নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

কি অলুক্ষণে এ চাকুরী কপালে ঝুটেছে গো! সস-১

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১



প্রকল্প রাজস্ব খাতে যাবে, জনবল রাজস্ব খাতে যাবেনা। তারমানে অভিজ্ঞদের তাড়িয়ে অনভিজ্ঞদের নিয়োগ দিয়ে জাতির প্রভুত উন্নয়ন!
এসকল আইন প্রনেতা বেকুব না বুদ্ধিমান?

সরকারী প্রকল্পে চাকুরী


সরকার নাকি তারা সব চারখার
সুখ চিন্তা জনগন ছেড়েই দিয়েছে
এটাই তাদের ভাগ্য মেনেই নিয়েছে
সরকার কি করছে নিজেরা বুঝেনা।
এরাতো বুঝেনা কি যে দেশে দরকার
রাজা মন্ত্রী হয়ে তারা আনন্দ পেয়েছে
যে যার মতন ভাগ্য অনেকে গড়েছে
জনতাতো সুখ আর এখন খোঁজেনা।

ভেবেছিল যুদ্ধ করে শান্তি পাবে কত
এখন যাতনা বেড়ে আশাহত হয়ে
কতজন কত খানে কাঁদে অবিরত।
আশা সব মন থেকে আজ গেছে খয়েে
এখানে মানুষ আছে মরেনাই বলে
অচল জীবন হেথা এভাবেই চলে।

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।

এ আইন যারা প্রণয়ন করেছে এবং যারা বজায় রেখেছে তাদের কথা চিন্তা করলে হবু রাজা আর গবু মন্ত্রীদের কথা মনে পড়ে। সরকারী প্রকল্পে ঢুকেছি ১৯৯৯ সালে। কথা ছিল ৫ বছর পর ২ মাসের বাড়তি বেতন দিয়ে তাড়িয়ে দিবে। ভাবলাম এ ফাঁকে অন্য চাকুরী ধরে এ ঠ্যাংভাঙ্গা চাকুরী ছেড়ে দেব। ২০০৩ এ একটা ফাজিল মাদ্রাসায় চাকুরী নিলাম। পরে জানা গেল এ প্রকল্প রাজস্ব খাতে যাবে। এখন ২০১৭। এখনো চাকুরী রাজস্ব খাতে যায়নি। এদিকে ২০০৭-২০০৮ অর্থ বছরের বেতন এখনো অনেকে পায়নি। সরাকার দিচ্ছেনা, কেন দিচ্ছেনা সে কথা জানা যাচ্ছেনা। তিনটা মেয়ে একটা স্ত্রী চারটা প্রাণীর কি উপায় হবে গো সেই চিন্তায় একটা স্ট্রোক করে না মরে বেঁচে আছি। সবাই বল্ল আন্দোলন কর। কিন্তু আন্দোলন করতে গিয়ে পুলিশের যা পিটুনি খেতে হলো তা আর বলতে।

পাত্র সরকারি অফিসের কম্পিউটার মাষ্টার। সে জন্য সবার ভাগ্যে ঝুটল সব সুন্দরী স্ত্রী। আর এখন সেই স্ত্রী বলছে কি অলুক্ষণে তোমার সাথে আমার বিয়ে হয়েছে গো। আমরা বলছি কি অলুক্ষণে এ চাকুরী কপালে ঝুটেছে গো।

আমি এখন দেশের সকল যুবকদেরকে বলব পারলে বাজারে তরকারী বেচে খাও। তথাপি সরকারী প্রকল্পে চাকুরীতে ঢুকবেনা। কারণ বেতন অর্ধেক। কাজ দ্বীগুণ। সরকারী কোন সুযোগ- সুবিধা পওয়ার কোন সম্ভাবনা নাই। কতিপয় রাজস্ব খাতে নেওয়ার লোভ দেখিয়ে টাকা নিবে। কিন্তু কাজের কাজ কিছুই হবেনা।

