নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

চিত্র-বিচিত্র , সস ৩৯

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯



(এক)

শান্ত ময়নার গল্প (পর্ব-১)

শান্ত সুবোধ ছেলেটি হঠাৎ উদাও
তার হাত ধরে তার তেপান্তর যাত্রা,
বহুদিন আগে দস্যি মেয়েটির জন্য
যে তাকে বাধ্য করেছে একান্ত এ কাজে।
ছেলে বউ না গ্রহণে ছেলেকে হারানো
মায়ের শোক চলেছে আমরন কাল,
তথাপি ছেলে ফিরেনি দস্যি মেয়েটির
প্রেমের মূল্য চুকাতে আলো আধাঁরিতে।

দস্যি মেয়েটি মৃত্যুর হুমকি প্রদানে
কাবু করেছে শান্তকে, তাতেই অশান্ত
মেয়ের সাথে শান্তর এমন প্রস্থান।
শান্ত ময়নার দেখা মিলে অবশেষে
জানা গেল ভাল আছে তারা দাম্পত্যের
জুটি বদ্ধ জীবনের প্রিয় আঙ্গিনায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

শান্ত ময়নার গল্প (পর্ব-২)

তাদের মনের মূল্য বুঝেনি স্বজন
সেজন্য তারা দেয়নি তাদের অবুঝ
মনের গভীরে গড়া প্রেমের স্বীকৃতি
সেজন্য সে অভিমানে হারিয়েছে তারা।
যদিও নিজেরা তারা পেয়েছে তাদের
নিজেদের অমলিন প্রেমের সাক্ষাৎ
যার ফল্গুধারা বয়ে তাদের জীবন
রাঙ্গিয়ে দিয়েছে নিত্য সুখের ঝলকে।

অভিভাবকদের কি মানতে নেই এ
অবোধ মনের কোন প্রানান্ত আকুতি
লজ্জা ভেঙ্গে যা তাদের মুখ থেকে ঝরে।
অশান্ত ময়না আর শান্ত দম্পতির
জীবন থামেনি কারো অস্বীকৃতি জন্যে
যা অভিভাবকদের মানা ভাল হতো।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

ন্যায়-নীতি

এই আছে এই নেই এইতো জীবন
কোথায় হারিয়ে যায় চেনা জানা লোক
হৃদয়ে তাদের জন্য অফুরান শোক
আসেনা কখনো আর তারা হেথা ফিরে।
এখানে কখনো নেই নিরন্ত জীয়ন
মরণ মেঘেতে ঘিরে দ্যুলোক-ভূলোক
বিদায় পরওয়ানা আসে না ফেলতে পলক
দু’চোখের পাতা এক না করতে পেরে।

খুশিতে এখানে এসে প্রস্থান কান্নায়
ক্ষণিকের উপস্থিতি সম্পর্ক সকল
একে একে গড়ে তোলে সবে ছেড়ে যায়।
সামান্য সময় ভেদে সফল বিফল
কেউ হাসে কেউ কাঁদে জগতের রীতি
উচিত এখানে মানা শুধু ন্যায়-নীতি।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

এস এম মিজানুর রহমানের‘ ভালোবাস ‘ কবিতায় মন্তব্য-

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি বেশ
অটুট থাকুক এটি বিচ্ছিন্ন না হয়ে
প্রেমাস্পদে বেঁধে দৃঢ় প্রেমের আগলে
যেন তারা কাছাকাছি থকে আজীবন।
ভালোবাসাবাসি রেশ চলুক চলুক
বয়ে অনিবার স্রোতে ভাসাতে প্রেমের
দরিয়ায় দু’জনায় প্রেম জোছনায়
সুখের ফল্গুধারায় নিরন্ত নিঃশেষ।

তুফান না ভাঙ্গে যেন সে প্রেমের বাাঁধ
সে মত করে গড়তে হবে শক্ত করে
প্রেমের অটুট বাঁধ শক্ত প্রতিজ্ঞায়।
প্রেমেতে চাইনা কাঁচ যা ভেঙ্গে নিমিসে
আনছে মরন ডেকে, সেথায় ইস্পাত
কঠিন বাঁধন কাম্য সাফল্য আশায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

কবিতা পাঠ

কবি কবিতা শুনায় পাঠকে দড়িতে
বেঁধে অতঃপর দেখে পাঠক ঘুমিয়ে
পড়েছে না শুনে তাঁর অনন্য কবিতা
নিজ বিচারে আপন মনের গভীরে।
এখন কবিরা পড়ে নিজের কবিতা
কবি কবি ভাব নিয়ে নিজেকে ভাবতে
কবি এ কালের এক বিদগ্ধ মনীষী
যদিও তার কবিতা পাঠকে পড়েনা।

কতক ভাবছে মডু পড়বে কবিতা
অতটা বোকা নয় সে পড়ার ভানেতে
অনুমানে কাজ সেরে দায় সারে তার।
মডুর ফাঁকির ঝাঁপি চেপে পার পায়
কতজন আর কত বসে থেকে গনে
এক দুই তিন হতে গনায় পন্ডিত।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

মাকার মাহিতার‘ছবি ব্লগঃ ব্যক্তিগত ক্যামেরায় তোলা’ পোষ্টে মন্তব্য-

পাঠক খরার যুগে দেখাদেখি ভাল
উল্টে ভালই দিলেন সবুজ প্রকৃতি
কত আর একভাবে দেখাদেখি চলে
পড়া বাদ দেখা উল্টা দারুণ সুন্দর।
কাজ নেই খই ভাজ একালের কাজ
ধান্দায় আল্লার বান্দা আন্দা হয়ে থাকে
ভাবতে ভাবতে ব্লগ নাড়াচাড়া করা
খানিক দেখায় তাতে সময়টা কাটে।

