেখা করতেন।

নিউইয়র্কে কয়েক হাজার বাংগালীকে সাহায্য করেছি চাকুরী পেতে; সাহায্যটা ছিলো ফ্রি; আমি কিভাবে বাংগালীদের সাহায্য করি, উহা দেখতে এসেছিলেন ব্লগার "এলিয়েনা সিম্পসন"।

৬| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শাহিন-৯৯ বলেছেন - এ দেশে গুনে শ পাঁচেক লিগ্যাল বাম পাওয়া মুশকিল কিন্তু দল আছে ডজন খানেক।
=============

ইসলামী ঐক্যজোটে ২-৩ জন নিয়েও দল খাড়া আছে। বামদের ক্ষেত্রে সমস্যা কি?!!! @ শাহীন-৯৯

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




শাহীন৯৯ রাজনীতি করতে চান, কিন্তু লেখা দেখে মনে হয়, পড়ালেখা করেননি।

৭| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

শাহিন-৯৯ বলেছেন:

লেখক বলেছেন:
আপনার মাথায় যদি ওসব বুদ্ধি থাকতো, আপনি কষ্ট করে পড়ালেখা করতেন।
নিউইয়র্কে কয়েক হাজার বাংগালীকে সাহায্য করেছি চাকুরী পেতে; সাহায্যটা ছিলো ফ্রি; আমি কিভাবে বাংগালীদের সাহায্য করি, উহা দেখতে এসেছিলেন ব্লগার "এলিয়েনা সিম্পসন"।


আলোচনা হচ্ছে উন্নয়নশীল দেশের কর্মসংস্থান নিয়ে আর আপনি উদাহরণ টানছেন বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্টের কর্মসংস্থান নিয়ে!! এ দেশে কতটুকু করেছেন সেটা বলেন। আপনি একাই তো ১৮ কোটির জ্ঞান অর্জন করে রেখেছেন আমাদের আর অর্জন করা অবশিষ্ট আছে?

ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল কাশেম ফজলুল হক আর সোনাগাছী এই তিনজন ছাড়া এ দেশে আর কেউ পড়াশোনা করেছে বলে মনে হয় না। কি বলেন?

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের সম্পদ সম্পর্কে আপনার কোন ধরণা আছে বলে আপনি মনে করেন? ১৯৭২ সালেই কার্যক্ষম সব মানুষকে কাজ দেয়া যেতো, শেখের মাথায় মজগ কম ছিলো বলে হয়নি।

ড: ইউনুস সাহেব বিদেশ থেকে "ফ্রি টাকা এনে, উঁচু সুদে ধার দিয়ে নিজে বিলিওনিয়ার হয়েছন", সওদাগরের পুত্রের পোদ্দারী; চাকুরীর কথা বলার মতো মগজ উনার নেই; আর আপনার তো থাকার কথা ছিলো না।

৮| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

শাহিন-৯৯ বলেছেন:


সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শাহিন-৯৯ বলেছেন - এ দেশে গুনে শ পাঁচেক লিগ্যাল বাম পাওয়া মুশকিল কিন্তু দল আছে ডজন খানেক।
=============
ইসলামী ঐক্যজোটে ২-৩ জন নিয়েও দল খাড়া আছে। বামদের ক্ষেত্রে সমস্যা কি?!!! @ শাহীন-৯৯


সমস্যা তো বলি নি?

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:




আপনাদের মত লোকজন দেশে ছিলো বলেই জিয়া, এরশাদ বাংলাকে মগের মুল্লুক বানায়েছিলো।

৯| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

Sayed Kutub বলেছেন: মুহাম্মদ ইউনূস সরকার তো আওয়ামী লীগের উত্থানের ভয়ে দিন রাত আতঙ্কে আছে। চাকুরী সৃষ্টির সময় কোথায়? সমন্বয়কদের পড়াশোনার বেহাল দশা,কর্মসংস্থান সমস্যা নিয়ে কথা বলতে দেখি না। এরা গুজব ছড়াচ্ছে শেখ হাসিনা নাকি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে। মানুষ কি সবসময় তাদের কথায় রাস্তায় নামবে নাকি?পাবলিক বুঝে গেছে এদের সাথে থাকলে পেটের ভাত জুটবে না। আর এরাই কোনো চাকুরী না করে শুধু আন্দোলন করে। তাহলে এদের পেট ভরাচ্ছে কারা?

