নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

বিবিধ সনেট (চৌদ্দ সনেট পর্ব-৯) (TSN-16)

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯



(এক)

কবি সানজিদা হোসেনের ‘ফিনিক্স’ কবিতায় মন্তব্য-

বীর কন্যার মতই কথা বলেছেন
যা কাম্য প্রত্যেক কন্যা কন্ঠ থেকে নিত্য
দৃঢ় চিত্তে ক্ষুরধার বাণী ও বক্তব্যে
লেখনির কষাঘাতে পশুত্ব বিনাশে।
যারা শেকল পরায় তাদের দু’পদে
শেকল পরালে তারা বুঝবে শেকলে
বিকল জীবন কত দূর্বিসহ লেগে
জীবন কেমন করে করছে বিষাক্ত।

দূর্বলে মানুষ পাত্তা দেয়না কিছুতে
কোন কালে শক্তি নেই বলে প্রতিঘাতে
সেহেতু তাদের প্রতি অবিচার চলে।
সুবিচার পেতে হলে প্রতিঘাতে তৈরী
হয়ে পশুদের দলে তাড়িয়ে ফিরতে
কন্যাদের সাহসের বাস্তবতা চাই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

রোহিঙ্গা মেয়ে

কালো রোহিঙ্গা মেয়েটি মরেই নিজেকে
দেখল জান্নাতে এক অপূর্ব উদ্যানে
নিরিবিলি বিচরণ করছে সেথায়
অপরূপা সুন্দরীর অবয়বে তার।
সম্মুখে প্রাসাদ শোভা এক এক করে
বিদ্যামান প্রাচুর্যের ভরপুর স্থানে,
খাবারের অকুলান নেই অবারিত
সেই স্থান প্রান্তরের কোথাও সামান্য।

হায়নার ধর্ষনের সেই দেহখানি
এখানে নেই যা কিনা রেখে এসেছে সে
বর্বর মাটির মাঝে সুতীব্র ঘৃণায়।
মেয়েটি ভাবে জুলুম তবে এ কারণে
সয়ে তার জাতি আসে সেই স্থান ত্যাগে
এ স্থানে এমন করে থাকতে অনন্ত!

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

রোহিঙ্গা বালক

ভাইটি পারেনি তার বোনকে বাঁচাতে
যখন জানোয়ারের দন্ত নখরের
আঁচড়ে আঁচড়ে বোন আর্তনাদ করে
নিষ্ঠুর পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছিল।
অবোধ বালক শেষে লোকদের সাথে
হেঁটে হেঁটে অবশেষে চলে আসে ছেড়ে
নিজ দেশ মাটি একা সেই স্মৃতি লয়ে
বোনের রক্তাক্ত দেহ পড়ে ছিল সেথা।

বাবা-মায় ছেড়ে তার অচেনায় থাকা
শরনার্থীর কঠিন পরিচয়ে শূণ্য
দৃষ্টিমেলে দীগন্তের হতাশায় দেখে।
এখানে বাঁচার তরে এমন কঠিন
পরিস্থিতি মোকাবেলা দেখেছে বালক
যাতে তার মনভাবে পৃথিবী নরক।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

বেআক্কেল দস্যু

মিয়ানমার দিয়েছ মানুষ না দিয়ে
কেড়ে নেয়া মানুষের আবাসন মাটি
অথচ আমাদের তো সদায় মাটির
টান পড়ে খাকে যেটা মানুষের নয়।
হে আল্লাহ মানুষের সাথে আমাদের
মাটিও বাড়িয়ে দাও মুনাজাত করি
বঙ্গপসাগরে দাও গজিয়ে বিশাল
আবাসন যোগ্য ভূমি আমাদের তরে।

হে প্রভু আপনি দস্যু মায়ানমারকে
সাগর বানিয়ে জল দস্যুদের সেথা
ডুবিয়ে মারুন করে মাছের আদার।
বেআক্কেল দস্যু ভুমি কেড়ে আমাদের
দেয় নিত্য কতগুলো বাড়তি মানুষ
কি বাড় বেড়েছে দেখ এ দস্যু দলের।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