ছবিগুলো মন্দ নয় সাদা মাটা সব
এমন অনেক ছবি দেখেছি জীবনে
আবার আবার দেখে নয়ন স্বার্থক।
মন্তব্যে উল্টা মাথায় চমকায় মন
কি ভীষণ কি ভীষণ ভীষণ দারুন
দেখে তাই ভাবলাম কবিতায় বলি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

ভুয়া মফিজের‘হাসির উপর ওষুধ নাই - ২’ পোষ্টে মন্তব্য-

না হেসে পারিনি ভুয়া জেনুইন হাসি
ভুয়ার পোষ্ট পড়ায় কিভাবে বেরুল?
সেটাই ভাবছি বসে চুলকিয়ে মাথা
বেকার কাজের ফাঁকে মন্দ নয় এটি।
পৃথিবী জ্ঞানে বিজ্ঞানে চলছে এগিয়ে
আমারা সেথায় বসে হাসাহাসি করি
থাকতে স্বাস্থ্য ও সুখে চলতে পিছনে
সেথায় প্রত্যহ ঝোটে নতুন সমস্যা।

আমার কথাকে রেখে ভুয়া হিসেবেতে
আশাকরি মনে কোন হবেননা রাগ
খোশমনে আশা করি এড়িয়ে যাবেন।
পরিশেষে ভুয়া এক দিচ্ছি দাওয়াত
আমার বাসায় এসে বেড়িয়ে যাবেন
এ ভক্তের অন্তরের সন্তুষ্টি বিধানে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

পাঠক ও চাঁদগাজীর পোষ্ট

বেশী ভাল পোষ্ট সামু তোলেনা বাজারে
লোকের কূদৃষ্টি থেকে রক্ষায় সে সব
সযতনে সামু রাখে সে সব লুকিয়ে
চাঁদগাজী সে দশায় এখন আছেন।
গাজীর পোষ্ট পড়েছে পাঠক নেশায়
বিষয়টা এড়ায়নি মডুর সুদৃষ্টি
সে কারণে মডু দল বাজারের থেকে
গাজীর সুন্দর পোষ্ট রাখছে দূরেতে।

এ দিকে পাঠক দল মাথা কুটে মরে
না পেয়ে গাজীর পোষ্ট কেউ ছিঁড়ে চুল
তাদের ব্লগের পাঠ হয়েছে পানসে।
সে জন্য গাজীকে বলি ভক্তের নিমিত্তে
কিছু কিছু পোষ্ট দিন কাট-ছাঁট করে
তথাপি পাঠক মন প্রশান্ত থাকুক।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

ফিল্ড মার্শালঃ এর‘বিয়ে নিয়ে বিখ্যাতদের বিখ্যাত কিছু উক্তি’ পোষ্টে মন্তব্য-

দারুণ সুন্দর পোষ্ট ফকফকে সাদা
সবার সকল উক্তি লুকায়িত আছে
পাঠক গুগল খেকে খুঁজে নিলে সব
একে একে জেনে যাবে কে বলেছেন কী!
শুনেছি বোবার নাকি কোন শত্রু নেই
সে হিসেবে পোষ্ট খানি অবশ্য উত্তম
শত্রুদের জব্ধকরা এ পদ্ধতি বেশ
এ পোষ্ট কিছুতে নয় কোন ক্লান্তি কর।

নামে গুনে মিল পেয়ে লেগেছে দারুন
কি সুনাম করব সে পাচ্ছিনাতো ভাষা
আহা কি চমৎকার সুখ পাঠ্য বটে।
দিনেতে এমন পোষ্ট দেয়া যায় ঢের
শিরনাম খানিকটা ছোট করে দিলে
পড়তে হবেতো আরো অনেক সহজ!

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

হাজার সনেট

এক হাজার সনেট লিখে সনেটের
হাজারি ক্লাবে নিজের নামটা লিখাতে
অনেক ইচ্ছে করছে, ভাবছি হবে কি
সে ইচ্ছে পূরণ বেঁচে থেকে সে পর্যন্ত?
আমার কপাল বড়, চুল উঠে উঠে
এখন টাক মাথায় মাথাটা কপাল
হয়ে কি ভীষণ কান্ড হয়েছে দেখছি
আর দেখেই চলছি মাথার কপাল।

মনের অনেক আশা হতাশা চাদরে
ঢাকাপড়ে ডাকাডাকি করছে আমায়
তথাপি আমি শুনছি আশার আশ্বাস।
এভাবে একদিন কি অবশেষে কিছু
আশা আসলেই হবে পূরণ আমার
নাকি অহেতুক খেটে মরছি সর্বদা?

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

ঠ্যঠা মফিজের‘শুধু মাত্র ইহুদি বিদ্বেষের কারনে প্রায়
৬০ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল’পোষ্টে মন্তব্য-

জাতিগত বিদ্বেষ বিশ্ব শান্তি ক্ষেত্রে
মারাত্মক বিপর্যয় ঘটাবে সর্বদা
তার থেকে মানুষের রক্ষা পেতে হলে
এর থেকে সকলের দূরে থাকা ভাল।
বিদ্বেষ পোষন হবে অপরাধী ক্ষেত্রে
সে হোক যে ধর্মমত প্রতিরোধ তাকে
অবশ্য করতে হবে মানব শান্তির
নিমিত্তে সমগ্র বিশ্বে সম্মিলিত ভাবে।

অপরাধ নেই যার তাকে শাস্তি দেয়া
কোন কালে নয় কভু সোয়াবের কাজ
এ ক্ষেত্রে গাজীর মত প্রণিধান যোগ্য।
সকল মানব দেহে কষ্ট সুখ আছে
সকলের অধীকার নিশ্চিতকরনে
একসাথে সকলের কাজকরা ভাল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

কাজী ফাতেমা ছবির‘একটু দ্বিধাগ্রস্থ হও নর........’কবিতায় মন্তব্য-

কামনার কূ-অনল নিভে হোক ছাঁই
নারীদের খুশীমুখ আমরা কি চাই?
মা বোন ও মেয়েদের অসম্মান যেন
না হয় সে খেয়ালটা মনে নেই কেন?
নারী হলো শান্তিরশ্মি সুখের ঠিকানা
কেন হয় সে নারীরা আচারে অচেনা?
মায়েদের জাতটাকে যে ভাবেতে রাখ
সে চোখে কি নিজ মাকে কোন দিন দেখ?