১৯৯৯ সনে পাওয়া নিয়োগ পত্রের ৫ বছর ২০১৭ তেও শেষ হয়নি। তবে প্রকল্পের স্থানে এখন নাম সমাপ্ত প্রকল্প। আরো বলা হয় প্রকল্পটি রাজস্বখাতে স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। শয়তানি হলো দ্বীগুন খাটিয়ে অর্ধেক বেতন। আবার পদ মর্যাদার কারনে দ্বীগুণ খরচ। সংগত কারণে ওয়ারিশি সম্পত্তি বিক্রি করে ঘাটতি পূরণ। সেটা শেষ হলে রাস্তার মোড়ে বসা ছাড়া উপায় নাই। আর ভবিষ্যত বলতে কোন আশা নেই।

এ দিকে অধিক খুশী হয়ে আল্লাহ তিনটা কন্যা সন্তান দান করেছেন। মনকে যত বলি তাদের বিবাহ চিন্তা আল্লাহ করবেন। ততই চিন্তাটা আমার মাথায় চলে আসে। চিন্তা আরো বাড়িয়ে দিতে স্ত্রী রোজ মাথায় কাঁঠাল ভাঙ্গে। সহজ বলে চিন্তা মুক্ত থাকতে দু’চারটা সনেট কবিতা লিখি তাও কিছু লোকের সহ্য হয়না। আমি এখন কি করব গো! কোথায় যাব গো! স্ট্রোক করেও মরতে পারলাম না। আবার ফিরে আসতে হল গো!

তথাপি বলতে হবে আলহামদুলিল্লাহ ভাল আছি । কারণ পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। রোজ একথা পরিবারের লোককে বুঝাই। তথাপি তাদের আক্ষেপেরে শেষ নেই। স্ত্রী বল্ল, মাইয়া বিয়া না দিয়া মইরা যাইবা সেটা হবেনা।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার অবস্থা পড়ে খারাপ লাগছে। আপনার জন্য অবশ্যই দুয়া করব। আমার এক আত্মীয়ের অবস্থা একবার খারাপ হয়ে গেছিল খুব। পরে তারা রংপুরে চলে যায়। তার বড় ছেলে অনেক খেটেখুটে আজকে ভালো অবস্থায় আছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

সনেট কবি বলেছেন: আমরাও ভাল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি। কিন্তু কতটা সফল হতে পারব তা এখন বলা যাচ্ছে না।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

আটলান্টিক বলেছেন: পারলে বাজারে তরকারি বেচে খাও
এইটা কি বললেন?
দেশের অবস্থা বাইরে থেকে দেখলে ভাল মনে হয়।কিন্তু একটু গভীরে গেলেই দেখবেন ভেতরে সদরঘাট।আপনি দারুণ লেখেন মজা পায়ছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

সনেট কবি বলেছেন: তা’ আমাদের সরকার বাহাদুর ও প্রশাসনের সুনাম না করে উপায় নাই।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,
ধৈর্য্য ধারন করুন। সালাতে বেশি বেশি দোআ করতে থাকুন। 'হাসবুনাল্ল-হু ওয়ানি'মাল অকী-ল, নি'মাল মাওলা ওয়ানি'মান্নাছী-র' এবং 'ইয়া হাইয়্যু ইয়া ক্কাইয়্যুমু বিরহমাতিকা নাসতাগী-স' অধিক পরিমানে আন্তরিকতার সাথে পড়তে থাকুন। ইনশাআল্লাহ, সমস্যাগুলোর দ্রুত সমাধান হয়ে যাবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

সনেট কবি বলেছেন: আমি কোন কিছুকে সমস্যা মনে করিনা। সেটা মনে করে পরিবারের লোক। তাদের বল্লাম আমার মাথায় কাঠাল না ভেঙ্গে আল্লাহর মাথায় ভাঙ্গ। কিন্তু তারা আল্লাহর মাথা খুঁজে না পেয়ে শেষতক আমার মাথায় কাঠাল ভাঙ্গে। এখন বুঝি আল্লাহ বেচারা কেন পলাইয়া থাকে!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

বেনামি মানুষ বলেছেন: আপনার সনেটের সংখ্যা আরো এক যোগ হলো।

কতো হলো?
৫৭৩+১ নাকি আরো বেশি?

