![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
পোনে পাঁচ গন্ডা ব্লগার
ভাগ্য আকাশের মেঘে জোছনা দেখিনা
ঝরেছে মনের যত আশালতা ফুল
ভাসেনা প্রেমের বানে মনের দু’কুল
অর্ক নয়ন কবীর কোথায় এখন?
সেলিম সোহেল কই বাতাস দখিনা
মাইদুল ফাহিমের বন্ধু মনিরুল
কাল্পনিক ভালবাসা কল্পনার গুল
শূন্যনীড়ে দিবা রুমি দেখেন স্বপন।
নতুন নকিব মনে আবেগেতে ঘেরা
সাদামনে চাঁদগাজী নীলপরি দেখে
মাহামুদ তাজুলেরা ভাবনায় সেরা
ডঃ এম এ আলী ব্লগে ভাল লেখা লেখে
ফাতেমা ছবির মত কবিতায় ডুব
দেয়াগেলে ভালো হতো এজীবনে খুব।
পোনে ছয় গন্ডা ব্লগার
ভোর হতে শাহিনের ভেঙ্গে গেল নিদ
দেখে বসে প্রামানিক লিখে যায় ছড়া
লিটন সুমন খায় ডাইলের বড়া
সোনাবীজ জি এসেরা জিনিয়াস জন।
সত্যের ছায়ায় থাকা রাজনীতি বিদ
পায়না ধ্রুবক আলো সুনীতিতে কড়া
যুক্তি দাও কেন দেশ দূর্নীতিতে গড়া?
কিকরি আজ ভাবছে গেছো দাদা জুন।
রাজিব নূর হাফসা ছড়ায় আলোক
বিজন বনেতে জানা দেখে উড়ে টিয়ে
সোহানী সুজন নূরু গুণীতে পুলক
খাইরুলে গাঁথে মালা কবিতারে নিয়ে
সায়মার আঁকাআঁকি চলে হামেসাই
সম্রাটে শুনেন গান গায় সতুসাঁই।
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
সনেট কবি বলেছেন: অবশেষে আরেকটা কবিতা লিখে আপনার নামটাও দিয়ে দিলাম।
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগারেরা প্রত্যকেই আপন মহিমায় উজ্বল, সবাই নতুন এক জেনারেশনের সদস্য।
০৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৩
সনেট কবি বলেছেন: বাস্তবিক পূর্বে ব্লগ বা ব্লগার ছিলনা।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগারদেরকে নিয়ে ভালই বলেছেন ।
মনে পড়ে যায় কবিগুরুর গানের কথা
আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান।আন্ তবে বীণা--
সপ্তম সুরে বাঁধ্ তবে তান॥পাশরিব ভাবনা, পাশরিব যাতনা,রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ।
ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা।সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি।
উলসিত তটিনী,উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ॥
কবিদের কন্ঠে কন্ঠ মিলিয়ে আমারো বলতে ইচ্ছে করে ব্লগের সকলে মিলে হাতে হাতে ধরে ধরে নাচি ঘিরি ঘিরি
মেলে ধরি মন প্রানের যত কথা সকলের তরে ।
ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।
০৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৪
সনেট কবি বলেছেন: বেশ উপভোগ্য মন্তব্য।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৪
সৈয়দ তাজুল বলেছেন: ব্লগারদের নিয়ে লেখা কবিতা আরো দীর্ঘ হতে পারতো!
তবুও যথেষ্ট ভাল হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩
সনেট কবি বলেছেন: আপনার নামটাও বসিয়ে দিলাম
৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৪
দিবা রুমি বলেছেন: ভাল লিখছেন।
ব্লগাররা দীর্ঘজীবী হোক। শুভকামনা প্রত্যেক ব্লগারের জন্য।
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯
সনেট কবি বলেছেন: আপনার নামটাও কবিতায় তুলে দিলাম।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০০
তারেক_মাহমুদ বলেছেন: ব্লগারদের নিয়ে সুন্দর কবিতা, আর একটু দীর্ঘ হলে আরো অনেকের নাম উঠে আসতো।
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪
সনেট কবি বলেছেন: আপনার নামটাও উঠেছে
৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লাগল
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫
সনেট কবি বলেছেন: আপনার নামটাও এখন কবিতায়
৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আরেকটু বড় করতে পারতেন।
০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩০
সনেট কবি বলেছেন: সাড়ে তিন গন্ডা করে দিলাম। দখিনা বাতাসের কবি কথা বলে কথা।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৪
শূন্যনীড় বলেছেন:
ধীরেধীরে আসবে সবাই কেউ কেউ আসবে না,
কি দারুণ কাব্য ও'ভাই কথামালা জুড়ে মুগ্ধতা।
০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১
সনেট কবি বলেছেন: শেষমেস শূন্যনীড়টাও বসিয়ে দিলাম।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: বাহ ভালো লিখেছেন ।ভালো লাগলো
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
সনেট কবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১১| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। কিন্তু পৌনে পাঁচ গন্ডা কেন? আরও বেশি বা কম নয় কেন? আর এই গন্ডা কয়টাতে হয় ভাই?
