![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
প্রভাতে উঠেই আমি মনে মনে বলি
সনেট কবিতা এক পোষ্ট দিয়ে ফেলি
ব্লগের যুবক বুড়ো নর-নারী যত
আমার কবিতা যেন পড়ে অবিরত।
কবিতাটি সকলের যেন মনে ধরে
সকলেই খুশীমনে যেন লাইক করে
ভরপুর আসে যেন মন্তব্য সুন্দর
সকলেই এরে যেন করে সমাদর।
মাথা চুল চুলকিয়ে ভাব খুঁজে চলি
বাদ নাহি রাখি কোন মন অলি গলি
স্মৃতির পাতায় খুঁজি কোন ভাব নেই।
ভাবি বুঝি কপালেতে ছিল আজ এই?
বউ বলে কাজ নেই যাও অফিসেতে
হতাশায় ডুবে থাকি পথে যেতে যেতে।
ছবিঃ গুগলী
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯
সনেট কবি বলেছেন: তার পরেও আপনি আমাকে ভাবতে বলেন? আপনার কথা শুনে চোখে পানি এসে গেল। তা’ কবিতা যা হয় হোক। কারো সময় নষ্ট না হোক এটাই কামনা।
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন। তবে পরিচিত কন্টেন্ট (কবিতা) কে উল্টিপাল্টিয়ে।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
সনেট কবি বলেছেন: প্রভাত ভাবনাতো আর এক জনের হতে পারে না। একজন ভাবার পর অন্যরা ভাবতে গেলেতো একটু উল্টাতে-পাল্টাতে হবেই।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩
ঋতো আহমেদ বলেছেন: হা হা.. অনেক সুন্দর হয়েছে।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২
সনেট কবি বলেছেন: আপনি যখন বলেছেন তবে সুন্দর না হয়ে উপায় নেই। কারণ আমার পোষ্টে আপনার মন্তব্য নেহায়েত কম। অনেক খুশী হলাম।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
মন যখন কথা বলতে চাইবে, কবিতার পংক্তি ঝর্নার মতো উৎসরিত হবে।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৩
সনেট কবি বলেছেন: সে যাই হোক আপনার মতো অবিরত লিখতে পারতে চাই।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫
হাসান রাজু বলেছেন: " স্মৃতির পাতায় খুঁজি কোন ভাব নেই। ........... বউ বলে কাজ নেই যাও অফিসেতে । "
অসাধারন । খুব ভালো হয়েছে ।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩
সনেট কবি বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্য আর কোন সময় দেখেছি বলে মনে পড়েনা। ভাল বলেছেন ভাললাগল।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন হয়েছে।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ মামা।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দেশ প্রেমীক।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
নাইম রাজ বলেছেন: মন ভরে গেল কবিতা পড়ে।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪
সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর। দোয়া করবেন বই পোকা পাঠক কূলের জন্য যেন কিছু করতে পারি।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫০
ময়না বঙ্গাল বলেছেন: এ জীবনে যা কিছু সুন্দর
সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু তোমার গানে গানে -একটি রবীন্দ্র পঙতি
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
সনেট কবি বলেছেন: ভাল বলেছেন, কারণ মানুষ সুন্দরের প্রত্যাশী।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬
হাসান রাজু বলেছেন: হ্যাঁ । হয়তবা (ঠিক মনে করতে পারছি না।)। আমি আপনার পোস্টগুলো পড়ি প্রায়ই । কিন্তু মন্তব্য করা হয়নি । জানবেন, আমি একটু আলসে, কিছুটা অসামাজিক ।
আমার চেনা জানা ব্লগারদের মাঝে আপনিও একজন । খুশি করার জন্য বলছি না । সত্যি । ধন্যবাদ ।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১১
সনেট কবি বলেছেন: আসলে মন্তব্য না করলে বা লাইক না করলে পাঠকের পাঠ অনুভব করা যায় না। আপনাকে আবারো ধন্যবাদ।
১১| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: বউ বলে কাজ নেই যাও অফিসেতে
হতাশায় ডুবে থাকি পথে যেতে যেতে।
মনের মাধুরী মিশিয়ে লেখা চমৎকার সনেট। বোঝা যাচ্ছে আপনি সনেটে হাত পাকিয়ে ফেলেছেন। প্রতিদিন সনেট লেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
সনেট কবি বলেছেন: দোয়া করবেন সনেট লিখে যেন নিগৃহিত না হই।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২
বিলিয়ার রহমান বলেছেন: “সকালে উঠিয়া আমিমনে মনে বলি” এর একটা প্যারোডি হয়ে গেল কিনা কবি ভেবে দেখতে পারেন!