![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
অঙ্কিতার মামা ডাক বাড়ি করে মাত
আমি তারে টাটা দেই হাত করে কাত
শিশুরা বুঝেনা কার আছে কোন জাত
কে চোর কে সাধু আর কে জাতে ডাকাত!
শিশু থেকে দূরে রাখ কূ-লোকের হাত
ওরা শুধু দেখে যাক সুন্দর প্রভাত
এস সবে কাজ করি খেটে দিন রাত
অবিবেকে চিরতরে ঘটুক নিপাত।
বন্ধকর মারামারি ঘৃণ্য উৎপাত
অঙ্কিতা ঘুমাক সুখে বুঁঝে আঁখিপাত
ফাতেমা অঙ্কিতা ভেদ করে কমজাত।
বদলোক হয় যেন সব কুপুকাত
শান্তিতে গিলুক সবে দু’লোকমা ভাত
রক্ষাকর অঙ্কিতায় না দিয়ে আঘাত।
প্রাসঙ্গিক কথাঃ অঙ্কিতা চরিত্র বাস্তব। আমার প্রতিবেশীর ছোট্ট হিন্দু মেয়ে। আমাকে মামা ডেকে বাড়ি মাতিয়ে তোলে। শুনেছি সে নিজের মামাদের মামা ডাকে না। তারমানে তার শুধু একজন মামা।ওর মা ওকে ভাত খাওয়াতে আমার কাছে নিয়ে আসে। তখন সে সুস্থ্যমত ভাত খায়।আমি চাই অঙ্কিতারা চিরদিন জানুক সব মানুষ একজাত। আর সেটা মানষের জাত। আর তারা বুঝুক মানুষের মাঝে ভিন্ন মত থাকে যা প্রত্যেকের নিজের ব্যাপার।
ছবিঃ গুগলি
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪
সনেট কবি বলেছেন: ধন্যবাদ পবন। আসুন বিশ্বশান্তি নিশ্চিত করনে সবাই একসাথে হাতেহাত মিলিয়ে কাজ করি। জয় হোক মানবতার। বন্ধ হোক দানবতা।
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
কবিতার ভাবনার পরিসর বাড়ছে
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫
সনেট কবি বলেছেন: আপনার অনুপ্রেরণায় মানুষের জন্য কাজ করতে চাই।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১
অপ্সরা বলেছেন: ভাইয়া
এই ছবি কি তোমার এলবাম থেকে নেওয়া? মানে তোমার পরিচিত কারো বাচ্চার ছবি বা যাকে নিয়ে লিখেছো সে ?
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬
সনেট কবি বলেছেন: বাচ্চা বাস্তব। তবে ছবিটা গুগুলের দান। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬
অপ্সরা বলেছেন:
অনেকদিন আগে আমার পোস্টে একজন এই বাবুটার ছবি দিয়েছিলো। আমি সেসব ছবি নিয়ে পোস্টও লিখেছিলাম।
এই যে সেই পোস্ট টা - ১৩৯ কমেন্টে অগ্নিগিরিভাইয়ার কমেন্ট দেখো।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮
সনেট কবি বলেছেন: আমি এটা গুগুল থেকে নিয়েছি। যাক বাচ্চাটা মডেল হয়ে যাচ্ছে।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২
অপ্সরা বলেছেন: এটা রুবেল শাহ ভাইয়ার বোনের বাচ্চার ছবি।
আমি তার অনুমতী নিয়ে এই ছবিগুলি দিয়ে পোস্ট দিয়েছিলাম!