কানা দল নানা হয়ে নাতনির সাথে
হাত ধরে হাঁটে দেখ কত দূর পথে
এভাবে নারীর দল পুরুষের প্রাণ।
নারীতে জড়িয়ে আছে ফুলের সুঘ্রাণ
সম্মানে যদি ধরে সে কোমল হাত
ঝরবে অঝরে তবে সুখের প্রপাত।


# ছন্দঃ পয়ার
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

কাল্পনিক ভালবাসা

ভালবাসা কেন হায় এত কাল্পনিক
গরু খোঁজাখুঁজি করি পাইনা লেঙ্গুড়
কোথায় লুকিয়ে থাকে গর্তের ভিতর
আমায় দেখলে নাকি সে পালায় দূরে?
মন্তব্য করলে সেতো দেয়না উত্তর
কোন অভিমানে আছে এমন গুটিয়ে
পাইনা কিছুতে খুঁজে মনের কিনার
কপাল আমার বড় নিতান্ত খারাপ!

সকলেই দেখে সেতো দেখেনা আমার
কোনই কবিতা তার দুটি চোখ মেলে
জানিনা কি করবে সে আমি মরে গেলে।
এতকাল বাড়ী তার বেড়াতে এসেছি
মেহমান বলে কোন পাইনি কদর
কোনকালে পাবকিনা জানিনা সে কথা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

অবনী মনির‘সু-শিক্ষক দিবস’ পোষ্টে মন্তব্য-

শিক্ষকের স্থান হলো অনেক উপরে
কে আর সে কথা মেনে তাঁরে মান্য করে?
অনেকে এখন তাঁর অপমান চায়
স্বীকার করেনা তাঁর জ্ঞান ঋণ দায়।
একালের ছাত্রগন চক্ষু লাল করে
শিক্ষকেরে অপমান করে পথে ধরে
তাদের মনেতে নেই মান ও ইজ্জত
ছাত্র পরিচয়ে আছে অনেক অসৎ।

অবশ্য কতক আছে মানুষের ছাও
আর সব পশু হয়ে মনুষ্য উদাও
অনেক শিক্ষক আছে মনে ব্যবসায়ী।
শিক্ষাক্ষেত্রে নিম্নমানে অনেকেই দায়ী
সব মিলে বিষয়টা হতাশা জনক
তবুও নড়েনা কারো বিবেক টনক।

# ছন্দঃ পয়ার
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পনের)

আমার মেঝ ভাইয়ের মেয়ে ফারিয়া ইয়াছমিনের
কবিতার সনেট রিমেইক-

জীবন মানে

জীবন মানে নয়তো কান্না অশ্রু জল
নয়তো শুধুই হাঁসি অনবদ্য রূপে
জীবন মানে দু' য়ের মাঝে অবিরাম
চলবে রেশারেশির নানা চিত্র নাট্যে।
জীবন মানে নয়তো নিগুঢ় আঁধার
নয়তো শুধুই আলো সূর্য ও চাঁদের
জীবন মানে দু' য়ের মাঝে সমঝোতা
কাটবে সময় ভালো সুখের ধারায়।

জীবনে ফুল ও কাঁটার মাঝে পথ করে
খুঁজতে হবে নিজের সুখের ঠিকানা,
দমে গেলে চলবেনা কোন অবস্থায়।
দুঃখ-কষ্ট বিস্তারিত হবে জীবনের
প্রতিটি ক্ষেত্রে তথাপি এড়িয়ে সে সব
জীবন রাঙ্গাতে হবে নিজস্ব উদ্দমে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট


(ষোল)

স্বপ্নের ফেরিওয়ালার‘ওমেরা খাতুনের শুভ বিবাহ’ পোষ্টে মন্তব্য-

ওমেরার বিয়ে সেতু দারুণ ব্যাপার
অবশেষে মেয়েটার বিয়ে হবে জেনে
মনে বহে শরতের মধুর বাতাস
কলিমদ্দি বেচারার চিন্তা দূর হোক।
পাত্রপক্ষ আবার না যৌতুকের দাবী
তুলে বসে সে চিন্তায় মনে সুখ নেই
দিনকাল যে রকম কখন কি ঘটে
সব কিছু ঠিক ঠাক হয়ে গেলে ভাল।

আপনি মশায় যদি চান্দা চান তবে
মুশকিল হয়ে যাবে দেবার বেলায়
সে কালে দাওয়াতের মজা যাবে চলে।
কার্ডের দাওয়াতের গিফ্ট কিনায়
খরচের কথা ভাবি পড়বে কেমন?
যাক তবু ভালকাজ হোক ভালভাবে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সতের)

নাঈম জাহাঙ্গীর নয়নের‘নিঃশেষ’কবিতার’
প্রায় অংশের সনেট রিমেইক-

কত স্বপ্ন ভেঙ্গে যায় পূর্ণতা না পেয়ে
চাওয়া অপূর্ণ থাকে চাওয়ার আগে
অসাধ্য হয়ে সাধ যে মনে থেকে যায়
নীরবে ভাসে ইচ্ছেরা বেদনার নীলে।
শ্রাবণধারায় অশ্রু চোখের নদীর
বহে হৃদয় সাগরে জলোচ্ছাস তেজে
ভাসিয়ে নেয় জীবন কচিকাঁচা স্বপ্ন
চাওয়া পাওয়া শূণ্য অস্থির এ মন।

