নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

বিবিধ সনেট (চৌদ্দ সনেট পর্ব-৫) (TSN-22)

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০



(এক)

কান্না

মৃত্যুকে ঠেঁকিয়ে দিতে পারেনি মানুষ
বেলা শেষে তারা যায় এ পৃথিবী ছেড়ে
একে একে। রেখে যায় কত শত স্মৃতি
স্মরণে সে সব, কাঁদে তাদের স্বজন।
রোগ শোক নির্যাতন রাহাজানি খুন
মারামারি কাটাকাটি দূর্ঘটনা যুদ্ধ
এসবে কান্নার রোল শুনা যায় কত
মানব কাতর কন্ঠ হতে দিবানিশি।

কান্নাকরে মানুষেরা প্রকাশে কষ্টের
তীব্রতা জানাতে অন্যে, সহযোগীতার
আবেদনে সে কান্নায় থাকে অবগতি।
অথবা সে বিজ্ঞাপনে সে জানায় তার
আছে অধিকার সম সত্ত্ববান হয়ে
সকলের মতো এই পৃথিবীর মাঝে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

সামান্য মানুষ।

সামান্য মানুষ আমি অতিক্ষুদ্রকায়
চোখ থেকে মাটি দেখি অনেক নিকটে
চৌদিকে বিরাজে এক বিশাল দুনিয়া
তাও নাকি মহাশূণ্যে বিন্দু পরিমাণ।
পায়ে পায়ে হাঁটি আমি গুটি গুটি করে
বেঁচে আছি মরে যেতে ছেড়ে দিয়ে সব
অবশেষে চলে যাব অতিকষ্টকরে
অন্যরাও সেইপথে হাঁটছে সবাই।

তবে কেন এ বড়াই মানুষেরা করে
তারাই অনেক কিছু আহা কিযে দাবী
বাস্তবেতো তারা সব সামান্য মানুষ।
করে অনুধাবন সব মানুষেরা নিজ
অবস্থান, মিলেমিশে থাকে যদি তবে
তারা হতে পারে নিজ গুণেতে বিরাট।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

অদ্ভুত মন

কতজন যায় চলে কতজন আসে
ক্ষণকালে পরস্পরে দেখাদেখি হয়ে
জড়িয়ে আত্মিয়তার বন্ধনেতে থাকে
মিলেমিশে।অতঃপর বিচ্ছেদে দূরত্ব।
যাতায়ত কালে করে ভীষণ শত্রুতা
বোধহীন মানুষেরা, করে মারামারি
ভিটে শূ্ণ্য হয়ে তাতে হয় সুনসান
নিরবতা, নতুনের আগমন তরে।

বিবাদটা বাদ দিয়ে চোখ জুড়ে দেখ
ফুরফুরে বাতাসেতে ঝরে ঝরাপাতা
আরো দেখ ফুলগুলো ঝরে ঝরে পড়ে।
তা’নাদেখে বিরোধেতে যুদ্ধযুদ্ধ খেলা
মুছাফির খানাটাতে অশান্তি বিস্তারে
হায়রে মানুষ জন কি অদ্ভুত মন।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

শান্তির প্রচেষ্টা

মানুষের কান্নাদেখে মানুষের মন
গলেনা কেমন করে, কি পাষান তারা,
পরের চোখের জল ঝরাতে বিবাদ
যুদ্ধ রাহাজানি খুন নিত্য দিন করে!
হৃদয় কঠিন হলে এমন ভীষণ
আচরণ মানুষেরা করে নিত্য দিন,
হৃদয় ভিজানো চাই এমন তরলে
যাতে উহা হয়ে যায় নিতান্ত নরম।

মানুষের সুসম্পর্কে নরম হৃদয়
হতে হবে তুলতুলে মুলায়েম আর
তাতে চাই কোমলাতা শিউলি পরশ।
সমগ্র মানবে চাই শান্তির প্রচেষ্টা
ন্যায়নীতি ধরে ধরে সুবিস্তৃত করা
সে লক্ষ্যে সকলে চাই করুক সুকাজ।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