স্বার্থের কাঙ্গাল

তোমাদের প্রতি করে জঘণ্য অন্যায়
মেরে কেটে তোমাদের কেউ করে সেটি
আর কেউ সে অন্যায়ে সমর্থন করে
সমভাবে সে অন্যায়ে ভাগিদার হয়।
পৃথিবীর মানুষেরা নিলজ্জের মতো
নিজেদের নামিয়েছে পশুদের স্তরে
অসহায় মানুষের কান্নায় তাদের
হৃদয় গলেনা আর মানুষের মতো।

বিস্ময়ে অবাক হই অবিচার দেখে
কি করে অত্যাচারীর পক্ষে কেউ যায়
তাদের কি হৃদয়েতে দয়ামায়া নেই?
মিয়ানমারী জন্তুরা কি সন্ত্রসী নয়?
চীনকে অচেনা লাগে ভারত কেমন?
স্বার্থের কাঙ্গাল দলে সভ্যতা বিলিন।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

কলাবাগান১ এর ‘কাউন্টারে দাঁড়িয়ে টিকিট
নিয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা’ পোষ্টে মন্তব্য-

লোক দেখানো না বলে দৃষ্টন্ত স্থাপন
বলায় কি অসুবিধে? নাকি এমনটা
বলাই নিয়মে আছে? নাকি তাঁর ক্ষেত্রে
এমন বলা বিশেষ নিয়ম সর্বদা?
কেউকি তাঁর মনের খবর জানেন?
নাকি হীনমন্যতায় আমাদের মন
এভাবেই আজীবন আচ্ছন্ন থাকবে?
কেটে যাক আমাদের মনের কালিমা!

প্রধানমন্ত্রী এভাবে নিজেকে আদর্শ
বানিয়ে জাতিকে পথ দেখালেন বলে
ধন্যবাদ প্রাপ্যতায় তিনি যোগ্যতম।
নেতিকে বিদায় করে ইতি পথ ধরে
আমরা এগুতে চাই সম্মুখ সমরে
জয়ীহয়ে গৌরবের গড়তে স্বদেশ।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

চাঁদগাজীর ‘বাংলাদেশ সরকারের লোকদের
কুটনৈতিক বুদ্ধি নেই বললেই চলে!’ পোষ্টে মন্তব্য-

‘মগের মুল্লুক নয় মগমুক্ত স্থান’
দারুণ প্রস্তাব দিয়ে কেড়েছেন মন
রোহিঙ্গা জন্যেতে এটি সুবিধা জনক
প্রত্যাশা এটাই হোক কার্যকর দ্রুত।
চাঁদের এ আলো মনে প্রশান্তি দায়ক
কর্তাদের কানে এটি পৌঁছক তা’চাই
রোহিঙ্গা চাঁদের আলো জোছনা প্রাপ্তির
সুযোগ লাভেতে হোক ধন্য জীবনেতে।

অভাগা জাতির জন্য পখের ঠিকানা
খোঁজায় দরদি মনে জাগুক প্রেরণা
ওরা পাক কোন এক শান্তির নিবাস।
আর কত কষ্ট পারে মানুষ সইতে
সকল মানুষ মিলে এগিয়ে আসুক
রোহিঙ্গা কষ্টের হোক স্থায়ী সমাধান।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

খায়রুল আহসানের‘সামহোয়্যারইনব্লগে
আমার ব্লগিং এর দ্বিতীয় বর্ষপূর্তি’ পোষ্টে মন্তব্য-

দু’বছর কেটে গেছে স্মৃতিলয়ে গেঁথে
কতকথা একে একে সাজানো সুন্দর,
তারা সব তারা হয়ে জ্বলছে যেমন
হৃদয় আকাশে কত ছড়িয়ে আলোক।
নিজের আলোর সাথে অপরের আলো
মিলে মিশে একাকার হয়ে আলো বেড়ে
আলোর বন্যায় যেন স্পষ্ট সব কিছু
দেখা যায় অমলিন কাঁচের মতন।

আপনার অনুভুতি মুগ্ধতায় পড়ি
সমৃদ্ধ তা’হোক আরো তৃতীয় বছর
আমাদের হয় যেন তা’পাঠ সুযোগ।
শান্তিময় হোক আরো আগামী সময়
চলুক জীবন নাও তর তর বেগে
আল্লাহর কাছে করি সদা এ মিনতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

