নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

রূপসি কন্যা (TSN-11)

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮



(এক)

ঘোমটার অন্তরালে বসন্তের ফুল
চারদিক দেখে শেষে হাঁটে ধীর পদে
মনেতে ভিতির ছায়া পড়ে কি বিপদে
মাথা মুখ ঢেকে রাখে শাড়ীর আঁচল।
লজ্জারাঙা মুখখানি কানে দোলে দুল
শরতের চাঁদ খসে হৃদয়ের হ্রদে
জানিনা কে হবে ধনী এমন সম্পদে
রূপেতে আকুল করা আঁখির কাজল।

বেহায়া বতাস টানে ঘোমটার কোন
ভৎষনা করেনা কন্যা দোষ বাতাসের
নিতান্ত নিরিহ আমি নরম এ মন
নির্লজ্জ নয়ন শুধু, দোষে বয়সের।
ক্ষমায় দেখুন তবে এ ভুল বিভ্রাট
পরিচয়ে অভিজাত মনেতে বিরাট।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃ দ্রঃ কবিতাটি আমার ২০০২ সালের চতুর্দপদী কবিতার সনেট রিমেইক।

মূল কবিতাঃ

ঘোমটর অন্তরালে বসন্তের ফুল
মাথা মুখ ঢেকে রাখে শাড়ীর আঁচল
চারদিক দেখে শেষে হাঁটে ধীরপদে
শংকায় ভাবে যেন পড়ে কি বিপদে!
বেহায়া বাতাস টানে ঘোমটার কোণ
লজ্জারাঙা মুখখানি দেখতে এমন
যেন শরতের চাঁদ খসে পড়ে গেল
মর্তের কোমল কোলে যারে দেখা গেল।
ভৎষণা করেনা কন্যা দোষ বাতাসের
আর নির্লজ্জ নয়ন দৃষ্টি সাহসের
নিরুত্তর যায় চলে দূরে বহু দূরে
পিতার স্নেহের কন্যা মাতার আদুরে
কার কি আত্মীয় আর কি জানি আমার
অগ্নি প্রজ্জালক প্রেম প্রীতি সুষমার।

(দুই)

শতরূপা

শতরূপার হাসির প্রাণবন্ত রূপে
আনন্দের উচ্ছলতা দেহের কম্পন
হাসির ফোয়ারা ছুটে কাঁচ ভাঙ্গামতো
শব্দ করে চুরমার যেন কোন গ্লাস।
জন্মদিনে বন্ধুদের আনন্দের ধ্বনি
লাল পেড়ে শাড়িতে অপরূপা সাজ
গয়নায় মোড়া দেহ পায়েতে নূপুর
শতরূপা যেন এক অনিন্দ সুন্দরী।

সন্তান সুখেতে প্রীত পিতা ও মাতায়
চিন্তায়, নাপড়ে যেন পিশাচ নজরে
তাদের সন্তান কোন কূ-লক্ষ্মণে ক্ষণে।
এখানে আনন্দে বাজে বেদনার সুর
হায়না ঝাপিয়ে পড়ে মনুষ্য উপরে
লুকানো মানব রূপে ঘৃণ্য শয়তান।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

বিঃদ্রঃ কবিতাটি আমার ২০০২ সালের চতুর্দশপদী কবিতার সনেট রিমেইক। মূল কবিতা-

শতরূপা দুইগালে হাসে খিল খিল
আনন্দে উদ্বেল তনু কাঁপে থরথর
শতখন্ড হয়ে যেন ভেঙ্গে হলো গুঁড়ো
একটি কাঁচের গ্লাস ভূমিতলে পড়ে।
জন্মদিনে বন্ধুদের আনন্দের ধ্বনি
ফুটায় হৃদয়তলে বসন্তের ফুল।
সকলেই এল তারে শুভেচ্ছা জানাতে
বৈশাখের এই দিনে শতরূপা নীড়ে।

লালপেড়ে শাড়ীপরা সুললনা সাজে
নুপুর নিক্কন ধ্বনি পায়ে পায়ে বাজে।
গয়নায় মোড়া তনু রূপের মাধুরী
বিলায় দর্শক হৃদে অমৃত সম্ভার।
মেয়ের আনন্দে পিতা ভয়ে মৃত প্রায়
নাজানি কি নেমে আসে ধর্ষণ সন্ত্রাস।

(তিন)