অবিচার দূর

পশুদের পখিদের প্রাণীদের প্রাণ
করে দান, অকারণ বিনাশেতে দাও
খান্ত, ওহে পান্থ জন, এ পৃথিবী পাক
তার ভদ্র রূপ, পেতে সুন্দর প্রকৃতি।
অহেতুক কেন হবে জীবের বিনাশ?
জীবে দয়া করে হবে মানুষেরা সব
দয়াবান সুচরিত্র সেতো মন্দ নয়,
অবোধ জনের বোধ তবেতো জাগুক।

শান্তি স্রোত বয়ে দিয়ে বাসযোগ্য পৃথি
গড়াচাই সবে মিলে যৌথ আয়োজনে
তার জন্য রোখা চাই জঘন্য সন্ত্রাস।
অবিচার সন্ত্রাসের উপলক্ষ্য হয়
অবিচার দূর করে সন্ত্রাসের পথ
রুদ্ধকরে গড় সবে শান্তির পৃথিবী।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

কবি মৌমুমু ও প্রেম

বিশ্বস্ততায় অক্লান্ত নিকটস্থ থেকে
ভালবাসার সুখের পরশ ছড়িয়ে
ভরবে মনের শূণ্য কোঠা অনবরত
এমন প্রেম সন্ধানে উম্মুখ মৌমুমু।
প্রেমের যাদুকরের মিলবে সাক্ষ্যাৎ
সেজন্য অপেক্ষা চলে, কামনারা জেগে
খোঁজে সখা, কোথায় সে? কেন সে আসেনা?
তথাপি মৌমুমু তার অপেক্ষায় থাকে।

ভালবাসার জীবন সঙ্গীর কামনা, অস্থির
প্রেমিকার হৃদয়ের আকুতি, জীবন সাজাতে
বিলম্ব অকারণ এ সময় যাত্রায়।
সে যে কেন এলনা, সে কোথায় আটকে?
অন্য কারো হাতে পড়ে হারিয়ে যায়নি
কে দিবে এমন বার্তা? নিরুত্তর সব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

কবি মৌমুমুর ‘সে ছিল দৃষ্টির সীমানায়’ কবিতায় সনেট মন্তব্য-

একজন খাঁটি থেকে ভাবছে অপরে
সেকি আছে তার আর? নাকি সে অন্যের ?
সেকি বদলেছে তার মনের খোলস?
তবে কেন দূরে থেকে সে অসাঢ় থাকে?
হৃদয়ে দহন জ্বালা তাকে জানাবার
শুনাবার তাকে জমানো কথার
সবগুলো একে একে অতঃপর মন
শান্ত হয়ে শান্তি পাবে হবেনা এমন?

অনেক প্রশ্নে কভু মিলেনা উত্তর
আশাগুলো হতাশায় ডুবে অবিরত
কান্নায় ঝাপসা দৃষ্টি ক্রমে ঘন হয়।
স্মৃতির পাতায় তার উপস্থিতি তবু
বিদ্যমান থেকে যায়, সেতো সে বুঝেনা
খাঁটি প্রেম সে এমন, সে গুমরে কাাঁদে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

কবি মৌমুমুর কবিতা

ভাবতাম মূল্যহীন কবিতা লেখেন
মৌমুমু, এখন দেখি এ যেন অতুল্য
সম্পদ কবিতা রাজ্যে, যাতে হৃদয়ের
শোধন হয়ে মানুষ মনুষত্বে জাগে।
এ হতে পারে বিশ্বস্ত সম্পর্ক গড়ার
অনন্য অনুপ্রেরণা, দাম্পত্য শান্তির
নির্ভেজাল প্রশিক্ষণ, যদিবা পাঠক
কবি কবিতার মর্ম, হৃদয় পঠনে।

সুখের দাম্পত্য আনে এক যোগ একে
অনিবার ভালবাসা যা বিশ্বস্ততায়
অমলিন থাকে সদা প্রেমের আদর্শে।
কবি মৌমুমুর লেখা এমন আগ্রাসী
যাতে প্রেম প্রতারণা অস্পৃশ্য ও ঘৃণ্য
যাতে থাকে পরস্পর খাঁটি বুঝাপড়া।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

