![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
বিজ্ঞান মানুষকে অনেক দিয়েছে তবে নৈতিকতার শিক্ষা দিতে পারেনি। যদি তাই দিতে পারতো তবে আমাদেরকে রোহিঙ্গা চিত্র দেখতে হতো না। জনসংখ্যার চাপে বঙ্গপ সাগরে ডুবে যাওয়ার উপক্রম হওয়া একটা জাতির উপর ভিনদেশী এগার লাখ লোক চাপিয়ে দেওয়া হলো, অথচ যারা এটা করল তাদের কিছুই হলোনা। বিজ্ঞানের লেটেষ্ট অবদান সোফিয়া। সোফিয়ারা যদি মানুষকে নৈতিকতা শিক্ষার দায়িত্ব নিতে পারে তবে মন্দ হয় না। কিন্তু এ গুলা অরজিনাল মানুষের মতো হয়ে গেলেতো মহা বিপদ!
তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহ বলেন
মানুষ কি মানুষের স্বাভাবে থাকছে?
নাকি তারা পশু হয়ে যাবর কাটছে?
অতঃপর গুতোগুতি বিনোদন করে?
সৃষ্টি সেরা মানেুষেরা অরন্যে চরেন?
তাদের পশুত্ব কেন এতটা বাড়ছে?
কেন তারা অপরের জীবন কাড়ছে?
তারা সবে হাঁটে তবে কোন পথ ধরে?
হায়রে সৃষ্টির সেরা একি হল হাল?
মানতে তোমায় সেরা পশু লজ্জা পায়
তোমরাই তোমাদের পুড়ছ কপাল।
আসলেই মানুষেরা কোন পথে যায়?
কে হবে মানুষ তবে সোফিয়ারা নাকি?
সেটাই দেখার জন্য অপেক্ষায় থাকি!
# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
সনেট কবি বলেছেন: তবে সেটা যদি অসভ্যতার উন্নয়ন না ঘটিয়ে সভ্যতার উন্নয়ন ঘটায় তবে বড় ভাল হয়।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
محمد فسيح الاسلام বলেছেন: "كن السبب يبتسم أحدهم. يكون السبب يشعر شخص محبوبا ويؤمن بالخير في الناس. "
“Be the reason someone smiles. Be the reason someone feels loved and believes in the goodness in people.”
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫
কূকরা বলেছেন: পাঁদগাজীও একটি প্রতীক, ইহা মানুষের ইল্লজিক্যাল ভাবনার একটা রূপ।
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০
সনেট কবি বলেছেন: আকাশের চাঁদ নিয়ে মোরগ ভাবনা অহেতুক।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬
আবু তালেব শেখ বলেছেন: সুগভীর চিন্তা নিয়ে লিখেছেন। তবে মানুষের চেয়ে শ্রেষ্ঠতর আর কিছু হবে না।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭
সনেট কবি বলেছেন: মানুষের সেরা হওয়া উচিৎ। কিন্তু হচ্ছে কৈ?
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
সোফিয়া একটি প্রতীক, ইহা মানুষের লজিক্যাল ভাবনার একটা রূপ; মানুষ সভ্যতার শুরু থেকে মানুষের প্রতিকৃতিতে "ভবগবান" বানিয়ে তৃপ্তি লাভ করেছে, নিজেদের প্রতিকৃতি বানায়েছে; কিন্তু সেগুলো মানুষের কাছে ছিল পুরোপুরি জড়, আজকে মানুষ জড়কে "আর্টিফিসিয়েলী ইনটেলিজেন্ট" করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা মানুষের ভাবনার প্রসার মাত্র।