যাইহোক গুগল থেকে পাওয়া ঠিক আছে।
যতখন ভাইয়া এইখানে ব্যবহার করাটা নিয়ে না আপত্তি করেন।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬
সনেট কবি বলেছেন: আপত্তি করলেতো পাল্টাতেই হবে। আসল অংকিতার ছবিও দেওয়া যাবে। দেখি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। এখন মনে হয় বাচ্চাটা ঘুমিয়ে আছে।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩
ঋতো আহমেদ বলেছেন: কবিতা ভাল হয়েছে এজ ইউজুয়াল। তবে কবিতার বিষয়বস্তু সত্যি নজরকাড়া। ভাববার ও চিন্তা চেতনায় নিজেকে শোধরাবার ও মানবতাবোধকে জাগাবার প্রয়াস আছে। শুভ কামনা
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮
সনেট কবি বলেছেন: যাক অনেক দিনপর আপনার দু’কথার একটা বড় মন্তব্য পেলাম সে জন্য অনেক ধন্যবাদ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মানবতার সনেট প্রসারিত হোক,কিন্তু ধর্মকে আড়াল করে যেন নয়।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১
সনেট কবি বলেছেন: ধর্মের ভুল ব্যখ্যা করেই অনেকে অমানবিক হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর প্রকাশ করেছেন অঙ্কিতা'কে শ্রদ্ধেয়,
মুগ্ধতা রাখছি কথামালায়।
শিশু ছিলাম ভালো ছিলাম ভাবিনি কভু জাত-বেজাত,
এ'গুণেই বুঝি শিশু'রা হয় ফেরেশতাসম-হয় নিষ্পাপ।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবিবর
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪
সনেট কবি বলেছেন: প্রিয় কবির প্রিয় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর সনেট।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার কথা মনে পড়লো হঠাৎ।
কিছু সংশোধন প্রয়োজন।
এস সবে কাজ করি খেটে দিন রাত
এসো সবে হবে কি?
বদলোক হয় যেন সব কুপুকাত
কুপোকাত হবে কি?
কবিতায় ভালো লাগা।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯
সনেট কবি বলেছেন: ধন্যবাদ
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
বিদেশ পাগলা বলেছেন: কবি আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার প্রতিভা দেখে অবাক লাগে------- এটাা আসলে স্রষ্টা প্রদত্ত ।
বেশ কিছু দিন ভেবেছি লিখি লিখি কিন্তু লিখা হয়ে উঠে নাই । গত ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০ আপনাকে নিয়ে কিছু একটা লিখেছি ।
দয়া করে দেখবেন প্রিয় কবি ।
ধন্যবাদ
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮
সনেট কবি বলেছেন: আপনার কীর্তি দেখে আসলাম। খুশী না হয়ে উপায় নেই।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: নিঃষ্পাপ বাবুর সাথে কবিতাটা দারুণ মানিয়েছে।
৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯
সনেট কবি বলেছেন: এর দু’দিন পর আমি স্ট্রক করেছিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
তারেক ফাহিম বলেছেন: গত মাসের পোষ্ট ছাড়া আর কোন পোষ্ট দেখছি না।
হারাই ফেললাম নাকি গুরুকে।
কবিতা ভালো লাগলো।
মানবতার জয় হোক।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০১
সনেট কবি বলেছেন: হারিয়েই গিয়েছিলাম প্রায়। মৃত্যুপুরি থেকে ফিরেছি বলে মনে হয়।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
ফরিদ ভাই,
ক্ষমা করবেন! ইচ্ছে থাকা সত্বেও আমি আপনার খোঁজ নিতে পারি নি। আপনি কি অসুস্থ ছিলেন? সম্ভব হলে দয়া করে জানান। আমরা চিন্তিত।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০২
সনেট কবি বলেছেন: প্রায় চলে গিয়েছিলাম। আল্লাহর মেহেরবানিতে ফিরতে পেরেছি।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সকলের অবগতির জন্য জনানো যাচ্ছে যে, সনেট কবি ফরিদ আহমদ চৌধুরী গত ১৮ অক্টোবর,২০১৭ ইং তারিখে স্ট্রোক করেছিলেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক বর্তমানে তিনি বেড রেস্টে আছেন। তাই তিনি ব্লগে আসতে পারছেন না।
(সনেট কবির বড় মেয়ে)
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৩
সনেট কবি বলেছেন: সবাইকে সংবাদ প্রদানের জন্য তোমাকে ধন্যবাদ।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