প্রেমের নছিহত

সে দেখতে অসুন্দর, তবে মনটায়
দেখ তার বিরাজিত কতটা সুন্দর
তবে তারে ভালবাস, ভালবাসা পাবে
নতুবা হারাবে তুমি, খাঁটি ভালবাসা।
সুন্দর খোলসে ভরা অসুন্দর মন
তারে ভালবেসে কারো লাভ নেই কোন
সে খোলস তোমায় যে শুধুই পোড়াবে,
ভিতর বাহির মিল হলে ক্ষতি নেই।

শান্তিপেতে হলে আগে ভিতরটা দেখ
যেথা হবে বসবাস। বাহির সেটাতো
শুধুই দেখার জন্য, তাওকি বুঝনা?
প্রেমের এ নছিহত করে কবি শুন
সর্বাগ্রে ভিতর দেখে ভালবাস গুণী
তবেতো জীবন সুখে মিলবে ঠিকানা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

কবি মৌমুমুর ‘আমি ভুলে যাই তুমি আমার নও’ কবিতার সার মর্ম

সাথী হারা রাত কাটে নির্ঘুম, বুঝেনা
সাথীর মন সাথীকে সেতো বেদনার
নীলাভ রঙের খেলা, সাথীর হৃদয়ে
চলে দূর্বিসহ, সাথী তা’যদি জানতো!
অবুঝ মন বুঝেনা সে আর এখন
নেইতার, সে অন্যের, মনের প্রবোধ
মিলেনা কোথাও খুঁজে, এমন গোহোরা
মনের হারিয়ে খোঁজা তথাপিও চলে।

যুক্ততার সুতোছেঁড়া হৃদয়ের টানে
অশ্রুর বানে ভাসিয়ে জীবন নিরন্ত
বেদনার নদীবয়ে সাগরেতে মিশে।
যেথায় ঢেউয়ে দোলে কূলে আছড়ে
সুখের অভিনয়ের প্রদর্শন চলে
যদিও সেথায় শূণ্য সে বাস্তবতায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

কবি মৌমুমুর ‘মৌ বনে মৌমাছি’ কবিতার সারমর্ম

মন ছুঁয়ে যায় কত স্মৃতি, কাতরতা
গেঁথে মনে জানেমন, তা’হারায় নাতো
কোনখানে বসে মনে, অবিচল থেকে
অক্ষয়ের তালিকায় যুক্ত হয় সেটি।
অথচ যে স্মৃতি ফুল ঝরা ফুল হয়ে
ঝরে পড়ে কুঞ্জতলে সে হারিয়ে যায়
অবশেষে নষ্ট হয়ে কিন্তু যে পাথর
স্মৃতি একবার জন্মে তা’থাকে তেমন।

বদলে যাওয়া কারো হয়না জীবনে
তার জন্য চাই শক্ত পাথরের প্রেম
তবেতো উভয় থাকে অবিচল এক।
বুঝতে হয় এ প্রেম চিরদিন তরে
তবেতো রাখবে পদ প্রেমের ভূবনে
নতুবা খাটি প্রেম যে মূল্যহীন হয়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

নাগরিক কবির প্রত্যাখ্যান কবিতায় মন্তব্য-

মানবতা চিরকাল মানবে বিরাজে
বিস্তার করে মানব মঙ্গলের চিন্তা
প্রতিটি বিবেক বোধে অথচ এখন
সে বিষয় সবচেয়ে বেশী উপেক্ষিত।
ইহকাল পারহয়ে পরকাল আসে
সেজন্য চাই সর্বাগ্রে মানব কল্যাণ
সেটি আজ ধর্মশালা হতে বিতাড়িত
হয়ে শুধু আরাধনা রূপে বিবর্তীত!