সবচেয়ে বেশি সনেট রচয়িতা আমাদের ব্লগের জেনে আনন্দ পাচ্ছি।


মন্তব্য লেখার সাথে অপ্রাসঙ্গিক, না! :)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

সনেট কবি বলেছেন: সনেট সংখ্যা আটশত এর মত হলো। সবতো আর পোষ্ট করছিনা। তবে আজকাল আমার মেয়েরাও সনেট লিখছে।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

সনেট কবি বলেছেন: শুভেচ্ছা রইল।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

সাইন বোর্ড বলেছেন: ঘটনা কি অাপনার না অন্য কারো হয়ে লিখেছেন ?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

সনেট কবি বলেছেন: নিজের ঘটনািই লিখেছি।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও সরকারী চাকুরির জন্য সবাই এত পাগল...

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬

সনেট কবি বলেছেন: রাজস্বখাত ঠিক আছে। তবে যন্ত্রণা সব জমে থাকে প্রকল্পে। আর এ সুযোগে আমলারা টাকা কামানোর ধান্দায় থাকে।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এ দিকে অধিক খুশী হয়ে আল্লাহ তিনটা কন্যা সন্তান দান করেছেন। মনকে যত বলি তাদের বিবাহ চিন্তা আল্লাহ করবেন। ততই চিন্তাটা আমার মাথায় চলে আসে। চিন্তা আরো বাড়িয়ে দিতে স্ত্রী রোজ মাথায় কাঁঠাল ভাঙ্গে। সহজ বলে চিন্তা মুক্ত থাকতে দু’চারটা সনেট কবিতা লিখি তাও কিছু লোকের সহ্য হয়না। আমি এখন কি করব গো! কোথায় যাব গো! স্ট্রোক করেও মরতে পারলাম না। আবার ফিরে আসতে হল গো!
খুব ভালো লাগলো এই অংশটুকু।
সব মিলিয়ে বেশ ভালোভাবে কষ্টের বর্ননা।
দোয়া করি আল্লাহ্‌ আপনার মনের আশা পুরণ করেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনার অবস্থার শীঘ্রই উন্নতি হোক সেই কামনাই করছি ।
লোকে কি বলে কানে না দিয়ে সনেট কবিতা যত খুশি লিখুন । নিজে ভালো থাকলে পরিবারো ভালো থাকবে ।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

সনেট কবি বলেছেন: এ দেশে ভার থাকার চিন্তা করাটাই ভুল।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

সোহানী বলেছেন: সনেট কবি ভাই, অামি অনেকটা আপনার লিখা নিরবে পড়ি। কারন কবিতা কম বুঝি আর তাতে ছন্দ না থাকলে আরো কম বুঝি।

আজকের আপনার লিখা পড়ে খুবই মন খারাপ হলো। আসলে এটি আপনার একা না দেশের সাধারন মানুষের একই অবস্থা। যে সামান্য বেতন পায় তা দিয়ে ১৪০ টাকা কেজি দরে পিয়াজ কিনে চলার মতো না। সাথে রোগ শোক তো আছেই। আমি জানি না কিভাবে দিনের পর দিন এভাবে পার করে। কারো এ নিয়ে মাথা ব্যাথা কি আছে? কেই কি নেই একটু এদিকে তাকাবে, সাধারন মানুষের দিকে একটু তাকাবে?

ধৈর্য্য হয়তো ধরে আছেন, আরো ধরবেন কিন্তু কতদিন? আমার জানা নেই।

ভালো থাকুন, আল্লাহ আপনার সহায় হোক।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

সনেট কবি বলেছেন: আরেকটা স্ট্রোক করে মরা পর্যন্ত ধৈর্য্য ধরার মহৎ পরিকল্পনা হাতে নিয়েছি। দোয়া করবেন।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্য সত্যি মায়া হচ্ছে,
কিন্তু আমাদের অবস্থাও কি ভালো!!
আল্লাহ ধৈর্য্যধারণকারীদের পছন্দ করেন।
তিনটি গুণবতী কন্যা আপনার আশা করি
তাদের কারো না কারো ভাগ্যে আপনি তরে যাবেন।
দোয়া রইলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

সনেট কবি বলেছেন: আল্লা আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন-আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.