![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
নিজ নামে নাহি পেরে টমাটু খানের
নিক হলো ভাতিজার সামুর ব্লগেতে
অনেকের মতে সে যে চাচার মাল্টিতে
রোজ রোজ পাল্টি খেয়ে হেথায় আবদ্ধ।
কেন বাচা অন্য ব্লগে না যাও যে কেন?
শুধু কেন ঘুরে যাও চাচার পোষ্টেতেে
এ কর্ম যে নাজায়েজ এটাও জাননা?
আলোচিত পাতা নিয়ে ঝগড়া এখানে।
জেনারেল চাচা যার ভাতিজা ওয়াচে
কেন তারা আলোচিত পাতার দখলে?
এখানেই আপত্তিটা কূলিন জনের।
ব্রহ্মণের গ্রাস যায় অচ্যুত দখলে
কত আর সহ্য করে আচার এমন?
তাই তারা প্রতিকারে বিক্ষুব্ধ ভীষণ।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
টমাটুর কবিতা
বঙ্গবন্ধু
রক্ত ঢেলে অপমান ঘোঁছায় যে জাতি
সে জাতির প্রিয়নেতা কীর্তিতে অম্লান
যাঁর নীতি কর্মে বাঁচে জাতির সম্মান
তিনি সেই মহামান্য জাতির জনক।
ইতিহাস ধন্য তিনি সমগ্রে সুখ্যাতি
চিরকাল স্বজাতির মঙ্গল সন্ধান
করেছ যে ওহে প্রিয় বঙ্গের সন্তান
তাই ছিলে মহামান্য, হে রাষ্ট্র নায়ক।
অকুলের ওহে কুল শত্রুর নকুল
ধন্যজাতি পেয়ে যাঁর বলিষ্ঠ নেতৃত্ব
স্বাধীণতা আসে যাঁর আদর্শে নির্ভুল
স্বদেশেতে ফিরে আসে স্বদেশী কর্তৃত্ব।
ওহে বন্ধু বঙ্গবন্ধু তোমার নির্দেশ
এনেদিল স্বাধীণতা পেয়েছি স্বদেশ।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮
সনেট কবি বলেছেন:
কবি কাজী ফাতেমা ছবি
একরাশ মুগ্ধতায় মনের আঙ্গিনা
সাহিত্যের এত রূপ বিস্ময়ে অবাক;
হৃদয়ের অনুভূতি সেথায় জীবন্ত
আপনার কবিতায় হে কাজী ফাতেমা।
সম্মোহন জাগানিয়া কবিতা সমগ্র
একরাশ স্নিগ্ধতার জোছনা জড়ানো
পাঠান্তেই ফিরে আসে পাঠেতে আবার
পাঠকের মনপাখি সুছন্দ কাননে।
কি র্মিল কি নির্মল কাঁচের মতন
আদ্যপান্ত পরিস্ফুট ভাবের বিন্যাস
দৃষ্টিতেই ধরাপড়ে মনের আবেগ।
মূহুর্তেই বাঁধাপড়ে যাদুর ছোঁয়ায়
কবিতায়, মন প্রাণ অসাড় হৃদয়,
সেথা সব মনে হয় ছবির মতন।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: টমাটো খানের জন্য শুভ কামনা। সনেট ভালো লেগেছে।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮
সনেট কবি বলেছেন: টমাটু আমার জন্য অনেক অপমান সহ্য করেছে। তাই ভাবলাম ওকে নিয়ে একটা পোষ্ট দেই। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই। আপনর পোষ্ট গুলোও বেশ ভাল লাগছে।
৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভার্চুয়াল জগৎে আপন-পর থাকবেই।
তবে কথা হলো টমাটো খান যদি ব্লগের নিয়ম ভাঙ্গে তা দেখার জন্য মডু আছে। তৃতীয় কোন ব্যক্তির অভিযোগ থাকলে মডারেশন বরাবর করতে পারে। ব্লগের কোন আইডিকে ব্লগ ব্যবহারের শর্তাবলী ভাঙার সুনির্দিষ্ট ধারা না দেখিয়ে খারাপ বা বিরুপ মন্তব্য করা মানে হলো নিচু মন -মানুষিক তার পরিচয় দেয়া।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
সনেট কবি বলেছেন:
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়া
ঘৃণ্য সব অনাচারে ফিরাতে আচারে
দৃষ্টি পড়ে মানুষের বোধ ও বিচারে
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়ার
মন ভাবে কবে হবে মানুষ সুসভ্য?