মানব কল্যান ছাড়া আরাধনা শুধু
গৃহিত হবার কথা কোথাও আছেকি?
মানব কল্যাণে তবু অনিহা থাকছে।
সবাই সমস্বরে কি চিৎকার দেব?
তবু যদি কানে পৌঁছে, তবু যদি থামে
হায়না ও জানোয়র, তবেতো মঙ্গল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

যুদ্ধ বিরোধী সনেট

যুদ্ধ নয় শান্তি চাই সকল সময়ে
পেটপুরে খেতে চাই শান্তিতে ঘুমিয়ে
নিরাপদ কর্মস্থল স্বাস্থ্য নিরাপত্তা
সকল জনের বিশ্বে বসবাসকারী।
ধর্মচাই মিলেমিশে বাঁচার তাকিদে
করতে মানব সবে নিয়ত কল্যাণ,
মতবাদে সেইমত কল্যাণ প্রত্যাশা
থাকবে সেটাই চায় নিরিহ মানুষ।

যুদ্ধ ‍যুদ্ধ খেলা করে পিশাচের দল
অপনৃত্যে পৈশাচিক আনন্দ করার
উপলক্ষ্য তালাসেতে রক্তের প্রবাহে।
মানুষের কষ্ট দেখে মানুষেরা কাঁদে
যেই হোক ধর্ম গোত্রে সে মানুষ জন
অথচ পিশাচ হাসে মানব কান্নায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

ব্লগে কবি সেলিম আনোয়ারের পাঁচ বছর পূর্তি শুভেচ্ছা-

পাঁচ বছরের পূর্তি শুভেচ্ছা জানাই
ব্লগে, আপনার ছেড়ে যাওয়া সময়
যায়নি অবশ্য বৃথা, পেয়েছে অনেক
আপনার থেকে সব ব্লগ সহযাত্রী।
বিশেষত এ সনেট কবি উন্নয়নে
আপনার পাশে থেকে সকল সময়
উৎসাহ প্রদানের বিষয়টা আমি
শ্রদ্ধার সাথে স্মরণ করি সবিনয়ে।

হে প্রিয় কবি হে প্রিয় সাহিত্যিক সদা
আপনার উপস্থিতি প্রাণ চাঞ্চল্যের
কারণ হয়ে থাকছে হৃদয়ে সবার।
আপনার অনুপ্রেরণা সমগ্রে প্রকাশে
প্রশান্তি কারণ হয়ে প্রবাহে আনন্দে
বয়ে দেয় প্রশান্তির সুছন্দ বারতা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ-উল-আযহা নিয়ে কি কোন সনেট আছে?

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

সনেট কবি বলেছেন:




রোহিঙ্গা ও ঈদ
(সৌজন্যে কবি সেলিম আনোয়ার)

রোহিঙ্গা দূঃখের দাহে ঈদের আনন্দ
কোথায় হারিয়ে গেছে পাইনা তা’খুঁজে
চোখে ভাসে অসহায় মানুষের মুখ
তাদের ঈদের নেই কোনই খবর।
মগের মুল্লুক ফের মগের মুল্লুক
হয়ে আজ পিশাচের হাসি হাসে দেখি
তাদের কেলানো দাঁত রক্তাক্ত রাক্ষুসে
কি বিকট শব্দ করে অসহায় দলে।

পৃথিবী মানব শূণ্য হয়েগেছে নাকি?
শান্তিবাদি সব আজ নাকে দিয়ে তেল
কিশান্তি নিদ্রায় মগ্ন, হতবাক হই।
জানোয়ার রক্তচোষা রক্ত করে পান
আক্রান্ত মানুষ গুলো পায়না আশ্রয়
নিজেরে মানুষ ভেবে লজ্জায় অসাঢ়।

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা অমানবিক। গনচীনের ছত্রছায়ায় মিয়ানমার এহেন অমানবিক কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে ।


তারপর ও ঈদ থাকবে.......কবিতা কি কখনই আনন্দের হয় না ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১১

সনেট কবি বলেছেন:




ঈদুল আজহা ও ক্বোরবানী
(সৌজন্যেঃ কবি সেলিম আনোয়ার)