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার উচিত মামলায় এসে উহা হ্যান্ডলিং করা; উনাকে ও সব শেখদের এই দেশ থেকে চিরতরে বিতাড়িত করার দরকার।

১০| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

শাহিন-৯৯ বলেছেন:

শাহীন৯৯ রাজনীতি করতে চান, কিন্তু লেখা দেখে মনে হয়, পড়ালেখা করেননি।

ঐ যে বললাম- আপনি একাই ১৮ কোটির জ্ঞান দখল নিয়ে রেখেছেন!!
আর রাজনীতি করার ইচ্ছা মোটেই নেই, বড়জোর বিএনপির একজন ভোট দাতা।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



বিএনপি, জাপা ও জামাতকে যারা ভোট দিয়েছে, তারা বাংগালী জাতির ক্ষতি করেছে।

১১| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

ক্লোন রাফা বলেছেন: এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই । কাজেই এদের কোন দ্বায়বদ্ধতা নেই সাধারন মানুষের কাছে! চাকরি জাহান্নামে যাক সব চাকুরিজিবীদের বরখাস্ত করাই মিশন। দেশ গোল্লায় যাক , সৈরাচারের সব অবকাঠামো গুডিয়ে দিতে হবে। তুন নিয়মে লুটপাট করতে হবে । সব ট্যাক্স মওকুফ রেখে গেছে নব্য সৈরাচার এনজিওগ্রাম কোটার সরকারের। আগামীতেও কোন ট্যাক্স দিতে হব সব উপদেষ্টা ও তাদের চাটুকারদের।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস মনে করেছেন যে, দেশ চালানো আর এনজিও চালানো এই কথা; অন্যদের টাকা এনে বিলিওনিয়ার হওয়া সহজ হওয়াতে উনি বেকুবে পরিণত হয়েছেন; আমাদের দেখা ২ ইডিয়ট এনজিও'এর ইডিয়টকে কমিশনে স্হান করে দিয়েছেন।

১২| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

ক্লোন রাফা বলেছেন: বকেয়া ট্যাক্স মাফ হয়ে গেছে।
আগামি ৫বছর তাদের কোন ট্যাক্স ততে হবেনা

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



উনার বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাবে, উনার মেয়ে ( মনিকা ) বাংলাদেশে বাস করতে আসবে না।

১৩| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

বিষাদ সময় বলেছেন: প্রধানমন্ত্রীর (প্রাধান উপদেষ্টা) এর চেয়ারে বশতে পারার খুশিতে ড. ইউনুস কে দিশেহারা মনে হচ্ছে, এত কিছু ভাববার উনার সময় কৈ। উনি গ্রাফিতি দেখে আর সমন্ময়কেদের আবদার রক্ষা করে দিন কাটাচ্ছেন।
গত সরাকারের আমলে নাকি চাকুরী সৃষ্টি হয়নি! করোনার পর একসাথে পাঁচ হাজার শুধু নার্সই নিয়োগ করা হয়েছিল।
আপনি চেষ্টা করে একজন দক্ষ কর্মী জোগাড় করতে পারেন কিনা দেখেন। একটা বুয়া, একজন দক্ষ কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, প্লামাম্বার, টেকনিশিয়ান এর এপয়েন্টমেন্ট পেতে তোয়াজ করতে হয়। বেকার পড়ে আছে শুধু গনহারে পাশ করা গ্র্যজুয়েটরা।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:




গ্রেজুয়েটদের পড়াতে পরিবারকে টাকা খরচ করতেহ হয়েছে, ইহা ছিলো বড় বিনিয়োগ।

১৪| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৩

বিষাদ সময় বলেছেন: গত তিন বৎসর বাদ দিলে তার আগের ১০-১২ বছরে যে পরিমাণ ক্ষুদ্র, মাঝারি এবং কিছু বৃহৎ শিল্প গড়ে উঠেছে তা বুঝতে হলে আপনাকে সাভার, আশুলিয়া, টঙ্গি, গাজীপুর, নারায়ণগণ্জ, ফতুল্লা এবং চট্টগ্রামের কিছু অঞ্চল ঘুরে দেখতে হবে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের কম সংস্থান হয়েছে। এখন আর উত্তরবঙ্গের মানুষ মঙ্গা পীড়িত না, অনেক স্খানে কৃষি শ্রমিক না পাওয়ায় ফসল ক্ষেতেই নষ্ট হয়। কাজেই কর্ম সংস্থান সৃষ্টি হয় নাই, উন্নয়ন হয় নাই যারা বলেন তারা অন্ধ। সমস্য ছিল দুর্নীতি এবং পরিকল্পিত উন্নয়নের।
গত তিন বছর বাদ দিলে দূর্নীতিও সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু আওয়মীলীগের সময় শেষ এটা বুঝতে পেরেই হয়তো গত তিন বছরে কিছু ব্যাক্তি বেপরোয়া ভাবে অর্থ পাচার শুরু করে। মূলতঃ এর ফলেই দেশের অর্থনীতির ধ্বস নামে। তারপরও নিত্যান্ত দরিদ্র ছাড়া প্রায় সব শ্রেণীর মানুষের হাতে যথেষ্ট অর্থ আছে এখনও।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:




ব্যবসায়ীরা নিজেদের টাকা পাচার করে, কালো টাকার মালিকেরা টাকা পাচার করে; কিন্তু ব্যাংক থেকে শিল্পের নামে ঋণ করে ও শেখ পরিবারের লোকদের জন্য এস আলম মারফত টাকা পাচারের ব্যাখ্যা কি?

১৫| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

বিষাদ সময় বলেছেন: ব্যাখ্যার তো কিছু নেই। সময় শেষ বুঝতে পেরে ঐ পরিবারের সদস্যরাও পাচার এর মহা উৎসবে মেতেছেন।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



বুঝতে পারেন, শেখ পরিবারের লোকেরা যদি স্বাধীনতার পক্ষের মানুষদের এই বিপদে ফেলে যেতে পারে, শেখ সাহেবর সম্পর্কে মানুষের মনের অবস্হা কি!

১৬| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৬

মামুন ইসলাম বলেছেন: কারো চাকুরি খাওয়া ঠিক হবেনা। সবারই এই এই দেশে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার অধিকার আছে।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



কোমলমতিদের মগজ অত বড় হওয়ার কথা নয়।

১৭| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৬

কামাল১৮ বলেছেন: একজন ব্লগার আয়না ঘরে ছিলো।তাকে উপদেষ্টার চাকরি দেয়া হোক।ভাতের হোটেলে থেকে যদি উপদেষ্টা হতে পারে।এই বৈষম্য মানা যায় না।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



যারা গুমের গল্প বলে, সবাই বাড়িয়ে বলে। কুবি মাজহারের কথা মনে আছে? বউকে ফাঁকি দিয়ে ১ মেয়েকে জিং জিং করে গুম গুম খেলছিলো; এই রকম হতে পারে ৫০ ভাগ।

বেশীরভাগকে ঘুম করেছে র‌্যব ও ডিএ'এর লোকেরা টাকা আদায় করতে; কিছু গুম হয়েছিলো ভয়নাক সব যড়যন্ত্র করার কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.