![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
নববর্ষে
পৃথিবীর মানুষেরা ভাবো নিজেদের
নববর্ষে।সবে মিলে কর উন্নয়ন
নিজেদের বাসস্থান।অস্ত্র ফেলে দিয়ে
হাতে হাত ধরে চল নতুন যাত্রায়।
চল আলোচনা করি শান্তিতে থাকার
ক্ষুদ্র স্বার্থ ছেড়ে দিয়ে বিশ্ব স্বার্থে কাজে
নেমে পড় এক সাথে মায়ার বাঁধনে
এবার বুঝাতে হবে আমরা মানুষ।
মানুষে মানুষ হয়ে মানুষ নিধন
কলঙ্কের এ ফিরিস্তি এবার ফেরাও
সভ্যতায় নবরূপে; অসভ্যতা ছাড়ো।
মানুষ নিজেকে ফের মানুষ ভাবুক
এটা হোক পাঠ্য বস্তু বোঝার বিষয়
নতুন এ পথে এসো পদার্পন করি।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
বাঁশ প্রাপ্তি
সারা জীবনের বাঁশ প্রাপ্ত হয়ে পরে
শেষ বাঁশ কবরের চালি করা হয়
বাঙ্গালী জীবনে শুধু থাকে শত বাঁশ
বাঁশে বাঁশে এজাতির চলে বসবাস।
জনগন স্বাধীণতা পেয়েছে অনেক
স্বাধীন ভাবে তাদের বাঁশ প্রাপ্তি ঘটে
সবদল ওটা তাদের দিয়ে থাকে সদা
প্রতিবেশী দেশ সেটা দেয় অহরহ।
বাঁশ পেয়ে খুশী থাকে বাঙ্গাল জনতা
দেশ উন্নয়নে চাই বাঁশের আবাদ
সরকার গড়ে যেন বাঁশের প্রকল্প।
শোষক শ্রেণীর বাঁশে জীবন যাপন
বাঁশ দাতার উন্নতি দেশের উন্নতি
বাঁশপেয়ে এ জাতি যে চিরকাল ধন্য।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
কঠিন যন্ত্রণা
এখানে জীবন তরী ডুবে যেতে চায়
হতাশার তীব্র চাপ সইতে না পেরে
কুঁজো হয়ে আসে পিঠ কঠিন যন্ত্রণা
পোকা মাকড়ের মতো মানুষেরা বাঁচে।
কোনভাবে বেঁচে থাকা যুদ্ধ অবিরাম
গতিলয়ে ডিমে তালে থেমে থেমে চলে
মানুষের আকৃতিতে কুকুরের পাল
দেখা যায় হেথা সেথা অলিতে গলিতে।
সারা বিশ্ব আজ গেছে কুকুর দখলে
ওরা খুঁজে ফিরে নিত্য মানুষের হাঁড়
আর মানুষেরা সব তাতেই কৃতজ্ঞ।
আপনারা খেয়ে যান আমরা তা’দেখি
আপনাদের পেটেই আমাদের ভাগ্য
হজম হয়ে হোকনা কোন জৈব সার।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
ধোঁয়াশা
প্রভু শুন আরো কিছু বেকার প্রার্থনা
তোমার সম্মানে করি। হয়ত বলবে
ওটুকু আছে বলেই সামান্য বিপদে
বেলা পার হয়ে যায়। শুকরিয়া কর।
আমাদের প্রত্যাশারা মাত্রাতিরিক্ততা
বহনে কষ্ট বাড়ায়।জীবনের পথে
ব্যর্থতার কাদাপানি বিরক্তি বাড়ায়।
অবষন্ন দেহ মনে ক্লান্তির ধোঁয়াশা।
অপেক্ষা প্রতিক্ষা ধৈর্য্য সময় পারেতে
চুপচাপ নিরিবিলি ভাগ্যের শান্তনা
তারপর এক দিন টুককরে মরা।
কি পেলাম না পেলাম হিসেবে কি লাভ?