ঈদুল আজহায় কি অপার আনন্দে
মেতেউঠে মুসলীম ক্বোরবানী দিয়ে
কার্পণ্যের, প্রিয় মাল সম্পদ খরচে,
পশু কিনে জবাই এ কোরবানী হয়।
অতপর দনিদ্রের আত্মিয়ের জন্য
বিতরণ পশুগোস্ত, পরিবার খায়
তৃপ্তিসহকারে, তাতে আত্মা শান্তি পায়
যে খায় যে খাওয়ায় উভয়েই খুশী।

ক্বোরবানী সামাজিক বন্ধনের সেতু
হয়ে সুসম্পর্ক গড়ে, পশুত্বের হয়
এতে ক্বোরবানী বড়, সুচিত্রে সুন্দর।
ত্যাগের আলোয় সিক্ত আলোকিত ধারা,
দানের অভ্যাস জন্যে অনুষ্ঠান এক
আল্লাহ দিলেন বলে ধন্যবাদ তাঁকে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: রুপা বোন এখনও বেচে আছে প্রথম পাতায়, কিছুদিন পরে
বেঁচে থাকবে স্মৃতির পাতায় !!
এটাই কী ছিল রুপার স্বপ্ন.......
এর বহিরে কিছুই নেই রুপাদের!!!
এ রাষ্ট্র আমাদের পিতার মত,
এ পিতা কি পেরেছে শেষ রক্ষা করতে রুপাকে?
গতকাল হারিয়েছি তনুকে, আজ রুপাকে,
আাগামীকাল আবার কাকে?
এ লজ্জা আমার,এ লজ্জা সবার........

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবিরের মন্তব্যে প্রতি মন্তব্য-

রূপা তনু আর যারা তাদের মতন
হারিয়েছে মূল্যবান সম্ভ্রম জীবন
হায়নার পৈশাচিক লোভের আগুনে
সে সকল হায়নায় ধিক্কার জানাই।
হায়নার লোভ হতে জনতা রক্ষায়
রাষ্ট্রের অপারগতা ক্ষমা যোগ্য নয়
সে বিষয়ে রাষ্ট্রযন্ত্রে কর্ণধার রূপে
আছে যারা তারা নিবে যথার্থ ব্যবস্থা।

রাষ্ট্রের চালক হয়ে অযুহাত খোঁজা
ছেড়ে দিয়ে দায়িত্বের ভার নিজ হতে
কে মানে? তারচে এর সমাধান চাই।
গণপ্রতিরোধ হবে সর্বত্র সেটাও
জনগন সে ব্যাপারে নিবে পদক্ষেপ
তবেতো হয়তো যদি অভিশাপ যায়!

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: এটা নিয়ে লেখা যায় কিনা দেখুন ভাই।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

সনেট কবি বলেছেন:






কবি শাহরিয়ার কবিরের মন্তব্যে প্রতি মন্তব্য-

নির্বিচার নির্যাতনে পাথর নয়ন
মানুষ মানুষ নেই পৃথিবীতে আর
দ্বিপদ পশুর দলে ভরেছে পৃথিবী
কোথাও শান্তির নেই রেণুকণা কোন।
মানুষ কুকুর হয়ে নেমেছে রাস্তায়
তা’দেখে লজ্জায় পড়ে মানুষ পালায়
দেখছে তাদের মতো তারেও দেখায়
লজ্জা সে কারণে জাগে মানব অন্তরে।

হায়না পশুর জোর বেড়ে গেছে বেশী
তাদের রাজত্বে পড়ে অসহায় হয়ে
মানুষ পালিয়ে নিজে আত্ম রক্ষা করে।
সকলেই বুঝে তার কর্তব্য অনেক
কিন্তু না পেরে তারা সে জানোয়ার সাথে
লজ্জায় ঝরায় অশ্রু অসহায় হয়ে।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইলো ভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

সনেট কবি বলেছেন:


কবি শাহরিয়ার কবীরের মন্তব্যে প্রতি মন্তব্য-

ঈদের শুভেচ্ছা কবি জানালেন ভাল
তাইমনে অফুরান আনন্দ উচ্ছাস
অনুরূপ শুভেচ্ছাটা আপনি নিবেন
বন্ধুদের সাথে সেটা ভাগ করে সবে।
দয়াময় দয়াকরে রেখে নিরাপদ
সকলের জন্য তাঁর রহমত দিন
ঈদ যেন সকলের ঈদের মতন
হয়ে উঠে আনন্দের উপলক্ষ্য বড়।