অন্তরের ডিম

নিতান্ত কাতর কন্ঠ লজ্জারাঙ্গা মুখ
কম্পমান কন্ঠে অবরুদ্ধ ভাষা
এক গুচ্ছ পুস্প হস্তে অদূরে দাঁড়িয়ে
প্রকাশে অক্ষম নিজ অন্তর কথন।
প্রেয়সি ফুটেনা দেখি অন্তরের ডিম
লজ্জার ঠান্ডায় জমে হয়েছে কি শক্ত!
লাগবে ফুটাতে এটা আমার উত্তাপ
দাওতো পুস্পের গুচ্ছ নিজেই নিলাম।

ভালবাস খুববেশী যা হয়নি বলা
বাঁধভাঙ্গা ভালবাসা লজ্জায় আটকে
প্রকাশের পথ খুঁজে, বুঝেছি অনেক।
আমিও তোমার মতো, হয়ত বলিনি
হেরেছি তোমার কাছে এখন হারাব
তোমার প্রেমেতে প্রিয়া,ভাগ্যবান আমি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

বেদনার বেনু

আমার আঁধার হৃদে মানিক তোমার
প্রেমভাষা স্পর্শসুখ সম্ভাষণ প্রিয়
সুললিত কন্ঠস্বরে কলহাস্য ধ্বনি
প্রীতমনে আরাধ্যের সকল অর্পণ।
অখচ প্রবাশ বাসে হারিয়ে সকল
স্মৃতির ফুলের দলে অশ্রুজলে ভাসি
কত দূরে আজ তুমি কখন কি কর?
জানিনা কিছুই আমি, কল্পণায় স্মরি।

ভঙ্গুর কাঁচের মতো প্রবাস প্রস্তর
কিছুতে ভাঙ্গেনা সেতো ইস্পাত কঠিন
হতাশার চোখমেলে অপলক দেখি।
আকুল আমার মন তোমার বিরহে
কাটেনা সে দূরত্বের অভেদ্য দেয়াল
অসুখি অন্তরে বাজে বেদনার বেণু।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

তারেক ফাহিম বলেছেন: কবিতা কী যে ভালা লাইগছে, কেন্নে করি প্রশংসা ভাষা টোগাই হাইয়ের না, আন্নেরে কিয়া কইতাম অ্যাইতো জেনারেলের ভিত্তে হরি রইছি, টোগাআ টাগাই দুই-এগ্গা লিখলেও হেতেনরা হড়ে না। ভাষাগত দিক দিয়ে আন্নের জেলার লগে মিল আছে হিয়াল্লাই কইছিলাম জেনারেলদের দিকে এক্কানা ছাইয়েন, ক্যান ভাইয়া। আংগোর লাইতো মন্তব্যের কলামেই নিজ ব্লগিং প্রচার। বেশি কছু কইলে আবার কিয়া মনে করেন এন্নেও ডরের মইধ্য আছি। ও আরেক্কান কতা, সনেটের লাই আলাদা ওনে ভালা অইছে সনেট হইরতে মনে চাইলে আন্নেরে টোগাই লমু।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

সনেট কবি বলেছেন: আন্নের মন্তব্যে আঁই অনেক খুশী হইছি। আন্নের ভাবী সবরেও দেখাইছি। হেতেন কয় ওমা এতেন দেই আঙ্গো দেশীয়েনা।আঁই চিন্তা কইচ্ছি আন্নেরে লইও এককান সনেট লেইককুম। ঘটনা অইল সেক্সপিয়ার নাকি ১৫৫ সনেট লেই বিশ্ব রেকডে আছে। আঁই হিয়াত্তন বেশী সনেট লেই হালাইছি। অন আস্তে আস্তে পোষ্ট দিউম ভাবছি। নোয়াখাইল্লারা অনো নোবেল হায়ন। যদি আঁই এককান নোবেল হাই তো নেয়াখাইল্লাগ নোবেল হাওনের বিষয়টাও পূরণ অয়। আন্নে আর লাই খাস করি দোয়া করেন। কাদের ভাই বিষয়টা জানলে বালা অইতো। অন কেন্নে জানাউয়ুম যদি একটু বুদ্ধি দেন তো বালা অয়।

২| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

তারেক ফাহিম বলেছেন: আইচ্ছা চাই কিত্তাম হারি, আন্নে অ্যার দিকে চাইয়েন। কাদের ভাই’র দেশিয় চেলাবেলা দিয়ে কিছু অয়নি, জানি আন্নেরে হুনামু, ক্যান।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সনেট কবি বলেছেন: আন্নে আঁদ্দিগে চাইলে আঁই আন্নেদ্দিগে না চাই কি হারিউমনি। যাক আশা একটু দিছেন খুশী অইছি। কাদের ভাইরে কইয়েন। হেতেনে যদি আঁল্লাই কিচূ করে তো আঁই হেতেনরে লইও এক্কান সনেট লেইককুম-ইশাআল্লাহ।

৩| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

তারেক ফাহিম বলেছেন: আইচ্ছা আইচ্ছা। হেতেনের মাষ্টার লিংক নাই, তয় উপ-লিংক আছে।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

সনেট কবি বলেছেন:



ব্লগার তারেক ফাহিম

তারায় তারায় তারা ভেদরেখা টানে
তারাকে লুকিয়ে রাখে মেঘমালা হয়ে
প্রতিভা আটকে রেখে মুক্তমঞ্চ সামু
একথা কেমন যেন গোলমেলে লাগে।
তারেক ফাহিম নাম অর্থগত তারা
বাস্তবে হতেই ‘তারা’ আগমন তার
সামুর ব্লগেতে মনে সঞ্চয়নে খুশী
এখন সে মনে শুধু হতাশার ঢেউ।

আমার প্রস্তাব ছিল আমাদের দাও
পৃথক আলাদা পাতা প্রতিভা প্রকাশে
জানিনা সে কথা মডু জেনেছেন কিনা।
এ মুক্ত মঞ্চেতে মুক্তি সকলের হোক
দু’হাত শেকলে বেঁধে বাঁধভাঙ্গ বলা
নিষ্ঠুর তামাশা যেন ব্লগারের সনে।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল হয়েছে।

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪

সনেট কবি বলেছেন:



কবি মাইদুল সরকার

ছন্দবদ্ধ কথামালা সাজানো গুঁছানো
সুখপাঠ্য পরিপাটি অন্তর কথন
বিষয়ের বিচরণে সুদক্ষ অনেক
কবিতার রত্নে ভরা সাহিত্য সম্ভার।
মাইদুল সরকার কবিকে মিলাই
কবিতার রাজ্য জয়ে কেমন সে বীর
দেখলাম আছে তাঁর দারুণ দক্ষতা
কারিকুরি আবেগের যথেষ্ট সুন্দর।

কবিতার উপলক্ষ্য প্রেম ও প্রকৃতি
একে একে দেখি-পড়ি মনের তৃপ্তিতে
দেখি সব শোভাময় পাতায় পাতায়।
রুচিবান মালি এক কাব্যের কাননে
সাজালেন নানারূপ কবিতা কুসুমে
সাহিত্যের সুনন্দন শান্তির নিবাস।

৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:২১

সনেট কবি বলেছেন:


ছড়া কবি শহীদুল ইসলাম প্রামানিকের উপর চিকণ গুনিয়ার চিকন সন্ত্রাসের প্রতিবাদে লিখিত সনেট-

চিকন গুনিয়া জ্বর

চিকন গুনিয়া জ্বর গুনিয়া গুনিয়া
গিরায় গিরায় ব্যাথা ছড়ায় স্বদর্পে
হাঁটতে চলতে কষ্ট, উঠায় বসায়
জীবন পানসে হয় যন্ত্রণা কারণে।
গা ঘিন অরুচি মুখে পানিও বিস্বাদ
কঠিন কষ্টের মাঝে শীতের প্রকোপ
কাঁথাও নিতান্ত তুচ্ছ সে জ্বালা সন্ত্রাসে
মাথার ব্যাথায় রুগী সাকুল্যে বেহাল।

ছড়ার কবিরে বেটা ধরেছে জড়িয়ে
কেমন অভদ্র হলে অসভ্য এমন
ত্যাগের কাজেও কারো বিপত্তি ঘটায়?
চিকনে আছড়ে মারি এমন ইচ্ছায়
নিতান্ত অক্ষম হয়ে মনের ক্ষোভেতে
চিকনে নিপাত চাই সমগ্র সত্ত্বায়।

৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: বেশ ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

সনেট কবি বলেছেন:



ডঃ এম এ আলী

উৎসাহ, প্রচেষ্টার আলোর প্রদীপ,
সাফল্যের নির্দেশক আশার দুয়ারে,
হতাশার ঘোর কাটে ধারালো আঘাতে,
পূর্ণিমার আগমনে চন্দ্রিমা উদ্যানে।
সে রত্নের ভাল লাগা হৃদয় কুসুম
প্রস্ফুটিত হয়ে নিত্য সুঘ্রাণ ছড়ায়
সকলের ব্লগ পোষ্টে সকল সময়
আপনার মন্তব্যে, হে ডঃ এম এ আলী।