হলুদের সমারোহ

হলুদে হলুদে ভরা সর্ষের জমিন
হলুদে ভরেছে মন পরিপক্ক রূপে
হলুদ শাড়ীতে সেথা নৃত্য বালিকার
হলুদের দৃশ্য চোখে ভাসে অনিবার।
হলুদ খবরে সব উলট পালট
হলুদের হাততালি হলুদ দৃষ্টিতে
হলুদ তামাসা দেখি হলুদ নয়নে
হলুদ পাতারা সব ঝরে ঝরে পড়ে।

হলুদ খড়েতে গড়ে কুড়ের ঘরেতে
হলুদ জীবন চলে কুঁড়ের মতন
হলুদ পাখির ডাক বিষলাগে কানে।
হলুদ বিশ্বাস গুলো বিবর্ণ ভীষণ
হলুদ হতাশা আনে ব্যর্থ এ জীবনে
হলুদ সমাপ্তি টানি বিদায় বেলায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

নায়লা হাসানের‘আমি কানাডা থেকে নায়লা বলছি’ পোষ্টে মন্তব্য-

আপনি মুক্তি পেলেও আমরা নরকে
এখনো শাস্তির মাঝে গুনছি প্রহর
নিয়ত ভেবে মুক্তির প্রত্যাশার ক্ষণ
যদিও সে সময়ের দেখা মিলছেনা।
পুলিশ ও আদালত আধমরাদের
অবশিষ্ট যা আছে তা লুটে নিতে থাকে
মরিয়া এমন যেন ওগুলো তাদের
একান্ত নিজের প্রাপ্য নিকট সময়ে।

আপনি যাদের কথা তুলে ধরেছেন
সে শ্রেণী এখানে বাঁচা দারুণ কষ্টের
জঞ্জাল সরিয়ে নিত্য অফুরান ক্লান্তি।
এখানে কষ্টের শেষ হয়না কখনো
মৃত্যু অবধি সে কষ্ট ভোগের পরেতে
তা’নিয়ে বিদায় নেয় পরপারে শেষে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

কবি সেলিম আনোয়ারের‘ চন্দ্র কথা’ কবিতার ছায়া অবলম্বনে-

অপসরা আড়ালে থাকে অভিমানে তার
প্রিয়তমে ছেড়ে দিয়ে শূণ্যতার মাঝে
অহেতুক যন্ত্রণায় তার হৃদয়ের
আঙ্গিনায় কন্টকের সমারোহ গড়ে।
কি নিষ্ঠুর এক খেলা বিরহে বিস্তারে
হৃদয়হীনার মতো অনুচিত ত্যাগে
মায়া মমতার প্রেম ফুল দলে নিত্য
মাড়িয়ে অথচ প্রেম ছিল যে উদ্ভাস।

একদা প্রেম যমুনা নদের পূর্ণিমা
জোয়ারে ভাসানো নায়ে অমাবশ্যা একি
আরাধ্য কখনো কারো হতে পারে প্রিয়া?
তারচে আবার হয়ে পূর্ণিমা-চন্দ্রিমা
জোছনা বিলিয়ে তোল সুখের জোয়ার
প্রেমনদে যেন ফের সাগর অবদি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট


(বার)

জানাপিকে নিবেদন

জানাপি জানেন কিনা আমাদের মনে
আপনি আসন করে কেমন আছেন?
আমাদের ইচ্ছে করে আপনার স্নেহ
মমতার বাণী পেতে নিজের লেখায়।
আমার সনেট সংখ্যা ছাড়াল এখন
জিকোয়েমো লিন্টিনির ওয়াল্ড রেকর্ড
সে আপনার সামুর কারণে হয়ত
এ লেখায় আপনাকে সে কথা জানাই।

এখন স্বীকৃতি পাব কিভাবে জানিনা
আপুনি আপনি যদি সেপথ দেখান
তাহলে এ মন পাবে আনন্দ সাগর।
মানুষ পারেনা একা করতে কিছুই
সহায়তা চাই তাই বীনিত অন্তরে
জানিনা মিলবে কিনা আপুনির সাড়া।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনে

(তের)

রাজসোহানের‘বিষ্ময়ে চেয়ে থাকে নিঃস্বতা’ কবিতার সনেট রিমেইক-

অথচ রোদ্রের পরে সুন্দর দিনের
অন্তহীন রেখা গুলো কেটে গেছে ধিরে
ডুবিয়েছে তারে যেন মালয় গভীরে
এখন সেথায় সেতো আছে নিরুদ্দেশ।
এরপর কাশবন ছোঁয়া ও পায়নি
সে হাসেনি শরতের স্নিগ্ধ চন্দ্রিমায়
জীবনানন্দ বিষাদ রাতের রুটিনে
কোন চোখ আর তাকে বিশ্বাস দেয়নি।