অসভ্যের দল করে এমন কূ-কাজ
যা দেখায় বিবেকের দহন যন্ত্রণা
বেড়ে চলে মন করে বিষাক্ত এমন
সাধারণে কাম্য হয় পশুর বিনাশ
তথাপিও পশুদের রিপুর বিনাশ
বিলম্বিত হয় দেখে দূর্বল বিরোধ,
ওদেরতো চাই কোন কঠিন আঘাত।
সে আঘাত আনয়নে গুণীর চেতনা
নিরবধি কার্যকর থাকলে সুক্ষণে
হয়তবা অন্যায়ের ঘটবে পতন।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫
টমাটু খান বলেছেন: আপনি আমাকে নিয়ে সনেট লিখেছেন, তারপর সেই সনেট পোষ্ট করে স্নেহ প্রদর্শন করলেন। সে জন্য আনন্দে চোখে পানি এসেগেল।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১
সনেট কবি বলেছেন: স্নেহের টমাটুকে নিয়ে একটা পোষ্ট দিতে পেরে আমারো অনেক ভাল লাগছে।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫
সনেট কবি বলেছেন:
নায়ক রাজ রাজ্জাক স্মরণে-
তুমি চলে গেলে চির প্রস্থান স্থানের
গহিনে হারিয়ে; ছেড়ে ভক্ত কূল দলে
শোকের আড়ালে একা, হে নায়ক রাজ
রাজ্জাক, তোমার স্মুতি স্মরণে অম্লান।
তুমি চেয়েছ গুণের মর্মর প্রাসাদ
সাজিয়ে সেথায় গড়ে আনন্দ ধারার
রকমফের, সেথায় আনবে নতুন
চিত্ত বিনোদক সব শান্তির বারতা।
তুমি পেরেছ নায়ক স্বার্থকতার কি
অফুরান সুখ, সেটি অনুভব করে
নিজ রাজ্যে বিচরণ করতে নিয়ত।
সালাম নায়ক আজ বিদায়ী সালাম,
দিয়েছ অনেক তুমি পেয়েছ অনেক
ভক্তের হৃদয়ে চির পেয়েছ আসন।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০
সনেট কবি বলেছেন:
বিদায় হে নায়ক রাজ
ছিল সে রাজার মতো অভিনয়ে সেরা
যে আসন ছেড়ে গেল ভক্ত হৃদয়েতে
নেই সে তবুও আছে গুণেতে অপার
রাখবে মানুষ তাঁরে স্মৃতির মিনারে।
হে নায়ক রাজ গুণী আব্দুর রাজ্জাক
শূণ্যতায় ভরে দিল তোমার প্রস্থান।
অভিষেক হয়ে কারো তোমার সে স্থানে
হয়নি এখনো সেই স্থানটি পূরণ।
বিদায় তো স্বাভাবিক সকলের হয়
কিন্তু সকল জনের কথা মনে থাকে
এমন ক’জন আছে পৃথিবীর মাঝে?
অথচ গুণের ভারে হয়েছ অমর
মরেও এখন তুমি; আছ স্মরণেতে
ভক্তর হৃদয়ে এক শক্ত অবস্থানে।
৫| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ্ ভাল লেগে গেল!
সাধুবাদ জানাই।
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭
সনেট কবি বলেছেন:
কবি বি এম বরকতউল্লাহ
নিজমনে গেঁথে চলে ছন্দের মালায়
কবিতার ফুল দলে নিরন্ত প্রত্যয়ে
হে বি এম বরকত উল্লাহ হে কবি
স্বযতনে গড়ছেন সাহিত্য ভান্ডার।
দৃষ্টিতলে যখন যে চিত্রের উদয়
চলমান ঘটনায় ঘটছে সর্বদা
সে সকল চিত্রতেই কবিতা কবির
প্রাণবন্ত হয়ে উঠে কাব্যের গগণে।
ওহে কবি এ ক্ষণের সময় এখন
কেমন কি কবিতায় আবদ্ধ করেন?
কাব্য ছন্দ দক্ষতায় অনন্য এ কাজ।
অফুরান দেখে প্রাণ আবেগ ও ছন্দ
মুগ্ধতায় ভরামন নির্বাক বচন
কৌতুহলে পড়ে সব দারুণ কথন।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: যাপরনাই খুশি হলাম।
আপনার প্রতিভার প্রশংসা না করলে পাপ হবে যে!