ছিলাম আছি আবার যাচ্ছি সকলেই
মরনের হাত ধরে চলে যেতে হবে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
অর্থহীন দিন
নারকেলের মতন মাথার খুলিতে
কারো বুদ্ধি থাকে আর কারো তা’থাকেনা
সেই অদৃশ্য বস্তুর দাপটে দুনিয়া
থর থরে কাঁপে কারো আর কেউ কঁদে।
জীবন নাট্য শালায় আসে যায় কত
অভিনয়ে অভিনেতা রকমারি ঢঙ্গে
কেউ দীপ্ত, কেউ ক্ষিপ্ত, কেউ তিক্ত মন
রকমারি এ জীবন চলতেই থাকে।
কে কি পায় সেই জানে।মলিনা পাগলী
যখন যা পায় তাই খেয়ে নেয় সব
অখাদ্য সুখাদ্যে তার নেই তো প্রভেদ।
মলিনাদের কি আছে কি নেই কে জানে
রাস্তা শয্যায় ঘুমিয়ে ওরা জেগে ওঠে
কেটে যায় আরো এক অর্থহীন দিন।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
অনিশ্চিত জীবন
মরণ তরি আসছে জীবন খেয়ায়
দু’পক্ষের টানাটানি জীবনের জয়ে
শূণ্য তরী ফিরে যায় ভীতি চিহ্ন রেখে
কারণ সে আসছেই হঠাৎ আবার।
মৃত্যুরা পিছু হটেই থাকছে পিছনে
কোনভাবে কাটছেনা মৃত্যুদের ভয়
এই এল বলে ভীতি কাজ করে মনে
অনিশ্চিত জীবনের সদস্য মানুষ।
বিষয় চাক্ষুষ তবে অবুঝ মানুষ
সকল বুঝেও যেন কিছুই বুঝেনা
মরন চরন তলে থাকছে লুটিয়ে।
কাঁড়ি কাঁড়ি টাকাকড়ি গাড়ি বাড়ি ছাড়ি
চলে যায় তবু এর লোভের কারণে
অপরাধ কতকরে মানুষেরা কত।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
ক্ষণিকালয়
ক্ষণিকের এ আলয় ফেরার অপেক্ষা
ডাক এসে গেলে কেউ ফিরে না তাকায়
পিছনে ক্রন্দন করে সুপ্রিয় স্বজন
প্রিয় মুখ গুলো সব ঘোলা হয়ে আসে।
মায়ার বাঁধন কাটে অতীত সঞ্চয়
নতুন আশ্রয় চিন্তা মুছাপির প্রাণে
কে জানে কি ঝুটে তার ভাগ্যের বন্টনে
ঘোলা চোখ মুছাপিরে সে চিন্তা ভীষণ।
বলিনা ক্ষণিকালয় তুচ্ছ কোন স্থান
স্থায়ী নিলয়ের সব পাথেয় হেথায়
ইচ্ছেমত নিতে পারে যে যেমন চায়।
কৃত্রিম যাদের চোখে মহামূল্য মনি
তারা নেয় ছাঁই পাশ রত্ন মনে করে
মূর্খদল এভাবেই চিরকাল ঠকে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
হিসেবের ভুল
পৃথিবী বিশাদ ভরা অনেক হৃদয়ে
অনেকে উল্লাস করে, আনন্দ সম্ভারে
অনেকের মতে এটা ভাগ্যের ব্যাপার
অনেকের মতে এটা প্রচেষ্টার ফল।
কোলাহল ভরা এই পৃথিবীর পরে
কেউ আসে, কেউ যায় দুঃখ খুশি নিয়ে
কেউ থাকে চিন্তা যুক্ত জীবন যাপনে
কারো অপচয় আর কারো ভান্ড খালি।
সমগ্র জগৎ যার তার কথা ভাবি
অনেকেই তারে নাহি ভাবে জীবনেতে
তথাপিও তারা থাকে মহা সুখে কত!
হিসেবের ভুল হয় এখানে সবার
অন্ধকার ঘিরে আসে ভাবনা হীনের
মহাসুখ সেতো তার সামান্য সময়!
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
ভরসা রবের
বিপদ উদ্ধার হতে ভরসা রবের
তার দয়া হলে পরে, পার পায় সবে
কি কারণে কি করেন তিনিই জানেন
মৃতদেহে প্রাণ ফিরে তার দয়া হলে।
অথবা হঠাৎ মরে কোন তাজা প্রাণ
তার কাজে বিরক্তির নেই কোন কিছু
কারো মন্দে কারো ভালো হয়ে থাকে হেথা
মন্দ যার হয় সেও জিতে যায় শেষে।
আ্ল্লাহর ইচ্ছেটাই আসল ব্যাপার
তার সন্তুষ্টিতে আসে সম্পূর্ণ মঙ্গল
ইহকাল তার কাছে শেষ কথা নয়
পরকাল অনেকের আলোময় হবে
এখন জীবন যার আঁধার গহীনে
পরের জীবন তার হবে ঝলমলে।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮
সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১
চাঁদগাজী বলেছেন:
সরকারের বেশীর ভাগ লোকজন, সরকারী টাকায় কমপক্ষে সরকারের লোকগুলো ও তাদের পরিবারগুলোকে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে দেয় না; আপনার বেলায়, আপনি দেখেছেন; এরা সাধারণ মানুষের জন্য কি করছে?
সরকারী চাকুরী পাবার পর, ৮০% বাংগালী অমানুষে পরিণত হয়।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪
সনেট কবি বলেছেন: কেউ খায় কেউ চায়, এমন অবস্থা বিরাজ করছে সর্বত্র।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ''সরকারী চাকুরী পাবার পর, ৮০% বাংগালী অমানুষে পরিণত হয়'' ওস্তাদ চাদগাজী দারুন বলেছেন।
০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
সনেট কবি বলেছেন: তিনি ঠিক কথাই বলেছেন
৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভ নববর্ষ।
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩০
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লাগলো।
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩১
সনেট কবি বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
বিজন রয় বলেছেন: অসম্ভব!
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩
সনেট কবি বলেছেন: যে হেতু এ যাবৎ সম্ভব হয়নি কাজেই আপনার কথাই মেনে নিলুম। তথাপি যদি কারো কারো বোধদয় হয় তবে আমার প্রচেষ্টা কিছুটা হলেও সফল হবে।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯
ধ্রুবক আলো বলেছেন: নববর্ষ নিয়ে সনেট খুব সুন্দর হয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫
সনেট কবি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
সৈয়দ ইসলাম বলেছেন: আপনারই কবিতা?
ভাল লাগলো অসম্ভব।