পরিপাটি আন্তরিক মহিত মন্তব্য
নির্ণায়ক হয় কারো গন্তব্য কি হবে?
সুজন যে, হয় তাতে যাত্রায় দূর্বার।
অতঃপর সাফল্যের নেশায় বিভোর
পেয়ে যায় আলোরেখা সুলক্ষ্য পূরণে
যেথা আছে বিরাজীত নিরন্ত মঙ্গল।

৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপনার রূপসী কন্যা। শব্দগুলোর সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। পড়তে তৃপ্তি, যথাযোগ্য রূপগুণ, সু-প্রহর উপস্থাপনে চমৎকার সনেটের সৃষ্টি। কৃতজ্ঞতা ও শুভকামনা প্রিয় কবিবরে

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯

সনেট কবি বলেছেন:



কবি নয়ন

নয়নের নয়নেতে নিতান্ত সুন্দর
মায়াময় এপৃথিবী কানায় কানায়
তুচ্ছনয় কোন কিছু সকল উদ্ভাস
দৃষ্টি তলে দেখিতার ভাস্বর ভাস্কর।
ওহে কবি প্রেম মনে আহ কি সুন্দর
ধরিত্রির যতসব আশ্চর্য বিস্ময়
এসবেরে কবিতায় রাখেন আপনি
মহোনীয় বর্ণনায় প্রশান্ত মনেতে।

আমাদের সাহিত্যের হেনব নক্ষত্র
উদয়েতে হয়ে মনে আমরা আকূল
আপনার কাব্য শিল্পে মোহীত সকলে।
দেশবাসী সকলের নয়ন নক্ষত্র
পাঠকের মনশোভা হৃদয় প্রদীপ
সাহিত্যের নব মঞ্চে স্বাগত হে কবি।

৮| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৩

রওশন_মনি বলেছেন: আাপনার লেখাগুলো অনেক সুন্দর। ছবিগুলোও আকর্ষনীয়।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

সনেট কবি বলেছেন:




কবি রওশন মনি

কবির কথায় ঝরে রত্ন কথা কত
সে সকল যত্ন করে রেখে দিতে হয়
আমিও স্মরণে নিয়ে আপনার কথা
প্রত্যয় সুদৃঢ় করি সুলক্ষ্য বিজয়ে।
তবে দয়াময় দয়া আরাধ্য লাভেতে
সবচেয়ে বড় অস্ত্র তাই তাঁর চাই
করুণার দান রাশি ঝর্ণার নির্ঝর
অবিরত নিত্য দিন অধমে বিস্তর।

কামনা প্রভুর কাছে সবার মঙ্গল
বিশ্ববাসী সব যেন থাকে শান্তি-সুখে
অমান্তির বীজ গুলো নষ্ট হয়ে যাক।
ওহে মনি কবি মনি, মনি কথা লিখে
সাজিয়ে রাখুন যেন মানুষেরা পায়
প্রয়োজনে, আর তাতে হোক সবে সুখী।

৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১

উম্মে সায়মা বলেছেন: সনেটে আপনার খুব ভালো হাত এসে গেছে। সুন্দর সুন্দর থিম নির্বাাচন করে আরো সুন্দর সুন্দর সনেট উপহার দিন।

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

সনেট কবি বলেছেন:




কবি উম্মে সায়মা ও মরিচিকা প্রেম

কবি উম্মে সায়মা ও মরিচিকা প্রেম
শিরনামে কি লিখব ভাবছি নিয়ত।
তবে কবিকে বলব, আপনি থাকুন,
কোনভাবেই চাইনা মরিচিকা প্রেম।
একজন বুঝবেই অপরের মন
খুঁজবেই সে মনের গভীর আশ্রয়
অতঃপর সেখানেই করবে নির্মাণ
প্রেমের ভূবন এক মোহময় কোন।

মরিচিকা প্রেম সেতো অস্পৃশ্য অসাধূ
এর বিতাড়ন চাই আমি চিরকাল,
যেন কোন ভাগ্যহতে কপাল না পোড়ে।
হে কবি উম্মে সায়মা এ দারুণ চিত্র
কবিতায় তুলেছেন বিরোহী মনের
সেজন্য ফুলের ডালি গ্রহণ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.