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি। অনেক দিন থেকেই আপনাকে নিয়ে একটা কবিতা লিখব ভাবছিলাম। আজ সে আশা পূরণ হলো। সে জন্য অনেক ভাল লাগছে।
৭| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সনেটের জন্য ধন্যবাদ।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৯
সনেট কবি বলেছেন: পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই।
৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
তোফায়েল আহমেদ টুটুল বলেছেন: টমাটু খান ও বঙ্গ বন্ধু দুটি কবিতাই অসাধারণ ।
খুবই মুগ্ধ হলাম আপনার কবিতা পাঠে ।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২
সনেট কবি বলেছেন:
কবি তোফায়েল আহমদ টুটুল
মনে জাগা কথাগুলো প্রকাশ নিমিত্তে
ভাষা খোঁজে অহরহ দূরন্ত চেতনা
মনে জাগে অভিলাষ জানাতে অপরে
মনকোনে লুকায়িত চিন্তার আধাঁর।
তোফায়েল আহমদ টুটুল হে কবি
দেখলাম আপনার কবিতা সমগ্র
উড়ু উড়ু কবি মনে কত কি প্রত্যাশা
যতনেতে গেঁথেছেন ভাবের রতন।
পৃথিবীতে নানামতে বিভক্ত মানুষ
আপনার ভক্ত হবে সকলে কি আর?
ভাললেখা পেলে তবে পড়বে অনেকে।
ক্রমাগত লিখে যান মনের আনন্দে
একদিন হয়তবা পাবেন স্বীকৃতি
পরিশ্রমে মিলে শেষে কাঙ্খিত সাফল্য।
৯| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪
উম্মে সায়মা বলেছেন: মজা লাগল ফরিদ ভাই। ছবি আপুকে নিয়ে লেখা সনেটটি খুব সুন্দর হয়েছে....
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩
সনেট কবি বলেছেন:
কবি উম্মে সায়মা
কাব্য কথা গল্প কথা কথার ভূবন
প্রকৃতির সাথে মিশে সুরম্য সুন্দর
দেখেছি হে প্রিয় কবি হে উম্মে সায়মা
হে সাহিত্য ভূবনের চন্দ্রিমা উদ্যান।
কাব্য গল্প কথকতা বিবিধ সম্ভার
মনোযোগে দেখি সেথা বিস্ময় জাগানো
গড়েছেন নিজমনে নিজস্ব জগৎ
পাঠকের জন্য এ যে অমৃত সমান।
মেঘে ঢাকা থাকেনাতো সূর্যের কীরণ
প্রতিভাও সেরকম পায় যে প্রকাশ
একদিন সকলের সমুক্ষে স্বত্যাজে।
আপনার ব্যাপারেও ভাবছি তেমন
প্রতিভার অরুণের ঘটবে প্রকাশ
আমরাও পাব এক সাহিত্য নক্ষত্র।
১০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর হয়েছে ++
ভাই, আমারে নিয়ে কিছু লিখবেন না?
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫
সনেট কবি বলেছেন:
কবি শাহরিয়ার কবির ও কবিতা
কবিতা অরণ্যে কবি নিখোঁজ থাকেন
কবিতা থাকেন সাথে নিরালা নির্জনে
তাদের প্রণয় গাঁথা অজ্ঞাতে সবার
কবির সৌজন্যে লোকে কিছুটা জানেন।
কবিতা কেমন রূপে মননে কেমন
গুণেতে কবিতা কত চালাক চতুর
হে কবি শাহরিয়ার কবির, আপনি
জানেন সকল কিছু কবিতা সম্পর্কে।
কবিতা-কবির জুটি আহা কি সুন্দর
আনন্দে গড়েছে তারা সুখের নিলয়
কবিতা কবির ছাড়া বুঝেনা কিছুই।
গোপনে এসব বলি কবির অজ্ঞাতে
শুনলে বিপদ বড় না জানি কি হয়?