হৃদয় ভাঙ্গার খোঁজ রাখেনাতো কেউ
নিরবে ডুবে হৃদয় বেদনা সমূদ্রে
মনব্যথা আর্তনাদে চাপাপড়ে থাকে।
কালা মানুষেরা হয় কতটা বর্বর
স্বার্থপর বাস্তবতা নিষ্ঠুর অনেক
ঝাপসা করছে দৃষ্টি মনুষ্য ভাবনা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আঠার)

গেমুর‘অপুর্ণাঙ্গ ব্লগ পোস্ট - একটি গেমু পরিবেশনা!
{অধারাবাহিকতার আরেক দৃষ্টান্ত!!!!!!!!!!}’পোষ্টে মন্তব্য-

সাহসী সন্তান নিয়ে আলোচনা চলে
জনতার মুখে মুখে, গেমুও কলম
ঝালিয়ে নিল সে কথা তুলে কলমের
খোঁচায় খোঁচায় তার, অনবদ্য ভাবে।
মায়ের কোলে ফিরুক সাহসী সন্তান
শুধানুধ্যায়ীদের কে খুশিতে ভাসিয়ে,
তার আলোচনা যেন তার উপস্থিতি
আরো প্রানবন্ত করে রইল প্রত্যাশা।

সত্য মিথ্যা খবরের টানাটানি চলে
ক’দিন ধরে ব্লগের পাড়া-মহল্লায়
আলোচনা জুড়ে থাকে সাহসী সন্তান।
সে যাই হোক অন্তত সকলের মনে
দৃঢ় স্থান করে নিতে পেরেছে অনেক
সে কথা দিবা লোকের মতই উদ্ভাস।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(উনিশ)

ডঃ এম এ আলীর ‘মহাসাগর তলে আগুন, আগুন তলে ভুগর্ভে
বিশাল মহাসাগর :বিধাতার অপরূপ সৃস্টি রহস্য’ পোষ্টে মন্তব্য (৩) -


এসেছি আলী স্যারের বিশেষ জ্ঞানের
ক্লাশের ছাত্র হিসেবে নিজের জ্ঞানের
পরিধি বাড়াতে তার জ্ঞানের সাগর
হতে নিরিবিলি নিতে জ্ঞানের রতন।
স্যার গড়েছেন এক বিশ্ব বিদ্যালয়
নিজের ব্লগ বাড়িতে অতীব যতনে
যা স্যারের ছাত্রদের মনের মতন
পছন্দের এক বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান।

ছাত্রদের জন্য স্যার অনেক খাটেন
সেজন্য আল্লাহ তাঁর মঙ্গল করুন
আল্লাহর দরবারে এ কামনা করি।
স্যারের আয়ু বাড়ুক এমন কাজের
মাধ্যমে আরো মানব মঙ্গল সাধন
করার জন্য নিজের মনের আনন্দে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বিশ)

তথাপি সহজ বলে

তোমরা হয়ত ভাব সনেট লেখায়
এ আর এমন কষ্ট কি আছে? এটাতো
সাধারণ কবিতার চেয়েও সহজ
যা অল্প ক’টি লাইনে শেষ করা যায়।
আমিও তাই ভাবছি তোমাদের সাথে,
সহজ বলেই কিনা এ পথে আসেনা
সেরা কবিদের দল এপথ মাড়াতে
অহেতুক, তারা যায় অন্য পথে চলে।

সহজ বলেই কিনা এপথে হাঁটচি
আমি নিশিদিন একা, তোমরা দেখনা
আমার কবিতা গুলো হাতে নেড়ে চেঁড়ে।
এদিকে বেড়ে উঠছে হতাশা তরুর
চারা ক্রমান্বয়ে ঘিরে আমার উদ্দম,
তথাপি সহজ বলে হাঁটা থামছেনা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(একুশ)

অমানুষ

বিরস মনেতে আছি অসার ভূবনে
এখানে মানুষ আছে মানুষ রূপেতে
তাদের অনেকে নেই মনুষ্য গুণেতে
চরিত্র গুণেতে তারা জানোয়ার প্রায়।
যে সকল জন লিপ্ত ধর্ষণ ও খুনে
অপরাধ দোষ নয় যে সবের মতে
নীতিবান যারা কেউ পারেনিকো হতে
তাদের মানুষ নাহি কভু মানা যায়।

মানুষ, মানুষ হয় আচারে বিচারে
অপরের প্রতি তার দয়ামায়া থাকে
মানুষ, মানুষ নয় নামের প্রচারে।
কতজন কতভাবে কতস্বপ্ন আঁকে
তাদের প্রত্যাশা যারা করছে বিফল
তারাতো পশুর মতো বিবেকে বিকল।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ।
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বাইশ)

কবি নতুন নকিবের‘বাইতুল্লাহর মুসাফির (পর্ব-১)’ পোষ্টে মন্তব্য-

আপনি দেখে এলেন ভেজা চোখে প্রিয়
ক্বাবা যাতে পড়ে থাকে আল্লাহর মন
অনবরত খুশিতে ভরপুর হয়ে
দেখায় আবেগ নিজ বিনয়ী বান্দার।
প্রভু দেখে বান্দাদের দলে দলে হেথা
আগমন, যারা সব আবেগ তাড়িত
কৃতজ্ঞ মনের মাঝে জড়িয়ে আচ্ছন্ন
আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে সর্বত্র।

আমাদের প্রিয় কবি গিয়েছেন সেথা
সেজন্য শুকরিয়ার নিমিত্তে অন্তর
বিনম্র যাতে প্রত্যাশা হোক তা’ কবুল।
পরিশেষে নিজ মনে অনুরূপ জাগে
কামনা, নিজ নসিবে সৌভাগ্য ঝুটার
আল্লাহর ঘরখানি স্বচক্ষে দেখার।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তেইশ)