এরপর তারাদের সাথে হলো প্রেম
তাই পড়ে গিয়ে সেও তারা হলো শেষে,
তার মিথ্যেরা এখন তারাদের মতো।
অভাগার অপ্রাপ্তিরা উজ্জ্বল - অজস্র
তারাদের মতো যেন উজ্জ্বল্য ছড়ায়
যেথা অমলিন কষ্ট হিসেবে অগণ্য।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনে

(চৌদ্দ)

আরিফ রুবেলের‘আজি হতে শত বর্ষ পরে’ পোষ্টে মন্তব্য-

আজি হতে শত বর্ষ পরে থাকবেনা
অভাগা দেখার জন্য তখন কি হয়,
হতচ্ছাড়া পৃথিবীর মানব সমাজে
ভাল কিবা মন্দ কোন কি জানি কে জানে?
আপনার অনুমান সঠিক হবার
অথবা না হবার কি সম্ভাবনা আছে,
সে কথা ভাবছি মনে নিরিবিলি বসে,
যদিও তা চোখে দেখা হয়ত হবেনা।

সামুর বয়স বেড়ে হয়েছে দূর্বল
এখন লাঠির ভরে চলছে সেজন্য
না মরে থাকুক বেঁচে করছি প্রার্থনা।
মালিক মডুর দেখা সহজে মিলেনা
সামুর চলন চলে নিজের গতিতে
আমরা যা পাই তাতে সন্তুষ্ট থাকছি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

সনেট কবি বলেছেন:




কবি বিলিয়ার রহমানের‘রোমেরোয়াইনের আমন্ত্রণ’ কবিতায় মন্তব্য-

রোহিঙ্গা কষ্টের ভেলা ভাসে বিশ্বময়
প্রতিটি মানব মনে অবিরত আর
দানবেরা অট্টহাস্যে ফেটেপড়ে রক্তে
নেশা মিটিয়ে নির্দয় অন্তর উল্লাসে।
কবি বিলিয়ার আসে আত্ম গোপনের
পন ভেঙ্গে নির্যাতীত মানুষের পাশে
দাঁড়িয়ে জানাতে তাঁর প্রতিবাদী ভাষা
ধন্যবাদ কবি এই মানবিকতায়।

রাখাইন মগ দস্যু দানব দমনে
সময়ের ন্যার্য দাবী উচ্চরিত হোক
প্রতিটি কন্ঠের মধ্য হতে অনিবার।
মানবতা জেগে উঠে হয়ে একত্রিত
দানব বিনাশে হোক উদ্দৌগী সকলে
আমরা সবাই চাই এর প্রতিকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

সনেট কবি বলেছেন: আপনার উপস্থিতি অনেক আনন্দের

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার কোন সনেট মোটামুটি হয়েছে বলতে পারলাম না ।। সবগুলো সনেট সুন্দর করে লিখেনে ।



শুভ কামনা রইলো ভাই ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

সনেট কবি বলেছেন:





কবি শাহরিয়ার কবীরের ‘শিরোনামহীন’ কবিতার ছায়া অবলম্বনে-

আঁধারের মধ্য হতে আলোর প্রকাশে
হতাশা বিনাশে কোন উপলক্ষ্য হবে
এমন প্রত্যাশা করা অমুলক নয়
যদি খোলে ভাগ্য দার হয়ত কখনো।
সময় চলবে তার নিজস্ব নিয়মে
আশা হতাশার কোন তোয়াক্কা না করে
তথাপি সে সময়ের সাথে পা মিলিয়ে
এ গিয়ে যেতেই হবে প্রত্যাশা পূরণে।

বিরহের দিন শেষে শুনা যায় কোন
মিলন বাঁশির সুর, যোগ্যতার বলে
ভাগ্য এসে অবশেষে দুয়ারে দাঁড়ায়।
রণজয়ী বীর চলে মহা পরাক্রমে
করতে সমর জয়, হারতে সে বীর
জানে না ত্যাজ দীপ্তির স্বীয় মহিমায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.