অনেকে এখন আছে কষ্টের সাগরে
আল্লাহ তাদের দিয়ে সহ্যের ক্ষমতা
রাখুন তাদের ঠিক ঈমান সম্পদ।
মানুষের কষ্টদেখে আনন্দ হারায়
সেথায় আবার করে আনন্দ তালাস
এভাবেই চলে এই আজব দুনিয়া।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাগুচ্ছ ভাল লেগেছে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

সনেট কবি বলেছেন:





কবি ভ্রমরের ডানার মন্তব্যে প্রতি মন্তব্য-

সময়ের ঘেরাটোপে কল্পনার জলে
ভেসে ভেসে ক্রমাগত আমরা হারাই
কোন অজানার পথে কে জানে সে কথা,
কে রাখে খবর কোন অচেনা যাত্রীর।
অনেকের লক্ষ্য যায় অলক্ষ্যে মিলিয়ে
লক্ষ্যপানে কোন রূপ লক্ষ্য না করেই
সে কারণে চেনা জানা না হয়ে জীবনে
অচেনা যাত্রীর ভেসে চলে মুছাফির।

ভাগ্য শুধুই সচল আল্লাহ নির্দেশে
সে হয় সৌভাগ্য লাভে ধন্য চিরদিন
আল্লাহ যে জন প্রতি থাকেন সদয়।
আপনাদের পাশে থাকা তাঁর কৃপাবসে
মনে করে মনে মনে খুশির জোয়ারে
ভেসে ভেসে করে যাই কূলের সন্ধান।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: সনেটে বক্তব্য, সনেটে মন্তব্য, অসাধারণ সনেট প্রতিভা আল্লাহ আপনাকে দিয়েছেন।

কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

ঈদের শুভচ্ছা নিবেন, প্রীয় কব।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন:




কবি তারেক ফাহিমের মন্তব্যে প্রতিমন্তব্য-

আল্লাহর দয়াদানে কৃতজ্ঞ অন্তর
এখন স্বীকৃতি চাই পরিপূর্ণ হতে
আসলে মানুষ জন খুব লোভী হয়
যত পায় তার চেয়ে আরো বেশী লাগে।
অধম মানুষ হয়ে কামনা আমার
পাগলা ঘোড়ার পিঠে আরোহণ করে
ছুটছে অধীক পেতে সম্মুখ যাত্রায়
জানিনা কি আছে লেখা কপালে আমার।

আল্লাহ ক্ষমায় যদি বরাদ্ধ বাড়ান
তবেতো লক্ষ্যের দড়ি স্পর্শে অবশেষে
হাসব জয়ের হাসি, জানি না কি হবে।
হে কবি করেন দোয় আল্লাহ সহায়
থাকেন সর্বদা যেন অধমের প্রতি
না হারাই লক্ষ্য যেন অলক্ষ্যে কখনো।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: প্রিয় কবি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

সনেট কবি বলেছেন:




কবি তারেক ফাহিমের মন্তব্যে প্রতিমন্তব্য-

প্রিয় কবি বলেছেন থাকি যেন প্রিয়
নিজগুণে আপনার সাথে পথ চলে
দক্ষিণের সাগরের মতো বহমান
থেকে চির মনভাবে বন্ধুভাব নিয়ে।
এক মাটি আমাদের হৃদয়টা এক
সে হৃদয় থাকে যেন চিরন্ত উজ্জল
দেখাতে আঁধারে পথ আলো ঝলমল
ঠিকানায় পৌঁছে যেতে হাতে হাত ধরে।

হে কবি আপনি এলে ফুরফুরে মন
যেন কি আকাশে উড়ে ঘুড়ির মতন
দূর দূরান্তের প্রতি দৃষ্টি চলে যায়।
আমরা মানুষ জন একসাথে থাকি
তাতে যদি হয় কেহ বন্ধু অকৃত্রিম
তবেতো জীবন পায় অনবদ্য গতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.