বাজপেয়ীর কবিতার সনেট ভাব অনুবাদ-

কোন রাতে ঘুম ভাঙ্গে আমার চোখের,
জেগে ভাবি যে বিজ্ঞানী পরমাণু অস্ত্র
আবিষ্কার করেছিল তারা হিরোসিমা
নাগাসাকির খবরে কি করে ঘুমাল?
তারা এত প্রাণহানি অনুভব করে
এটাকি ভাবেনি তারা যা করেছিলেন
তার ফল কোনভাবে মানুষের জন্য
ভাল না হয়ে ঘটেছে উল্টো অকল্যাণ।

কল্যাণ হলে সময় দাঁড় করাবেনা
তাদের কাঠ গড়ায়, আর অকল্যাণ
হলে ইতিহাস ক্ষমা করবেনা তাদের।
আবিষ্কার হতে হবে মানব কল্যাণে
নতুবা বিজ্ঞান হবে বিবেচিত এক
জলজ্যান্ত অভিশাপ মানব মানসে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চব্বিশ)

(অজানিতার ‘পাশে থেকো কবিতায় সনেট মন্তব্য’)

অজানিতা জানালেন পাশে থাকা গল্প
একাকিত্ব যন্ত্রণায় যারা ভোগে তারা
তারা নাহি হয়ে থাকে সুখে আত্মহারা
সেজন্য ঝোটাতে হয় বান্ধব-বান্ধবী।
বন্ধুত্বে আনন্দ বেশী কষ্ট থাকে অল্প
হৃদয় আকাশে তারা হয়ে থাকে তারা
সেথা হতে তারা দেয় সুখের ইশারা
জীবন কালেতে এটা সময়ের দাবী।

অজানিতা পেয়েছেন পুস্প ঘ্রাণ-শোভা
প্রিয় বান্ধবীর সাথে এখন দূরেতে
থেকেও বিলায় সেতো আলোকের প্রভা।
বন্ধুহীনে বেদনার করুন সুরেতে
মনে হয় এ জীবন কাটছে বৃথায়
সেজন্য বন্ধুত্ব চায় অন্তর আত্মায়।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত কবিতা এত সনেট কি ভাবে এত তাড়াতাড়ি লিখেন। ভাল লাগিলো কবি ?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

সনেট কবি বলেছেন:





মোঃ মাইদুল সরকারের মন্তব্যে প্রতি মন্তব্য-

আল্লাহর ইচ্ছা সব তাঁর দয়া গুণে
কথা ফুল কলি সব মনে উঠে ফুটে
আমি শুধু তুলে তুলে মালা গেঁথে ফেলি
আর তাতে হয়ে যায় সনেটের মালা।
মানুষ শুধুই পারে করতে সাধনা
সাধনার মান বুঝে প্রভু করে দান
সে রকম, প্রাপ্য যার যে রকম হয়
তেমনটা দেন প্রভু নিরপেক্ষ ভাবে।

সে জন্য দেখাযায় অলৌকিকতায়
সবধর্ম মত লোক আছে বিদ্যমান
মানুষ যাদের ভুলে বলে ভগবান।
অথচ এমন নয় ঈশ্বরের গুণ
গুণেতে অসীম প্রভু সাকুল্য মাত্রায়
সামান্যে ঈশ্বর মানা মস্তবড় ভুল।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনি স্বাধীনতাকে মুল হিসেবে রেখে একটি কাব্য লিখলে সেটা দীর্ঘকাল স্হায়ী হবে।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সনেট কবি বলেছেন:




চাঁদগাজীর মন্তব্যে প্রতি মন্তব্য-

স্বাধীণতাকে কাব্যের বিষয় বানালে
সে হবে চমৎকার কাব্যিক বিষয়
আপনার এ ধারণা দারুণ লাগল
পছন্দ হয়েছে এটি সেজন্য কৃতজ্ঞ।
নিজ দেশ মাতৃভূমি ভাষা স্বাধীণতা
লেখার বিষয় হলে মনের আবেগ
সহজে মিলবে জানি কাব্যের বেলায়
কাজেই আপনার এ প্রস্তাব গৃহীত।

এখন অন্য বিষয়ে প্রচেষ্ট চলছে
দেখি কী সাফল্য আসে অতঃপর এর
পরে হবে ভিন্নচিন্তা লেখার বেলায়।
মনেতে উচ্ছাস আছে ঢের বিদ্যমান
তা’যদি উদ্দম হয় তাহলে চলবে
অনবদ্য প্রচেষ্টার সৃষ্টি উম্মাদনা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যিই কথাই বলেছেন কবি।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

সনেট কবি বলেছেন:




মাইদুল সরকারের‘সেই দু'টি চোখ’ পোষ্টে মন্তব্য-

কবিতা দু’হাত ধরে নিয়েছে ভিতরে
চমকিত হয়ে দেখি আমরা দু’জন
একত্রে সেথায় আছি মৃদু আলাপনে
পারিনি না পড়ে শেষে কবিতার প্রেমে।
কবি তারে সাজায়েছে মনোযোগ দিয়ে
তাতেই কবিতা হলো এমন সুন্দরী
মুগ্ধ না হয়ে কারো কি থাকছে উপায়?
মার্জনা করুন কবি এ পরকিয়ায়!

আপনার পরিশ্রমে কবিতা এমন
হৃদয়হরনী হয়ে টানছে পাঠকে
মায়াময়ী যেন কোন স্বর্গীয় অপ্সরা।
ইচ্ছে করে কবিতারে সাথে নিয়ে যাই
পরের সম্পদ বলে কষ্টে যাই ছেড়ে
তথাপি ও চোখ দু’টি জ্বলছে হৃদয়ে।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আগামী বইমেলায় কোন বই বেরুচ্ছে কি, কবি?

আপনার লেখার প্রতি একরাশ সম্মান ও ভালোবাসা থাকলো।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬

সনেট কবি বলেছেন:





সত্যপথিক শাইয়্যানের মন্তব্যে প্রতিমন্তব্য-

সে ইচ্ছায় নিয়মিত চলছে প্রচেষ্টা
আল্লাহর নাম নিয়ে লিখছি সনেট
নিরানব্বই হলেই বুঝব এগলো
প্রচেষ্টা অনেক দূর, পরে অন্য কাজ।
ইফাবাকে প্রকাশক হিসেবে কামনা
করছি যদিও সেটা কতটা সফল
হবে জানিনা এখনো তথাপি প্রত্যাশা
ডালপালা মেলে বেড়ে উঠছে নিরন্ত।

প্রথম পুস্তক নিয়ে খাটছি অনেক
আনুসাঙ্গিক কাজও চলছে সে সাথে
দোয়াচাই সকলের, সাফল্যের জন্য।
হয়নি হবে এখন দেখছি কি হয়
জানি চেষ্টা সাফল্যের অন্যতম শর্ত
সেজন্য চেষ্টা করছি মনপ্রাণ দিয়ে।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

উম্মে সায়মা বলেছেন: কিছু সনেট আগের মত অন্ত্যমিল রেখেও লিখতে পারেন ফরিদ ভাই।ভালোই লাগে কিন্তু পড়তে।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

সনেট কবি বলেছেন:





উম্মে সায়মার মন্তব্যে প্রতি মন্তব্য-

কেউ কেউ অন্তমিল পছন্দ করেন
আর কেউ করেন না সে জন্য আমার
দু’রকম প্রষ্টো চলে তবে বর্তমানে
অন্তমিল বাদ দিয়ে লিখছি অবশ্য।
অন্তমিল দিতে হলে সে ছক আবার
মগজে তুলতে হবে, বাদ দিতে হবে
চলমান ছকখানি সেজন্য ভাবছি
অন্তমিল ছক পরে মগজে তুলব।

একটা কাব্য লিখছি এরপর সেটা
প্রকাশের প্রচেষ্টার খাটাখটি আছে
অনেক কাজ করার অনেক ঝামেলা।
আপনার অনুযোগ মাথায় থাকল;
সে ছক মগজে তুলে আবার চলবে
ইনশাআল্লাহ ফের তেমন প্রচেষ্টা।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: ফরিদ ভাই আপনি ব্লগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন নাকি?? অনলাইনে পাওয়া যায় কিন্তু কোন ব্লগার এর সাথে সংযোগ নাই।
সনেট ছাড়া ও আপনার ব্যক্তিগত রাজনৈতিক ও ধর্মীয় চিন্তাভাবনা গুলো লিখুন ভাই।

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১

সনেট কবি বলেছেন:





কলিমদ্দি দফাদারের মন্তব্যে প্রতিমন্তব্য-

আমি সক্রিয় থাকছি সনেট কবিতে
পূর্ব আইডিতে আমি জেনারেল আছি
মডু চায়না বলেই বিরত লেখায়
তারা না চাইলে আর কি করার থাকে?
ফেবুতে সচল আছি এখানে অচল
এরাই অচল করে রেখেছে সেজন্য
আমি আর পারছিনা এখানে সচল
হতে নিজে থেকে আর কি আর করার।

আমি লিখি তা’ চায়না কর্তৃপক্ষ মডু
তাদের কর্তৃত্ব মেনে নিশ্চুপ থাকাটা
শ্রেয়তর মনে করে এ হাল আমার।
আপনারা লিখছেন পড়ছি সেগুলো
ব্লগের উন্নতি হোক নিরন্তর কাম্য
অনুপস্থিত না হয় থাকলাম আমি।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি ইতিহাস করতে চলেছেন...

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

সনেট কবি বলেছেন:




ভ্রমরের ডানার মন্তব্যে প্রতি মন্তব্য-

মানুষের জ্ঞান লাভে যদি অবদান
রাখতে পারি তাহলে মনের আনন্দে
আকাশে উড়তে ইচ্ছে করবে অথবা
উড়ে বেড়াতে চাইবে মন ফুলে ফুলে।
আমার কথায় যদি মানুষেরা ভুলে
হানাহানি মারামারি গরমিল যুদ্ধ
সবে মিলেমিশে থাকে তাহলে কাটবে
মনের সারাটা বেলা সুখে ও শান্তিতে।

আপনি ইতিহাসের কথা বলেছেন,
সে ইতিহাস মানুষে, মানুষ বানালে
মন্দ হবেনা পৃথিবী শান্তিতে থাকায়।
আমার এ ইতিহাস যদি হয় যুদ্ধ
থামিয়ে দেবার কোন ইতিহাস তবে
হোক সে ইতিহাস এ পৃথিবী বাঁচাতে।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার কবিতা নিশ্চয় চুরি হচ্ছে না....

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৬

সনেট কবি বলেছেন:



ভ্রমরের ডানার মন্তব্যে প্রতি মন্তব্য-

লজ্জায় বলা হয়না, আমার জীবন
সঙ্গিনী(কবিতা)চোর চুরি করেছিল
ধরেছিল বিলিয়ার সে মহান চোর
যার আমার কবিতা ভাল লেগেছিল।
নায়কের মত তার চেহারাটা ছিল,
তবু হাড় জির জিরে রোগা পটকার
কেউ নেয়নি সঙ্গিনী, সেজন্য গর্বীত
আমি সে চোরের প্রতি, যথেষ্ট কৃতজ্ঞ।

এরপর থেকে আর তালাসে নামিনি
কারণ বেটা আমাকে থামাতে পারবে
এমন যোগ্যতা তার হবেনা হয়ত।
আমি কাব্য ছাপালে সে বলবেনা এটা
তার লিখিত কবিতা এ আমার নয়;
সে ক্ষণিকের বাহবা নিল এ পর্যন্ত।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



তবুও কিছু করা কি উচিত হবে না...

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

সনেট কবি বলেছেন:




ভ্রমরের ডানার মন্তব্যে প্রতি মন্তব্য-

আপনাদের কাজের যৌক্তিকতা আছে,
যাতে চোরেরা হয়ত খানিক লজ্জিত
হলেও হতে পারে এ অভিযান ফলেে
আর তাতে যদি তারা ভাল হয় ভাল।
আমাদের জনপদ চোরে ভরপুর,
পূরনোর পরে আসে নতুনেরা নিয়ে
নব চুরি উম্মাদনা, গৃহস্থ্য অতিষ্ট
যেমন ডানার দেখি ঢের আহাজারি।

আপনার কবিতারা বেস সুনসান
পরিপাটি বলে চোরে লোভে পড়ে যায়
সেজন্য তারা এমন চুরি করে থাকে।
পুরান থেমে নতুন গজোবে ভেবেই
অসহায় হয়ে আমি বিরত থাকছি
সাথে অনেক আলস্য আমায় থামায়।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

বিলিয়ার রহমান বলেছেন: এত্তো সনেট!!!

সনেটের প্লাবনে মারা যাব যে কবি!!:)

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

সনেট কবি বলেছেন:




কবি বিলিয়ার রহমানের মন্তব্যে প্রতি মন্তব্য-

মেয়ে বল্ল এতো গদ্য, বল্লাম সে জন্য
গদ্যের কি অধিকার নেই সে হবেনা
সনেট? কেন এখানে পাবেনা আশ্রয়
সাহিত্যের জনপ্রিয় এ শাখা গৌরবে?
মেয়ে বল্ল, তবে তাই হোক এ কামনা
করি সর্বান্ত করণে এগিয়ে চলুক
সনেট, গদ্য রাজ্যের পথে ও প্রান্তরে
কাননে কাননে বীর ভেসে নিরন্তর।

কবি সখের এ কারু গড়ি একা মনে,
কি হয় না হয় সেতো জানিনা এ মনে
আপনাদের সন্তুষ্টি একান্ত কামনা।
প্লাবন হলেও পলি যদি বয়ে আনে
তবে ফলবে ফসল দেশের মঙ্গলে
এখন সে অপেক্ষায়, দোয়া করবেন।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আবারো সনেট!! :P

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

সনেট কবি বলেছেন:



কবি বিলিয়ার রহমানের মন্তব্যে প্রতি মন্তব্য-

মগজের র‌্যামে আছে সনেট উঠানো,
একটা সনেট কাব্য লিখছি সেজন্য
এ তোলা, নামালে ফের উঠানো কঠিন
অন্য লেখা বাদ দিয়ে সনেটেই ব্যাস্ত!
আপনি বিরক্ত হয়ে পড়েছেন কবি?
কিন্তু আমি অপারগ কারণ আমার
কিছু একটা করার তাড়না তাড়ায়
সে জন্য ছুটছি লক্ষ্যে, ক্ষমা করবেন।

কাব্যের কাজে পড়েনি আজ হাত মোটে,
কথার পিছনে ছুটি বাছ বিচারেতে
তথাপি অনেক কথা পছন্দ হয়না।
পছন্দ করে লিখছি কথা কলিদের
তথাপি যেন তাদের পছন্দ হয়না
দোটানার টানাটানি কষ্টকর অতি।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
উনিশটটি সুন্দর কবিতার সমাহার ,
আপাতত প্রিয়তে নিয়ে গেলাম
সবগুলি পাঠে আবার আসব ফিরে।

শুভেচ্ছা র্‌ইল ।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

সনেট কবি বলেছেন:




ডঃ এম এ আলীর মন্তব্যে প্রতি মন্তব্য-

স্যার আপনি এখানে এসেছেন দেখে
অনেক ভাললাগল, আবার প্রিয়তে
নিলেন পোষ্ট এ জানা অনেক সুখের
ফিরে এসে পড়বেন, এটা সুখবর।
লেখায় পাঠক পেলে লেখকের মনে
আনন্দ আসে নদীর জোয়ারের মত
আর পাঠক না পেলে ভাটার টানেতে
মনের পানির স্তর নীচে নেমে যায়।

স্যার দোয়া করবেন যেন পাঠকেরা
আমার লেখার মান বাড়াতে খানিক
সহায়তায় থাকেন উদার মনেতে।
মাঝে মাঝে কেন জানি ক্লান্তি জেঁকে বসে
সুগভীর হতাশায় মনের উপর
সেজন্য আপনার দোয়া কামনা করছি।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

তারেক ফাহিম বলেছেন: প্রীয় সনেট কবি, কেমন আছেন।
আমার প্রতি রেগে আছেন মনে হয়।
যতসম্ভব চেষ্টা করেও বিফল এই আমি,
তাই বলে কী প্রেরণা কমবে, তা কী করে মানি।
অনেক দিন হলো প্রেরণা পাই না আপনার
ব্লগেও পাইনা সে ধর্মীয় লেখার ভান্ডার।


১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

সনেট কবি বলেছেন:





তারেক ফাহিমের‘শিক্ষক আমার সামুজি’ কবিতায় মন্তব্য-

বাস্তবিক প্রতিভার বিকাশেতে সামু
ঢের অবদান রেখে চলছে নিয়ত
পরস্পরের লেখায় ভাব বিনিময়ে
যার জন্য পেতে পারে ধন্যবাদ তারা।
এখানে এসে আমার জ্ঞানের ভান্ডার
অনেক সমৃদ্ধ হয়ে আমাকে করেছে
অনেক পূর্ণতা দান সেজন্য এস্থান
হয়ত আমায় টানে চুম্বকের মতো।

নানান মতের সব মানুষেরা এসেে
এখানে ঝগড়া করে আবার তাদের
মিল হয় পরস্পরে এ ভিন্ন সাধের।
মনথেকে বলি সামু ভালবাসি বলে
ফিরে আসি বারবার তোমার উঠনে
মনের কথা অপরে করতে প্রকাশ।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৮

সনেট কবি বলেছেন: প্রিয় কবি কি আর করব। আমার ভাগ্য ওজনে খুবভারি উপরে উঠতে পারছিনা। বরাবর নীচেই পড়ে আছি।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: মুড়ি মুড়কির মত সনেট ফুটছে আপনার তপ্ত কড়াইয়ে (কী বোর্ডে)!

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

সনেট কবি বলেছেন:





কবি খায়রুল আহসানের মন্তব্যে প্রতি মন্তব্য-

স্যার কি এমন লিখি, সামুর নজরে
এখনো পড়েনি মোটে তথাপি লিখছি
কোন এক দিন যদি তাদের নজরে
পড়ে সেই ভরসায় চলছে আরকি!
আমি নানা প্রচেষ্টায় তাদের সুদৃষ্টি
এদিকে ফিরাতে চেয়ে সফল হইনি
এদিকে ঢের কবিতা লেখা হয়ে গেছে
তথাপি তাদের তাতে মনতো গলেনি!

প্রথম পাতায় কত লেখা আসে দেখি
শুধু আমার লেখাই সেথায় দেখিনা
না চলার মত চলে অচল কবিতা।
যাক স্যার কি বলব আপনার দোয়া
কামনা করছি যদি তাতে কাজ হয়
যদি ছাড়ে জট তবে খুব ভাল হবে।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি সনেট ও বিভিন্ন জনের বিষয়ে লেখা কবিতাগুলি পাঠ করলাম ।
এগুলির বিষয়ে কিছু বলা বেশ কঠীন । সবগুলিই হয়েছে চমতকার
আছে তাতে হালকা চটুলতাসহ গুরু গম্ভীর কথামালার বাহার ।
কবিতার মত দেখায় এমন কিছু কথামালা আমার ব্লগ হতে
তুলে দিলাম নীচে কবির প্রতি ভক্তের চাওয়ার প্রকৃতি
কিছুটা বুজাতে, তবে এটা সকলের জন্য সর্বাংশে
প্রযোয্য নয় সে কথা বলে রাখলাম আগেভাগে!!

কবিতায় যা হয় বলা
করে কি কবি তা বিশ্বাস
সবিই যে তার কাল্পনিক
বিশ্বাসে পাঠক পায় ধিক।

ভক্ত পাঠকের হৃদয়ের সাড়া
কবি মনে দেয়নাক নাড়া
পাঠকের অনুরাগ সকলই
তার পদমূলে মাটিতে লুটায় ।

ভক্তের বিশ্বাসটুকু যায়না উবে
লুটানোর পরেও মাতে উৎসবে
মহা সমাহারে করে আয়োজন
জানাতে তাকে মহা অভিনন্দন।

শুধী সমাবেশে কবির ভাষণ
ভক্তের হৃদয়ে বাজে ভীষণ
ইনিয়ে বিনিয়ে সুন্দর ভাবে
যখন বলেন অতি কথন ।

কবিতার পাদমূলে লিখা কথাটা
জানান দেয়া হয় সোজাসাপটা
কবিতা শুধুই যে বিমুর্ত গাথা
নেই তাতে নীজের কোন কথা।

কবি নীজকে করে গোপন
পরকে করতে চান আপন
ভক্তকুল চায় যখন কবিমন
দেয় জানান দুরেই থাকুন ।

ভাল বাসিলাম যত কবিগনে
সকলেই ভেবে হয় ব্যকুল
ধরা দিতে গিয়ে একজনে
হারাতে নাহয় শত ভক্তকুল ।

অজুহাত জ্বলেপুরে হবে কাত
অন্ধ ভক্তকে জানায় পরিস্কার
দুরে আছেন দুরেই থাকুন
সেথা হতেই নমস্কার করুন ।

ভক্ত থাকে তবু শক্ত
দেয় মন কবিতার বাঁকে
পাওয়া না পাওয়ার কথা
দেয়না কোন ব্যথা তাকে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

সনেট কবি বলেছেন:



ডঃ এম এ আলীর মন্তব্যে প্রতি মন্তব্য-

স্যার আপনি মন্তব্যে আপনার কথা
উপস্থাপন করেছেন যা ভাললেগেছে
সেই সাথে দিয়েছেন নিজের কবিতা
যা পড়েছি মনদিয়ে বুঝার নিমিত্তে।
কাব্য ভাল হতে এতে সাধনা লাগবে
লাগবে ভাবনা দল বিস্তৃতি অনেক
অতঃপর কথা গুচ্ছ থেকে কথা তুলে
সেগুলো সাজাতে হবে পরিপাটি করে।

কবিতা অনেকে লেখে যেটা পাঠযোগ্য
হতে এতে প্রয়োজন অনেক কিছুর
নতুবা পাঠককুল পায়না আনন্দ।
অবশ্য সব পাঠক এক স্বভাবের নয়
এজন্য কবির লেখা উচিৎ সর্বাগ্রে
তারপর পাঠকের চিন্তা দরকার।

১৬| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরে লেখা আপনার এ কবিতাটি অনেক উচ্চ মাত্রার হয়েছে
পাঠে হলাম খুবই প্রিত , কবিতা এমনি হওয়া উচিত যেন পায় তা সার্বজনিনতা
পাঠে সকলেই যেন মনে করে এটা তার নীজেরই কথা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.