নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার বিবর্তন, সস - ১

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮



অনি এভাবে হাঁটেনা ইলিয়ে বিলিয়ে
ওর বিয়ে হচ্ছে হোক তুই বেঁচে থাক
ঝুলতে মন চাইলে সামনেই ঝুল
তোর শেষ বেলা দেখি, তবুও শান্তনা!
কি বন্ধু দড়ি ঝুলায় কেমন লাগল?
আগামিতে কচু গাছে, বেশ নিরাপদ!
বিরহের কবিতায় ভাবের সাগরে
ভেসে ভেসে করে যাবি স্মৃতি রোমন্থন?

কি লাভ করিলি বন্ধু, লসে বেলা শেষ
তারচে সোহাগী ভাল, কানে কম শুনে
দেখতে পেত্নির মতো, বিয়ে করে ফেল!
কেউ তারে নিয়ে যাবে সেই চিন্তা নেই
তার থেকে ভালবাসা পাবি বেশুমার
ভালবাসা আর নয়? বেশ তাই হোক!

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

ধ্রুবক আলো বলেছেন: বেশ তাই হোক!! খুব সুন্দর লাগলো +

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যে প্রিয় কবিকে পেয়ে অনেক ভাললাগল। অ-নে-ক ধন্যবাদ!

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন +++



প্রথম পাতায় আপনাকে স্বাগতম ।


কেমন আছেন ফরিদ ভাই?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

সনেট কবি বলেছেন: আপনি যখন বলেছেন তখন মনে একটু ভরসা পাচ্ছি। ভাবছি এতদিন পরে প্রথম পাতা পেয়ে খুশিতে না আবার হার্ট ফেল করে মরি। তবে মরার বেশী আশংকা অনুভব করলে মেয়েদের বলে যাব আমার কবরে যেন লিখে দেয় ‘হেয়ার স্লিপ্ট সনেট কবি, হি ওয়াজ প্রমোটেড ফ্রম ওয়াচ টু সেফ’।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

ফয়সাল রকি বলেছেন: ভাল লাগলো। +++

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: আপনার তিন তিনটা প্লাস আমারো ভাললাগল। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসবে একজনকে, বিয়ে করবে তাকে, যার কোন কুলগতি নেই? একি ভালোবাসার সারমর্ম?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

সনেট কবি বলেছেন: সেই জন্যইতো সে ও কথা বলেছে। শেষতক তার ভালবাসার রুচিটাই উঠে গেল। সে আর ভালবাসার কথা মনেও করবেনা!

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্যারেডি কবিতা। ভালো লাগল। আচ্ছা এটা কি সনেট?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

সনেট কবি বলেছেন: বলেছিলাম সনেট নিকে সনেট ছাড়া লিখব না। তাই মনে হয় তেমন কিছু একটা লিখেছি শাহাদাৎ ভাই। সত্যি বলতে কি আপনার কথা আমার সব সময় মনে থাকে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর সুন্দর!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

সনেট কবি বলেছেন: আমার পোষ্টে প্রথম মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বন্ধুর কথায় কান দিসনে, প্রিয়কে না পেলে একা থাক। ভালো থাক।
ভালো লেগেছে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যটাও দারুণ ভাল লেগেছে। আমার পোষ্টে আপনার প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম সুপ্রিয় কবিবর

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

সনেট কবি বলেছেন: শেষমেস চলেই গেলেন প্রিয় কবি!মনে পড়ে সেই গানের কথা ‘চলেই যদি যাবে তবে এসে ছিলে কেন’। একটু ব্যস্ত আছেন বলে মনে হয়। যাক তবু মনে রেখেছেন সেজন্য কৃতজ্ঞ।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: প্রথম পাতায় স্বাগতম, এবং একই সাথে অভিনন্দন ও শুভেচ্ছা!
কেউ তারে নিয়ে যাবে সেই চিন্তা নেই
তার থেকে ভালবাসা পাবি বেশুমার
- বাহ! নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে কি ভালবাসা কমে যেত?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

সনেট কবি বলেছেন: নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে ভালবাসা কমে না বরং হারাবার ভয় বাড়ে। দিনকাল যা পড়েছে!

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্যস্ত তো একটু এখন থাকতেই হয় শ্রদ্ধেয় কবিবর। তার সাথে জীবনের কঠিন দুঃখময় সময় পার করছি।
কিছুদিন আগে আমার ছোট ভাইটি মারা গেছে। মানসিক ভাবে অনেকটাই বিকারগ্রস্ত এখন।
দোআ করবেন ভাই, বড় একা হয়ে গেছি ভাই .....

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮

সনেট কবি বলেছেন: ক্ষমা করবেন প্রিয় কবি। আপনার এমন কঠিন শোকের কথা জানা ছিল না। আল্লাহ আপনাকে স্বভাবিক থাকার তাওফিক দিন। আর আপনার ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন-আমিন।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @ নয়ন ভাই, আপনার ভাই মারা গেছে শুনে খুব কষ্ট পেলাম। আল্লাহ তার বিদায়ী আত্মাকে জান্নাতবাসী করুন-- আমিন।।।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

সনেট কবি বলেছেন: কবি নয়নের শোকে মনটা খারাপ হয়ে গেল!

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: @নাঈম জাহাঙ্গীর নয়ন,
আপনার ভ্রাতৃবিয়োগের কথা জেনে ব্যথিত হ'লাম। আল্লাহ রাব্বুল 'আ-লামীন মরহুমকে মা'ফ করে দিন এবং তাকে জান্নাত নসীব করুন। আপনাকে এবং পরিবারের সবাইকে সবর দান করুন!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: এমন অবস্থায় নিজেকে স্বাভাবিক রাখা আসলেই খুব কঠিন। আল্লাহ তাঁকে নিজেকে সামলে নেওয়ার তাওফিক দান করুন-আমিন।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা লিখা শ্রমসাধ্য কাজ। সনেট লিখা আরো শ্রমসাধ্য। তারপরেও অনেকে সনেট লিখে। হয়ত কবিতাকে আত্মায় ধারণ করার কারণে। আপনি লিখে চলুন অবিরত।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: অন্য কবিতায় আমার তেমন দখল নেই। যা একটু এটাই লিখি। কিন্তু শব্দ গোঁছাতে গোঁছাতে ভাব যে কোন ফুটো দিয়ে পড়ে যায় টের পাইনা। যাক আপনি দোয়া করবেন আমার তলা ফুটা হাঁড়ির জলবৎ তরলং ভাব যেন পড়ে না যায়।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

কাছের-মানুষ বলেছেন: জেনারেলের পদ থেকে ইস্তফা দেবার জন্য অভিনন্দন কবি!

কবিতা চমৎকার হয়েছে বিশেষ করে এই লাইন দুটি
" কেউ তাকে নিয়ে যাবে সেই চিন্তা নেই "
"ভালবাসা আর নয়? বেশ তাই হোক "



১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: আপনি কাছের মানুষ। বলেছেন যখন তখন না হয় বিশ্বাস করলাম ভাল হয়েছে। ওয়াচ পদে আমি ইস্তফা দেইনি। কাভা ভাই আমাকে ওয়াচ পদ থেকে বরখাস্ত করে নিরাপদে বাইরে বেরুবার সুযুগ করে দিয়েছেন। আহা সেকালে পোষ্ট দিয়ে বসে থাকতাম কেউ আশার অপেক্ষায়। আহারে আমার সেকাল!

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সুপ্রিয় শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যার ও শাহাদাৎ ভাইয়ের আন্তরিক কামনায়।
ব্লগে অনেকই ভাইটির অসুস্থতার খবরটা জানতেন। চিকিৎসা মোটামুটি অনেক চেষ্টা করেছিলাম। শেষমেশ বেঙ্গালুর নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ্ তবুও নিয়ে গেল ভাইটিকে। বড় একা হয়ে গেলাম ভাই ....।

শ্রদ্ধেয় কবি, দুঃখিত হওয়ার কিছু নেই, আমি কাউকে জানাইনি ব্যাপারটি। ব্লগে কয়েকজন জানেন মাত্র।
আপনাদের দোআ আমার ভাইয়ের জন্য অনেক প্রাপ্তি।

কৃতজ্ঞতা সকলের প্রতি, আপনার প্রতিও অনেক শ্রদ্ধা কৃতজ্ঞতা সুপ্রিয়

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

সনেট কবি বলেছেন: প্রিয় কবি সত্যি বলতে কি, বিষয়টি অনেক বেদনার। কামনা করি আপনি যেন শোক কাটিয়ে উঠতে পারেন।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭

কাছের-মানুষ বলেছেন: কবি নাঈম জাহাঙ্গীর নয়ন, আপনার ভাইয়ের সংবাধ শুনে খারাপ লাগল। আল্লাহ তাকে ক্ষমা করুক এবং জান্নাত নসীব করুক।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন - আমিন।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

জীবন সাগর বলেছেন: সুন্দর বলেছেন। আত্ম হত্যা মহাপাপ, তবুও অনেক ছেলে মেয়ে অকালে ঝরে যাচ্ছে একটা ভুল ভাবনায়

আপনার সনেটে সুন্দর বুঝিয়েছেন কবি। মুগ্ধতা রইল

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

সনেট কবি বলেছেন: এসব পাগলামী বিষয়ে ব্যপক সচেতনতা তৈরী জরুরী। সেই সাথে জনগনকে কর্মমুখী করতে না পারলে আমাদের দেশ কোন দিন উন্নতি করতে পারবেনা। বেদরকারী লেখা না লিখে প্রত্যেক লেখেকের অসংগতি এবং কর্মমুখী জীবনের বিষয়ে লেখা উচিত বলে আমি মনে করি। সে হিসেবে পারফেক্ট লেখক হলেন চাঁদগাজী। যদিও কিছু বিষয়ে তাঁর সাথে অনেকের মতভেদ রয়েছে।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২১

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগলো সনেট কবি ভাই। অনেকদিন পর একটা ভিন্নধর্মী সনেট লিখলেন।
শুভ কামনা।

নয়ন ভাই, আল্লাহ আপনার ভাইকে জান্নাতবাসী করুন... আমিন।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

সনেট কবি বলেছেন: প্রিয় কবি দোয়া করবেন যেন এমন কিছু লিখতে পারি যা দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। ব্লগে অনেকেই মান সম্পন্ন বেদরকারী লেখা লিখে থাকে। আমি মনে করি তারচে মানহীন দরকারী কথা অনেক ভাল।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কবিতার মূলবক্তব্য সুস্পষ্ট । ভালো লিখেছেন সনেট কবি ।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪

সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনি সহ অনেকের কারণে আমি হয়ত লেখায় কিছুটা উন্নতি করতে পারছি । সেজন্য এমন উপকারী সকলের প্রতি আমি যারপরনায় কৃতজ্ঞ।

২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অভিনন্দন কবিবর! প্রথম পাতায় স্বাগতম। আপনাকে শুধু কমেন্টে পেতাম, এখন পোস্ট করতে দেখে ভাল লাগছে। কবিতা সুন্দর হয়েছে। পুনশ্চঃ নাঈম ভাইয়ের জন্য সমবেদনা।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকল। দোয়া করবেন সামু যে সুযোগ দিল তা’যেন যথাযথ কাজে লাগাতে পারি। আর কারো সময় নষ্টের কারণ যেন আমি না হই।

২১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

সনেট কবি বলেছেন: ভাললাগা ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

২২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সনেট কবী ভাইকে প্রথম পাতায় স্বাগতম।
এই প্রথম দেখলাম সনেট কবির কবিতা।

কবিতার সারমর্ম অনেক ভালো লাগলো প্রীয় কবি।

ভালো থাকবেন চিরন্তন।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

সনেট কবি বলেছেন: দোয়া করবেন প্রথম পাতার আয়ুকাল যেন অনেক দীর্ঘ্য হয়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ ভালো , নিস্চয়তা তো রইলো ।

সুখের চেয়ে স্বস্তি ভালো .

লেখায় ভালোলাগা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

সনেট কবি বলেছেন: সুখের সাথে স্বস্তিও যে অনেক দরকারী সেটা অনেকেই বুঝতে চান না। অবশেষে দেখা যায় অস্বস্তির হাত ধরে সুখটাও পালিয়ে যায়। আর তখন কেঁদে বুক ভাসালেও লাভ হয় না।

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮

প্রজ্জলিত মেশকাত বলেছেন: এই নামে আমি সামুতে বেশ আগে একটা কবিতা প্রকাশ করেছিলাম। নামটা ছিনতাই হয়ে গেল।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২

সনেট কবি বলেছেন: কমন বিষয়ে একাধীক কবিতা থাকা অস্বাভাবিক নয়। যেমন ‘মা’ নামে অনেক সাহিত্য কর্ম রয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

কানিজ রিনা বলেছেন: নাইম জাহাঙ্গীরের সাথে সম বেদনা রইল।
সম্প্রতি আমার বোনের দুইটা ছেলের বড়
ছেলেটা ঢাকা মেডিকেল থেকে মেধা তালিকায়
কৃটিক্যাল মেডিসিনে চান্স পায়। হঠাৎ ব্রেন
হেমারেজ। ১২ দিন আই সি ইউ তে থেকে
শেষ বিদায় বাবা মা ছোট ভাইটা পাগল
প্রায়। একদিন ছোট ভাইটাকে পাওয়া যায়না।
খুজতে দেখা গেল ভাইয়ের কবরে বসে আছে।
ভাই হাড়ানোর বেদনা যে হাড়ায় সে বোঝে।

ছনেট কবির সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬

সনেট কবি বলেছেন: কবি নয়ন এবং আপনি দু’জনের ঘটনাই নিদারুণ শোকের। আল্লাহ আপনাদেরকে শোক সহ্য করার তাওফিক দান করুন। পরিশেষে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.