![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যাপলের কোনও জিনিস দেখলেই মনটা কেমন আনন্দে নেচে ওঠে ৷ এই সংস্থার স্মার্টফোন হোক, আইপ্যাড বা ল্যাপটপ ৷কিনতে পারলে বা উপহার হিসেবে পেলে আনন্দের কোনও সীমা থাকে না ৷ স্মার্টফোনের বাজারে এখন একটা ফোন নিয়েই আগ্রহ সবার বেশি ৷ সেটা হল view this link এবং view this link ৷ কারণ এটি বেরনোর পর এখন আইফোন-৬ এস-ও পুরোনো হয়ে গিয়েছে ৷ view this link নতুন মডেলটি কিনবেন ভাবছেন ? তাহলে আপনার জন্য অবশ্যই সুখবর এনেছে অ্যাপল ৷ অভাবনীয় ডিসকাউন্ট অফার চালু করেছে এই সংস্থা ৷
এই অফারে শুধু view this link নয়, সঙ্গে পাবেন আইপ্যাডও ৷কারণ একসঙ্গে আইপ্যাড প্রো এবং view this link কিনলে পেতে পারেন ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও স্টোর ডিসকাউন্ট হিসেবে পেয়ে যাবেন ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়। অর্থাৎ মোট প্রায় ২৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে চলেছেন।যা আগে কখনও অ্যাপল দিয়েছে কি না বলে কারোর পক্ষেই মনে করা সম্ভব নয়
এছাড়া view this link ফোন একসঙ্গে কিনলে রয়েছে ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড়। সঙ্গে ২ হাজার ৯০০ টাকা পর্যন্ত অতিরিক্ত স্টোর ডিসকাউন্ট। এই অফারটি পেতে গ্রাহকদের একইদিনে স্টোর থেকে ফোন এবং আইপ্যাড কিনতে হবে। তবেই এই বিপুল ছাড় পাবেন। অ্যাপলের এই অফারটি চলবে ২১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ।view this linkview this link
©somewhere in net ltd.