![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে জানা হয়না জীবনের অবহেলায়।
পাতাঝড়া মুর্হূতগুলো বর্ণহীন হয় স্বাদের আভিজাত্যে
ধানাগুনের সঙ্গমে জন্মায় মুঠো মুঠো খই
তৃপ্তির চৌকাঠে দাঁড়িয়ে শোনায় চিরন্তন ব্যাকরণ।
কোথাও যেন বুঝা যায় কাঠমালতী আর বেলী ফুলের পার্থক্য
হিজল ঝোপে ডাহুকের ডাক স্পন্দিত করে ছন্দের রীতিজ্ঞান
আর ধীরে ধীরে হয়ে যাই নিজের ছায়ারূপ
প্রাণ জাগিয়ে বিস্মিত হই, অকারণ হেয়ালিতে।
করগুনা প্রহর ছুটে চলে শিল্পের সন্ধানে;
অথচ আমি নিজেই পড়ে রয়েছি গণনার প্রান্তসীমায়।
১২.০৯.০৯
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
নাজমুল হাসান বাবু বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই। আসলে কবিতা মানেই সংক্ষিপ্ত। আর ভাবের সম্প্রসারণ হলে গল্প/প্রবন্ধ হবে। আমি নিজেই বড় কবিতা পড়তে ক্লান্ত হয়ে যাই।
২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯
মায়াবী ছায়া বলেছেন: কবিতায় ভালো লাগা ।।
২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নাজমুল হাসান বাবু বলেছেন: মন্তব্যেও ভালো লাগা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১০
ডট কম ০০৯ বলেছেন: ভাল লিখেছেন
তবে সংক্ষিপ্ত হয়ে গেছে আরো লিখলে ভাল লাগত।
ধন্যবাদ কবি।