নতুন নকিব বলেছেন:
জেবা, মা মনি,
ফরিদ ভাই স্ট্রোক করেছেন জেনে বুকের ভেতরটায় একটা অন্যরকম ব্যথা অনুভব করছি। তার মত সারাক্ষন ব্লগ দাপিয়ে বেড়ানো ব্যক্তির হঠাৎ অনুপস্থিতি আমাকে গত কিছু দিন যাবত এমনিতেই ভাবিয়ে তুলেছিল। আশঙ্কা করছিলাম, তিনি অসুস্থতায় আক্রান্ত কি না। শেষ পর্যন্ত ধারনাই সত্যি হল। তার অসুস্থতা কল্পনা করতে কষ্ট হয়। আল্লাহ পাক তাকে দ্রুত আরোগ্য দান করুন। এবং মনে প্রানে কামনা করি, আল্লাহ পাক অবশ্যই আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন। আপনারা পরিবারের সকলে ধৈর্য্য সহকারে তার চিকিতসা চালিয়ে যান এবং মহান আল্লাহর কাছে তার রোগমুক্তির জন্য ফরিয়াদ করতে থাকুন।
তার বর্তমান অবস্থা আরেকটু বিস্তারিত জানতে পারলে খুশি হতাম।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৪
সনেট কবি বলেছেন: আল্লাহর অশেষ দয়ায় আবার ফিরতে পেরেছি প্রিয় কবি।
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১
তারেক ফাহিম বলেছেন: ফরিদ ভাইকে ব্লগে না দেখলে নিজেকে কেমন এতিম এতিম মনে হয়।
দ্রুত আরোগ্য কামনা করছি।
বিস্তারিত জানতে ইচ্ছে করছে।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৫
সনেট কবি বলেছেন: আল্লাহর অশেষ কৃতজ্ঞতা যে তাঁর দয়ায় আবার ফিরতে পেরেছি।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
উনার আরোগ্য কামনা করছি।
আমি ভাবছিলাম উনি মন খারাপ করে ব্লগ থেকে দুরে আছেন।
এই সংবাদের জন্য প্রস্তুত ছিলাম না।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৬
সনেট কবি বলেছেন: মন খারাপ নয় আমি প্রায় মরেই গিয়েছিলাম।
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নতুন নকিবের পোস্টে আজি শুনলাম। আল্লাহ আমাদের প্রিয় ফরিদ সাহেবকে সাফা দান করুণ।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৭
সনেট কবি বলেছেন: আল্লাহ মনে হয় আপনাদের দোয়া কবুল করেছেন।
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৮
সনেট কবি বলেছেন: ধন্যবাদ মাননীয়।
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
ডঃ এম এ আলী বলেছেন: সুপ্রিয় ফরিদ ভাই,
আপনার সুস্থতা কামনা করে আল্লার কাছে মোনাজাত করছি ।
আল্লাহ যেন খুব শিঘ্রই আপনাকে সুস্থ করে তলুন এ কামনাই রইল ।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৯
সনেট কবি বলেছেন: আল্লাহ মনে হয় আপনাদের দোয়া কবুল করেছেন।
২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
ডঃ এম এ আলী বলেছেন: জেবা, মা মনি,
তোমাদের প্রিয় আব্বুর জন্য আমরা সকলেই দোয়া করছি ।
সম্ভব হলে উনার বর্তমান অবস্থার সংবাদ জানালে বাধিত হব ।
উনার জন্য উৎকন্ঠিত আছি । আল্লা উনার সহায় হোন -আমীন ।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:১০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনাকেও সার্বিক সুস্থ্যতা দান করুন।
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
************* উনার বর্তমান অবস্হা কেমন? ********************************
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:১১
সনেট কবি বলেছেন: মনে হয় যেন খাদের কিনার থেকে ফিরে এসেছি।
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, কবিতার মানবিক আবেদনের জন্য এ কবিতা বারবার পড়তে ইচ্ছে হয়।
অঙ্কিতা ও তার মামার জন্য শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়াতা'লা আপনাকে দ্রুত আরোগ্য দান করে ব্লগে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন, এই দোয়া করছি।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:১২
সনেট কবি বলেছেন: আল্লাহর অশেষ দয়ায় অনেকটা আরগ্য লাভ করেছি বলে মনে হয়।
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ওনার সুস্থতা কামনা করি। আরগ্য গয়ে সনিট নিয়ে ব্লগে ফিরে আসুন সনেক কিব।
৩১ শে মে, ২০১৮ দুপুর ২:১২
সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫
পবন সরকার বলেছেন: দারুণ