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫
সনেট কবি বলেছেন: কবিতা যেহেতু সনেট সেহেতু বড় করা যায় না। এর মধ্যে পৌনে পাঁচ গন্ডা ধরেছে। বেশী আর ধরাতে পারিনি। শুরু করে ছিলাম সোয়া দুই গন্ডা ব্লগার নিয়ে বাড়াতে বাড়াতে পৌনে পাঁচ গন্ডা হলো। চারটায় এক গন্ডা। এখানে ঊনিশজন ব্লগারের নাম রয়েছে।
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সনেট কবি বলেছেন: আপনার নাম সেট করতে আরেকটা কবিতা লিখতে হলো।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: “ভালবাসার জয় হোক”
এই স্লোগানে কবিতা লিখে যাচ্ছি........
এখন কবির জীবনে ভালবাসা থাক আর না থাক.।
পোনে পাঁচ গন্ডা ব্লগার
লেখা ভালো হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯
সনেট কবি বলেছেন: শাহরিয়ার কবীরের প্রেমের কবিতা মনে পড়তেই কবিতার সূত্রপাত। প্রথমে সোয়া দুই গন্ডা নিয়ে শুরু করে পৌনে পাঁছ পর্যন্ত পৌঁছাল। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় প্রেমের কবি।
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬
নতুন নকিব বলেছেন:
এই জন্যই সেদিন বলেছিলাম, আপনি এসেছেন তো, ব্লগ জমে উঠবে! আপনি সামু ব্লগে অনেকের প্রেরনা হয়ে থাকবেন। উদ্দীপনার কেন্দ্রবিন্দু হবেন।
সংক্ষিপ্ত সুন্দর কবিতা ভাল লাগলো। অনেক ভাল থাকুন প্রিয় কবি।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০
সনেট কবি বলেছেন: মনমুগ্ধকর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ ! বেশ
এর রেশ যেন হয়না শেষ।
আমার সহ যাদের নাম এলো সবাই খুশী
আপনার মুখে ফুটুক গোলাপের হাসি।
০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
সনেট কবি বলেছেন: কবিতায় মন্তব্য বেশ ভাল লাগলো প্রিয় কবি।
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+। আশাকরি ভলো আছেন ।
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২
সনেট কবি বলেছেন: ভালো থাকার চেষ্টা করছি, দোয়া করবেন।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
তারেক_মাহমুদ বলেছেন: আমার মত দুদিনের ব্লগারকে আপনার কবিতায় স্থান দেওয়ায় নিজেকে সম্মানিতবোধ করছি প্রিয় কবি।অনেক ভালবাসা আপনার জন্য।
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
নীলপরি বলেছেন: অনেক দিন পর ব্লগে আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো । সাথে আমার নাম দেখে খুশি হলাম ।
কেমন আছেন ?
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
সনেট কবি বলেছেন: পরির কবিতার মজাই আলাদা। ভালো থাকার চেষ্টা করছি। বাকি আল্লাহ যেমন রাখেন।
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার ব্লগারিও পদাবলীতে আপনার নাম আছে, এখানে......... নাম কই?
০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সনেট কবি বলেছেন: ২য় কবিতায় আপনার নামটাও সেট করে দিলাম!
১৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
শূন্যনীড় বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় প্রিয় কবিবর।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১০
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ শূন্যনীড়
২০| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
কি সুন্দর মিলিয়ে মিলিয়ে লিখেছেন!
আমি বেশি আনন্দিত কারন আমার নাম খুঁজে পেলাম।
আপনার পোষ্ট পড়ে আমি মুগ্ধ! তাই আমার তোলা এই ছবিটা আপনাকে দিলাম।
ভালো থাকুন।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
সনেট কবি বলেছেন: খুব সুন্দর ছবি। ধন্যবাদ।
২১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
আপনার কবিতায় আমার নাম থাকায়
খুশিতে বেড়াতে যাবো পুরাতন ঢাকায়।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯
সনেট কবি বলেছেন: দারুণ!
২২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
চোঁখ বড় করে আমি খুজলাম আমার নাম
আজ থেকে বুঝলাম আমি সনেট কবির দাম।
দুর্নীতি মুক্ত দেশ এ ধরাতে নাই,
সৎকর্ম করলে তবে দুর্নীতি বিদায়।
দুর্নীতি না করে যেন সবাই মরি,
সনেট কবি ভালো থাকুন এই দোয়া করি।
০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২০
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।
২৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২০
সোহানী বলেছেন: ভালো লাগলো..........
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
সনেট কবি বলেছেন: আপনার নামটাও বসিয়ে দিলাম।
২৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুধু আমার নাম অন্তর্ভুক্ত করার জন্য নতুন করে কবিতা লিখেছেন জেনে খুব ভাল লাগল। আরো বেশি করে লিখুন। শুভকামনা রইল।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।
২৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিবর আপনাকে সশ্রদ্ধ। আপনার ব্লগার প্রীতি অবিস্মরণীয় হয়ে থাকবে। ভাল থাকবেন সবসময়।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সনেট কবি বলেছেন: আপনার নামটাও সেট করা গেল।
২৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগারদের নিয়ে আপনার লেখা সত্যিই এক অপরুপ ভালোবাসার নির্দেশন। এটা সবাই পারবেনা।।
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫২
শাহিন বিন রফিক বলেছেন: প্রেমের কবি, রাজনীতি লেখক, সমাজ সচেতন লেখক সবাইকে বেঁধে ফেললেন এক ফ্রেমে।