![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
অর্ক তর্ক করবনা অসুস্থ্য সময়ে
সকলেই কিছু হতে চায় বেঁচে থেকে
তবে কারো পথ থাকে চিরকাল বেঁকে
সাফল্য দুয়ার থেকে বহু দূর পথে।
ভাবছি সময়টারে কাটাই কি লয়ে
তখন স্মরণে আসে ব্লগার অর্ককে
যে কবি কবিতা ফুলে নানা রঙে আঁকে
উড়ে চলে দূর লোকে কথাদের রথে।
জানিনা কি তেল মাখি কবি অর্ক দেহে
তেলের জাত এখন গবেষণা করি
কি তেলে কেমন জানি কারো গাত্রে সহে।
আমি কি তাহলে কবি অবরণ্যে বরি?
এ কবিতায় এ কবি কেমন কি রাগে
তাই ভেবে মনে বড় ডর ভয় জাগে।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
সনেট কবি বলেছেন: যাক তবু আপনার কথায় কিছুটা আশ্বস্ত হলাম। নতুবা ............
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
আবু তালেব শেখ বলেছেন: চঁাদগাজি আংকেল কে নিয়ে এরকম সুন্দর পরিপাটি একটা সনেট রচনা করুন শীগ্রই কবি
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে অনেক সনেট লেখা হয়েছে। এখন একটা সনেট কাব্য লেখার প্রচেষ্টা চলতে পারে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার সনেটে আমি বিমোহিত।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
সনেট কবি বলেছেন: উৎসাহ প্রদানের জন্য অনেক ধন্যবাদ।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭
শামচুল হক বলেছেন: ভালো লাগল সনেট।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭
সনেট কবি বলেছেন: আপনার গল্প এখনো মনে আছে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
অর্ক বলেছেন: প্রিয় কবি,
দারুণ চমৎকৃত হলাম, মুগ্ধও, আমাকে নিয়ে আপনার এই রম্য সনেট পড়ে! না, এটা আদৌ কোনও তৈল সনেট নয় এটা তো অকুপাংচার সনেট! হা হা হা... মজা করলাম। তবে, আমাকে নিয়ে রম্য, তৈল জীবনমুখী কোনও লেখাতেই কোনও সাড়া পাবেন না!
যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ। লেখাটি প্রিয়তে রাখলাম। জানি, যেমন আজকে, তেমনি কালকে, পরশু, ও আরও অনেক অনেক দিন পরও লেখাটি পাঠ করলে নির্মল আনন্দ পাবো।
প্রীতি নিন প্রিয় কবি। ধব্যবাদ।
শুভকামনা নিরবচ্ছিন্ন।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯
সনেট কবি বলেছেন: প্রিয় কবি আপনার মন্তব্যে আমার পুরো পরিবার মুগ্ধ হয়েছে। আর বাস্তবেই আপনার কবিতা আমার ভাল লাগে।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫
টুনটুনি০৪ বলেছেন: আপনার কবিতাটি যেমন হাস্যকর তেমনি সুন্দর। পড়ে অনেক ভালো লেগেছে। তাই একটা লাইকও দিয়ে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
সনেট কবি বলেছেন: সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হলো সপ্তম শ্রেণীর ছাত্রী হয়েও আজ তুমি তোমার ব্লগে তোমার প্রথম সনেট পোষ্ট করেছ। যেমন-
পাখির জীবন
পতায় পাতায় বসে টুনটুনি পাখি
লুকোচুরি খেলে শুধু গাছটির সাথে
গাছটির নিচে বসে চুপ করে দেখি
না পালিয়ে যায় যেন আমাকে দেখেই।
দেখি সে গাছটি খুঁটে পোকাদের খোজে
হাতটা চুলকাতেই দিল এক দৌড়
ভাবল তাকে হয়ত আটকাব আমি
দেখে ভাবি এই বুঝি পাখির জীবন।
মানুষেরা পাখিদের খাঁচায় পোষায়
পাখিদের অপছন্দ বন্দি বসবাসে
পাখি চায় পাখা মেলে উড়তে আকাশে,
মানুষ বোঝেনা সেই সহজ কথাটি
পাখিচায় তার মুক্ত জিবন-যাপন
আবদ্ধ আদরে পাখি স্বাচ্ছন্দ হারায়।
-সনেট কবির ছোট কন্যা হিসেবে এটা আমার অনেক খুশীর বিষয়। আশাকরি এক দিন আমার মেয়েরা দর্শকের দেয়া বিষয়ে তাদের সামনে বসে সনেট লিখে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে-ইনশাআল্লাহ। অবশ্য এখন আমার তিন কন্যাই সনেট লিখতে পারে। যার জন্য আল্লাহর অনেক শুকরিয়া। আর আমার তিন কন্যাই সামুর ব্লগার।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রিয় কবিকে নিয়ে শ্রদ্ধেয় কবির সনেট। মুগ্ধতা রেখে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য প্রিয় কবিকে অনেক শুভেচ্ছা। আজ আমার একটা খুশীর দিন কারণ আমার ছোট কন্যা তার প্রথম সনেট পোষ্ট করেছে।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় দারুন হয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা রাজিব ভাই।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন নতুন সনেট কবিকে। শুভকামনা থাকবে সবসময়।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
খাবার তেলের ঘনত্ব বেশী, কেহ ডুবার সম্ভাবনা নেই, অর্ক ভেসেই থাকবেন।