কবিতা কবির থাক প্রণয় সুখেতে।
১১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
শুধু সনেট লেখার জন্য আরো একটি নতুন নিক খোলার দরকার ছিল বলে আমি মনে করি না।
তবু আপনার ইচ্ছাটিকে সন্মান করি।
ব্লগে আপনার এই চলমান, বিদ্যমান ভাবনাটি আড়োলন তুলেছে।
অব্যাহত থাকুক।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪
সনেট কবি বলেছেন:
কবি বিজন রয়
এ বিশ্ব ধরায় এক বিজন প্রান্তরে
সেথায় নির্জনে এক কবির নিবাস,
নির্মোহ বিজন রয়, একলা আলাদা
পরের চিন্তায় থাকে সর্বদা নিমগ্ন।
সাধুর সাধনা ধ্যানে কবিতা রতন
গোপনে সাধুর হৃদে আসন গাঁড়েন
সুন্দরী এমন যেন নয়ন বিস্ময়
যে দেখে সে হয় যেন সে রূপে অজ্ঞান।
পাঠক তলিয়ে যায় কবিতা অতলে
সেথায় থাকতে তার মনের আকুতি
তাদের আচ্ছহ্ন করে কবিতা মাধুরী।
কবিতা বিজন প্রিয়া মাধুরী শালিকা
চঞ্চল বালিকা দ্বয়ে মুগ্ধতা আবেশে
সকলে আবদ্ধ রাখে কবিতা সাম্রাজ্যে।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫০
উম্মে সায়মা বলেছেন: আবারো অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই। কৃতজ্ঞতা রইল
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯
সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে খুশী হলাম প্রিয় কবি।
১৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩
বিজন রয় বলেছেন: আপনি অসম্ভব প্রতিভার অধিকারী।
যেকোন সময়ই আপনি একটি কবিতা লিখতে পারেন। তাও আবার মুগ্ধ হওয়ার মতো।
আপনার প্রশাংসা শুধু আপনি নিজেই।
ভাল থাকুন নিরন্তর।
৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮
সনেট কবি বলেছেন: আপনারা পাশে থাকলে আমার মনের জোর বাড়ে প্রিয় কবি। মন্তব্যে অনেক ধন্যবাদ।
১৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো ভাইজান। শুভকামনা আপনার জন্য।
০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
সনেট কবি বলেছেন:
কবি হাফেজ আহমেদ
উম্মাদের হাঁক শুনে আলোর সন্ধানে
নাহি থেমে অবিরত চলুন সর্বদা
হে হাফেজ আহমেদ হে কবি হে প্রিয়
এক দিন মিটবেই কাঙ্খিত প্রত্যাশা।
চলাচলে অস্পষ্টতা কি করা তাহলে?
থামলে কি লাভ হবে? তারচে চলুন
কষ্টকর ভ্রমনের যাত্রায় নিরন্ত
সাফল্যের লক্ষ্য পানে নির্ভার মনেতে।
পরিবার কারাগার আবদ্ধ দেয়াল
কাজে কাজে কত কাজ সমুক্ষে প্রত্যহ
বেহিসাবে এসে যায় অনেক হিসাব;
সব বাধা পায়ে দলে প্রত্যয় প্রদীপ
হতাশার আঁধারেতে জ্বালিয়ে চলুন
কামনার কক্ষপথে, সাফল্য সম্মুখে।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৫| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩
নতুন নকিব বলেছেন:
অসাধারন প্রেচষ্টায় ধন্যবাদ অশেষ।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
সনেট কবি বলেছেন:
কবি নতুন নকিব
বায়তুল্লাহর পানে যান প্রিয় কবি
সাড়া দিয়ে আল্লাহর মহিমার ডাকে।
প্রিয় নবীর (সঃ) রওজা দর্শনে করেন
অশ্রু বরিষণ সুখে অন্তর আনন্দে।
মুসলীম জানে তারে কোন স্থান টানে
সারাটি জীবন ধরে। অপেক্ষা সে স্থানে
কবে যাবে কবে যাবে যপমালা এযে
মুসলীম করে যায় পৌঁছা না পর্যন্ত।
কামনার স্থান আজ অনতি দূরেতে
কবি মনে খেলা করে খুশির ফেয়ারা
ঠিক বলেছি কি কবি নতুন নকিব?
দোয়াকরি আল্লাহর দয়ায় আপনি
কামিয়াব হয়ে ফিরে আসেন এখানে
আমাদের জন্য চাই, করবেন দোয়া।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় কবি। ++++++
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২১
সনেট কবি বলেছেন:
কবি নাঈম জাহাঙ্গীর নয়ন
আমার কবিতা কবি বলেছেন ভাল
সেই খুশি মনে ধরে নতুন কবিতা
লিখে যাই প্রত্যয়ের মোহনীয় রঙ্গে
এভাবেই হয় কারো প্রতিভা বিকাশ।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন হে কবি
সকলের সাথে রেখে সৌহার্দ নম্পর্ক
এভাবেই করে যান জ্ঞান বিতরণ
আপনারে দানে জাতি হবে যে উন্নত।
কুটিল জনের মনে কুটিল ভাবনা
তারা না পেরেই কিছু, অন্যকে থামায়
অবোধ এদেরে বলে নিতান্ত অবোধ।
আপনার দৃঢ়তায় ঢের আমি খুশী
চলুক নিরন্ত তবে কাব্যের তুফান
তাতেই নিপাত হবে অনাচার সব।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে