![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
-মনটা খারাপ কেন? খুলে বল শুনি!
-না খুলে বল্লে হয় না? লজ্জা করে খুব!
-তা’হবে তা’হবে বল, শুনছি এখন
-মেয়েটা খুব জ্বালাচ্ছে, কি উপায় করি!
-কি করেচিস এমন, কেন সে জ্বালায়?
-ভালবাসি বলেছি যে, তাতেই বিপদ!
এখন সে ‘বিয়ে কর’ বলছে অযথা
আমি শুধু ইয়েটাই করতে চেয়েছি।
-তোমাকে বাঁধছি কেন? বাঘের খাবার
তোমাকে বানাব তাই, কুকুরের বাচ্চা!
ভালবাসি বলে কর প্রতারণা শুধু?
-ছেড়ে দে ছেড়ে দে ভাই, মাপ কর ভাই
-কাজী আসছে সে সাথে আসছে সবাই
বিয়ের পরেতে মাপ, তার আগে নয়!
# পত্র
জানু (আদরের টুনি)
হৃদয়ের রক্তজবা পলাশ শুভেচ্ছা
সেই তুলাতল আজ খালি পড়ে আছে
তুমি নেই বলে সব শূণ্য মরুভূমি
কোথায় হারিয়ে গেলে ভালবাসা ফেলে?
হাঁসদের প্যাঁক প্যাঁক শব্দে মাথা ধরে
প্রতিদিন হেথা এসে একা বিড়ি টানি
এইমাত্র শুনলাম নতুন প্রেমের
কারণে আমায় ভুলে এ হাল তোমার।
তোমার মুরগী প্রেম বুঝেছি এবার
আজ আর এক প্রেমে জীবন চলেনা
হারান সময় গুলো আমারে কাঁদায়।
বিবাহ করব সিগ্র ভাবছি এবার
ভুলব অতীত সব যা ছিল হৃদয়ে
দোয়া কর সাদামনে কাটাতে জীবন।
ইতি- তোমার আদরের টোনা।
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯
সনেট কবি বলেছেন: প্রতারকের কারণেই প্রেমকে অনেক সময় কঠিন পরীক্ষার সমুক্ষীণ হতে হয়। যার কারণে অনেককে এর জন্য অনেক কষ্ট স্বীকার করতে করতে হয়।
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইয়েস, প্রেমে প্রতারণা কখনই কাম্য নয়।
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪১
সনেট কবি বলেছেন: প্রেমে প্রতারণা মহা ঘৃণ্য একটা বিষয়। এটা হলো কারো মন নিয়ে খেলা করা। এ ধরণের লোকদের প্রতি ঘৃণার সংস্কৃতি চালু করা দরকার।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতারকদের এভাবেই বিয়ে পড়িয়ে দিলে আর প্রেম নিয়ে প্রতারনা করতে পারবেনা।
১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২
সনেট কবি বলেছেন: য়তানদের শায়েস্তা না করলে তারা আরো প্রশ্রয় পেয়ে যায়। কাজেই ওদেরকে শায়েস্তা করতেই হবে।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
এবারো ভাল লেগেছে!
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২
সনেট কবি বলেছেন: আপনার যেহেতু ভাললেগেছে সেহেতু বলা যায় ভালহয়েছে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৫
চাঁদগাজী বলেছেন:
বিয়ের পরে প্রেম; সেম্পলিং বন্ধ
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩
সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম প্রতারণা কখনোই কাম্য নয় ।